Rahmatullah Marzan

Rahmatullah Marzan Not imitating, not following anyone. Understand yourself, find yourself, live for yourself. Only then can you understand life.
~Rahmatullah Marzan

কম্পিউটারের আদ্যোপান্ত, অপারেটিং সিস্টেম সহ। 🛑শিখতে ও চালাতে পারবেন সেই জন্য এই পোস্ট,👉🏾Ctrl + A ফাইলের সব কিছু সিলেক্ট ...
04/08/2025

কম্পিউটারের আদ্যোপান্ত, অপারেটিং সিস্টেম সহ।

🛑শিখতে ও চালাতে পারবেন সেই জন্য এই পোস্ট,
👉🏾Ctrl + A ফাইলের সব কিছু সিলেক্ট করা (All Select)
👉🏾Ctrl + B সিলেক্ট করা টেক্সটকে বোল্ড করা (Bold)
👉🏾Ctrl + C সিলেক্ট করা যে কোনো কিছু কপি করা (Copy)
👉🏾Ctrl + D ফন্ট পরিবর্তনের ডায়ালগ বক্স প্রদর্শন করা
👉🏾Ctrl + E সিলেক্ট করা টেক্সকে পৃষ্ঠার মাঝে নেওয়া
👉🏾Ctrl + F কোনো শব্দ খোঁজা (Find Word)
👉🏾Ctrl + G নির্দিষ্ট পৃষ্ঠায় যাবার জন্য ব্যবহৃত হয় (Go to Command)
👉🏾Ctrl + H রিপ্লেস ডায়লগবক্স বের করা (Replace)
👉🏾Ctrl + I সিলেক্ট করা টেক্সকে ইটালিক/বাঁকা করা (Italic)
👉🏾Ctrl + J টেক্সট জাস্টিফাইড এলাইনমেন্ট করা (Justify)
👉🏾Ctrl + K হাইপারলিংক তৈরী করা (Hyperlink)
👉🏾Ctrl + L টেক্সট লেফট এলাইনমেন্ট করা (Left align)
👉🏾Ctrl + M টেক্সট ডান দিকে নেওয়া (Indent the paragraph to right)
👉🏾Ctrl + N নতুন ডকুমেন্ট ফাইল খোলা (New File)
👉🏾Ctrl + O পুরাতন বা সেভ করা ফাইল খোলা (File Open)
👉🏾Ctrl + P ডকুমেন্ট প্রিন্ট করা (Print)
👉🏾Ctrl + Q প্যারাগ্রাফের মাঝে স্পেসিং করার জন্য
👉🏾Ctrl + R টেক্স পৃষ্ঠার/টেক্স বক্সের ডান দিকে নিতে (Right align)
👉🏾Ctrl + S নতুন/পুরাতন ফাইল সেভ করা (Save)
👉🏾Ctrl + U টেক্সের নিচে আন্ডারলইন করা (Underline)
👉🏾Ctrl + V কপি করা যে কোনো কিছু পেষ্ট করা (Paste)
👉🏾Ctrl + W ফাইল বন্ধ করার জন্য (Close File)
👉🏾Ctrl + X ডকুমেন্ট থেকে কিছু কাট করার জন্য (Cut)
👉🏾Ctrl + Y রিপিট করার জন্য (Redo)
👉🏾Ctrl + Z পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা (Undo

🛑🛑🛑🛑🛑🛑🛑🛑
👉🏾F1 Key সাহায্যকারী কি হিসেবে ব্যবহৃত হয়। যখন F1 কি চাপা হয় তখন প্রত্যেক প্রোগ্রামেরই হেল্প পেইজ চলে আসে (Help)
👉🏾Ctrl + F1 Key মাইক্রোসফট ওয়ার্ডের Ribbon (রিবন) অংশটি hide ও unhide করে
👉🏾Shift + F1 Key টেক্সট ফরম্যাট প্রদর্শন করে
(Review text formatting)
👉🏾F2 Key নির্বাচিত File -এর নাম লিখা বা পরিবর্তন (Rename)
👉🏾Ctrl + F2 Key প্রিন্টের আগের অবস্থা প্রদর্শন করে (Print preview page)
👉🏾Shift + F3 Key কোনো টেক্সেকে বড় হাতের অক্ষর ও ছোট হাতের অক্ষরে পরিবর্তন করে (Uppercase & Lowercase)
👉🏾F4 Key মাইক্রোসফট ওয়ার্ডের last action performed repeat করা যায় (Perform last action)
👉🏾Ctrl + F4 Key ফাইলটি বন্ধ হয়ে যায় (Close File)
👉🏾F5 Key Find, Replace, Go to উইন্ডো খোলা হয়
👉🏾Ctrl + F6 একাধিক ফাইল খোলা থাকলে পরবর্তী ফাইলে নিয়ে যায়
👉🏾F7 Key বানান ও ব্যাকরণগত কোনও ভুল থাকলে ধরিয়ে দেওয়া (Spell Checker)
👉🏾Shift + F7 Key কোনো নির্বাচিত শব্দের প্রতিশব্দ, বিপরীত শব্দ, শব্দের ধরন ইত্যাদি জানার ডিকশনারি চালু করা হয় (Thesaurus)
👉🏾F8 Key সিলেক্ট করা অংশ বর্ধিত করে (Extend current selection)
👉🏾Shift + F8 Key সিলেক্ট করা অংশ কমায় (Shrink current selection)
👉🏾F9 Key ডকুমেন্ট রিফ্রেশ করে (Refresh)
👉🏾Ctrl + F9 Key Field characters insert করার জন্য { } ব্রাকেট
👉🏾F10 Key Key Tips প্রদর্শন করে (Show Key Tips)
👉🏾Shift + F10 Key মাউসের রাইট ক্লিকের কাজ করে
👉🏾Ctrl + F12 Key Save as -এর কাজ করে
👉🏾Ctrl + Shift + C লেখাতে যদি কোনো প্রকার ফরম্যাট ব্যবহার কোরা থাকে তাহলে সেই ফরম্যাটটি কপি করা

