Sky Ways

Sky Ways Sky Ways Travel & Consultancy

'Sky Ways Tours & Consultancy'- এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম।

24/07/2025

এক ঢিলে তিন পাখি ,
মাএ ১০৫.৯০০/- টাকায় ঘুরে আসুন তিন দেশে
থাইল্যান্ড, মালয়েশিয়া্‌, সিঙ্গাপুর। ১০ দিনের গ্রুপ ট্যুরে স্কাই ওয়েজ ট্যুর এর সাথে। গ্রুপ ট্যুরে ভিন্ন ভিন্ন মানুষ
এক সাথে—হাসি, মজার সময় আর স্মৃতিতে ভরা একটি অভিজ্ঞতা!

সিট সীমিত—আজই বুক করুন।

প্যাকেজে যা অন্তর্ভুক্ত আছে -

✅ রিটার্ন এয়ার টিকিট
✅ হোটেল (৩ স্টার/ কমফোর্ট স্টে)
✅ প্রতিদিনের ব্রেকফাস্ট
✅ এয়ারপোর্ট পিক ও ড্রপ
✅ গাইড এবং সাইট সিইং
বিস্তারিত জানতে যোগাযোগ করুন-

Sky Ways Travel & Consultancy
43,Hatkhola Road, Dhaka, Bangladesh-1203.

📲01676 100 887 WhatsApp

সার্বিয়া কাজের ভিসা নিয়ে আজকে আলোচনা করব। আমার এই পোস্ট এ চেষ্টা করব সার্বিয়া নিয়ে আপনাদের বিস্তারিত তথ্য দেওয়ার। সার্...
12/07/2025

সার্বিয়া কাজের ভিসা নিয়ে আজকে আলোচনা করব। আমার এই পোস্ট এ চেষ্টা করব সার্বিয়া নিয়ে আপনাদের বিস্তারিত তথ্য দেওয়ার।

সার্বিয়া দেশকে চিনেন না এমন ছেলে খুব কম পাওয়া যাবে। যারা ইউরোপ এর নেশায় ডুবে আছেন তাদের কাছে এই দেশটি খুবই সুপরিচিত। কত ছেলের ইউরোপ স্পন এই সার্বিয়া দেশে যাওয়ার মাধ্যমে হয়েছে। আবার অনেকে এই সার্বিয়াতে ফাইল দিয়ে বসে আছেন ,অনেকে সার্বিয়া জন্য অনেক টাকা লস দিয়েছেন।প্রতিদিন অনেকেই সার্বিয়া কাজের ভিসা নিয়ে অনেক প্রশ্ন করেন সবার প্রশ্নের উত্তর নিয়ে আজকে লিখব।

শুরুতে সার্বিয়া পরিচিতি নিয়ে একটু লিখে নেই

সার্বিয়া দক্ষিণ পূর্ব ইউরোপ এ বলকানে অবস্তিত।বলকানের অন্যতম প্রধান দেশ এটি। সার্বিয়া রাজধানীর নাম হল বেলগ্রেড। সার্বিয়া প্রতিবেশী দেশ হল Hungary ,Romania ,Bulgaria ,Bosnia ,Croatia ,
Northmacedonia , সার্বিয়া টাকে সার্বিয়ান দিনার বলা হয়।

১/ বাংলাদেশ থেকে সার্বিয়া কাজের ভিসা হয় কি না?

জি সার্বিয়া কাজের ভিসা হয়

২/ সার্বিয়া ফাইল জমা দিতে কত টাকা লাগে ?

সার্বিয়া ফাইল জমা দিতে ৮ লাখ ,৯লাখ ,১০ লাখ এটা ডিপেন্ড করতেছে আপনি কার মাধ্যমে কাজ করাবেন

৩/ সার্বিয়া ফাইল জমা দিতে মেডিকেল Certificate লাগে কি না?

না মেডিকেল Certificate লাগে না।

৪/ সার্বিয়া Work Permit আসতে সময় কত দিন লাগে?

২ থেকে ৩ মাস যদি ভাল মাধ্যমে জমা দিন।

৫/ সার্বিয়া Work Permit অনলাইন হতে কত দিন সময় লাগে ?

সার্বিয়া Work permit অনলাইন হতে ৭ থেকে ১৫ দিন লাগে।

৬/ সার্বিয়া Approval আসতে কেমন সময় লাগে?

অনলাইন হওয়ার পর ৩ থেকে ৪ মাস

৭/ সার্বিয়া ফুল ভিসা প্রসেস হতে কেমন সময় লাগবে ?

১ বছর

৮/ সার্বিয়া Work permit Approval হওয়ার পর স্টিকার ভিসা লাইগা আসতে কেমন সময় লাগে ?

২ মাসের মতন

৯/ সার্বিয়া ৩ মাসে কাজে ভিসা সম্ভব কি না ?

এটা সম্ভব না যারা বলবে যে তারা ৩ মাসে ভিসা করাবে ওরা জাস্ট আপনার টাকা নিয়ে আপনাকে ঘুরাবে

১০/ সার্বিয়া Airport কন্ট্রাকে যাওয়া যায় কি না ?

না এগুলো পসিবল না

১১/ সার্বিয়া এমবেসি কি বাংলাদেশে আছে ?

না তবে বাংলাদেশ থেকে সার্বিয়া ভিসার সব কাজ করা যায়।

১২/ সার্বিয়া টু ইতালি যাওয়া যায় কি না ?

জি বৈধ ও অবৈধ দুই সিস্টেমে আপনি যাইতে পারবেন

১৩/ সার্বিয়া একজন বাংলাদেশী কত টাকা ইনকাম করতে পারে ?

৪০০ ইউরো থেকে ৫৫০ ইউরো

১৪/.সার্বিয়াতে কোন কাজ বেশি মিলে?

কনস্ট্রাকশন ,Restaurant ,Hotel ,Cleaing একজন বাংলাদেশী হিসাবে এই কাজগুলো চয়েজ করতপারেন

১৫/সার্বিয়াতে যাওয়ার পর কাজ Change করা যায় কি না?

যাওয়ার সাথে সাথে কাজ Change করতে পারবেন না।

১৬/ সার্বিয়াতে TRC Card পাইতে কেমন সময় লাগে?

যদি আপনার সব কিছু টিকটাক থাকে তাহলে ১ থেকে ২ মাসে আপনি Trc card পাবেন।

১৭/ সার্বিয়াতে Pr পাইতে কেমন সময় লাগে ?

সার্বিয়াতে Pr পেতে মিনিমাম আপনাকে Serbia তে ৫ বছর বৈধবাবে থাকতে হবে তারপর Pr জন্য আবেদন করতে পারবেন।

১৮/ সার্বিয়া ভিসা রেশিও কেমন ?

এখন একটু ভাল আছে।

১৯/ সার্বিয়া ভিসা কন্ট্রাকে করা যায় কি না?

না কন্ট্রাকে সার্বিয়া ভিসা করানো যায় না।

২০/ সার্বিয়া কন্ট্রাকে Approval করানো যায় কি না?

না কন্ট্রাকে Approval আনা যায় না।

আশা করি যারা সার্বিয়া নিয়ে যত প্রশ্ন ছিল সব কিছুর উত্তর পেয়ে গেছেন ,আর কোন কিছু জানার থাকলে কমেন্ট করে ফেলুন পোস্ট টা শেয়ার দিতে ভুলবেনা।

ফিজি কাজের ভিসা যেতে আগ্রহীদের জন্য সুবর্ণ সুযোগ।আপনার স্বপ্ন পুরোনে আমরা আছি আপনার সাথে।সময়: মাএ ৩ মাসকাজের ক্যাটাগরি: ...
27/06/2025

ফিজি কাজের ভিসা যেতে আগ্রহীদের জন্য সুবর্ণ সুযোগ।

আপনার স্বপ্ন পুরোনে আমরা আছি আপনার সাথে।

সময়: মাএ ৩ মাস
কাজের ক্যাটাগরি: ফ্যাক্টরি ওয়ার্কার।

আবেদন করতে যা যা প্রয়োজন:-

* পাসপোর্ট।

* ছবি।

* ভোটার আইডি

আগ্রহী প্রার্থীরা ফিজি সম্পর্কিত যে কোন তথ্য জানতে আমাদের সাথে যোগাযোগ করুন ।

অফিস ঠিকানা
স্কাই ওয়েস
৪৩, হাটখোলা রোড, চৌধুরী শপিং মল।

আজ শুক্রবার সকালে ফ্রান্সের বাংলাদেশী অধ্যুষিত সারসেলে এলাকায় ৫টি বাংলাদেশি অ্যাপার্টমেন্টের অভিযান চালায় পুলিশ। একটি অ্...
20/06/2025

আজ শুক্রবার সকালে ফ্রান্সের বাংলাদেশী অধ্যুষিত সারসেলে এলাকায় ৫টি বাংলাদেশি অ্যাপার্টমেন্টের অভিযান চালায় পুলিশ। একটি অ্যাপার্টমেন্টের ২১টি বেড পাওয়া যায়। আবাসস্থল জব্দ সহ মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে। এ রকম অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে পুলিশ ন্যাশনাল।https://www.facebook.com/share/p/1HWQJctTuc/

