
21/01/2024
Website Design & Marketing Automation (Wordpres & HighLevel).
কি কি শিখবেন এই কোর্স থেকে:
১। Wordpress ব্যবহার করে কিভাবে একটা ওয়েবসাইট বানাতে হয়।
২। হোস্টিং এবং ডোমেইন কি।
৩। কিভাবে হোস্টিং এবং ডোমেইন কানেক্ট করতে হয় ওয়ার্ডপ্রেস এর সাথে।
৪। Wordpress Theme কি এবং কিভাবে ইনস্টল করতে হয়।
৫। থিম ইনস্টল করার পর কিভাবে একটা ওয়েবসাইট ডিজাইন করতে হয়।
৬। কিভাবে হোস্টিং থেকে ওয়েবমাইল তৈরী করতে হয়।
৭। Wordpress এর অন্যানো ফীচার এর ব্যবহার।
৮। HighLevel ব্যবহার করে কিভাবে ওয়েবসাইট বানাতে হয়।
৯। কিভাবে HighLevel ব্যবহার করে Funnel Design করতে হয়।
১০। কিভাবে একটা ডোমেইন হইলেভেল এর সাথে কানেক্ট করতে হয়।
১১। হইলেভেল ব্যবহার করে কিভাবে ইমেইল অটোমেশন সেট আপ করতে হয়।
১২। হইলেভেল এর অন্য সব ফীচার কিভাবে সেট আপ করতে হয়।
১৩। কিভাবে আপওয়ার্ক এবং ফিভার এ একাউন্ট ওপেন করতে হয়।
১৪। এই কাজগুলো মার্কেটপ্লেসে থেকে পাবার নিনজা টেকনিক।
কোর্সটি শুরু হতে যাচ্ছে ফেব্রুয়ারী ১ তারিখ থেকে, ইনশাআল্লাহ।
বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন।