17/10/2025
এইচএসসি ২০২৫ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা
The School Established in 1928 & college in 1966.
**(Unofficial Page..which is run by the students of Sher-E-Bangla Balika Mahavidyalaya )** KG to H.S.C
20, Hatkhola Road, Tikatuli
Wari
1203
| Monday | 08:00 - 18:00 |
| Tuesday | 08:00 - 18:00 |
| Wednesday | 08:00 - 18:00 |
| Thursday | 08:00 - 18:00 |
| Saturday | 08:00 - 18:00 |
| Sunday | 08:00 - 18:00 |
Be the first to know and let us send you an email when Sher-E-Bangla Balika Mahavidyalaya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
Send a message to Sher-E-Bangla Balika Mahavidyalaya:
শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়
ঐতিহ্যবাহী শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয় নারী শিক্ষা মন্দির ঢাকা মহানগরীর একটি অন্যতম প্রাচীন এবং আর্দশ মেয়েদের / আপগ্রেডেড শিক্ষা প্রতিষ্ঠান । মহানগরীর বাণিজ্যিক প্রাণকেন্দ্র মতিঝিল শাপলা চত্বর থেকে দক্ষিণ পশ্চিমে অবস্থিত এই শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয় কল-কোলহলের মাঝেও যেন নির্মল শান্তি সুখ আর সবুজের আবাসভূমি। প্রাতিষ্ঠানের উত্তর দিকে রয়েছে ঐতিহাসিক বঙ্গভবন । দক্ষিণে রয়েছে রাজধানী সুপার মার্কেট এককালে যেখানে হরদেত্ত গ্লাস ফ্যাক্টরী ছিল । পশ্চিমে ওয়ারী থানা আর মেযর মোহাম্মদ হানিফ ফ্লাই্ওভার পুর্বে রয়েছে, অতীতের বিখ্যাত সেই ইলিশিয়াম হোটেল যে ভবনটি এখন সচিবালয়ের কর্মকর্তাদের আবাসিক কোয়ার্টার হিসাবে ব্যবহৃত হচ্ছে এবং ইত্তেফাক মোড় ।
লীলা রায় নাগ ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের একজন নেত্রী ছিলেন । লীলাবতী নাগ ছিলেন শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয় এর (১৯০০-১৯৭০) প্রতিষ্ঠাতা। ১৯২১ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যাল়য়ে ইংরেজি বিষয়ে এমএ ভর্তি হন। ১৯২৩ সালে তিনি দ্বিতীয় বিভাগে এমএ ডিগ্রী লাভ করেন। তিনিই ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম এমএ ডিগ্রীধারী। তখনকার পরিবেশে সহশিক্ষার কোনও ব্যবস্থা ছিল না বলে লীলা রায়ের মেধা ও আকাঙ্খা বিচার করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভাইস চান্সেলর ডঃ হার্টস তাকে পড়ার বিশেষ অনুমতি প্রদান করেন। বাঙালি নারীদের মধ্যে শিক্ষা বিস্তারে তিনি বিশেষ ভুমিকা পালন করেছেন। তিনি ঢাকার আরমানীটোলা বালিকা বিদ্যালয়, কামরুন্নেসা গার্লস হাই স্কুল এবং শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয় (তৎকালীন নারীশিক্ষা মন্দির) প্রতিষ্ঠা করেন।
আপন মহিমায় মহিমান্বিত ঐতিহ্যমন্দিত এই শিক্ষা প্রতিষ্ঠানটি কে জি শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পযর্ন্ত একটি একক প্রতিষ্ঠান । প্রতিষ্ঠানে মূলত তিনটি শাখা রয়েছে – প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক । মাধ্যমিক শাখার নবম ও দশম শ্রেণীতে এবং উচ্চ মাধ্যমিক শাখার একাদশ শ্রেণীতে মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষায় এই তিনটি বিভাগেই চালু রয়েছে ।