ভারত না গিয়ে...মাত্র ২৫-৩০ হাজার টাকায় মালয়েশিয়া ভ্রমণ! ভিসা, ফ্লাইট, হোটেলসহ পুরো পরিকল্পনা জেনে নিন আজই!✈️🇲🇾 মাত্র ২...
02/06/2025

ভারত না গিয়ে...
মাত্র ২৫-৩০ হাজার টাকায় মালয়েশিয়া ভ্রমণ! ভিসা, ফ্লাইট, হোটেলসহ পুরো পরিকল্পনা জেনে নিন আজই!
✈️🇲🇾 মাত্র ২৫-৩০ হাজার টাকায় মালয়েশিয়া ভ্রমণ!
ভিসা ✅ ফ্লাইট ✈️ হোটেল 🏨—সব কিছু একসাথে!
💥 বাজেট ট্রাভেল, ফুল প্ল্যান!

চাইলেই এখন মালয়েশিয়া ঘুরে আসতে পারেন একদম কম খরচে!

✅ ভিসা প্রসেসিং
✅ কম খরচে এয়ার টিকিট
✅ বাজেট হোটেল বুকিং
✅ ট্রাভেল গাইড ও ট্যুর প্ল্যান
✅ মালয়েশিয়া শহর ঘোরা (কুয়ালালামপুর, জেন্টিং হাইল্যান্ডস, পুট্রাজায়া ইত্যাদি)

মালয়েশিয়া—দক্ষিণ-পূর্ব এশিয়ার এক আধুনিক ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর দেশ, যেখানে আপনি একসাথে পাবেন আধুনিক শহর, পাহাড়, সমুদ্র, দ্বীপ ও বৃষ্টি-অরণ্যের এক অনন্য অভিজ্ঞতা। বাংলাদেশ থেকে খুব সহজেই এবং তুলনামূলক কম খরচে মালয়েশিয়া ভ্রমণ সম্ভব।

কেন মালয়েশিয়া যাবেন?

🏙️ কুয়ালালামপুরের টুইন টাওয়ার
🏝️ লাংকাওয়ি ও পেনাং দ্বীপের সাদা বালির সমুদ্র সৈকত
⛩️ বৌদ্ধ মন্দির ও ঐতিহাসিক স্থাপনা
🍲 মালয়, চাইনিজ ও ইন্ডিয়ান ফিউশন খাবার
🛍️ শপিং ও নাইট মার্কেটের স্বর্গরাজ্য
কিভাবে মালয়েশিয়া যাবেন?
✈️ ঢাকা থেকে কুয়ালালামপুর ফ্লাইট খরচ:
প্রায় ১৬,০০০ – ২২,০০০ টাকা (রিটার্ন টিকিট)

বিমান সংস্থা:
AirAsia
Biman Bangladesh Airlines
Malaysia Airlines

থাকার ব্যবস্থা:
মালয়েশিয়ায় বাজেট হোটেল ও হোস্টেলে থাকতে পারবেন দিনে মাত্র ১২০০ – ২০০০ টাকায়।
জনপ্রিয় বাজেট হোটেল (কুয়ালালামপুর):
1. Hotel Sentral KL
📍 Jalan Tun Sambanthan
📞 +60 3-2272 6000
💵 ১৪০০ - ১৮০০ টাকা প্রতি রাত
2. Leo Express Hotel
📍 Jalan Loke Yew, KL
📞 +60 3-9226 3131
💵 ১২০০ - ১৬০০ টাকা প্রতি রাত

খাবারের খরচ:
🍛 রেস্টুরেন্টে প্রতিদিন ৪০০ - ৬০০ টাকায় ভালো খাওয়া যায়।
স্ট্রিট ফুডে খেতে পারবেন ১০০-২০০ টাকাতেও।

ভ্রমণ স্পট:
🎯 Petronas Twin Towers
🎯 Batu Caves
🎯 Langkawi Island
🎯 Genting Highlands (কেবল কারে ওঠার দারুণ সুযোগ)
🎯 KL Tower ও Bukit Bintang শপিং এরিয়া।

ভিসা তথ্য (Malaysia eVisa):
বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য মালয়েশিয়া ই-ভিসা সহজেই অনলাইনে পাওয়া যায়।
ভিসা ফি: প্রায় ৪,৫০০ টাকা
প্রয়োজনীয় ডকুমেন্টস:
পাসপোর্ট (৬ মাস মেয়াদ)
ছবি
রিটার্ন টিকিট
হোটেল বুকিং
ব্যাংক স্টেটমেন্ট (কমপক্ষে ৫০,০০০ টাকা ব্যালেন্স)

