Engineer Nazrul

Engineer Nazrul Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Engineer Nazrul, Digital creator, Uttara City, Dhaka.

20/07/2025
19/07/2025

সমাবেশ ২০২৫
ড্রোন ফুটেজ স্থান সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা

18/07/2025

আগামীকাল জামায়াতের ঐতিহাসিক জাতীয় সমাবেশে যোগ দিন।
নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ডসহ ৭ দফা দাবি আদায়ের সমাবেশে যোগ দিন।

আলহামদুলিল্লাহ,মঞ্চ প্রস্তুত, মাঠও প্রস্তুত। নতুন নির্দেশনা পাবে পরিবর্তিত বাংলাদেশ।।
18/07/2025

আলহামদুলিল্লাহ,
মঞ্চ প্রস্তুত, মাঠও প্রস্তুত।
নতুন নির্দেশনা পাবে পরিবর্তিত বাংলাদেশ।।

অতীত থেকে শিক্ষা নেননি। ওরা পালিয়ে বেঁচেছে, আপনারা পালানোর জায়গাও পাবেন না।
11/07/2025

অতীত থেকে শিক্ষা নেননি। ওরা পালিয়ে বেঁচেছে, আপনারা পালানোর জায়গাও পাবেন না।

শুনেছি ৪৪টা যুদ্ধবিমান আমাদের ! এটাই বাংলাদেশ। কিন্তু যুদ্ধ বিমানে কোন অ*স্ত্র নেই !যা আছে তাও পুরোনো, জং ধরা,বাতিল মাল।...
29/06/2025

শুনেছি ৪৪টা যুদ্ধবিমান আমাদের !
এটাই বাংলাদেশ।
কিন্তু যুদ্ধ বিমানে কোন অ*স্ত্র নেই !
যা আছে তাও পুরোনো, জং ধরা,বাতিল মাল। আধুনিকতার ধারে কাছে না!
আমাদের নেই ভালো মানের এয়ার ডিফেন্স সিস্টেম।
আমরা কি দিয়ে শত্রুকে মোকাবেলা করব?

ভারত ৫০০টা নিয়ে একসাথে ৫টা ফ্রন্ট সামলাতে পারে,
পাকিস্তান ৪৪৫টা নিয়ে যুদ্ধের জন্য রেডি।
চীন সম্প্রতি তাদের ষষ্ঠ প্রজন্মের ফাইটার জেট উন্মোচন করেছে।

ভারত হাইপারসনিক ক্ষেপনাস্ত্র টেস্ট করল।
পাকিস্তান বানাচ্ছে ICBM

আর আমরা?
দলবাজিতে মাস্টার!
পথে পথে সহ-সভাপতি,চাঁদাবাজি, বড় বড় কমিটি আর বড় বড় পোস্টার!

আমাদের দেশের সংবাদ মাধ্যমগুলোর হেডলাইন হয়, ধর্ষণ, ছিনতাই,চাঁদাবাজি,গুম,খু*ন। আর এগুলো কারা করে?
চেতনার ধারক বাহকরা।

আমাদের একটাই স্পেশাল স্কোয়াড—
“Keyboard Battalion”!
পোস্ট দিবে, শেয়ার করবে, “দেশপ্রেম” জাহির করবে—
আর বাস্তবে, একটা গোলা উড়লে পাত্তা নাই!

আসল শত্রু বাইরের না—আমরা নিজেরাই শত্রু নিজেদের।
কারণ আমরা যুদ্ধের জন্য না,
তর্কের জন্য জন্মেছি। আমরা দলবাজির জন্য জন্মেছি। আমাদের দেশপ্রেম নেই আছে দল প্রেম। কারণ দল বাজিতে পকেটে কিছু টাকা আসে।

ডাক্তার জীবন বাঁচায় না, দল বাঁচায়!
ইঞ্জিনিয়ার বিল্ডিং বানায় না, বরাদ্দ চিবায়!
পুলিশ আর্মি অফিসারও রাজনীতির ব্যানারে ঝুঁকে পড়ে!
কোন দল সমর্থন করলে বড় চেয়ারটা পাওয়া যাবে?

