তাজা সংবাদ Taza Sangbad

তাজা সংবাদ Taza Sangbad News Portal Bangladesh

14/07/2025

ঝালকাঠিতে এনসিপির অনুষ্ঠানে দুই গ্রুপের তুমুল সংঘর্ষ
#ঝালকাঠি #এমসিপি #সংঘর্ষ

12/07/2025

কালের কণ্ঠের ডিজিটাল মাল্টিমিডিয়ার প্রথম বর্ষপূর্তি উদযাপন

11/07/2025

চাঁদপুরে মসজিদের ভিতর ঢুকে ইমাম সাহেবকে হ-ত্যা-র চেষ্টা
゚viralシfypシ゚viralシalシ

দিনে স্কুল শিক্ষক, রাতে ভয়ংকর ডাকাত, প্রি-ক্যাডেট স্কুল পরিচালনার অন্তরালে ডাকাত সরদার। গত মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ...
10/07/2025

দিনে স্কুল শিক্ষক, রাতে ভয়ংকর ডাকাত, প্রি-ক্যাডেট স্কুল পরিচালনার অন্তরালে ডাকাত সরদার। গত মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন এমন চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন ফরিদপুরের ভাঙ্গা পুলিশ। ডাকাতির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়ছে। তারা হলেন নগরকান্দা উপজেলার শ্রীরাঙ্গাল গ্রামের দ্য ন্যাশনাল ইসলামিক প্রি ক্যাডেট স্কুলের পরিচালক মোক্তার হুসাইন ওরফে মোকা, পূর্ব সদরদী গ্রামের কিবরিয়া শেখ, বোয়ালমারীর শ্রীনগর গ্রামের পার্থ রায় ও গোপালগঞ্জের মুকসুদপুরের চরবাহাড়া গ্রামের শহিদুল ওরফে শহিদ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও পাঁচ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

07/07/2025

দৈনিক এশিয়াবাণী পত্রিকার ডিজিটাল মিডিয়ার উদ্বোধন
゚viralシfypシ゚viralシalシ

06/07/2025

মেয়েকে হাত-পা বেঁধে ধ-র্ষ-ণ করে হত্যা, বাবার আর্তনাদ
゚viralシfypシ゚viralシalシ

04/07/2025

মর্মান্তিক সড়ক দুর্ঘটনা

প্রেমের টানে হাজার মাইল দূর চীন থেকে লিউ সিলিয়ান নামের এক চীনা যুবক ছুটে এসেছেন বাংলাদেশের গোপালগঞ্জে। প্রেমিকা সীমা আক...
03/07/2025

প্রেমের টানে হাজার মাইল দূর চীন থেকে লিউ সিলিয়ান নামের এক চীনা যুবক ছুটে এসেছেন বাংলাদেশের গোপালগঞ্জে। প্রেমিকা সীমা আক্তারের জন্য তার এই দীর্ঘ যাত্রা শুধু প্রেমের গভীরতার কারণে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধুত্ব হওয়া নতুন কিছু নয়। তবে সেই বন্ধুত্ব থেকে প্রেম, আর প্রেম থেকে সরাসরি বাংলাদেশে এসে বিয়ের সিদ্ধান্ত—নিশ্চয়ই এক প্রেমের অনন্য দৃষ্টান্ত। প্রেমিকা সীমা আক্তার জানিয়েছেন, প্রায় ছয় মাস আগে ফেসবুকে লিউ সিলিয়ানের সঙ্গে তার পরিচয় হয়। এরপর প্রতিদিন কথা বলা, ভিডিও কল এবং সুখ-দুঃখ ভাগ করে নেওয়ার মাধ্যমে গড়ে ওঠে গভীর সম্পর্ক।

প্রেমিক লিউ সিলিয়ান চীনের একটি কোম্পানিতে চাকরি করতেন। কিন্তু প্রেমের কাছে কোনো বাধাই টেকেনি। দুই মাস ছুটি না পেয়ে শেষ পর্যন্ত চাকরি ছেড়ে বাংলাদেশে আসার কঠিন সিদ্ধান্ত নেন। তার এই সিদ্ধান্তই প্রমাণ করে, তার ভালোবাসা কতটা নিঃস্বার্থ ও ত্যাগের।

গত বৃহস্পতিবার রাত ২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন লিউ সিলিয়ান। প্রেমিকার বাবা মো. আবুল হোসেন হাওলাদার নিজে তাকে রিসিভ করে নিয়ে আসেন গোপালগঞ্জের নিচুপাড়া এলাকায়।
লিউ সিলিয়ান নিজের ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেন এবং নাম রাখেন মো. সাদেকুর রহমান সানি। এরপর এফিডেভিট করে এবং কোর্ট ম্যারেজের মাধ্যমে সীমাকে বিয়ে করেন।

