22/07/2025
আমার ছেলের দিকে তাকালে মাইলস্টোন কলেজের আগুনে ঝলসে যাওয়া মুখ গুলো দেখতে পাই।আমার ছেলের মতো ওরাও অবুঝ। আমাদের ছেলে-মেয়েদের জন্য আমারা কতো ত্যাগ শিকার করি।বিদ্যুৎ চলে গেলে গরমে কষ্ট পাবে বলে চার্জার ফ্যান কিনে দেই। রোদের তাপে কষ্ট পাবে বলে ছাতা কিনে দেই।গরম খাবার খাওয়াতে গেলে তা সহনীয় কিনা চেক করে বাচ্চার মুখে দেই। এতো আদরের সন্তান এতো কষ্টের সন্তান যখন চোখের সামনে আগুনে ঝলসে যায়😭। আমরা তখন তাদের জন্য কিছুই করতে পারি নাই।কত কষ্ট পেয়ে প্রাণ গুলো চলে গেল।কত সাধনার সন্তান কত স্বপ্নের সন্তান চোখের পলকে পুড়ে ছাই হয়ে গেল।কত মায়ের বুক খালি হয়ে গেল।আল্লাহ আপনি সকল বাবা -মাকে ধৈর্য ধরার তৌফিক দিন।🤲আমীন।