Shopiku

Shopiku Shopiku - Your All-in-One Shopping Spot! Quality products | Best prices | Fast delivery | Worldwide service
Inbox us to order now?

13/07/2025

মেয়েদের কন্ঠে সু মধুর কুরআন তেলওয়াত

08/07/2025

অবহেলার ছায়ায় জন্ম, সংগ্রামের আলোয় পথচলা

ভালোবাসা কী—তা আমি কখনো বুঝিনি।
জন্মের পর থেকেই দেখেছি বাবা-মায়ের ঝগড়া, কলহ, অভিমান।
ভালোবাসার হাতছানি নয়, ছিল শুধু কঠোর বাস্তবতা।
নানা কিংবা দাদার বাড়ি যেতে পারিনি কখনো,
নানু-নানার কাছে গরিবের ঘরের সন্তান হিসেবে অবহেলিত হয়েছি।

যেন পৃথিবীতে আমি এসেছি, সবাই থেকে একটু দূরে, একাকী।
ভালোবাসা ছিল দূরের তারা,
আমি কেবল দেখেছি—অবহেলা, তিরস্কার আর অবজ্ঞা।

১২ বছর বয়সে স্কুলব্যাগের বদলে হাতে ধরেছি গ্যাস ফ্যাক্টরির কাজ।
১৩-তে রাস্তার কাজ করেছি, কাঁধে পাথর আর মনে চাপা কষ্ট।
১৫ বছর বয়সে সমুদ্র পাড়ে জাল ফেলে মাছ ধরেছি,
ভোরের হিমেল বাতাসে নয়, আমি জেগেছি জলের ভয় আর ক্ষুধায়।
১৭-তে গার্মেন্টসের শব্দে গড়েছি আমার দিনের নীরবতা।
১৯-তে বাসে পরিবহনের দায়িত্ব সামলেছি,
কিন্তু নিজের জীবনকে কেউ কখনো সামলানোর চেষ্টা করেনি।

রাতের পর রাত টলারে ঘুমিয়েছি,
মশার কামড়ে, ক্ষুধার যন্ত্রণায়, চোখে জল আসত না—কারণ অভ্যস্ত হয়ে গেছি।
কত নদী, কত বালি, কত রাস্তা পার হয়েছি—কিন্তু কেউ জিজ্ঞেস করেনি,
"তুমি কেমন আছো?"

মানুষ ভাবে আমি সুখী, হাসিখুশি, সফল।
কিন্তু এই বুকের ভিতরে জমে থাকা কষ্ট আর না বলা যন্ত্রণা—
সেটা শুধু আমার আল্লাহ জানেন।

আজও অনেক দিন না খেয়ে কাটে,
আজও কেউ পাশে এসে দাঁড়ায় না,
কারণ মানুষ কষ্ট শুনে না, তারা শুধু বিচার করে।

08/06/2025

Real Anaconda Attack! Unbelievable Footage!"

Address

Barishal
Dhaka
8720

Alerts

Be the first to know and let us send you an email when Shopiku posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shopiku:

Share