゚viralシfypシ゚viralシalシ

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম বগুড়ায় বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে সেখানেই আত্মহত্যার চেষ্টা করেছেন। এ খবর মুহূর্তেই সোশ্...
27/06/2025

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম বগুড়ায় বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে সেখানেই আত্মহত্যার চেষ্টা করেছেন। এ খবর মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে তার কাছে ছুটে যান তার স্ত্রী রিয়া মনি। সেখানে গিয়ে রিয়া মনি তার সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি পোস্ট করে একটি স্ট্যাটাস দিয়েছেন। এতে তিনি লেখেন, ‘সম্পর্ক গড়ে তুলতে যেমন সময় লাগে, সম্পর্ক ভেঙে দিতেও তেমন সময় লাগে। সম্পর্ক গড়ে ওঠে দুজনের মতে আর ভেঙে যায় তৃতীয় পক্ষের কারণে।’
বগুড়া থেকে রিয়া মনি গণমাধ্যমকে বলেন, ‘বগুড়া এসে তার (হিরো আলম) সার্বিক বিষয় জেনেছি। এখন তাকে নিয়ে আমি ঢাকার দিকে রওনা দিয়েছি। সেখানে তাকে ভালো কোনো হাসপাতালে নিয়ে চিকিৎসা করাব।’


#হিরো_আলম
#রিয়া_মনি

সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে আরব ও ইসরায়েলি কর্মকর্তাদের বরাতে বলা হয়েছে, ইসরায়েল চায় সংঘাত দ্রুত শেষ হোক, তবে সেই সিদ্...
23/06/2025

সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে আরব ও ইসরায়েলি কর্মকর্তাদের বরাতে বলা হয়েছে, ইসরায়েল চায় সংঘাত দ্রুত শেষ হোক, তবে সেই সিদ্ধান্ত এখন ইরানের ওপর নির্ভর করছে।

ইসরায়েলের টেলিভিশন চ্যানেল-১২ জানিয়েছে, ‘অপারেশন রাইজিং লায়ন’ নামের সামরিক অভিযানের মাধ্যমে ইরানকে পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হুমকি থেকে মুক্ত করার পরিকল্পনা করছে তেলআবিব। ইসরায়েল মনে করছে, তারা খুব শিগগিরই তাদের কৌশলগত সামরিক লক্ষ্য অর্জন করতে পারবে।

আরব দেশগুলোর কর্মকর্তারা ওয়াল স্ট্রিট জার্নাল-কে বলেন, ইসরায়েল এই অভিযান শেষ করতে প্রস্তুত, তবে ইরান এখনই যুদ্ধ থামাতে রাজি নয়, যতক্ষণ না তারা যুক্তরাষ্ট্রের হামলার জবাব সম্পূর্ণ দিতে পারছে।
#ইরান
#ইসরায়েল
#যুদ্ধ

আ-পত্তি-ক-র ভিডিও প্রকাশশরীয়তপুরের ডিসি ওএসডিনারীর সঙ্গে আ-প-ত্তি-র ছবি ও ভিডিও প্রকাশের পর শরীয়তপুরের জেলা প্রশাসক (ড...
21/06/2025

আ-পত্তি-ক-র ভিডিও প্রকাশ
শরীয়তপুরের ডিসি ওএসডি

নারীর সঙ্গে আ-প-ত্তি-র ছবি ও ভিডিও প্রকাশের পর শরীয়তপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আশরাফ উদ্দিনকে ওএসডি করা হয়েছে।

শনিবার রাতে ২৭তম বিসিএস ব্যাচের এই কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে প্রজ্ঞাপন জারি করা হয়।

আ-প-ত্তি-ক-র অবস্থায় ডিসির সঙ্গে ভাইরাল ওই নারী নারী বলেন, ‘উনি (ডিসি) আমার নিকটাত্মীয়। আমাকে বিয়ের কথা বলে আমার স্বামীর সঙ্গে ডিভোর্স করিয়েছে। তিনি আমার সংসার, সমাজ ধ্বংস করে পথে বসিয়েছে। এখন আমাকে বিয়ে না করে, উল্টো মেরে ফেলার হুমকি দিচ্ছে। সে এর আগে আমাকে মারধর করেছে।’

নারীর সঙ্গে ওই ডিসির আপত্তিকর ভিডিও ও ছবি গত বৃহস্পতিবার রাত থেকে ছড়িয়ে পড়ে। এরপর জেলাজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

゚viralシfypシ゚viralシalシ

16/06/2025

বাঙ্কার থেকে বের হয়ে ধ্বং-সস্তূ-প পরিদর্শন করেন নেতানেয়াহু
, , ゚viralシfypシ゚viralシalシ, , , , , , ,
See less

Address

Wari

Telephone

+8801914031039

Website

Alerts

Be the first to know and let us send you an email when তাজা সংবাদ Taza Sangbad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to তাজা সংবাদ Taza Sangbad:

Share

Category