🛑
👉🏾Ctrl + Shift + D সিলেক্ট করা লেখার নিচে Double underline করা
👉🏾Ctrl + Shift + H Text formatting লুকানো/ hide করা
👉🏾Ctrl + Shift + K সিলেক্ট করা লেখার সব অক্ষর Capital letter করা
👉🏾Ctrl + Shift + V কপি করা ফরম্যাটকে পেস্ট করা
👉🏾Ctrl + Shift + W লেখাতে কোনো space না রেখে underline করা
👉🏾Page Up উপরে স্ক্রল করা (Scroll up)
👉🏾Ctrl + Page Up আগের পৃষ্ঠায় যাওয়া
👉🏾Page Down নিচে স্ক্রল করা (Scroll down)
👉🏾Ctrl + Page Down পরের পৃষ্ঠায় যাওয়া
👉🏾Ctrl + Home কী কারসারকে লেখার প্রথমে নিয়ে যায়
👉🏾Ctrl + End কী কারসারকে লেখার শেষে নিয়ে যায়
👉🏾Ctrl + Backspace বামদিক থেকে একটি শব্দ ডিলিট
👉🏾Ctrl + Delete ডানদিক থেকে একটি শব্দ ডিলিট
👉🏾Ctrl + Right Arrow Key পরের শব্দের শুরুতে যাওয়া
👉🏾Ctrl + Left Arrow Key আগের শব্দের প্রথমে যাওয়া
👉🏾Ctrl + Up Arrow Key লাইন ব্রেকের প্রথমে যাওয়া
👉🏾Ctrl + Down Arrow Key লাইন ব্রেকের শেষে যাওয়া
👉🏾Ctrl + Equal Symbol 😊) সিলেক্ট করা টেক্সে Subscript ব্যবহার
👉🏾Ctrl + Shift + Equal Symbol 😊) সিলেক্ট করা টেক্সে Superscript

🛑Important Shortcut Keys for Computer-
CTRL+A. . . . . . . . . . . . . . . . . Select All
CTRL+C. . . . . . . . . . . . . . . . . Copy
CTRL+X. . . . . . . . . . . . . . . . . Cut
CTRL+V. . . . . . . . . . . . . . . . . Paste
CTRL+Z. . . . . . . . . . . . . . . . . Undo
CTRL+B. . . . . . . . . . . . . . . . . Bold
CTRL+U. . . . . . . . . . . . . . . . . Underline
CTRL+I . . . . . . . . . . . . . . . . . Italic
F1 . . . . . . . . . . . . . . . . . . . . . . Help
F2 . . . . . . . . . . . . . . . . . . . . . Rename selected object
F3 . . . . . . . . . . . . . . . . . . . . . Find all files
F4 . . . . . . . . . . . . . . . . . . . . . Opens file list drop-down in dialogs
F5 . . . . . . . . . . . . . . . . . . . . . Refresh current window
F6 . . . . . . . . . . . . . . . . . . . . . Shifts focus in Windows Explorer
F10 . . . . . . . . . . . . . . . . . . . . Activates menu bar options
ALT+TAB . . . . . . . . . . . . . . . . Cycles between open applications
ALT+F4 . . . . . . . . . . . . . . . . . Quit program, close current window
ALT+F6 . . . . . . . . . . . . . . . . . Switch between current program windows
ALT+ENTER. . . . . . . . . . . . . . Opens properties dialog
ALT+SPACE . . . . . . . . . . . . . . System menu for current window
ALT+¢ . . . . . . . . . . . . . . . . . . opens drop-down lists in dialog boxes
BACKSPACE . . . . . . . . . . . . . Switch to parent folder
CTRL+ESC . . . . . . . . . . . . . . Opens Start menu
CTRL+ALT+DEL . . . . . . . . . . Opens task manager, reboots the computer
CTRL+TAB . . . . . . . . . . . . . . Move through property tabs
CTRL+SHIFT+DRAG . . . . . . . Create shortcut (also right-click, drag)
CTRL+DRAG . . . . . . . . . . . . . Copy File
ESC . . . . . . . . . . . . . . . . . . . Cancel last function
SHIFT . . . . . . . . . . . . . . . . . . Press/hold SHIFT, insert CD-ROM to bypass auto-play
SHIFT+DRAG . . . . . . . . . . . . Move file
SHIFT+F10. . . . . . . . . . . . . . . Opens context menu (same as right-click)
SHIFT+DELETE . . . . . . . . . . . Full wipe delete (bypasses Recycle Bin)
ALT+Underlined letter . . . . Opens the corresponding menu
PC Keyboard Shortcuts
Document Cursor Controls
HOME . . . . . . . . . . . . . . to beginning of line or far left of field or screen
END . . . . . . . . . . . . . . . . to end of line, or far right of field or screen
CTRL+HOME . . . . . . . . to the top
CTRL+END . . . . . . . . . . to the bottom
PAGE UP . . . . . . . . . . . . moves document or dialog box up one page
PAGE DOWN . . . . . . . . moves document or dialog down one page
ARROW KEYS . . . . . . . move focus in documents, dialogs, etc.
CTRL+ > . . . . . . . . . . . . next word
CTRL+SHIFT+ > . . . . . . selects word
Windows Explorer Tree Control
Numeric Keypad * . . . Expand all under current selection
Numeric Keypad + . . . Expands current selection
Numeric Keypad – . . . Collapses current selection
¦ . . . . . . . . . . . . . . . . . . Expand current selection or go to first child
‰ . . . . . . . . . . . . . . . . . . Collapse current selection or go to parent
Special Characters
‘ Opening single quote . . . alt 0145
’ Closing single quote . . . . alt 0146
“ Opening double quote . . . alt 0147
“ Closing double quote. . . . alt 0148
– En dash. . . . . . . . . . . . . . . alt 0150
— Em dash . . . . . . . . . . . . . . alt 0151
… Ellipsis. . . . . . . . . . . . . . . . alt 0133
• Bullet . . . . . . . . . . . . . . . . alt 0149
® Registration Mark . . . . . . . alt 0174
© Copyright . . . . . . . . . . . . . alt 0169
™ Trademark . . . . . . . . . . . . alt 0153
° Degree symbol. . . . . . . . . alt 0176
¢ Cent sign . . . . . . . . . . . . . alt 0162
1⁄4 . . . . . . . . . . . . . . . . . . . . . alt 0188
1⁄2 . . . . . . . . . . . . . . . . . . . . . alt 0189
3⁄4 . . . . . . . . . . . . . . . . . . . . . alt 0190
PC Keyboard Shortcuts
Creating unique images in a uniform world! Creating unique images in a uniform world!
é . . . . . . . . . . . . . . . alt 0233
É . . . . . . . . . . . . . . . alt 0201
ñ . . . . . . . . . . . . . . . alt 0241
÷ . . . . . . . . . . . . . . . alt 0247
File menu options in current program
Alt + E Edit options in current program
F1 Universal help (for all programs)
Ctrl + A Select all text
Ctrl + X Cut selected item
Shift + Del Cut selected item
Ctrl + C Copy selected item
Ctrl + Ins Copy selected item
Ctrl + V Paste
Shift + Ins Paste
Home Go to beginning of current line
Ctrl + Home Go to beginning of document
End Go to end of current line
Ctrl + End Go to end of document
Shift + Home Highlight from current position to beginning of line
Shift + End Highlight from current position to end of line
Ctrl + f Move one word to the left at a time
Ctrl + g Move one word to the right at a time
MICROSOFT® WINDOWS® SHORTCUT KEYS
Alt + Tab Switch between open applications
Alt +
Shift + Tab
Switch backwards between open
applications
Alt + Print
Screen
Create screen shot for current program
Ctrl + Alt + Del Reboot/Windows® task manager
Ctrl + Esc Bring up start menu
Alt + Esc Switch between applications on taskbar
F2 Rename selected icon
F3 Start find from desktop
F4 Open the drive selection when browsing
F5 Refresh contents
Alt + F4 Close current open program
Ctrl + F4 Close window in program
Ctrl + Plus
Key
Automatically adjust widths of all columns
in Windows Explorer
Alt + Enter Open properties window of selected icon
or program
Shift + F10 Simulate right-click on selected item
Shift + Del Delete programs/files permanently
Holding Shift
During Bootup
Boot safe mode or bypass system files
Holding Shift
During Bootup
When putting in an audio CD, will prevent
CD Player from playing
WINKEY SHORTCUTS
WINKEY + D Bring desktop to the top of other windows
WINKEY + M Minimize all windows
WINKEY +
SHIFT + M
Undo the minimize done by WINKEY + M
and WINKEY + D
WINKEY + E Open Microsoft Explorer
WINKEY + Tab Cycle through open programs on taskbar
WINKEY + F Display the Windows® Search/Find feature
WINKEY +
CTRL + F
Display the search for computers window
WINKEY + F1 Display the Microsoft® Windows® help
WINKEY + R Open the run window
WINKEY +
Pause /Break
Open the system properties window
WINKEY + U Open utility manager
WINKEY + L Lock the computer (Windows XP® & later)
OUTLOOK® SHORTCUT KEYS
Alt + S Send the email
Ctrl + C Copy selected text
Ctrl + X Cut selected text
Ctrl + P Open print dialog box
Ctrl + K Complete name/email typed in address bar
Ctrl + B Bold highlighted selection
Ctrl + I Italicize highlighted selection
Ctrl + U Underline highlighted selection
Ctrl + R Reply to an email
Ctrl + F Forward an email
Ctrl + N Create a new email
Ctrl + Shift + A Create a new appointment to your calendar
Ctrl + Shift + O Open the outbox
Ctrl + Shift + I Open the inbox
Ctrl + Shift + K Add a new task
Ctrl + Shift + C Create a new contact
Ctrl + Shift+ J Create a new journal entry
WORD® SHORTCUT KEYS
Ctrl + A Select all contents of the page
Ctrl + B Bold highlighted selection
Ctrl + C Copy selected text
Ctrl + X Cut selected text
Ctrl + N Open new/blank document
Ctrl + O Open options
Ctrl + P Open the print window
Ctrl + F Open find box
Ctrl + I Italicize highlighted selection
Ctrl + K Insert link
Ctrl + U Underline highlighted selection
Ctrl + V Paste
Ctrl + Y Redo the last action performed
Ctrl + Z Undo last action
Ctrl + G Find and replace options
Ctrl + H Find and replace options
Ctrl + J Justify paragraph alignment
Ctrl + L Align selected text or line to the left
Ctrl + Q Align selected paragraph to the left
Ctrl + E Align selected

