23/01/2025
আমি জানি না তাকে কেনো ডার্বি নাসির বলা হয়।কাউকে ব্যক্তিগত আক্রমণ করার অভ্যাস আমি আমার দল থেকে পাইনি।কাউকে ব্যক্তিগত আক্রমণ করা হোক এর পক্ষে আমি কখনো ছিলাম না,ভবিষ্যতেও থাকবো না।
যাইহোক মূল আলাপে আসি...
গতকালকে নাসিরউদ্দিন পাটোয়ারী 'জিয়াবাদ' শব্দটি ব্যবহার করেছেন।তিনি মুজিববাদের সাথে জিয়াবাদ শব্দটি উচ্চারণ করেছেন।তিনি বললেন, দেশে কোন বাদ দেখতে চান না সেটা হোক জিয়াবাদ বা মুজিববাদ।
আমার ক্ষুদ্র জ্ঞান ও অভিজ্ঞতা থেকে এবং একজন বিএনপি সমর্থক ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী হিসেবে আমি স্পষ্টভাবে বলতে পারি আমার দল বা দলের কোন নেতা কর্মী জিয়াবাদ শব্দটি ব্যবহার করেন না।
হ্যাঁ আমরা শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী।
আর আপনি নাসিরুদ্দিন কোথাকার কোন হরিদাস পাল এসে বলেন বাংলাদেশে কোন বাদ থাকবে না।
জিয়াবাদ শব্দটি দিয়ে আমরা কখনোই রাজনীতি করি নাই।যদিও গতকালকেই প্রথম এই জিয়াবাদ শব্দটি শুনলাম নাসিরুদ্দিন পাটোয়ারীর মুখে।
শুনেন নাসিরউদ্দিন পাটোয়ারী ও আপনাদের সদ্য গজানো গং আপনারা আবারও বিভাজনের রাজনীতি চলমান রাখছেন।জিয়াবাদ থাকবে না এই লাইলটি দ্বারা আপনি এদেশের কোটি মানুষের আদর্শ ও বিশ্বাসে আঘাত করেছেন।
আপনি একজন লেখাপড়া জানা মানুষ হয়েও কিভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে এমন অর্বাচীন মন্তব্য করেন? আপনি জানেন না ১৯৭১ সালে মেজর জিয়ার অবদান? ৭ই নভেম্বর সিপাহী-জনতার বিপ্লব শুনেন নাই? জিয়াউর রহমান কোন প্রেক্ষাপটে দেশের ক্ষমতার ভার গ্রহন করেন? দেশের অবস্থা তখন কি ছিলো জানেন না?মেজর জিয়ার শাসনামল পড়েননি ইতিহাসে? ১৯৭৭-১৯৮১ এই ছোট্ট ৪বছরের শাসনামলে তিনি দেশের সকল মানুষের সার্বিক উন্নয়নের জন্য কি করেছেন জানেন না? এই যে গণতন্ত্রের সবক দিচ্ছেন দিনরাত,এই বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা কে? জানেন?
এখনো পর্যন্ত মেজর জিয়ার শাসনামলই স্বাধীন বাংলাদেশের সেরা সময় বলেও বলা হয়ে থাকে।
আর সেই জিয়াকে আপনি মুজিববাদের সাথে তুলনা করে বক্তব্য দিচ্ছেন।যেই মুজিবের শাসনামলে দূর্নীতি, চুরি,ডাকাতি,রক্ষীবাহিনী, একদলীয় শাসন,বাকশাল গঠন,দুর্ভিক্ষ,গণতন্ত্রহত্যা সহ সকল অপকর্মের পাহাড় ছিলো সেই মুজিবের সাথে আপনি এমন একটা মানুষের তুলনা দিচ্ছেন যিনি সত্তিই চেয়েছিলেন এদেশে ৭১'এর স্বপ্ন বাস্তবায়ন করতে।প্রেসিডেন্ট জিয়া ৭১'এ আপামর জনতার যে স্বপ্ন বাস্তবায়নের পথেই হাঠছিলেন সেটা উনার শাসনামল অধ্যায়ন করুন।
আর শেখ মুজিব মুক্তিযুদ্ধের পূর্বে যে জনপ্রিয়তার তুঙ্গে ছিলো সেটা অস্বীকার করার উপায় নেই।কিন্তু ক্ষমতার কেন্দ্রে আসার পরেই সে হয়ে উঠে ক্ষমতালোভী।
জিয়া ও মুজিবের মৃত্যু স্বাভাবিক ছিলো না,কিন্তু তাদের মৃত্যুর পর সাধারণ মানুষের প্রতিক্রিয়া আপনি তুলনা করুন।মুজিবের দেহ ধানমন্ডি ৩২'এ পড়ে ছিলো তার দলের নেতাকর্মীরাও যাই নি ৩২'এ।অন্যদিকে প্রেসিডেন্ট জিয়ার মরদেহ একবার দেখতে, উনার জানাযায় শরীক হতে ঢাকায় লক্ষ লক্ষ মানুষের ঢল নামে।
কিসের সাথে কিসের তুলনা করেন নাসিরুদ্দিন পাটোয়ারী?
শোনেন আমরা যারা বিএনপি সমর্থক বা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের রাজনীতিতে যুক্ত আপনারই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঠিক আদর্শ লালন করতে শিখিনি এখনো।যদি জিয়ার আদর্শ ও মতবাদ আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি তবেই ৭১'এ যে আকাঙ্খা পূরণ করা সম্ভব পাশাপাশি ২৪'এ আমাদের তরুণ প্রজন্মের আকাঙ্খাও পূরণ হবে বলে বিশ্বাস করি।
এবং জাতীয়তাবাদে বিশ্বাসী আমরা সেই লক্ষেই এগিয়ে যাব জনাব Tarique Rahman 'এর নেতৃত্বে।