S.M. Farid Uddin

S.M. Farid Uddin আমি একজন ন্যায্য অধিকার বঞ্চিত বেসরক? I am a nongovernment MPO teacher, Deprived of fair rights. We want nationalization to achieve our rights.

The key to winning any struggle is a united effort.

19/02/2023

ভোলা বিভাগীয় শিক্ষক সমাবেশে জাতীয়করণ প্রত্যাশী মহাজোটের সদস্য সচিব এর জ্বালাময়ী বক্তব্য। সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল।

18/02/2023

ভোলায় শিক্ষক সমাবেশের বক্তৃতা রাখছেন বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের যুগ্ম মহাসচিব কামরুল হাসান স্যার।

18/02/2023

ভোলায় বিভাগীয় শিক্ষক সমাবেশে বক্তব্য রাখছেন বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের যুগ্ম মহাসচিব জনাব ইমরান হোসেন স্যার

18/02/2023

ভোলায় বিভাগীয় শিক্ষক সমাবেশ চলছে।

17/02/2023

২৪ তারিখে লক্ষাধিক শিক্ষক জড়ো হতে চাই এই শ্লোগানে। "প্রতিষ্ঠানের আয় গুলো বুঝে নিন, আমাদেরকে জাতীয়করণ উপহার দিন"। মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ পেলে কোন প্রকার আমলাতান্ত্রিক জটিলতা কাজে আসবেনা।

জাতীয়করণ প্রত্যাশী মহাজোটের সদস্য সচিব জনাব জসিম উদ্দিন। প্রধান সমন্বয়ক জনাব রফিকুল ইসলাম। যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান ...
17/02/2023

জাতীয়করণ প্রত্যাশী মহাজোটের সদস্য সচিব জনাব জসিম উদ্দিন। প্রধান সমন্বয়ক জনাব রফিকুল ইসলাম। যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান দুলাল এবং আমি এস এম ফরিদ উদ্দিন ভোলায় বিভাগীয় শিক্ষক সমাবেশ সফল করতে এখন আমরা ভোলার পথে। লক্ষ্য এবং উদ্দেশ্য ২৪ তারিখ থেকে লাগাতার কর্মসূচি সফল করা। স্লোগান হলো প্রতিষ্ঠানের আয় বুঝে নিন। আমাদেরকে জাতীয়করণ উপহার দিন।

17/02/2023

শত চেষ্টা, তদবিরের পর মহাজোট তৈরি করে আমরা যে একটি অধিকার আদায়ের মঞ্চ তৈরি করেছি। 24 তারিখ থেকে লাগাতার কর্মসূচি। সেই কর্মসূচিতে আপনার আশা উচিত কি উচিত নয়? ভিডিওটা দেখলে তা উপলব্ধি করতে পারবেন।

15/02/2023

সম্মানিত শিক্ষ ক শিক্ষিকা মন্ডলী এবং কর্মচারী ভাই ও বোনেরা আপনাদের নিকট দুটি সুসংবাদ নিয়ে এসেছি। প্রথমে ক্লিয়ার করে নেই। প্রাপ্তির কোন সুসংবাদ নয় তবে প্রাপ্তির জন্য যে রাস্তা তৈরীর সুসংবাদ তা তুলে ধরছি।

15/02/2023

মহাজোটের অগ্র সৈনিকেরা যে আন্দোলন বাস্তবায়ন করার জন্য বিরামহীন কাজ করে যাচ্ছে। তার স্বাক্ষর স্বরূপ আজকে তাদের সাক্ষাৎকার নিলাম কূটনৈতিক তৎপরতা চালানো অবস্থায়। কোন সংগঠনের সাথে বিভাজন নয়। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই আমরা সফলতা চাই।

14/02/2023

২৪ ফেব্রুয়ারি লাগাতার কর্মসূচিতে কে কোন জেলা থেকে আসছেন ফোন নাম্বার দিয়ে এলাকার নাম উল্লেখ করে কমেন্টস করে জানাবেন। আজকের এই ভিডিওটি ব্যাপক শেয়ার চাই।

13/02/2023

কোন দরবেশ বা কবিরাজের কাছে যদি এমন একটা তাবিজ পেতাম! যে তাবিজ দ্বারা সকলকে একত্রিত করা যায়। তাহলে তাই করতাম। না না দরবেশ বা কবিরাজকে আমি বিশ্বাস করি না। দরবেশ বা কবিরাজের কোন ক্ষমতা নেই। ক্ষমতা আছে শুধু আল্লাহর কাছে। তাই প্রার্থনা করি আল্লাহর কাছে আল্লাহ যেন আমাদের বৈষম্য দূরীভূত করে দেন।

13/02/2023

আজ আমার মন ভালো নেই। তাই একটা জনপ্রিয় গান গাওয়ার চেষ্টা করছি। জানিনা কতটুকু আপনাদের ভালো লাগবে।

Address

Wari

Alerts

Be the first to know and let us send you an email when S.M. Farid Uddin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to S.M. Farid Uddin:

Share

Category