🛑কিছু উইন্ডোজ কিবোর্ড শর্টকাট যা প্রত্যেকের জানা দরকার
সকল অপারেটিং সিস্টেম ও প্রায় সব প্রোগ্রামেই দ্রুত কাজ করার জন্য কিবোর্ড শর্টকাট দেয়া থাকে। সচরাচর ব্যবহারকারীরা মাত্র গুটিকয়েক কিবোর্ড শর্টকাট মনে রাখেন। কিন্তু কাজের সুবিধার্থে দরকারী কিছু কিবোর্ড শর্টকাট মুখস্থ করে রাখলে জীবন অনেকটাই সহজ হয়ে যায়। তাই এই পোস্টে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি উইন্ডোজ কিবোর্ড শর্টকাট ও সেগুলোর কাজ জানাচ্ছি, যা আপনার কম্পিউটারে কাজের গতি অনেক গুণ বাড়িয়ে দেবে।

🛑Ctrl+Z
উইন্ডোজ কম্পিউটারে কাজ করার সময় হঠাত ভুলে যদি কোনো ফাইল ডিলিট করে রিসাইকেল বিনে পাঠিয়ে দেন, তাহলে সাথে সাথে Ctrl এবং Z বাটন একত্রে চাপ দিন। এতে আপনার সেই মুছে যাওয়া ফাইল আগের স্থানে ফিরে আসবে। মাইক্রোসফট অফিস, ব্রাউজার সহ বেশিরভাগ প্রোগ্রামের সাথে (যেখানে ব্যবহারকারীর কিছু লেখা দরকার হয়) এই শর্টকাটটি কাজ করে। এটি মূলত সর্বশেষ সম্পন্ন কাজটিকে আনডু করে দেয়। Ctrl+Z যে কাজ করে, সেটিকে আনডু করতে Ctrl+Y চাপ দিতে পারেন।

🛑Ctrl+W
এই কিবোর্ড শর্টকাটটি আপনার চালু থাকা উইন্ডো বন্ধ করে দেবে। আপনি যদি কোনো অফিস ডকুমেন্টে কাজ করতে থাকেন, তাহলে Ctrl+W চাপ দিলে প্রথমে আপনার ডকুমেন্টটি সেইভ করতে বলবে এবং তারপর এটি ক্লোজ করা যাবে।
Alt+F4
এটি চালু থাকা অ্যাপ বন্ধ করে দেবে। Alt+F4 শর্টকাটটি এক্টিভ উইন্ডোকেও ক্লোজ করে দেয়। তবে বোনাস হিসেবে, আপনি যদি ডেস্কটপের খালি জায়গায় ক্লিক করে Alt+F4 চাপ দেন তাহলে এটি পিসি বন্ধ, স্লিপ, হাইবারনেট, রিস্টার্ট প্রভৃতি করার অপশন দেখাবে।

🛑 Ctrl+A
নিশ্চয়ই জানেন, এই শর্টকাটটি এক্টিভ উইন্ডোতে থাকা সকল কনটেন্ট


১৬ বছর আগে যখন মার্ক জুকারবার্গ ফেসবুক বানানো শুরু করছিলেন তখন তিনি তার পুরো ফ্রেন্ড সার্কেলের মধ্যে তার রুমে পাঁচ জন কে...
31/07/2025

১৬ বছর আগে যখন মার্ক জুকারবার্গ ফেসবুক বানানো শুরু করছিলেন তখন তিনি তার পুরো ফ্রেন্ড সার্কেলের মধ্যে তার রুমে পাঁচ জন কে ইনভাইট করেছিলেন। ইনভাইট করার কারণ কি ছিল জানেন?
বিজনেস অপরচুনিটি নিয়ে কথা বলা।
তার সেই পাঁচজন বন্ধুর মধ্যে মাত্র দুজন এসেছিল এবং মাত্র দুইজন তার এই তার চ্যালেঞ্জ গ্রহণ করেছিল।

আর তারা দুজনেই আজ বিলিয়নিয়ার! 😊
01. Dustin Moskovitz With over $6.5 billion and
02. Eduardo Saverin with over $3.4 billion.

