HOBBY SITE

HOBBY SITE simple and easy cooking and vlog video
(1)

এক মহিলা খুব নামাজ পড়ে, রোজা রাখে, দান-সদকাও করে, কিন্তু কথা বলার সময় খোঁচা মেরে কথা বলে, কষ্ট দেয়, এমন মহিলার ব্যাপারে ...
30/09/2024

এক মহিলা খুব নামাজ পড়ে, রোজা রাখে, দান-সদকাও করে, কিন্তু কথা বলার সময় খোঁচা মেরে কথা বলে, কষ্ট দেয়, এমন মহিলার ব্যাপারে আপনার কী অভিমত ইয়া রাসূলাল্লাহ ?
- সে জাহান্নামি!💔🥹

আরেক মহিলা কোনো মতো ফরজ ইবাদতগুলো করে, অল্পই দান-সদকার সামর্থ্য রাখে, কিন্তু সে কাউকে খোঁচা মেরে কথা বলে না, এ মহিলার ব্যাপারে আপনার কী অভিমত ইয়া রাসূলাল্লাহ ?
- সে জান্নাতি!❤️🦋

[আল-আদাবুল মুফরাদ, ইমাম বুখারী (১১৯); সহিহ ইবনে হিব্বান, (৫৭৬৪)]

অথচ আজকাল ঠেস দিয়ে কথা বলাটা একটা 'যোগ্যতা' জ্ঞান করা হয়, আমরা যতটা ভালো মুসলিম তার জীবন্ত সাক্ষী আমাদের স্বভাব-চরিত্র, "আসতাগফিরুল্লাহ!😭💔.....cake made by me

একটি পাত্রে পানি নিয়ে তাতে একটি ব্যাঙ রেখে পানি গরম করা শুরু করা হল।পানির তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ব্যাঙটিও ত...
12/09/2024

একটি পাত্রে পানি নিয়ে তাতে একটি ব্যাঙ রেখে পানি গরম করা শুরু করা হল।
পানির তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ব্যাঙটিও তার শরীরের তাপমাত্রা বৃদ্ধি করে
সহনীয় পর্যায়ে নিতে শুরু করল যদিও সে চাইলেই লাফ দিয়ে বেরিয়ে যেতে পারত
কিন্তু সে লাফ দেয় না । সে সহ্য করতে থাকে।
আস্তে আস্তে তাপমাত্রা যখন আরও বাড়িয়ে ফুটন্ত গরম করা হয়
তখন ব্যাঙটি আর সহ্য করতে না পেরে সে সিদ্ধান্ত নেয় লাফ দেওয়ার
কিন্তু তখন আর তার লাফ দেওয়ার মত শক্তি তার থাকে না।
পানি আরও গরম হতে থাকে যার ফলে সে গরম পানিতে ফুটে একটা সময় মারা যায় ।
এখন যদি প্রশ্ন করা হয় ব্যাঙটি কিভাবে মারা গেছে ??
তাহলে অধিকাংশ মানুষই বলবেন গরম পানির কারনে মারা গেছে ।
কিন্তু না সে গরম পানির জন্য মারা যায়নি
সে মারা গেছে লাফ দেওয়ার সিদ্ধান্ত দেরিতে নেওয়ার কারনে।
ঠিক তেমনি প্রতিটি মানুষের স্থান কাল পাত্র ভেদে
একেকটা বিষয়ে সহ্য করার ক্ষমতা থাকে কিন্তু
আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে ক্ষমতা থাকা সত্ত্বেও আমাদের বুঝতে হবে কখন সরে যাওয়া উচিত অর্থাৎ
সঠিক সময়ের সিদ্ধান্ত সঠিক সময় নেওয়া উচিত।
আবেগ ভালবাসা দেখিয়ে দেরিতে সিদ্ধান্ত নেওয়া উচিত না ।
(সংগৃহীত)

Address

Uttarati
1230

Alerts

Be the first to know and let us send you an email when HOBBY SITE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to HOBBY SITE:

Share

Category