Peace of mind

Peace of mind 🖤🖤🖤🖤🖤

12/10/2023
09/05/2023

🖤🖤🖤❤

07/05/2023

প্রিয় দুইটি মুখ 🖤🖤🖤❤

05/05/2023

real face দেখে বিয়ে করো ,আটা ময়দা মাখা দেখে না😊🙄🖤

সবার আগে নিজেকে জানা উচিত 🖤☻☻
01/05/2023

সবার আগে নিজেকে জানা উচিত 🖤☻☻

30/04/2023

যাকে ভালবাসো তাকে বিয়ে কর❤
যাকে ফিল করো তাকে বিয়ে করো💝
💝🖤🖤🖤

13/04/2023

وجآءت سكرة.....🖤

10/04/2023

كل نفس ذائقة الموت 🖤🖤🖤

08/04/2023

🖤🖤

05/04/2023

সবাইকে অবাক করে আবারও বিশ্বজয় হল সবার প্রিয়
হাফেজ সালেহ আহমাদ তাকরিম।
অভিনন্দন 🧡🖤🖤

আলহামদুলিল্লাহ! দুবাই আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেছে বাংলাদেশী প্রতিযোগী হাফেজ সালেহ আহমদ তাকরিম।...
05/04/2023

আলহামদুলিল্লাহ! দুবাই আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেছে বাংলাদেশী প্রতিযোগী হাফেজ সালেহ আহমদ তাকরিম।

অভিনন্দন তাকরিম
💖❤️❤️💖❤️

31/03/2023

The mind is calm
🖤🖤

29/03/2023

ارح سمعك
🖤🖤

28/03/2023

ربنا حب لنا من ارواحنا..

28/03/2023

كل نفس ذائقة الموت..

27/03/2023

বিশ্ব জয়ী হাফেজ সালেহ আহমাদ তাকরিম🖤✨🕋

26/03/2023

شهر رمضان المبارك 🖤🌛

23/03/2023

🌛شهر رمضان المبارك 🌛🖤🖤

19/03/2023

🌛اجمل دعاء بمناسبه قدوم شهر رمضان المبارك
🖤🖤🖤

"وٌٌلََعٌٌلَََّهّـّـأّ مًًسِـِـألََةّّ وٌٌقُُتٌـٌ.♡إنَِِّمًًأّ هّـّـيِِّّ عٌٌنِِدٍٍ أّلََلََهّ قُُدٍٍ قُُُضًـًـيِِّّتٌـٌ...
15/03/2023

"وٌٌلََعٌٌلَََّهّـّـأّ مًًسِـِـألََةّّ وٌٌقُُتٌـٌ.♡
إنَِِّمًًأّ هّـّـيِِّّ عٌٌنِِدٍٍ أّلََلََهّ قُُدٍٍ قُُُضًـًـيِِّّتٌـٌ 💜🌸

14/03/2023

একটু ভালোবাসা আদান-প্রদান আরকি☻🖤🥰

22/12/2022

today's realite😐☻

কাতারের এই বিশ্বকাপে যে পরিমাণ আরব এবং ইসরায়েলি দর্শক মুখোমুখি হচ্ছে, সেটা অতীতে কখনও হয়নি।ইসরায়েলের সাথে প্রথমে সম্পর্ক...
07/12/2022

কাতারের এই বিশ্বকাপে যে পরিমাণ আরব এবং ইসরায়েলি দর্শক মুখোমুখি হচ্ছে, সেটা অতীতে কখনও হয়নি।

ইসরায়েলের সাথে প্রথমে সম্পর্ক স্বাভাবিক করেছিল আরব আমিরাত। কিন্তু তাদের দেশে এখন পর্যন্ত বিশ্বকাপের মতো কোনো অনুষ্ঠান আয়োজিত হয়নি, যেখানে বিপুল সংখ্যক সাধারণ মানুষ একত্রিত হবে। সেটা এখন ঘটছে কাতারে।