মোট খরচের হিসাব (৩ দিনের পরিকল্পনা):
✈️ ফ্লাইট: ১৬,০০০ – ২২,০০০ টাকা
🏨 হোটেল: ৫০০০ টাকা (৩ রাত)
🍛 খাবার: ১৫০০ – ২০০০ টাকা
🛂 ভিসা ফি: ৪,৫০০ টাকা
🎫 টিকিট ও দর্শনীয় স্থান: ১০০০ – ২০০০ টাকা
সর্বমোট: প্রায় ২৫,০০০ – ৩০,০০০ টাকা।

🇦🇩🇪🇺অনেকের সপ্ন ইউরোপ যাবে তাহলে এই গাইড লাইনটি আপনার জন্য,, যারা 🎯 ২০২৫ সালে ইউরোপে আসার জন্য পস্তুতি নিচ্ছেন তাদের ভাগ...
13/05/2025

🇦🇩🇪🇺অনেকের সপ্ন ইউরোপ যাবে তাহলে এই গাইড লাইনটি আপনার জন্য,,

যারা 🎯 ২০২৫ সালে ইউরোপে আসার জন্য পস্তুতি নিচ্ছেন তাদের ভাগ্য ভালো বলে আমি মনে করি এই মুহুর্তে সার্বিয়া.রোমানিয়া, বুলগেরিয়া,ক্রোয়েশিয়া,মেসিডোনিয়া, আলবেনিয়া, কসোভো এই দেশগুলোতে বছরের শুরুতে অনেক ভিসা দিবে বলে ঘোষনা দিয়েছে দেশগুলা। ভিসা পাইয়া ঢুকেন খাওয়া কার, থাকা কার ,কী কাজ না দেখে শুধু ভিসার হবে কিনা সেদিক নিয়ে চিন্তা করেন
কোন ভাবে যদি একবার পৌছে যান আর পিছনে ফিরে তাকাতে হবে না। প্রথমে হয়তো আপনাকে খুব বেশি স্ট্রাগল করতে হবে,আপনি আর বের হইতে চাইবেন না, আর আপনাকে কেউ বের করে দিতে পারবে না।

💢একবার ঢুকতে পারলে ২৯ টা দেশের যেখানে ইচ্ছে চলে যেতে পারবেন।বিশেষ করে ইটালি, ফ্রান্স,কিংবা পর্তুগাল টিকে যেতে পারলে আপনার আর পিছনে ফিরে তাকাতে হবেনা, আমার এলাকার অনেকে আবার বলতে পারে তাইলে আমি কি করছি ভাই আমিও কামর খেয়ে বসে আছি অপেক্ষার ফল মিস্টি হবে আশা করি হয়তো কপালে থাকলে আর বেশি দিন না আর কপালে কস্ট থাকলে মেনে নিবো সমসসা না😊তাই বলে হার মানবো না কারন আমরা ছেলে মানুষ জনাব🤴

💢আপনি বৈধ ভিসা নিয়ে ইউরোপে ঢুকবেন তাতেই আপনার এত কিছু চিন্তা করতে হয় আর যে মানুষগুলা জীবনের ঝুঁকি নিয়ে লিবিয়া আটলান্টিক মহাসাগর পার হয়ে ঢুকে সে কি কখনো খাওয়ার চিন্তা করে আসে থাকার চিন্তা করে আসে! ঐ ভাবে জীবনের ঝুকি নিয়ে আসা ঠিক না!একটু ভেবে দেখবেন,তাই একটু ভেবে চিন্তা ভালো করে পস্তুতি নিয়ে ছোট দেশগুলোতে চেষ্টা করেন কপালে থাকলে হয়ে যাবে, মোটকথা ইউরোপ ইউরোপই 🇦🇩🇦🇩

আমরা সাধারণত যে সব দেশ গুলো নিয়মিত ট্রাভেল করে থাকি তার মধ্যে কিছু কিছু দেশে ইমিগ্রেশন লাইনে দাঁড়ানোর আগে এরাইভাল কার্...
12/05/2025

আমরা সাধারণত যে সব দেশ গুলো নিয়মিত ট্রাভেল করে থাকি তার মধ্যে কিছু কিছু দেশে ইমিগ্রেশন লাইনে দাঁড়ানোর আগে এরাইভাল কার্ড ও কাস্টমস ডিক্লারেশন ফর্ম অনলাইনে ফিলাপ করতে হয়।
এটি অনেকেই না জানার কারণে অনেক বিড়ম্বনার স্বীকার হতে হয়। বাংলাদেশে কিছু কিছু এয়ারলাইন্স বোর্ডিং পাস দেওয়ার ক্ষেত্রে এটা চেক করে থাকে।