এই তো আমরা—মেধাহীন, পরিকল্পনাহীন, দায়িত্বহীন!

নেতাদের গাড়ি বুলেটপ্রুফ।
অথচ দেশের সীমানা অরক্ষিত।
একটা ড্রোন আসলেও ধরার কেউ নাই!

একদিন হুট করে আকাশ কালো হবে,
বোমা পড়বে মাথার উপর—
তখন আর পোস্ট দেওয়ার সময় থাকবে না,
তখন বুঝব—"দেশটা ফেসবুক দিয়ে রক্ষা হয় না!"

তখন বুঝব—“বন্ধুদেশ” বলে কিছু নেই,
যার অস্ত্র আছে, তারই দাপট চলে!

এই ঘুম, এই ঢোল-বাজানো দেশপ্রেম,
সব পুড়ে ছাই হয়ে যাবে একটুখানি আগুনে।

আর তখন?
আমরা কাঁদব... কিন্তু কেউ শুনবে না।

সময় থাকতে দেশটা নিয়ে একটু ভাবুন। দলবাজ নেতাদের কলার চেপে ধরে বলুন,
অনেক হয়েছে দলবাজি
এবার আমরা দেশের জন্য
জীবন দিতে রাজি।

ই স রা ই ল কে উপহার দেয়া ইরানের একটি মি সা ই ল শিল্পের সুন্দর দৃশ্য 😌🚀
20/06/2025

ই স রা ই ল কে উপহার দেয়া ইরানের
একটি মি সা ই ল শিল্পের সুন্দর দৃশ্য 😌🚀

01/06/2025

আমরা কোন না কোন ভাবে নামাজে অমনোযোগী হয়েই যাই!!!

গুরুত্বপূর্ণ কিছু আলোচনা।

নোমান আলী খান।

প্রথম সারির নেতাগণ আল্লাহর জিম্মায় চলে গেলেন। দ্বিতীয় সারির নেতাগণ দায়িত্বরত।আলহামদুলিল্লাহ। আল্লাাহ প্রিয় রাহবারদের কবু...
01/06/2025

প্রথম সারির নেতাগণ আল্লাহর জিম্মায় চলে গেলেন।
দ্বিতীয় সারির নেতাগণ দায়িত্বরত।
আলহামদুলিল্লাহ।
আল্লাাহ প্রিয় রাহবারদের কবুল করুন 🤲🤲

আমি কোথায়?উত্তর: বাংলাদেশে।বাংলাদেশ কোথায়?উত্তর: এশিয়াতে।এশিয়া কোথায়?উত্তর: পৃথিবীতে, যার ব্যাস প্রায় ১২,৭৪২ কিলোমি...
31/05/2025

আমি কোথায়?
উত্তর: বাংলাদেশে।

বাংলাদেশ কোথায়?
উত্তর: এশিয়াতে।

এশিয়া কোথায়?
উত্তর: পৃথিবীতে, যার ব্যাস প্রায় ১২,৭৪২ কিলোমিটার (৭,৯২৬ মাইল)।

পৃথিবী কোথায়?
উত্তর: ৪.৬ বিলিয়ন বছর পুরনো সৌরজগতের তৃতীয় গ্রহ।

সৌরজগত কোথায়?
উত্তর: এটি অবস্থিত মিল্কিওয়ে (Milky Way) গ্যালাক্সির এক প্রান্তে, 'Orion Arm' নামক অঞ্চলে। মিল্কিওয়ে গ্যালাক্সিতে আনুমানিক ১০০ থেকে ৪০০ বিলিয়ন তারা রয়েছে।

মিল্কিওয়ে গ্যালাক্সি কোথায়?
উত্তর: এটি "লোকাল গ্রুপ" নামে পরিচিত একটি গ্যালাক্সি গুচ্ছে (galaxy group) অবস্থিত, যেখানে আরও ৫০টির মতো গ্যালাক্সি আছে।

লোকাল গ্রুপ কোথায়?
উত্তর: এটি অবস্থিত "ভিরগো সুপারক্লাস্টার"-এর একটি অংশ হিসেবে, যা হাজার হাজার গ্যালাক্সির সমন্বয়ে গঠিত।

ভিরগো সুপারক্লাস্টার কোথায়?
উত্তর: এটি "লেনিয়া কিয়া সুপারক্লাস্টার" (Laniakea Supercluster)-এর একটি শাখা, যার ব্যাস প্রায় ৫২০ মিলিয়ন আলোকবর্ষ!