তাই যখনই আপনার কোন বন্ধু বা কেউ আপনার নিকট এসে কোন বিজনেস অপরচুনিটি নিয়ে কথা বলবে। সত্যি বলছি মন দিয়ে শুনুন, মাইন্ড কে খুলে ধরুন এবং বুঝুন বোঝার চেষ্টা করুন। কারণ আপনার বন্ধু বা সেই মানুষটা এত মানুষ থাকতে আপনার কাছে এমনি এমনি ছুটে আসে নাই। নিশ্চয়ই আপনার মাঝে অনেক ভালো কিছু দেখেছে,যেটা আপনার কাছে হয়তো ধরা দেয় নাই। আপনার দ্বারাই ভালো কিছু করা সম্ভব।

সুযোগ আপনার কাছে আসবেই, আপনি যদি বিজ্ঞ হন তাহলে সুযোগটাকে আলিঙ্গণ করতে পারেন।

"One Small Step Can Change Your Life: The Kaizen Way" by Robert Maurer, Ph.D., focuses on the philosophy of Kaizen, whic...
06/03/2025

"One Small Step Can Change Your Life: The Kaizen Way" by Robert Maurer, Ph.D., focuses on the philosophy of Kaizen, which emphasizes small, consistent steps toward improvement. Here are eight lessons from the book:

1. Start Small to Overcome Fear
Maurer emphasizes that taking small steps can help bypass the brain's fear response. When faced with a large task, fear and anxiety can inhibit progress. Breaking down the task into tiny, manageable steps makes it easier to start and maintain momentum without triggering fear.

2. Ask Small Questions
Asking small questions stimulates creative thinking and problem-solving without overwhelming the brain. Instead of asking, "How can I completely transform my life?" ask, "What small step can I take today to improve my situation?" This approach encourages gradual change and sustainable progress.

3. Think Small Thoughts
Visualizing small steps rather than big, intimidating goals helps keep the mind focused and relaxed. By repeatedly thinking about small, positive actions, you can gradually rewire your brain to adopt new habits and behaviors without resistance.

4. Take Small Actions
Maurer advocates for taking tiny, consistent actions that accumulate over time to create significant change. For example, if you want to start exercising, begin with just one minute of physical activity each day. This low-pressure approach makes it easier to establish and maintain new habits.

5. Solve Small Problems
Addressing small problems promptly prevents them from escalating into bigger issues. By resolving minor obstacles as they arise, you create a smoother path toward your larger goals and avoid becoming overwhelmed.

6. Reward Small Successes
Recognizing and celebrating small achievements reinforces positive behavior and motivates continued progress. This positive reinforcement helps build confidence and a sense of accomplishment, making it easier to stay committed to your goals.

7. Embrace the Power of Incremental Improvement
Kaizen teaches that continuous, incremental improvement leads to significant long-term benefits. Instead of striving for perfection overnight, focus on making small, consistent improvements in various aspects of your life. This approach fosters a growth mindset and sustainable development.

8. Be Patient and Persistent
Maurer emphasizes the importance of patience and persistence in the Kaizen approach. Small steps may seem insignificant initially, but their cumulative effect can lead to profound transformation over time. Trust the process, stay consistent, and be patient with your progress.

"বই কেনা বিনিয়োগ, খরচ না।" বই পড়ার ৩৪ টি কার্যকর টিপস।আমাদের মধ্যে অনেকেই বইপড়া'র সময় বা যথোপযুক্ত কারণ খুঁজে পাই না। ক...
03/03/2025

"বই কেনা বিনিয়োগ, খরচ না।"

বই পড়ার ৩৪ টি কার্যকর টিপস।

আমাদের মধ্যে অনেকেই বইপড়া'র সময় বা যথোপযুক্ত কারণ খুঁজে পাই না। কেন বই পড়বো, কোথায় বই পড়বো অনেক ধরণের সিদ্ধান্তহীনতা কাজ করে।
বইপড়ার অভ্যাস, পড়ার সুযোগ এবং বই পড়ার উপকারিতা বিষয়ক কিছু টিপস নিচে দেয়া হলো যা আপনার জন্য অব্যশই কার্যকরী হবে।