এ ছাড়া আপনি লম্বা লাইন ধরে যদি ইমিগ্রেশন অফিসারের ডেস্ক এর সামনে থেকে যদি ফেরত আসতে হয় তাহলে কেমন লাগবে?! সুতরাং ট্রাভেল করার সময় এই এরাইভাল কার্ড বা কাস্টমস ডিক্লারেশন ফর্ম যথাসময়ে ফিলাপ করে নিবেন।

নিছে কিছু দেশের Arrival Card & Customs Declaration Form এর অথেনটিক লিঙ্ক সাজিয়ে দিয়েছি আপনাদের জন্য। আশাকরি সবার উপকারে আসবে।

🇹🇭Thailand - https://tdac.immigration.go.th/arrival-card/ #/home

🇸🇬Singapore - https://eservices.ica.gov.sg/sgarrivalcard/fvipa

🇲🇾Malaysia - https://imigresen-online.imi.gov.my/mdac/main?registerMain

🇲🇻Maldives-
https://imuga.immigration.gov.mv/traveller

🇵🇭Philippine - https://etravel.gov.ph/

🇮🇩Indonesia - https://ecd.beacukai.go.id/

🇧🇳Brunei - https://www.imm.gov.bn/

রোমানিয়া কেন এখন নতুন ট্রাভেল হটস্পট – ঘুরে দেখুন ইউরোপের স্বল্প খরচের স্বর্গ!রোমানিয়া এখন ইউরোপ ভ্রমণকারীদের জন্য নতু...
12/05/2025

রোমানিয়া কেন এখন নতুন ট্রাভেল হটস্পট – ঘুরে দেখুন ইউরোপের স্বল্প খরচের স্বর্গ!

রোমানিয়া এখন ইউরোপ ভ্রমণকারীদের জন্য নতুন একটি ট্রেন্ডি গন্তব্য, কারণ এখানে আপনি একদিকে ঐতিহাসিক দুর্গ, প্রাকৃতিক সৌন্দর্য এবং আধুনিক শহরের অভিজ্ঞতা পাবেন, অপরদিকে খরচও থাকবে হাতের নাগালে।

১. ভিসা ও যাত্রাপথ
বাংলাদেশি পাসপোর্টে সরাসরি রোমানিয়া যাওয়ার জন্য শেনজেন ভিসা লাগবে না, তবে রোমানিয়া ভিসার জন্য ঢাকাস্থ দূতাবাসে আবেদন করতে হবে।

পাসপোর্ট, ব্যাংক স্টেটমেন্ট (৪-৫ লাখ টাকা), চাকরি বা ব্যবসার প্রমাণ

হোটেল ও ফ্লাইট বুকিং

ভিসা ফি: আনুমানিক ৬,০০০ টাকা
দূতাবাস লিংক: https://dhaka.mae.ro

২. ফ্লাইট ও যাতায়াত খরচ
ঢাকা থেকে রোমানিয়ার বুখারেস্ট পর্যন্ত রিটার্ন ফ্লাইট খরচ: ৬৫,০০০ – ৮০,০০০ টাকা
বুকিং লিঙ্ক: https://www.skyscanner.net

৩. থাকার ব্যবস্থা (সাশ্রয়ী হোটেল)
Hotel Michelangelo Bucharest
ঠিকানা: Henri Coandă Street 25, Bucharest
ফোন: +40 21 222 8114
রাতপ্রতি খরচ: ৪,৫০০ – ৬,০০০ টাকা
বুকিং: https://www.booking.com

৪. কি কি দেখবেন

Dracula’s Castle (Bran Castle)

Peles Castle

Transfagarasan Highway (বিশ্বের সেরা ড্রাইভিং রোড)

Brasov ও Sibiu শহর

Bucharest Old Town

৫. ৭ দিনের আনুমানিক খরচ

ভিসা ও প্রসেসিং: ৬,০০০ টাকা

ফ্লাইট: ৭০,০০০ টাকা

হোটেল: ৪০,০০০ টাকা

খাবার ও যাতায়াত: ১৫,০০০ টাকা

ট্যুর ও টিকিট: ১০,০০০ টাকা
মোট: প্রায় ১,৪০,০০০ টাকা

৬. বিশেষ টিপস

রোমানিয়ার মুদ্রা: RON (Leu), ইউরো নেওয়া যেতে পারে

স্থানীয় SIM ও Google Translate রাখুন

Uber বা Bolt অ্যাপ ব্যবহার করলে সাশ্রয় হবে


ছবিটি আমার ছেলের হাতে তোলা! আসল ছবি কমেন্টে!Hilights
11/05/2025

ছবিটি আমার ছেলের হাতে তোলা! আসল ছবি কমেন্টে!

