24/10/2025
মানুষের জীবনে কত আজব তাই না 🌹মনে প্রানে ভালোবাসা একজনকে আর সারা জীবন থাকতে হয় আরেকজনের সাথে 🌹আচ্ছা যে মানুষটাকে ছেড়ে তাদের বিয়ে হয়ে যায় আরেকজনের সাথে, তারা কি আসলেও তার প্রাক্তনকে ভুলতে পারে???
সেই মানুষটার সাথে সংসার হয় বিয়ে হয়, আজীবন মরনের আগ পর্যন্ত তার সাথে থাকতে হয় ❤️তাহলে নসিবে কেন সেই মানুষটা নাই যে মানুষটাকে অনেক বেশি ভালোবেসে ছিল।
আসলে একটা সত্যি কথা কি জানেন ❗
মানুষ বলে একটা মানুষ বারবার প্রেমে পড়ে বারবার ভালোবাসা যায়, কিন্তু আমি বলব মানুষ শুধুমাত্র একজন মানুষকে ভালবাসতে পারে।তার যদি অন্য কোথাও বিয়ে হয়ে যায়।
কোনদিনও সেই ভালোবাসার মানুষটার জায়গা তার স্বামী নিতে পারে না 🙃আপনার ভালবাসার মানুষটাকে যেভাবে ভালবেসেছেন ওইভাবে কোনদিনও ভালবাসতে পারবেন না কেন জানি আপনার কাছে আকাশ পাতালের ডিফারেন্ট মনে হবে ❤️
কি এক আজব দুনিয়াতে আমরা বসবাস করি তাই না 🤣