15/07/2025
বাড়ি বন্ধের যাদু নিয়ে ছোট্ট একটি বাস্তব গল্প:
আমরা যারা ঘর বাড়ি বন্ধ করি তারা একটু মনোযোগ দেই ইনশাআল্লাহ
ঘটনা ক্রমে রুকইয়াহ করতে করতে বেজে গেছে রাত্র ১ টা যাদুর খাদেম একটিভ কন্ট্রোল ছাড়তে বেশ হিমশিম খাচ্ছি যাক আলহামদুলিল্লাহ কন্ট্রোল ছেড়েছে তো আরো ৫ মিনিট রুকইয়াহ করছি এক পর্যায়ে যখন বার বার বলছি
اللَّهُمَّ أَبْطِلْ كُلَّ سِحْرٍ مِنْ إِغْلَاقِ الْبَيْتِ وَالْمَنْزِلِ
হে আল্লাহ! ঘর এবং বাড়ি বন্ধ করে দেওয়ার জন্য করা সমস্ত জাদু গুলো আপনি বাতিল করে দিন।
(বিঃদ্রঃ এই দোয়াটা পড়ে যাচাই করে নিতে পারেন বাড়ি বন্ধের যাদুতে আক্রান্ত আছেন কিনা)
ওমা বাড়ি বন্ধের যাদুর খাদেম একটিভ হয়ে সালাম দিয়েই বলছে আমাকে কেন ডাকছেন? আমাকে ছেড়ে দেন, আমি এখন তাহাজ্জদ পড়তে যাবো,এই মেয়ের যাদুর সাথে আমার কোন সম্পর্ক নাই, আমার কোন দোষ নাই🙄
জিজ্ঞাসা করলাম কিরে তরে কবে ডাকলাম, আমিতো দোয়া পড়লাম মাত্র তুই কইত্তে নাজিল হইয়্যা কইতাছোস ছাইড়া দিতাম, তোরে ধরছি কহন আবার, শয়তানোও তাহাজ্জুদ পড়ে তাইলে মাত্র বাজে রাইতের ১ টা এহন কিয়ের তাহাজ্জুদ টা পড়বি হারাম খোর🤨
হেয় আমারে বুঝ দেয় কেমনে শুনেন, আমারে কইতাছে আমি বাড়ি পাহাড়া দেই, আমি ভালো, এদের যাদুর সাথে আমার কোন সম্পর্ক নাই আমি যাইগা আমারে ছাড়েন আবার তেলাওয়াত করতেই কাইন্দা রাইন্দা হেয় শেষ,,,তার কোন দোষিই নাই,,,
জিজ্ঞাসা করলাম তুই যদি বাড়ি সুরক্ষাই করোস তাইলে এই বাড়িতে যাদু কেমনে ঢুকলো যাদু ঢুকার আগে তুই কি করছিলি তুই থাকতে যাদু ঢুকা মানে তুই শয়তান আর শয়তান তেলাওয়াত নিতে পারেনা তার উপরে ভাড়ি পড়ে আর তোরেও বন্ধি করছে চার কোনায় পেরেকের মাধ্যমে তুই ও যাদুকর।
হেতে তাওবা করছে তাওবা কইরা যে গেছে তো গেছেই তবে একে বের করতে মোটামুটি কষ্ট করতে হইছে।
এখন আপনাদের জন্যে ম্যাসেজ হচ্ছে যে, দয়া করে আপনারা এই বাড়ি বন্ধের মতো ভুল কেউ করবেন না, এটা সরাসরি যাদু এই যাদু হচ্ছে সরাসরি কোরআনের আয়াত দ্বারা করা যা হুজুররা আপনার সামনেই আয়াত পড়ে দিয়ে বলবে ঘরের চার কোনায় দাফন করে দিয়েন বা ঘরের চার কোনায় ঝুলিয়ে দিয়েন, কোন বস্তু মাটিতে, ঘরে টানানো মানেই সেটা যাদুর সাথে সম্পৃক্ত।
এতে ঘর তো বন্ধ হবেই না উলটো আপনারা ঘরের সব সদস্য যাদুতে আক্রান্ত হয়ে যাবেন একটার পর একটা অসুস্থতা লেগেই থাকবে আয় রুজিতে বরকত চলে যাবে বিভিন্ন বাধা বিগ্নতা চলে আসবে সকল কাজে কর্মে।
এই ধরনের কাজ থেকে আমরা সচেতন হই মানুষ কে সচেতন করি ভুলকে শুধরে নেই, সুস্থ থাকি।
জযাকাল্লাহ উপকারী মনে হলে শেয়ার করে দিবেন।
Raqi Hossain Ahmed