১। মনে রাখতে হবে, বইপড়ার প্রথম এবং সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে, বই নিয়ে বসা বা শুরু করা।
২। কোনো বই পড়া আপনি উপভোগ না করলে তা সাথে সাথেই পড়া বাদ দিন।
৩। একটি বই পড়লেই আপনার জীবন বদলে যাবে না, কিন্তু প্রতিদিন পড়ার অভ্যাস গড়লে জীবন বদলে যেতে বাধ্য।
৪। পড়ার জন্য বই পছন্দ করার ক্ষেত্রে, সমসাময়িক বইয়ের থেকে পুরোনো দিনের বইয়ের প্রতি বেশি মনোযোগ দিন।
৫। আপনার কাছে যদি বই পড়ার জন্য সময় নেই বলে মনে হয়, আপনার মোবাইলের স্ক্রীনটাইম দেখুন, নিজেই বুঝতে পারবেন।
৬। বই যেকোনো মাধ্যমের হতে পারে, প্রিন্টেড বই, ই-বুক, অডিও বই। বই পড়াটা গুরুত্বপূর্ণ, মাধ্যম না।
৭। অনেকগুলো বই পড়লেই যে অনেক কিছু জানা যাবে এরকম নয়, বরং বইটি কতটা আপনার মনে আর মস্তিষ্কে প্রভাব ফেললো সেটাই গুরুত্বপূর্ণ।
৮। বই পড়ার সময় আপনার ফোন সাইলেন্ট এবং দূরে রাখার চেষ্টা করুন, অনেকক্ষণ মনোযোগ থাকবে।
৯। ভালো বই পড়ুন, সেরা বইগুলো আবার পড়ুন আর যুগান্তকারী বইগুলো অব্যশই সংগ্রহে রাখুন।
১০। আমরা পড়ুয়া হয়ে বই পড়ি না, বই পড়তে পড়তে পড়ুয়া হই।
১১। একটি খারাপ বইয়ের কারণে পড়া ছেড়ে না দিয়ে, বইটি বাদ দিন।
১২। যদি কোনো বই আপনার মনে গভীর দাগ ফেলে, অব্যশই বছরে একবার বা আরও বেশিবার সেই বইটি পড়ুন।
১৩। যে বইগুলো আপনার ভালো লাগেনি, সেগুলো চোখের আড়ালে রাখাই শ্রেয়।
১৪। দ্রুত পড়ার থেকে মনোযোগ দিয়ে পড়ার দিকে ফোকাস করাই ভালো।
১৫। বই সাথে সাথে রাখুন, একটি বইয়ের আর কতই বা ওজন। এমন কিছু স্থান রয়েছে, যেখানে আপনি বই পড়ার অনেক সুন্দর সুযোগ পাবেন।
১৬। অন্যের দ্বারা প্রভাবিত বেশি না হয়ে নিজের পছন্দের বই পড়ুন। সবার পছন্দ আলাদা হবে এটাই স্বাভাবিক।
১৭। কোনো বই শুধু পড়ে গেলে সেটা অনেকটা সিনেমার ট্রেইলার দেখার মত, নোট নিলে, বইটি নিয়ে চিন্তা ভাবনা করলে সেটা পুরো সিনেমা দেখার মত হবে।
১৮। ভালো বই সাধারণত দ্রুত পড়া যায় না, কারণ ভালো বই আপনাকে থামতে বাধ্য করবে, ভাবতে বাধ্য করবে।
১৯। বই পড়ে কিছু শেখা বা জানা জরুরি, মুখস্থ করা কিংবা মনে রাখার চেষ্টা জরুরি নয়। শিখতে পারলে এমনিতেই মনে থাকবে।
২০। পড়ার অভ্যাস গড়তে চাইলে, প্রতিদিন ৫ মিনিট, ১০ মিনিট, ২০ বা ৩০ মিনিট সময় নির্ধারন করুন। তাহলে সময়ের অজুহাতে বাদ দেয়া হবে না আর।
২১। বই পড়ার সময় নোট নেয়া আর শুধু পড়ে যাওয়ার থেকে ১০ গুন বেশি কার্যকরী।
২২। কোনো বই পড়ার পরে তা যদি আপনার মধ্যে কোনো পরিবর্তন না নিয়ে আসে, তাহলে বইটি ভালো ছিলো না অথবা আপনি শিখতে পারেন নি।
২৩। আপনি একটি বই কিনলেই সেটা ভালো না হলেও পড়তেই হবে এমন চাপ না নেয়াই ভালো।
২৪। যারা বছরে ১০০ এর বেশি বই পড়ে, হয় বইয়ের সাথে তাদের আয় জড়িত (লেখক, প্রকাশক, একাডেমিক) অথবা সে বইয়ের পোকা।
২৫। একই মানুষ কখনো এক বই দুই বার পড়ে না, কারণ দ্বিতীয়বার পড়ার সময় সে বদলে যাওয়া মানুষ।
২৬। বই কেনা বিনিয়োগ, খরচ না।
২৭। লাইব্রেরি তে একটি সাধারণ বইও পড়ে ফেলা যায় কিন্তু আড্ডার মধ্যে একটা অসাধারণ বইও ভালো লাগবে না। বই পড়ার মোটিভেশন এর থেকে বই পড়ার পরিবেশ বেশি গুরুত্বপূর্ণ।
২৮। যেখানেই যান - সাথে একটি বই রাখুন। পড়ার ইচ্ছা এবং সময় কখন পাবেন, আপনি নিজেও জানেন না।
২৯। একটি বইকে সর্বোচ্চ তিনটি সুযোগ দেয়া যায়, এরপরও যদি ভালো না লাগে, তাহলে সেটা বাদ দেয়াই বুদ্ধিমানের কাজ।
৩০। একজন লেখক তার বইয়ের অনেক লাইনে দাগানো, মার্ক করা এবং পুরোনো অবস্থায় দেখতে পছন্দ করেন, নতুন অবস্থায় না।
৩১। বড় বড় মোটা বই মানেই ভালো, আর ছোট বই মানেই মানসম্মত নয়, এই ধারণা ভুল। পৃথিবী বদলে দেয়া অনেক ছোটগল্প রয়েছে।
৩২। চিরন্তন সমস্যার সমাধান চিরন্তন বইতে থাকে, আধুনিক সমস্যার সমাধান আধুনিক বইতে।
৩৩। বইয়ের মাধ্যমে সবথেকে কম সময়ের মধ্যে সবথেকে বেশি অভিজ্ঞতা অর্জন করা সম্ভব।
৩৪। আপনার জন্য বইপড়া শুরু করার সবথেকে ভালো সময় ছিল ১০ বছর আগে, দ্বিতীয় ভালো সময় হচ্ছে 'আজকে'।

বিঃদ্রঃ অনূদিত।

আমাদের মধ্যে অনেকেই বইপড়া'র সময় বা যথোপযুক্ত কারণ খুঁজে পাই না। কেন বই পড়বো, কোথায় বই পড়বো অনেক ধরণের সিদ্ধান্তহীনতা কাজ করে।
বইপড়ার অভ্যাস, পড়ার সুযোগ এবং বই পড়ার উপকারিতা বিষয়ক কিছু টিপস নিচে দেয়া হলো যা আপনার জন্য অব্যশই কার্যকরী হবে।