কাতার অবশ্য আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপন করেনি। কিন্তু বিশ্বকাপ উপলক্ষে তারা প্রায় সবকিছুই করেছে - ইসরায়েলের সাথে সরাসরি ফ্লাইট চালু করেছে, ইসরায়েলি ডিপ্লোম্যাটদেরকে আমন্ত্রণ জানিয়েছে, ইসরায়েলি সাংবাদিক এবং সাধারণ নাগরিকদেরকে কাতারে প্রবেশের সুযোগ দিয়েছে।

কাতারের পরিবর্তে যেকোনো রাষ্ট্র হলেও তাদেরকে এইটুকু করতেই হতো। কিন্তু তারপরেও এই নিউজগুলো শুনলে একটু হতাশ লাগতেই পারে। মনে হতে পারে, শেষপর্যন্ত কাতারও? কিন্তু সেই হতাশাটুকু ভুলিয়ে দিচ্ছে মাঠের চিত্র - আরব দর্শকদের রেসপন্স।

ইসরায়েলি সাংবাদিক, সিটিজেন জার্নালিস্ট এবং ভ্লগাররা চাইছে আরব দেশে অনুষ্ঠিত এই বিশ্বকাপকে নিজেদের জন্য পিআর ক্যাম্পেইন হিসেবে ব্যবহার করতে। সুযোগ পেলেই তারা ক্যামেরা আর মাইক নিয়ে আরবদের সামনে হাজির হচ্ছে সাক্ষাৎকার নেওয়ার ছলে তাদের সাথে গলাগলি করে ছবি তুলে, ভিডিও করে সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিশ্বকে দেখাতে - দেখ, আরবদের সাথে আমাদের কী সুসম্পর্ক! আরবরা আমাদেরকে কত আপন করে নিচ্ছে!

কিন্তু গ্যালারিতে, স্টেডিয়ামের বাইরে ফিলিস্তিনের পতাকা, "ফ্রি প্যালেস্টাইন" লেখা ব্যানার প্রদর্শনের ঘটনা তো আছেই, টুইটারে কয়েক ডজন ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, কাতারি, তিউনিসিয়ান, সৌদি - বিভিন্ন দেশী আরবদের সাক্ষাৎকার নিতে গিয়ে কীভাবে ইসরায়েলিরা পদে পদে অপমানিত হচ্ছে।

আরব দর্শকরা যখনই জানতে পারছে তাদের কাঁধে হাত রেখে সাক্ষাৎকার নিতে আসা লোকটা ইসরায়েলি নাগরিক, তখনই তারা ঝাটকা মেরে হাত সরিয়ে দিচ্ছে। তারা জানাচ্ছে, কোনো ইসরায়েলি মিডিয়ার জন্য তারা সাক্ষাৎকার দিবে না। তারা বলছে, "দেয়ার ইজ নো ইসরায়েল, দেয়ার ইজ ওনলি প্যালেস্তাইন।"

ইসরায়েলিরা সম্ভবত এই প্রথমবারের মতো টের পাচ্ছে, সব আরব দেশ দুবাই না। এবং রাজনীতিবিদরা যতই "শান্তি" স্থাপন করুক, আরব বিশ্বের সাধারণ জনগণ এখনও তাদেরকে দখলদার হিসেবেই বিবেচনা করে।

আরব/এশিয়ান দলগুলোর কাছে পরাশক্তিগুলোর পরাজয় দেখার আনন্দ তো আছেই, এর বাইরে এই ধরনের ভিডিওগুলো এবং এগুলো নিয়ে ইসরায়েলি মিডিয়ার কান্নাকাটি দেখতে পারাটা এই বিশ্বকাপের সবচেয়ে চমৎকার অভিজ্ঞতা।