Hilights

🇪🇸 🇪🇸 স্পেনে মাত্র ২-৩ বছরে বৈধ হওয়ার দারুণ সুযোগ!🎯 কিছু শর্ত আছে !🎟️ আপনার পরিচিত কেউ কি ইউরোপে অবৈধ অবস্থায় আছেন? নাকি...
11/05/2025

🇪🇸 🇪🇸 স্পেনে মাত্র ২-৩ বছরে বৈধ হওয়ার দারুণ সুযোগ!

🎯 কিছু শর্ত আছে !

🎟️ আপনার পরিচিত কেউ কি ইউরোপে অবৈধ অবস্থায় আছেন? নাকি আপনি নিজেই বৈধতার জন্য অপেক্ষা করছেন? তাহলে এই পোস্টটি আপনার জন্য!

⏳ স্পেন ২০২৫ থেকে প্রতি বছর ৩ লাখ অবৈধ অভিবাসীকে বৈধতা দেবে! অর্থাৎ, ৩ বছরে প্রায় ৯ লাখ মানুষ কাগজ পাবে। ইউরোপের আর কোনো দেশ এত সহজে এখন বৈধতা পাবেন না!

📌 শর্ত আছে, ধৈর্য লাগবে, প্ল্যানিং দরকার! 📌

🇪🇸 স্পেন - এ কিভাবে বৈধ হওয়া যাবে?
✈︎ ২ বছর থাকলে – যদি অবৈধভাবে ৬ মাস কাজ করার প্রমাণ থাকে, তাহলে Arraigo Laboral পদ্ধতিতে কাগজ মিলবে।
✈︎ ৩ বছর থাকলে – যদি কোনো স্প্যানিশ কোম্পানি ১ বছরের কাজের অফার দেয়, তাহলে Arraigo Social এর মাধ্যমে বৈধ হওয়া সম্ভব।
✈︎ ২ বছর থাকলে + ট্রেনিং নিলে – কিছু নির্দিষ্ট কোর্স করলে সরাসরি কাজের পারমিট পাওয়া যাবে!
🎟️ এখনই সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবুন:
💡 আপনি কি ২-৩ বছর স্পেনে থাকার মানসিক প্রস্তুতি নিয়েছেন?
💡 কি ধরণের কাজ করতে পারবেন? (রেস্টুরেন্ট, কনস্ট্রাকশন, কৃষিকাজ, ক্লিনিং ইত্যাদি)
💡 বাসস্থান, খরচ, লিগ্যাল সহায়তা কিভাবে ম্যানেজ করবেন?

🇪🇸 কেন স্পেন?

✅ ইউরোপের সবচেয়ে সহজ নিয়ম – ফ্রান্স, জার্মানি, ইতালির তুলনায় স্পেনেই বৈধ হওয়া সহজ!

✅ বাংলাদেশি কমিউনিটি বড় – কাজের সুযোগও বেশি!

✅ স্পেন সরকার নিজেরাই বৈধতা দিতে চায় – কারণ তাদের শ্রমিক দরকার!

✅ ২০২৫ থেকে সুযোগ দিয়েছে – নিজেকে তৈরি করলে সুবিধা পাবেন!

🍀স্পেন "অবৈধদের স্বপ্নের দেশ" হয়ে উঠছে, কিন্তু মনে রাখবেন—শুধু গিয়ে বসে থাকলে হবে না, কৌশলী হতে হবে! যারা সঠিক তথ্য নিয়ে প্ল্যান করে এগোবেন, তারাই সফল হবেন!
শুভকামনা!
====================
Thanks & Warm Regards :
Sky Way Travel & Consultancy.
➖➖➖➖➖➖➖➖

৩৫ হাজার টাকার চায়না বিজনেস (M) ভিসা – যেভাবে নিজে নিজে মাত্র ৬,৮২০ টাকায় করবেনঅনেকেই চীনের বিজনেস ভিসা নিতে জানতে চাচ্ছ...
10/05/2025

৩৫ হাজার টাকার চায়না বিজনেস (M) ভিসা – যেভাবে নিজে নিজে মাত্র ৬,৮২০ টাকায় করবেন

অনেকেই চীনের বিজনেস ভিসা নিতে জানতে চাচ্ছেন তবে সবার আলাদা আলাদা প্রশ্নের উত্তর দেওয়া সময়সাপেক্ষ হয়ে যাচ্ছে। তাই ভাবলাম, পুরো প্রসেসটা একটা পোস্টে আবার তুলে ধরি—যাতে আপনি নিজেই সব করতে পারেন। এতে করে অনেক টাকা ও সময় বাঁচবে।