১। মনে রাখতে হবে, বইপড়ার প্রথম এবং সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে, বই নিয়ে বসা বা শুরু করা।
২। কোনো বই পড়া আপনি উপভোগ না করলে তা সাথে সাথেই পড়া বাদ দিন।
৩। একটি বই পড়লেই আপনার জীবন বদলে যাবে না, কিন্তু প্রতিদিন পড়ার অভ্যাস গড়লে জীবন বদলে যেতে বাধ্য।
৪। পড়ার জন্য বই পছন্দ করার ক্ষেত্রে, সমসাময়িক বইয়ের থেকে পুরোনো দিনের বইয়ের প্রতি বেশি মনোযোগ দিন।
৫। আপনার কাছে যদি বই পড়ার জন্য সময় নেই বলে মনে হয়, আপনার মোবাইলের স্ক্রীনটাইম দেখুন, নিজেই বুঝতে পারবেন।
৬। বই যেকোনো মাধ্যমের হতে পারে, প্রিন্টেড বই, ই-বুক, অডিও বই। বই পড়াটা গুরুত্বপূর্ণ, মাধ্যম না।
৭। অনেকগুলো বই পড়লেই যে অনেক কিছু জানা যাবে এরকম নয়, বরং বইটি কতটা আপনার মনে আর মস্তিষ্কে প্রভাব ফেললো সেটাই গুরুত্বপূর্ণ।
৮। বই পড়ার সময় আপনার ফোন সাইলেন্ট এবং দূরে রাখার চেষ্টা করুন, অনেকক্ষণ মনোযোগ থাকবে।
৯। ভালো বই পড়ুন, সেরা বইগুলো আবার পড়ুন আর যুগান্তকারী বইগুলো অব্যশই সংগ্রহে রাখুন।
১০। আমরা পড়ুয়া হয়ে বই পড়ি না, বই পড়তে পড়তে পড়ুয়া হই।
১১। একটি খারাপ বইয়ের কারণে পড়া ছেড়ে না দিয়ে, বইটি বাদ দিন।
১২। যদি কোনো বই আপনার মনে গভীর দাগ ফেলে, অব্যশই বছরে একবার বা আরও বেশিবার সেই বইটি পড়ুন।
১৩। যে বইগুলো আপনার ভালো লাগেনি, সেগুলো চোখের আড়ালে রাখাই শ্রেয়।
১৪। দ্রুত পড়ার থেকে মনোযোগ দিয়ে পড়ার দিকে ফোকাস করাই ভালো।
১৫। বই সাথে সাথে রাখুন, একটি বইয়ের আর কতই বা ওজন। এমন কিছু স্থান রয়েছে, যেখানে আপনি বই পড়ার অনেক সুন্দর সুযোগ পাবেন।
১৬। অন্যের দ্বারা প্রভাবিত বেশি না হয়ে নিজের পছন্দের বই পড়ুন। সবার পছন্দ আলাদা হবে এটাই স্বাভাবিক।
১৭। কোনো বই শুধু পড়ে গেলে সেটা অনেকটা সিনেমার ট্রেইলার দেখার মত, নোট নিলে, বইটি নিয়ে চিন্তা ভাবনা করলে সেটা পুরো সিনেমা দেখার মত হবে।
১৮। ভালো বই সাধারণত দ্রুত পড়া যায় না, কারণ ভালো বই আপনাকে থামতে বাধ্য করবে, ভাবতে বাধ্য করবে।
১৯। বই পড়ে কিছু শেখা বা জানা জরুরি, মুখস্থ করা কিংবা মনে রাখার চেষ্টা জরুরি নয়। শিখতে পারলে এমনিতেই মনে থাকবে।
২০। পড়ার অভ্যাস গড়তে চাইলে, প্রতিদিন ৫ মিনিট, ১০ মিনিট, ২০ বা ৩০ মিনিট সময় নির্ধারন করুন। তাহলে সময়ের অজুহাতে বাদ দেয়া হবে না আর।
২১। বই পড়ার সময় নোট নেয়া আর শুধু পড়ে যাওয়ার থেকে ১০ গুন বেশি কার্যকরী।
২২। কোনো বই পড়ার পরে তা যদি আপনার মধ্যে কোনো পরিবর্তন না নিয়ে আসে, তাহলে বইটি ভালো ছিলো না অথবা আপনি শিখতে পারেন নি।
২৩। আপনি একটি বই কিনলেই সেটা ভালো না হলেও পড়তেই হবে এমন চাপ না নেয়াই ভালো।
২৪। যারা বছরে ১০০ এর বেশি বই পড়ে, হয় বইয়ের সাথে তাদের আয় জড়িত (লেখক, প্রকাশক, একাডেমিক) অথবা সে বইয়ের পোকা।
২৫। একই মানুষ কখনো এক বই দুই বার পড়ে না, কারণ দ্বিতীয়বার পড়ার সময় সে বদলে যাওয়া মানুষ।
২৬। বই কেনা বিনিয়োগ, খরচ না।
২৭। লাইব্রেরি তে একটি সাধারণ বইও পড়ে ফেলা যায় কিন্তু আড্ডার মধ্যে একটা অসাধারণ বইও ভালো লাগবে না। বই পড়ার মোটিভেশন এর থেকে বই পড়ার পরিবেশ বেশি গুরুত্বপূর্ণ।
২৮। যেখানেই যান - সাথে একটি বই রাখুন। পড়ার ইচ্ছা এবং সময় কখন পাবেন, আপনি নিজেও জানেন না।
২৯। একটি বইকে সর্বোচ্চ তিনটি সুযোগ দেয়া যায়, এরপরও যদি ভালো না লাগে, তাহলে সেটা বাদ দেয়াই বুদ্ধিমানের কাজ।
৩০। একজন লেখক তার বইয়ের অনেক লাইনে দাগানো, মার্ক করা এবং পুরোনো অবস্থায় দেখতে পছন্দ করেন, নতুন অবস্থায় না।
৩১। বড় বড় মোটা বই মানেই ভালো, আর ছোট বই মানেই মানসম্মত নয়, এই ধারণা ভুল। পৃথিবী বদলে দেয়া অনেক ছোটগল্প রয়েছে।
৩২। চিরন্তন সমস্যার সমাধান চিরন্তন বইতে থাকে, আধুনিক সমস্যার সমাধান আধুনিক বইতে।
৩৩। বইয়ের মাধ্যমে সবথেকে কম সময়ের মধ্যে সবথেকে বেশি অভিজ্ঞতা অর্জন করা সম্ভব।
৩৪। আপনার জন্য বইপড়া শুরু করার সবথেকে ভালো সময় ছিল ১০ বছর আগে, দ্বিতীয় ভালো সময় হচ্ছে 'আজকে'।

বিঃদ্রঃ অনূদিত।

আপনি যদি আগামী ১০ বছরে কোটিপতি হতে চান, তাহলে এই কাজগুলো করুন...১. নিজ শহর ছেড়ে অন্য জায়গায় যান (Move out of your hometo...
03/03/2025

আপনি যদি আগামী ১০ বছরে কোটিপতি হতে চান, তাহলে এই কাজগুলো করুন...

১. নিজ শহর ছেড়ে অন্য জায়গায় যান (Move out of your hometown)

আপনার পরিচিত কমফোর্ট জোন থেকে বের হয়ে নতুন চ্যালেঞ্জ গ্রহণ করুন। আপনার ব্যক্তিত্ব তৈরি হয় তিনটি বিষয়ের মাধ্যমে:
✅ আপনি কী অভিজ্ঞতা অর্জন করেছেন (What you've experienced)
✅ কার সাথে বেশি সময় কাটান (Who you hang out with)
✅ কী শিখেছেন (What you've been taught)

নতুন জায়গায় গেলে আপনি:
✔️ নতুন মানুষের সাথে পরিচিত হবেন (Meet new people)
✔️ নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হবেন (Seek new challenges)
✔️ নতুন অভিজ্ঞতা পাবেন (Experience new realities)

ফলাফল: আপনার ব্যক্তিগত উন্নতি ১০ গুণ দ্রুত হবে।

---

২. উচ্চমানের মানুষের সাথে সংযোগ তৈরি করুন (Connect with high-value people)

তবে তার আগে নিজেকে প্রস্তুত করুন:
✔️ মানানসই ও পরিচ্ছন্ন পোশাক পরুন (Dress clothes that fit)
✔️ ভালো জুতা ব্যবহার করুন (Invest in your shoes)
✔️ নিয়মিত চুলের যত্ন নিন (Have a good haircut)
✔️ নিজের শরীর এবং পোশাকে সুগন্ধ রাখুন (Smell nice)

কোথায় উচ্চমানের মানুষের সাথে পরিচিত হতে পারেন? (Places to meet high-value people):
✅ কনফারেন্স ও সেমিনারে (Attend conferences and seminars)
✅ প্রিমিয়াম ক্লাব ও হাই-এন্ড ক্যাফেতে (High-end bars)
✅ জিমে (At the gym)
✅ অনলাইনে (Online communities, LinkedIn, Twitter)

আপনি আর কোথায় ভাবছেন? (Where else?)

