21/07/2025
কি ভয়াবহ অবস্থা
আজ ২১ জুলাই দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি F-7 BGI প্রশিক্ষণ যুদ্ধবিমান রাজধানী ঢাকার উত্তরা দিয়াবাড়ির মিলস্টোন কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়।
ISPR জানিয়েছে, বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে এবং কিছুক্ষণ পরই কলেজ ক্যাম্পাসে ভেঙে পড়ে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগের ডেপুটি কমিশনার মহিদুল ইসলাম জানান, “একটি ফাইটার জেট মিলস্টোন কলেজের একটি ভবনের সঙ্গে ধাক্কা লেগে বিধ্বস্ত হয়েছে।”
🔥 ফায়ার সার্ভিসের এক কর্মী জানিয়েছেন, এই দুর্ঘটনায় অন্তত ৬-৭ জন শিক্ষার্থী দগ্ধ হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
দুর্ঘটনার পরপরই বিকট শব্দে চারপাশ কেঁপে ওঠে, শিক্ষার্থীরা আতঙ্কে ছোটাছুটি শুরু করে। ঘটনাস্থলে দ্রুত আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস।
পাইলটদের অবস্থা সম্পর্কে এখনও নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি। দুর্ঘটনার সঠিক কারণও এখনো জানা যায়নি।
এই ভয়ংকর বিপদ থেকে সকলে মহান খোদাতায়ালা প্রিয় নূর নবীজি উছিলায় হেফাজত করুক।।।