১. সবার আগে আপনাকে Canton Fair থেকে একটি অফিসিয়াল ইনভাইটেশন নিতে হবে। ওয়েবসাইটে গিয়ে “Overseas Buyer” হিসেবে রেজিস্ট্রেশন করে একটি অ্যাকাউন্ট খুলুন।

রেজিস্ট্রেশন শেষে ইনভাইটেশন ডাউনলোড করে রাখুন।

🔗 https://www.cantonfair.org.cn/en-US

এই মাসের ক্যান্টন ফেয়ার শেষ হয়ে গেছে তবে আগামী ক্যান্টন ফেয়ারের (অক্টোবর-নভেম্বর) জন্য প্রস্তুতি নিতে পারেন।

ফেয়ার ছাড়াও আপনি আপনার সাপ্লাইয়ার থেকে ইনভিটেশন নিতে পারেন। বাংলাদেশ থেকে চাইনিজ সাপ্লাইয়ার কিভাবে পাওয়া সেটা নিয়ে আরেকটি পোস্ট করবো।

২. এবার অনলাইনে চায়না ভিসার পোর্টালে গিয়ে ফর্ম পূরণ করতে হবে।

ফর্মের একদম শেষে ইনভাইটেশন লেটার আপলোড করার অপশন আসবে—সেখানে Canton Fair থেকে পাওয়া ইনভাইটেশনটি দিন।

🔗 https://bio.visaforchina.cn/DAC3_EN/qianzhengyewu

ফর্ম সাবমিট করার ১–২ দিনের মধ্যেই ইমেইলে ফলাফল জানিয়ে দেওয়া হয়। ইন্টারভিউ দেয়ার প্রয়োজন হতে পারে।

৩. ইন্টারভিউ লাগলেও চিন্তার কিছু নেই। সবাইকে ডাকে না, তবে কেউ কেউ ইন্টারভিউর জন্য ডাক পেতে পারেন।

অনেকে ভাবেন এটা হয়তো ভিডিও ইন্টারভিউ—আসলে না। সরাসরি ঢাকার বারিধারায় এমবাসিতে যেতে হয়।

প্রশ্নগুলো খুবই সাধারণ হয়ঃ
আপনি কী করেন, কেন যাচ্ছেন, আগে কোথাও গেছেন কি না—এই ধরণের।

শুধু আত্মবিশ্বাস নিয়ে উত্তর দিলেই যথেষ্ট।

ইন্টারভিউয়ে আপনার আবেদন ফর্ম, ইনভাইটেশন আর পাসপোর্ট নিলেই হয়।

ইন্টারভিউ দেওয়ার পর মাত্র ৫–১৫ মিনিটের মধ্যেই ইমেইলে ভিসা এপ্রুভালের খবর চলে আসে।

৪. যদি ভিসা এপ্রুভাল আসে, তাহলে ইনভাইটেশন লেটার, আবেদন ফর্ম, পাসপোর্টসহ সবকিছু বনানিতে গিয়ে জমা দিতে হবে।

ফি: ৬,৮২০ টাকা (ক্যাশে)

সাধারণত ৪ কার্যদিবসের মধ্যেই পাসপোর্টে ভিসা লাগানো অবস্থায় হাতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ।

বিজনেস ভিসার ঝামেলা না চাইলে টুরিস্ট ভিসা এখন সহজেই করতে পারবেন এজেন্সির মাধ্যমে। ৮২০০ থেকে ১৪ হাজার টাকা পর্যন্ত খরচ হতে পারে। আপনার সুবিধামতো লোকেশন এবং রিভিউ দেখে এজেন্সী বেছে নিন।

বিজনেস ভিসা করার এই প্রসেসটি সবার সাথে শেয়ার করার জন্য হুসেইন আহমেদ ভাইকে ধন্যবাদ। ভাইয়ের গাইডলাইনগুলোকে আমি একটু গুছিয়ে লেখার চেষ্টা করেছি।

ছবিতে আমার নেক্সট টুরিস্ট ভিসা




ভিসা ইন্টারভিউ: কী খুঁজছেন ভিসা অফিসার?ভিসা ইন্টারভিউর জন্য ভালোভাবে প্রস্তুতি নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিসা অফিসার আ...
18/02/2025

ভিসা ইন্টারভিউ: কী খুঁজছেন ভিসা অফিসার?