---

৩. স্বাস্থ্য নিয়ে সচেতন হোন – সপ্তাহে ৫ দিন ব্যায়াম করুন (Work out 5x a week)

যদি নিজের শরীরের যত্ন না নেন, তাহলে সফলতা পাওয়া কঠিন।

দিনে মাত্র ৪০ মিনিট সময় দিন (Set aside 40 mins a day):
✔️ ৩০০ পুশ আপ (30×10 push-ups)
✔️ ২০০ স্কোয়াট (20×10 squats)
✔️ ২ মিনিট প্ল্যাঙ্ক (1 min × 2 planks)
✔️ মাউন্টেন ক্লাইম্বার (Mountain climbers)

ফলাফল: ৬ মাসের মধ্যে শক্তিশালী হাত, পেশিবহুল বুক এবং মজবুত পা পাবেন।

---

৪. একটি উচ্চ আয়ের স্কিল শিখুন (Learn a high-income skill)

আপনার ক্যারিয়ার গড়তে একটি শক্তিশালী স্কিল খুবই গুরুত্বপূর্ণ। জটিলভাবে ভাববেন না, সহজভাবে শুরু করুন:
✅ একটি স্কিল বেছে নিন (Choose a skill)
✅ ১০-২০টি ইউটিউব চ্যানেল খুঁজে নিন (Select 10-20 YouTube channels teaching the skill)
✅ প্রতিদিন ভিডিও দেখে ১০০ দিন সময় দিন (Binge-watch for 100 days)
✅ শিখতে শিখতে অনুশীলন করুন (Practice as you get better)

---

কোন স্কিল শিখবেন? (Which skills should you learn?)

✅ ভিডিও এডিটিং (Video Editing): ইউটিউব, সোশ্যাল মিডিয়া এবং বিজ্ঞাপনের জন্য ভিডিওর চাহিদা প্রতিদিন বাড়ছে।
✅ গ্রাফিক্স ডিজাইন (Graphics Design): পোস্টার, ব্যানার, এবং ব্র্যান্ডিং ডিজাইনের জন্য বিশাল বাজার রয়েছে।
✅ ইউআই/ইউএক্স ডিজাইন (UI/UX Design): ওয়েবসাইট ও অ্যাপ ডিজাইন একটি হট স্কিল।
✅ ইউটিউব গ্রোথ (YouTube Growth): নিজের বা অন্যের ইউটিউব চ্যানেল বাড়ানোর কৌশল শিখুন।
✅ ডিজিটাল মার্কেটিং (Digital Marketing): ফেসবুক, ইনস্টাগ্রাম, এবং গুগল অ্যাডস দিয়ে ব্যবসা প্রসার করুন।
✅ প্রোডাক্ট ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি (Product Photography & Videography): ই-কমার্সের বিশাল বাজার রয়েছে।
✅ থ্রিডি মডেলিং এবং অ্যানিমেশন (3D Modeling & Animation): গেমিং ও সিনেমা ইন্ডাস্ট্রিতে বিশাল চাহিদা।
✅ কোডিং (Coding): ওয়েবসাইট, সফটওয়্যার এবং অ্যাপ ডেভেলপমেন্টের মূল ভিত্তি।
✅ কপিরাইটিং (Copywriting): বিজ্ঞাপন এবং কনটেন্ট লেখার মাধ্যমে ভালো উপার্জন সম্ভব।
✅ সেলস এবং মার্কেটিং (Salesmanship): ব্যবসা এবং পণ্যের বিক্রি বাড়ানোর দক্ষতা শিখুন।

সত্য কথা: একটি শক্তিশালী স্কিল একটি ডিগ্রির চেয়ে ১০ গুণ মূল্যবান।

---

৫. বিনিয়োগ করতে শিখুন (Learn how to invest)

প্রথমে নিজের মধ্যে বিনিয়োগ করুন, কারণ আপনি নিজেই আপনার প্রথম সম্পদ।

নিজের মধ্যে বিনিয়োগ করুন (Invest in yourself):
✅ স্বাস্থ্যকর খাবার খান (Eat healthy)
✅ ভালো মানের বিছানা কিনুন (Invest in your bedding)
✅ নিজেকে একা নিয়ে সময় কাটান (Take yourself on a solo date)

শিক্ষা এবং জ্ঞান অর্জনে বিনিয়োগ করুন (Invest in knowledge):
✅ নতুন কোর্স করুন (Take courses)
✅ একজন মেন্টরের কাছে শিখুন (Seek mentorship)
✅ এমন সম্পদ কিনুন যেগুলোর দাম সময়ের সাথে বাড়ে (Buy appreciating assets)
✅ একাধিক ইনকাম সোর্স তৈরি করুন (Open 15+ businesses)

---

🚀 শেষ কথা (Final Words):

কোথা থেকে শুরু করবেন? একটি স্কিল বেছে নিয়ে আজই শুরু করুন।
ধীরে ধীরে ছোট অভ্যাসগুলো বড় ফলাফল নিয়ে আসবে।
আপনার পরিশ্রমই একদিন আপনাকে সফল এবং কোটিপতি বানাবে!

আপনি কি আজ থেকে শুরু করতে প্রস্তুত? চলুন স্বপ্নকে বাস্তবে রূপ দেই!

আপনার লাইফ চেঞ্জ করতে কয়টা বই পড়া উচিৎ? খুব বেশি না। কেবল একটা ভালো নন-ফিকশন বইও আপনার জীবন বদলে দিতে পারে। তাহলে কী বই ...
28/12/2024

আপনার লাইফ চেঞ্জ করতে কয়টা বই পড়া উচিৎ?

