16/01/2024
মেসি বিশ্বকাপ জেতার পর থেকে এখন বার্সেলোনা জীতলে ওকে ফাইন, হারলে চুলটাও ছেঁড়া গেলোনা এমন ড্যাম কেয়ার ফুটবল ফ্যানের সংখ্যাই পাবেন ৯০%। মেসি গোটা একটা প্রজন্মের ফুটবলকে কমপ্লিট করে দিয়েছে। প্রাপ্তির সব পর্ব শেষে তৃপ্তির ফুলস্টপ এঁকে দিয়েছে। দোষটা মেসির, ফুটবলের নান্দনিকতা এত বেশি খাওয়াইছে এখন ক্ষুদাই মিটে গেছে।
যেমন ধরেন কাল বার্সা ৪-১ গোলে হারছে। আমি ড্যাম কেয়ার লোকজনকেই বেশি পাইছি। আগে হইলে চমৎকার ব্যাটেল দেখা যাইতো সোস্যাল মিডয়ায়। মেসি যাওয়ার সাথে সাথে অনেক এক্সট্রিম বার্সা ফ্যানদের সাথে করে নিয়ে গেছে।
২০২১ ক্লাব এক্সিট করার সময় মেসি বলেছি আমাকে ছাড়া বার্সা বার্সাই কিন্তু বার্সা ছাড়া আমি কিছুই না। এইটা ছিলো বিগেস্ট লাই এভার। একচুয়ালি হি ইজ বার্সেলোনা, হি ওয়াজ বার্সেলোনা, উইল রিমেইন দ্যা বার্সেলোনা হিস্টোরি রাইটার ফরেভার। বার্সার হিস্ট্রি থেকে মেসিকে বের করে সাইডে রাখলো আপনি ঐতিহ্যবাহী একটা সংগ্রামী ক্লাব পাবেন যারা বৈষম্যের বিরুদ্ধে লড়ছে। কিন্তু মেসিকে যোগ করে দিলে আপনি একটা রিচ ক্লাব হিস্ট্রি পাবেন। উইথ সো ম্যানি রিমার্কাবল ট্রপিস।
বার্সার ইতিহাস ঘাটলে একটা এরা পাইবেন ক্রুইফের নামে লিখা আরেকটা এরা পাইবেন মেসির নামে। এই গ্যাপে বার্সায় ইমপ্যাক্টফুল লিগ্যাসি ক্যারিয়ার হিসেবে আপনি হয়তো দিনহোকে পাইতে পারেন। এর বাইরে বড় রিমার্ক খুব কম।।
কিন্তু উত্তরাধিকার বা লিগ্যাসি ক্যারিয়ার রাখার পেছনে রিয়াল মাদ্রিদ মাস্টার। রোনালদো গ্যাছে ইনস্ট্যান্ট বেঞ্জেমা মাদ্রিদ লগ্যাসি টেনে নিয়েছে, বেঞ্জেমা গেলো ভিনিসিয়াস বেলিংহাম এখন মাদ্রিদ লিগ্যাসির ক্যারিয়ার। আপনি ভালো করে খেয়াল করলে দেখবেন বার্সার বিপক্ষে সাধ্যের বাইরে ভালো খেলার একটা রেস্পন্সিবিলিটি ভিনিসিয়াস ফিল করে। না পারলে ফ্রাস্টেটেড হয়ে যায়। সামহাউ বার্সার বিপক্ষে লিগ্যাসি ক্যারিয়ার এর রোলটা এই ছোট্ট বয়সেই ভিনিসিয়াস ফিল করে। হি হ্যাজ এ লং ওয়ে টু ক্যারি। এবার আপনি বলেন তো মেসির পরে বার্সার লিগ্যাসি ক্যারিয়ার কে? মাদ্রিদের বিপক্ষে একক রেস্পন্সিবিলিটি ফিল করে এমন বার্সা প্লেয়ার কেডা? আজ পর্যন্ত কেউ রেডি হইছে। বার্সার প্রধান ক্যাপ্টেন সারাজীবন দুধভাত খেলা সার্জিও রবার্তো। চিন্তা করেন লিগ্যাসি ক্যারি কিভাবে হবে।
এদিক থেকে সেই প্রজন্ম হিসেবে আমরা লাকি যারা মেসিকে দেখে দেখে মেসির সাথে সাথে বড় হইছি। এবং ধন্যবাদ মেসি ফুটবলটাতে ফুলস্টপ মেরে আমাদের ক্ষিদে মিটিয়ে দেবার জন্যে।
আগামী ১০ বছর লা লীগা একক ডমিনেন্সের আন্ডারে চলে যাবার চান্স হাই।