ভিসা ইন্টারভিউর জন্য ভালোভাবে প্রস্তুতি নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিসা অফিসার আপনার দেওয়া তথ্য ও কাগজপত্র বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেন। তাই, ইন্টারভিউতে আত্মবিশ্বাসের সঙ্গে সঠিক তথ্য প্রদান করা প্রয়োজন। নিচে কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেওয়া হলো, যা ভিসা অফিসার আপনার ইন্টারভিউতে মূল্যায়ন করবেন:

✅ ১. স্পষ্ট ও যৌক্তিক ভ্রমণের উদ্দেশ্য
আপনার ভ্রমণের কারণ স্বচ্ছ এবং সত্য হতে হবে। এটি আপনার ভিসার ধরন অনুযায়ী হতে হবে:
- শিক্ষা: ভর্তি চিঠি ও টিউশন ফি সংক্রান্ত কাগজপত্র
- কর্মসংস্থান: চাকরির অফার লেটার ও কর্মসংস্থান চুক্তি
- পর্যটন: নির্দিষ্ট ভ্রমণ পরিকল্পনা ও হোটেল বুকিং সংক্রান্ত তথ্য

✅ ২. নিজ দেশে ফিরে আসার নিশ্চয়তা
ভিসা অফিসার নিশ্চিত হতে চান যে, আপনি নির্দিষ্ট সময় পর নিজ দেশে ফিরে আসবেন। তাই নিম্নলিখিত বিষয়গুলো আপনার স্বদেশের প্রতি সংযোগ প্রমাণ করতে সাহায্য করবে:
- পরিবার ও আত্মীয়স্বজনের সঙ্গে দৃঢ় সম্পর্ক
- স্থায়ী চাকরি বা ব্যবসা
- জমি, সম্পত্তি বা ব্যাংক ব্যালেন্সের মালিকানা

✅ ৩. আর্থিক সামর্থ্যের প্রমাণ
যে কোনো দেশ চায় না যে, একজন বিদেশি নাগরিক তাদের আর্থিক ব্যবস্থার ওপর নির্ভরশীল হোক। তাই আপনাকে দেখাতে হবে যে, আপনি নিজের ব্যয় বহন করতে সক্ষম।
- ব্যাংক স্টেটমেন্ট
- স্পনসরশিপ চিঠি (যদি থাকে)
- শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের প্রমাণ

✅ ৪. প্রয়োজনীয় কাগজপত্র ও যোগ্যতা
আপনার সমস্ত নথি সম্পূর্ণ, সঠিক ও আপডেটেড হতে হবে। যেমন:
- বৈধ পাসপোর্ট
- পূরণকৃত ভিসা আবেদন ফরম
- ছবি
- বিমার প্রমাণ
- শিক্ষাগত যোগ্যতার সনদ বা চাকরির চুক্তিপত্র

✅ ৫. সত্যনিষ্ঠতা ও ধারাবাহিকতা
আপনার দেওয়া তথ্য আপনার আবেদনপত্রের তথ্যের সঙ্গে মিলতে হবে। ভুল বা অসত্য তথ্য দিলে ভিসা বাতিল হতে পারে। তাই:
- আবেদন সংক্রান্ত তথ্য মুখস্থ রাখুন
- সত্যনিষ্ঠ ও সুসংগত উত্তর দিন

✅ ৬. আত্মবিশ্বাস ও স্পষ্ট যোগাযোগ দক্ষতা
ভিসা ইন্টারভিউতে আত্মবিশ্বাস এবং স্পষ্টভাবে উত্তর দেওয়া গুরুত্বপূর্ণ।
- খুব বেশি নার্ভাস হলে অফিসার আপনার উদ্দেশ্য নিয়ে সন্দেহ করতে পারেন
- ধীরস্থির থেকে আত্মবিশ্বাসের সঙ্গে প্রশ্নের উত্তর দিন

✅ ৭. ভিসার শর্ত লঙ্ঘনের ঝুঁকি এড়ানো
ভিসা অফিসার দেখতে চান যে, আপনি তাদের দেশে গিয়ে ভিসার শর্ত লঙ্ঘন করবেন না। যেমন:
- পর্যটক ভিসায় গিয়ে কাজ করা
- অনুমোদিত সময়ের বেশি থাকা

আপনাকে বোঝাতে হবে যে, আপনি নির্ধারিত সময় শেষে দেশে ফিরবেন এবং ভিসার সব নিয়ম মেনে চলবেন।

---

🔹 ভিসা ইন্টারভিউ সফল করার চাবিকাঠি:
✔ সঠিক তথ্য প্রদান করুন
✔ প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখুন
✔ আত্মবিশ্বাস বজায় রাখুন
✔ পরিকল্পনা ও উদ্দেশ্য স্পষ্টভাবে তুলে ধরুন

আপনার ভিসা সংক্রান্ত যেকোনো তথ্য ও সহযোগিতার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করুন।
📲 01676100887 what's App

#সিটি #ভিসা

Address

Motijheel
Dhaka
1203

Telephone

+8801676100887

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sky Ways posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sky Ways:

Share