তাহলে এই সুবিশাল গ্যালাক্সি, ক্লাস্টার, সুপারক্লাস্টার—সবই কি মহাবিশ্ব?
উত্তর: মোটেই না। এগুলো মহাবিশ্বের খুবই ক্ষুদ্র একটি অংশ। আধুনিক বিজ্ঞান বলছে, আমরা পুরো মহাবিশ্বের মাত্র ৪-৫% বুঝতে পেরেছি। বাকি ৯৫% হলো ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জি—যা এখনো রহস্যের অন্ধকারে আচ্ছন্ন।

ভাবুন তো!
আমি, একটি মানুষ, একটি দেশ, একটি মহাদেশ, একটি গ্রহ, একটি তারামণ্ডল, একটি গ্যালাক্সি, একটি ক্লাস্টার, একটি সুপারক্লাস্টার... এভাবে একের পর এক মহাবিশ্বের স্তরের মধ্যে এক বিন্দু!

এই অসীম বিস্তারের মাঝে আমার অস্তিত্ব কতটুকু ক্ষুদ্র, আর সেই ক্ষুদ্র আমি যদি চিন্তা করি কে এই সব কিছুর স্রষ্টা—তবে বলা চলে:

> “যিনি এই অনন্ত মহাবিশ্ব সৃষ্টি করেছেন, তিনি কতই না মহান!” 🌌✨

ফলো করুনঃ রসে কষে বিজ্ঞান

পাসপোর্ট জটিলতার কারনে লোকটিকে (হজযাত্রী)  নিরাপত্তা বাহিনিরা আটকে দেয়। তাকে ছাড়াই উড়াল দেয় বিমান,তখন সে কান্না করতে থাক...
30/05/2025

পাসপোর্ট জটিলতার কারনে লোকটিকে (হজযাত্রী) নিরাপত্তা বাহিনিরা আটকে দেয়। তাকে ছাড়াই উড়াল দেয় বিমান,তখন সে কান্না করতে থাকেন। নিরাপত্তা বাহিনিরা তাকে শান্তনা দিয়ে বলেন" মন খারাপ করোনা,আল্লাহ হয়তো তোমার জন্য এবারের হজ্জ কবুল করেনি। -লোকটি উত্তর দেয়,আমি হজ্জের নিয়তে এসেছি,আমার বিশ্বাস বিমান আবার ফেরত আসবে আমাকে নিতে। পরক্ষণেই খবর এলো যান্ত্রিক ত্রুটি থাকার কারনে বিমান পুনরায় ফেরত আসছে।

আসার পর ত্রুটি সেরে নেয় এবং ক্যাপ্টেইন তাকে না নিয়ে প্লেন নিয়ে ২ বারের মতো উড়াল দেয়।💔

এরপর ঝড়ের কারনে বিমান আবার ৩য় বারের মতো ফিরে এসে জরুরি অবতরন করেন। এরপর ক্যাপ্টেইন ওই যাত্রীকে বলেন " আল্লাহর কসম আমি আর উড়বোনা,যতোক্ষণ না আপনি প্লেনে উঠেন। অবশেষে সব জটিলতা শেষ করে বিমান তাকে নিয়েই সৌদি আরবে হজ্জের উদ্দেশ্যে রওনা দেয়।❤️

একজন মুসলিমের জন্য তার জীবনের সব থেকে বড় ইচ্ছা, আল্লাহ্ যেনো সবাইকে হজ্জ আদায় করার তৌফিক দান করেন।সবার মুখে মুখরিত ধ্বনি হৃদয়ে গেঁথে থাকবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক🥀

আলহামদুলিল্লাহ ❤️

Address

Uttara City
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Engineer Nazrul posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Engineer Nazrul:

Share