
30/09/2024
এক মহিলা খুব নামাজ পড়ে, রোজা রাখে, দান-সদকাও করে, কিন্তু কথা বলার সময় খোঁচা মেরে কথা বলে, কষ্ট দেয়, এমন মহিলার ব্যাপারে আপনার কী অভিমত ইয়া রাসূলাল্লাহ ?
- সে জাহান্নামি!💔🥹
আরেক মহিলা কোনো মতো ফরজ ইবাদতগুলো করে, অল্পই দান-সদকার সামর্থ্য রাখে, কিন্তু সে কাউকে খোঁচা মেরে কথা বলে না, এ মহিলার ব্যাপারে আপনার কী অভিমত ইয়া রাসূলাল্লাহ ?
- সে জান্নাতি!❤️🦋
[আল-আদাবুল মুফরাদ, ইমাম বুখারী (১১৯); সহিহ ইবনে হিব্বান, (৫৭৬৪)]
অথচ আজকাল ঠেস দিয়ে কথা বলাটা একটা 'যোগ্যতা' জ্ঞান করা হয়, আমরা যতটা ভালো মুসলিম তার জীবন্ত সাক্ষী আমাদের স্বভাব-চরিত্র, "আসতাগফিরুল্লাহ!😭💔.....cake made by me