18/09/2025
ফেসবুকের সাজেস্ট ভিডিও-পোস্ট আর বিভিন্ন মিমস গ্রুপের সুবাধে জানতে পারলাম, পাকিস্তানের কোন এক নর্তকী এই দেশে আসতেছে। আর বাঙ্গু প্রজন্ম সেটা নিয়ে মাতামাতি শুরু করে দিয়েছে।
নারীর রূপ নিয়ে মাতামাতি আসলে দুর্বল প্রজন্মের প্রতিচ্ছবি। যখন মানুষের নৈতিকতা কমে যায় এবং জ্ঞানচর্চার আলো নিভে যায় তখন কামনার লন্ঠন জ্বলে উঠে। তখনই দেখা যায় নারীর রূপ নিয়ে হাহাকার। সোজা কথায় এরা সেক্সুয়ালি ফ্রাস্ট্রেটেড এক প্রজন্ম, যাদের মাথায় নেই কোনো স্বপ্ন, নেই কোনো অর্জন, আছে শুধু দেহের ক্ষুধা।
এইসব পার্ভাটেরা নারীকে মানুষ হিসেবে না দেখে শুধু “চোখের সুখ” আর “মাংসের পসরা” মনে করে।
তাদের কথাবার্তায় নৈতিকতা আর লাজলজ্জার গন্ধ নেই, আছে শুধু সস্তা উত্তেজনার দুর্গন্ধ। আসলে তারা হলো ক্ষুধার্ত কুকুরের মতো, রূপের হাড় দেখে জিভ চাটে।
- সুমন আহমাদ