Nisa Daily lifestyle

Nisa Daily lifestyle “Assalamu alaikum”
Welcome to my page 🥰
(2)

02/07/2025

Bye everyone 🥱😴
Ekhon ghumabo 😁

29/06/2025

"সকালটা নিজের মতো করে শুরু করাই আসল স্টাইল 😉☀️"

28/06/2025

"ভোর হতেই ঘুম ভাঙে না,
আর ঘুম ভাঙলেই মনে হয়, আবার ঘুমাই…
এইটাই আমার লাইফস্টাইল!"🙂🙂

16/06/2025

সকালবেলা উঠেই বলি,
নতুন দিন, নতুন চলি!
মেঘলা হোক কিংবা রোদেলা,
মুডটা যেন থাকে খুশিতে ভেলা! ☀️🌸

15/06/2025

"দুপুরবেলা অনেকটা সেই পুরনো বন্ধুর মতো…
নীরব, শান্ত… আর একটু একটু করে মন খারাপ এনে দেয়।
তবুও এই নীরবতার মধ্যেও
কিছু না বলা অনুভব লুকিয়ে থাকে…"

☀️🕰️
#দুপুরেরভাবনা #মনকথা #একলা_সময়

14/06/2025

"এই কয়টা দিন খুব একটা ভালো ছিলাম না।
তাই একটু দূরে ছিলাম… এখন আবার আস্তে আস্তে ফিরছি তোমাদের মাঝে।
ভালোবাসা রেখো পাশে 🫶"

06/06/2025

Eid Mubarak
Sby k 💖💖

I got over 100 reactions on one of my posts last week! Thanks everyone for your support! 🎉
06/06/2025

I got over 100 reactions on one of my posts last week! Thanks everyone for your support! 🎉

05/06/2025

"এক সময় আমি ভাবতাম, সুখ মানেই অনেক কিছু পাওয়া। এখন বুঝি, শান্তি থাকলেই সুখ।
জীবন ধীরে ধীরে শেখায়—সবকিছু পাওয়া লাগে না, শুধু কিছু জিনিস ধরে রাখতে জানতে হয়।"

04/06/2025

কি ছাড়বো ভেবে উঠছিলাম না তাই ভাবলাম তোমাদের সাথে একটু গল্প শেয়ার করি,,,,

গল্প : "জুতার খোঁজ "

একদিন এক ছেলে নতুন জুতা কিনে হাঁটতে বের হলো।
চলতে চলতে দেখলো, এক বয়স্ক লোক পায়ে ছেঁড়া স্যান্ডেল পরে রাস্তা ঝাড়ু দিচ্ছে।

ছেলেটা একটু গর্ব করে নিজের জুতা দেখিয়ে বললো,
— “কেমন লাগছে কাকু? নতুন জুতা!”

লোকটা হেসে বললো,
— “ভালো লাগছে বাবা। কিন্তু জানিস? তোর জুতার থেকেও তোর আচরণটাই বেশি চকচক করুক, সেটাই বেশি দরকার।”

ছেলেটা থমকে দাঁড়ালো। সেদিন প্রথম সে বুঝলো,
জুতা যত দামি হোক, আচরণ ভালো না হলে কেউ মনে রাখে না।

শিক্ষা: মানুষ তোমার পোশাক দেখে হয়তো Impress হবে, কিন্তু হৃদয়ে জায়গা করে নেবে তোমার ব্যবহার দিয়ে।

03/06/2025

"এক কাপ চা আর কিছু অজানা গল্প..."

আজ সকালে জানালার পাশে বসে চা খাচ্ছিলাম। হঠাৎ করে মনে হলো, জীবন আসলে কতটা বদলে গেছে!
আগে ছোট ছোট জিনিসেই হাসি আসতো... এখন অনেক কিছু থাকলেও মন খালি খালি লাগে।

অনেক মানুষ আসে, অনেকেই চলে যায়। কেউ স্মৃতি হয়ে থেকে যায়, কেউ কষ্ট দিয়ে মুছে যায়।
তবুও জীবন থেমে থাকে না। হাঁটতে হয়... হাসতে হয়... চায়ের কাপটা হাতে নিয়ে ভাবি—এইটুকু শান্তির জন্যই তো এত দৌড়!

তোমরা কেমন আছো? ভালো তো?

তোমাদেরও যদি এমন কিছু অনুভব হয়, লিখে ফেলো কমেন্টে...
আসলে, মাঝে মাঝে শুধু কেউ শুনুক—এটাই তো অনেক বড় ব্যাপার।

🫖☁️
#এককাপচা #মনেরগল্প #ভালোথাকারচেষ্টা

এক কাপ চা হাতে নিয়ে বিকেলের নীরবতায় হারিয়ে যাওয়া... মনটাও যেন একটু একটু করে শান্ত হয়ে যায়। চা শুধু পানীয় না, এটা একটা মু...
02/06/2025

এক কাপ চা হাতে নিয়ে বিকেলের নীরবতায় হারিয়ে যাওয়া... মনটাও যেন একটু একটু করে শান্ত হয়ে যায়। চা শুধু পানীয় না, এটা একটা মুড, একটা অনুভব… ☕🍂🌞💭✨🌿📸
"In a world full of chaos, be someone's cup of tea." 🤍

Address

Uttarati

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nisa Daily lifestyle posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share