খুব বেশি না।

কেবল একটা ভালো নন-ফিকশন বইও আপনার জীবন বদলে দিতে পারে।

তাহলে কী বই পড়বেন?
আমি এখানে এমন কিছু বইয়ের তালিকা দিচ্ছি যা আপনার জীবন বদলে দিতে পারে। এই বইগুলো শুধুমাত্র পড়ার জন্য নয়, বুঝে বুঝে পড়ে বাস্তব জীবনে প্রয়োগ করার জন্য।

আপনার মাইন্ডসেট ঠিক করার জন‍্যঃ
১. Letter from the Stoic - Seneca
২. The Four Agreements - Don Miguel Ruiz
৩. 12 Rules for Life - Jordan B. Peterson
৪. Mindset - Carol S. Dweck
৫. The Alchemist - Paulo Coelho
৬. 7 Habits of Highly Effective People - Stephen R. Covey

আপনার হেলথ ঠিক রাখার জন‍্যঃ
৭. Outlive - Peter Attia
৮. Ikigai - Héctor García & Francesc Miralles

আর্থিক বুদ্ধিমত্তার জন‍্যঃ
৯. The Psychology of Money - Morgan Housel
১০. I Will Teach You to Be Rich - Ramit Sethi
১১. How to Get Rich - Felix Dennis
১২. Rich Dad Poor Dad - Robert Kiyosaki
১৩. Think and Grow Rich - Napoleon Hill
১৪. Economics in One Lesson - Henry Hazlitt
১৫. Tax-Free Wealth - Tom Wheelwright
১৬. What Every Real Estate Investor Needs to Know About Cash Flow - Frank Gallinelli

স্কীল ডেভেলপমেন্টের জন‍্যঃ
১৭. Traction - Gino Wickman
১৮. The Goal - Eliyahu M. Goldratt
১৯. $100M Offers - Alex Hormozi
20. Deep Work - Cal Newport
২১. The Compound Affects - Darren Hardy
২২. Atomic Habits - James Clear

মার্কেটিং বিষয়কঃ
২৩. $100M Leads - Alex Hormozi
২৪. Ogilvy on Advertising - David Ogilvy

একটা কথা সবসময় মনে রাখবেন—

জীবনে সফল হতে গেলে হাজার হাজার বই পড়া লাগবে না। কয়েকটা ভালো বই আর সেগুলোর শিক্ষা কাজে লাগালেই যথেষ্ট।

আজই শুরু করুন পড়া।

ড. জোসেফ মার্ফির লেখা "The Power of Your Subconscious Mind" বইটি মানুষের মনস্তত্ত্বের গভীরে গিয়ে আমাদের জীবনে ইতিবাচক প...
19/11/2024

ড. জোসেফ মার্ফির লেখা "The Power of Your Subconscious Mind" বইটি মানুষের মনস্তত্ত্বের গভীরে গিয়ে আমাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার ক্ষমতা সম্পর্কে আলোকপাত করে। প্রতিটি অধ্যায় আমাদের মনে করিয়ে দেয় যে, অবচেতন মন কতটা প্রভাবশালী এবং এর শক্তিকে সঠিকভাবে ব্যবহার করলে আমরা আমাদের জীবনকে নিজেদের ইচ্ছেমতো রূপ দিতে পারি। লেখক আমাদের ভাবতে শেখান যে, সাফল্য ও ব্যর্থতা আসলে আমাদের চিন্তা ও বিশ্বাসের ফসল।

বইটির মূল বক্তব্য হলো—অবচেতন মন কখনও ঘুমায় না, এটি সর্বদা কাজ করে। আমরা যদি আমাদের চিন্তা ও বিশ্বাসকে ইতিবাচকভাবে পরিচালনা করতে পারি, তাহলে তা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রভাব ফেলবে। এই বিষয়ে মার্ফি বলেন, "Your subconscious mind never sleeps. It is always on the job."
(তোমার অবচেতন মন কখনও ঘুমায় না। এটি সবসময় কাজ করে।)

মার্ফি আরও ব্যাখ্যা করেন যে, জীবনে সাফল্য পেতে হলে প্রথমেই নিজেকে বিশ্বাস করতে হবে। তিনি বলেন, "Change your thoughts, and you change your destiny."
(তোমার চিন্তা পরিবর্তন করো, তাহলে তোমার ভাগ্যও পরিবর্তিত হবে।)
এই লাইনটি আমাদের মনে করিয়ে দেয় যে, আমাদের মনের চিন্তাগুলোই আমাদের ভবিষ্যত তৈরি করে। নেতিবাচক চিন্তা আমাদের বাধা দেয়, আর ইতিবাচক চিন্তা আমাদের সাফল্যের পথে এগিয়ে নিয়ে যায়।

বইটির আরেকটি আকর্ষণীয় লাইন হলো, "The only path by which another person can upset you is through your own thought."
(অন্য কেউ তোমাকে কষ্ট দিতে পারে কেবল তোমার নিজস্ব চিন্তার মাধ্যমেই।)
এটি আমাদের বুঝতে সাহায্য করে যে, বাইরের পরিস্থিতি নয় বরং আমাদের নিজস্ব প্রতিক্রিয়াই আমাদের মানসিক অবস্থাকে প্রভাবিত করে। এই উপলব্ধি আমাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং জীবনকে সহজতর করে তোলে।

বইটি অত্যন্ত সহজ ভাষায় লেখা, যা পাঠককে ভাবতে শেখায় এবং বাস্তব জীবনে প্রয়োগ করতে উদ্বুদ্ধ করে। উদাহরণ হিসেবে, অবচেতন মনের সাহায্যে রোগমুক্তির কথা বলা হয়েছে। মার্ফি বলেন, "You can discover the miracle-working power of your subconscious by plainly stating to your subconscious prior to sleep that you wish a certain specific thing to be accomplished."
(তুমি ঘুমানোর আগে অবচেতন মনের কাছে সুনির্দিষ্টভাবে কিছু বললে, তা কাজ করে যায়।)

সব মিলিয়ে, "The Power of Your Subconscious Mind" এমন একটি বই, যা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনার ক্ষমতা রাখে। এটি শুধু আত্মউন্নয়নের জন্য নয়, বরং জীবনের সব স্তরে সাফল্য ও সুখ অর্জনের জন্য অত্যন্ত কার্যকর।

বইটি পড়ার সময় এমন অনেক মুহূর্ত আসে যখন মনে হয়, 'এটা তো আমারই জন্য লেখা!'। এটাই এই বইটির শক্তি—প্রতিটি পাঠক যেন তাদের জীবনের সঙ্গে বইটির মর্মার্থ মিলিয়ে নিতে পারেন। মানুষ সবসময়ই নিজের জীবনকে উন্নত করার উপায় খোঁজে, আর এই বইটি সেই খোঁজেরই একটি নিখুঁত উত্তর। বইটি শুধু পড়ার জন্য নয়, জীবনধারায় প্রয়োগ করার জন্য।

হ্যাপি রিডিং 💚

Address

Uttarati

Alerts

Be the first to know and let us send you an email when Rahmatullah Marzan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rahmatullah Marzan:

Share