IUBAT Theke Bolchi

  • Home
  • IUBAT Theke Bolchi

IUBAT Theke Bolchi জন্ম থেকে জ্বলছি, IUBAT থেকে বলছি।

If brain chara exam dite asa situation had a face
15/07/2025

If brain chara exam dite asa situation had a face

যারা এমন ওয়েদারেও এটেন্ডডেন্সের জন্য ভার্সিটি এসেছে। ওদের বিয়ে করবেন না। পার্টনার হিসেবে ভালো হবে না। ওরা লোভী এবং আনরোম...
09/07/2025

যারা এমন ওয়েদারেও এটেন্ডডেন্সের জন্য ভার্সিটি এসেছে। ওদের বিয়ে করবেন না। পার্টনার হিসেবে ভালো হবে না। ওরা লোভী এবং আনরোমান্টিক!

ম্যাজিক পেন। কত জায়গায় এক্সাম দিলাম কোথাও চান্স পাইনি। IUBAT এডমিশন টেস্টে এই পেন ব্যবহার করেছিলাম। বিনা প্রিপারেশনে চান...
06/07/2025

ম্যাজিক পেন। কত জায়গায় এক্সাম দিলাম কোথাও চান্স পাইনি। IUBAT এডমিশন টেস্টে এই পেন ব্যবহার করেছিলাম। বিনা প্রিপারেশনে চান্স।

মানুষজন প্রিটি লিটল বেবি হোসনে আরা গুলবাহারকে নিয়ে টাঙ্গুয়ার হাওরে সেভয়ের ডিসকোন আইসক্রিম খাচ্ছে।আর আমি দিদির ক্যান্টিনে...
06/07/2025

মানুষজন প্রিটি লিটল বেবি হোসনে আরা গুলবাহারকে নিয়ে টাঙ্গুয়ার হাওরে সেভয়ের ডিসকোন আইসক্রিম খাচ্ছে।
আর আমি দিদির ক্যান্টিনে জুসের সাথে ডাল-সবছি খাচ্ছি।

02/07/2025
৮:৩০ এর ক্লাসে গিয়ে  দেখি কলম না এনে ব্রাশ এনেছি🥲©Jannat art
01/07/2025

৮:৩০ এর ক্লাসে গিয়ে দেখি কলম না এনে ব্রাশ এনেছি🥲

©Jannat art

সবাই জেনে অবাক হবেন যে, একমাত্র IUBAT তে  DELL কম্পিউটার দিয়ে ক্লাস করানো হয়। আমাদের সবগুলো ল্যাবের মধ্যেই অত্যাধুনিক DE...
30/06/2025

সবাই জেনে অবাক হবেন যে, একমাত্র IUBAT তে DELL কম্পিউটার দিয়ে ক্লাস করানো হয়। আমাদের সবগুলো ল্যাবের মধ্যেই অত্যাধুনিক DELL কম্পিউটার।
অন্যান্য ইউনিভার্সিটির ল্যাবে শুনেছি, Walton কম্পিউটার দিয়ে ক্লাস করে।

১০ টাকার বাদাম খেতে খেতে, বাসের জন্য অপেক্ষা করছি। পাশে ৪ জন অপরিচিত জুনিয়র বসা।সেই মুহুর্তে আমার ফ্রেন্ডরা ভার্সিটি গেই...
23/06/2025

১০ টাকার বাদাম খেতে খেতে, বাসের জন্য অপেক্ষা করছি। পাশে ৪ জন অপরিচিত জুনিয়র বসা।
সেই মুহুর্তে আমার ফ্রেন্ডরা ভার্সিটি গেইট থেকে বের হচ্ছে। ২জন মেয়ে আরেকজন ছেলে।
ওদের উদ্দেশ্য করে পাশের জুনিয়র ছেলেগুলো বলতে লাগলো, কালো ড্রেস পড়া আপুটা সেই! ওনাকে অনেক ভালো লাগে আমার।
অন্য জুনিয়র বললো, আরে না! পাশের আপুটা বেশি জোস! মাঝেমধ্যে নক দেই। অজুহাতে সকালেও নক দিয়েছি। জুনিয়র বলে মনের কথা বলতে পারি না।

আমি মুচকি হেসে ফ্রেন্ডদের হাত ইশারায় ডাকলাম। ওরা আমার দিকে আসতে লাগলো। জুনিয়রদের দিকে ইবলিশ হাসি দিলাম। মুহুর্তেই তাদের মুখ শুকিয়ে গেছে। ওদের টেনশন দেখে খুব মজা লাগছে। ভেবেছে সব বলে দিবো।
কিছু না বলে ফ্রেন্ডদের নিয়ে বাসে চলে গেলাম। ওরা আরো কিছুক্ষণ টেনশনে থাকুক।

পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়া বন্ধু জিজ্ঞেস করলো, প্রাইভেট ইউনিভার্সিটি আর পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টদের মধ্যে পার্থক্য ...
17/06/2025

পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়া বন্ধু জিজ্ঞেস করলো, প্রাইভেট ইউনিভার্সিটি আর পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টদের মধ্যে পার্থক্য কী?
আমি বললাম, তোরা বছরে ১ বার পড়তে বসিস আর আমরা বছরে ৩ বার পড়তে বসি।

ভার্সিটি লাইফ শেষ হওয়ার আগে এসি চলতে দেখে যেতে পারবো? এসির বাতাস খেয়ে যেতে পারবো? 🥹
17/06/2025

ভার্সিটি লাইফ শেষ হওয়ার আগে এসি চলতে দেখে যেতে পারবো? এসির বাতাস খেয়ে যেতে পারবো? 🥹

পরিচিত এক পাখি শিকারী সিনিয়র ভাইকে, প্রতি সেমিস্টারের শুরুতে ভার্সিটিতে ঘুরাফেরা করতে দেখি। ক্যাম্পাসের ফ্রন্টে বসে আড্ড...
16/06/2025

পরিচিত এক পাখি শিকারী সিনিয়র ভাইকে, প্রতি সেমিস্টারের শুরুতে ভার্সিটিতে ঘুরাফেরা করতে দেখি। ক্যাম্পাসের ফ্রন্টে বসে আড্ডা দেয় আর মুচকি হেসে আশেপাশে তাকায়।
উনার কিন্তু গ্রাজুয়েশন শেষ ৩ সেমিস্টার আগে। তবুও ভাইটা ভার্সিটির মায়া ছাড়তে পারলো না।

নতুন সেমিস্টারের জন্য একটা খাতা কিনলাম। আশা করছি সবগুলো কোর্স এক খাতা দিয়ে শেষ করতে পারবো। যদি না পারি বন্ধুর খাতা তো আছ...
15/06/2025

নতুন সেমিস্টারের জন্য একটা খাতা কিনলাম। আশা করছি সবগুলো কোর্স এক খাতা দিয়ে শেষ করতে পারবো। যদি না পারি বন্ধুর খাতা তো আছেই।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when IUBAT Theke Bolchi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share