13/04/2024
"ডিজিটাল মার্কেটিং" কি? আমরা সবাই এই বিষয়টা নিয়ে ভাবতে থাকি যে ডিজিটাল মার্কেটিং জিনিসটা কি এবং কেন আমাদের প্রয়োজন এই ডিজিটাল মার্কেটিং? আচ্ছা চলুন কথা না বাড়িয়ে ডিজিটাল মার্কেটিং কি জিনিসটা জেনে নেই আমরা সবাই —
ডিজিটাল মার্কেটিং বলতে বর্তমান বিশ্বের সকল প্রকার সুযোগ-সুবিধা যেমনঃ- প্রযুক্তি, ইন্টারনেট এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া ব্যবহার করে কোন পণ্য বা সেবা প্রচার করাকে বুঝায়। বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটিং একটি অপরিহার্য অংশ। ডিজিটাল মার্কেটিং মানে আমরা অনলাইনে পণ্য বা সার্ভিসের বিজ্ঞাপন প্রচার করােকও বুঝাই। এখন সেটা হতে পারে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, হতে পারে সার্চ ইঞ্জিন মার্কেটিং অথবা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর মাধ্যমে আবার হতে পারে ইলেকট্রনিক মিডিয়া যেমনঃ- ভিডিও, টেলিভিশন ইত্যাদির মাধ্যমে।
উইকিপিডিয়ার মতে,
Digital marketing is the marketing of products or services using digital technologies, mainly on the Internet, but also including mobile phones, display advertising, and any other digital medium.
ডিজিটাল মার্কেটিং এমন একটি কৌশল, যার দ্বারা আমরা যেকোনো প্রোডাক্ট বা সার্ভিস ঘরে বসেই কিছু সময়ের মধ্যে লক্ষ লক্ষ লোকেদের কাছে মার্কেটিং এর দ্বারা প্রচার করতে পারি। এর বাইরেও, যদি আপনি কোনো পণ্য (product), online service বা offline business এর জন্য গ্রাহক খুঁজছেন, তাহলে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে অনেক কম খরচে “লক্ষ্যবস্তু গ্রাহক (targeted customer) পেয়ে যেতে পারবেন।
তাই আপনি যদি একজন ব্যবসায়ী হন, তাহলে আপনার উচিত ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে নিজের ব্যবসাকে মানুষের কাছে পৌঁছে দেয়া। বুঝতেই পারছেন, আধুনিক বিশ্বে নিজেকে ও নিজের ব্যবসার অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে ডিজিটাল মার্কেটিং শেখার কোনো বিকল্প নেই।