
02/07/2024
পেজ সেটআপ কেন গুরুত্বপূর্ণ?
💥একজন উদ্যোক্তার কাছে তার বিজনেস পেজটা খুবই গুরুত্বপূর্ণ।কারণ অফলাইনে একজন উদ্যোক্তার কাছে যেমন দোকান খুবই গুরুত্বপূর্ণ ঠিক তেমনি অনলাইনে একজন উদ্যোক্তার কাছে বিজনেস পেজ গুরুত্বপূর্ণ।
💥অফলাইনে দোকান সুন্দর ভাবে সাজানো গোছানো থাকলে ক্রেতাদের আকর্ষণ যেমন বৃদ্ধি পায়,,ঠিক তেমনি অনলাইনে পেজটাও উদ্যোক্তাদের একটি দোকান,, তাই ক্রেতা আকর্ষণ বৃদ্ধির জন্য এটিকেও সাজিয়ে গুছিয়ে পরিপাটি রাখতে হয়।ক্রেতা যখন পেজে গিয়ে পেজটিকে সাজানো-গোছানো পরিপাটি দেখবে তখন তাদের পন্য কেনার প্রতি আগ্রহ বৃদ্ধি বাড়বে।🔥
💥তাই অনলাইনে যারা বিজনেস করেন বা নতুন বিজনেস শুরু করতে চাচ্ছেন তাদের জন্য নিজের প্রিয় বিজনেস পেজটিকে প্রফেশনাল ভাবে সেটআপ করানো খুবই গুরুত্বপূর্ণ।
👉👉প্রফেশনাল ফেসবুক পেইজ সেটআপ থেকে শুরু করে ডিজিটাল মার্কেটিং এর যেকোনো ধরনের সার্ভিস পেতে মেসেজ করুন বা হোয়াটসঅ্যাপ এ যোগাযোগ করুন: 01781519511