ছবিতে বিশ্বকাপের মাস্কট "লায়িব"-এর গায়ে ফিলিস্তিনি হেডস্কার্ফ "কেফিয়া"।

ভিড়িও নিচের লিঙ্ক এ গিয়ে দেখতে পারন 👇👇👇👇👇👇👇
https://fb.watch/h3If2lQzjV/

ফিফা বিশ্বকাপ টুর্নামেন্টের আয়োজকরা শুধুমাত্র অশ্লীলতা,এবং নগ্নতার প্রতীক রঙিন ব্যাজ নিষিদ্ধ করেনি, প্রতি ম্যাচেই  #প্য...
06/12/2022

ফিফা বিশ্বকাপ টুর্নামেন্টের আয়োজকরা শুধুমাত্র অশ্লীলতা,এবং নগ্নতার প্রতীক রঙিন ব্যাজ নিষিদ্ধ করেনি,
প্রতি ম্যাচেই #প্যালেস্টাইনের সমর্থনে ব্যাজ পরিধান করে প্রকাশ্যে #ফিলিস্তিনের মুক্তির জন্য তাদের আওয়াজ তুলেছে।

এটা শুধু প্রশংসনীয়ই নয়, সারা বিশ্বের সেই সব মানুষদের জন্যও একটি ইতিবাচক বার্তা, যারা প্রকাশ্যে পেলেস্টাইনকে সমর্থন করতে দ্বিধা করেন বা আমেরিকা ও ইসরায়েলের ভয়ে বিক্রি হয়ে গেছেন।

#ফিফাবিশ্বকাপ
#কাতার
#ফ্রিপ্যালেস্টাইন

-খেলা দেখতে আসা হাজারো দর্শক নামাজের সময়  স্টেডিয়ামের বাহিরে জামায়াতে নামাজ পড়ে।-এটাই কাতার।-এগুলি বিশ্ববাসীর কাছে বুদ...
30/11/2022

-খেলা দেখতে আসা হাজারো দর্শক নামাজের সময় স্টেডিয়ামের বাহিরে জামায়াতে নামাজ পড়ে।

-এটাই কাতার।

-এগুলি বিশ্ববাসীর কাছে বুদ্ধিভিত্তিক দাওয়াত ।

যাকে আপনি ভালোবাসেন, যে আপনাকে ভালোবাসে।যখন এই ভালোবাসার মানুষের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব আসবে ।মানে আজীবন এক থাকার প্রস...
24/11/2022

যাকে আপনি ভালোবাসেন, যে আপনাকে ভালোবাসে।যখন এই ভালোবাসার মানুষের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব আসবে ।মানে আজীবন এক থাকার প্রস্তাব ।
সেই মেয়ের মতো সুখী আর সেই ছেলের মতো সুখী আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে অন্য কেউ হতে পারে না ....।🖤🥰🥰

কাকে উপরে তুলছেন ?যা‌কে উপ‌রে তুল‌ছেন সে কি জা‌নে যে কি করে উপরে উঠতে হয়""সে তো জানে না যে, উপরে উঠার জন্য সিঁড়ি বেয়ে উঠ...
18/11/2022

কাকে উপরে তুলছেন ?
যা‌কে উপ‌রে তুল‌ছেন সে কি জা‌নে যে কি করে উপরে উঠতে হয়""
সে তো জানে না যে, উপরে উঠার জন্য সিঁড়ি বেয়ে উঠতে হয়..

অযোগ্যকে অ‌াস্কারা দি‌য়ে-কিংবা জোর ক‌রে যোগ্য বানাতে গেলে, সে নিজেও পড়বে, আপনাকেও ফেলবে। সময় থাক‌তে সতর্ক হোন..!!

18/11/2022

- Alhamdulillah For Good Or Bad Days! ♥️🌸

Address

House:12 , Road:9 , Sectoe: 11
Uttarati

Website

Alerts

Be the first to know and let us send you an email when Peace of mind posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category


Other Video Creators in Uttarati

Show All