15/11/2024
এখানে ১২০ টি ফুডকোর্ট এর দোকান ছিল। মালিক কর্মচারী সহজ এখানে কাজ করতো প্রায় ৪০০ লোক, সিকিউরিটি গার্ড ও অন্যান্য সবমিলিয়ে কাজ করা লোকের পরিমাণ ৬০০। প্রায় ১৮০০ থেকে ২০০০ মানুষের ক্ষুধা নিবারণ হতো এই ফুডকোর্ট গুলা থেকে। কোন পুনর্বাসনের ব্যবস্থা না করে রাজউক কিছুদিন পর পর এসে সব দোকানপাট ভেঙ্গে দেয়। যা মানবিকতাকে প্রশ্নবিদ্ধ করে। তাই আমরা দোকান মালিক সমিতির সকলে আজ উপস্থিত থেকে মানববন্ধন করছি। বৈষম্য বিরোধী আন্দোলনকে সবাই সমর্থন করে কিন্তু আমাদের সাথে যে বৈষম্য হচ্ছে তা কেও দেখেনা।