Anik

Anik আসসালামু আলাইকুম আমার পেইজে আপনাদের স্বাগতম!

Rain is a silent part of our lives.But sometimes, it is not enjoyable for everyone.Rain carries different stories.It is ...
29/05/2025

Rain is a silent part of our lives.
But sometimes, it is not enjoyable for everyone.
Rain carries different stories.
It is one of the many gifts from Allah.
We share our thoughts, feelings, and emotions with the rain.
That is why Allah says in the Qur’an:
“فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ”
“Then which of the favors of your Lord will you deny?”
— a reminder to be grateful for the blessings Allah has given us.

03/12/2024

জন্মভূমি অথবা মৃত্যু!!

18/10/2024

জীবনের ভুলগুলো সব মুছে দিতে পারলে জীবন সহজ হতো!!

17/10/2024

আমাদের প্রত্যেকের জীবনে হয়ত আমরা টাইম মেশিনের অভাব খুব করে বোধ করি! হয়ত সে সময়ের ভুলগুলো শুধরে দিয়ে আসতে পারতাম আমরা!!

24/08/2024

যারা এতদিন হেলিকপ্টার থেকে গু*লি ছুড়তো আর আজ তারা উদ্ধার করে আনছে লোকজনদের❤️

আসসালামু আলাইকুম সবাইকে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা আমাদের প্রথম প্রজেক্ট বন্যার্তদের জন্য অনুদান সংগ্রহ  কালে...
22/08/2024

আসসালামু আলাইকুম সবাইকে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা আমাদের প্রথম প্রজেক্ট বন্যার্তদের জন্য অনুদান সংগ্রহ কালেকশন করা ২৩ আগস্ট শুক্রবার শুরু হতে যাচ্ছে। আমরা কাল সারাদিন কালেকশন করবো শনিবার আমরা যথাযথ স্থানে দিয়ে আসবো।
আমাদের সিধান্ত হয়েছে আমরা টাকা কালেকশন করে আস সুন্নাহ তে দিয়ে আসবো। কারন আমাদের এই অবস্থায় যাওয়া সম্ভব নয় তাই আমরা সকলের বিশ্বস্ত সংগঠন আস সুন্নাহ ফাউন্ডেশনে অনুদান দিয়ে আসবো।
আমরা আপাতত ৫ টা মসজিদে টিম পাঠাচ্ছি সেখান থেকে কালেকশন হবে। আর বিকেলে আমরা প্রতি এলাকায় বাড়ি বাড়ি অথবা গলি গলি গিয়ে কালেকশন করবো। সব কালেকশন আমরা রাত ৯.৩০ এর ভেতর শেষ করে টাকা গাননা শুরু করবো। পরদিন অর্থাৎ শনিবার আমরা আস সুন্নাহ গিয়ে টাকা দিয়ে আসবো এবং তাদের প্যাকেজিং এ সাহায্য করবো ইনশাআল্লাহ।
আপনারা যারা দেশের বাহির থেকে অথবা ঢাকার বাহির থেকে দিতে চান নিচে নাম্বার দিয়ে দিচ্ছি
বিকাশ: 01518336906 (হাদি ভাই)
ব্যাংক একাউন্ট:
Account No:1060777500001

যারা নাম্বার কপি করতে পারছেন না কমেন্ট চেক করুন নাম্বার গুলো কমেন্টে দেয়া আছে।

আপাতত এই প্রজেক্ট এর ক্যাশিয়ার হিসেবে আছে Nurul Haque Hadí ভাই এবং Mustafizur Rahman Tanvir আমাদের কালেকশন চলবে আগামী ২৪ ঘন্টা।
ধন্যবাদ সবাইকে।

13/08/2024

ডক্টর ইউনূস সংখ্যালঘু আর সংখ্যাগুরুর কোন আলাপেই গেলেন না।

৪ মিনিটের বক্তব্যে সাম্প্রদায়িক স্টেরিওটাইপ ভেঙে দিয়ে বললেন, হিন্দুর অধিকার, মুসলমানের অধিকার চাইয়েন না। মানুষের অধিকার চান। আইন একটা। আইনের শাসন ঠিক হলেই সব ঠিক হয়ে যাবে।

গ্রামীণ ব্যাংকের উদাহরণ দিয়ে বললেন, গ্রামীণ ব্যাংক নিয়ে গরীব গরীব মহিলাদের কাছে গেছি। কোনদিন দেখিনি সে মুসলমান নাকি হিন্দু? দেখার প্রয়োজনও নাই।

ষড়যন্ত্র সম্বন্ধে বলেছেন, কোন খোপে ঢুকবেন না। খোপে ঢুকলেই আপনাকে শিকার করার জন্য বসে আছে। সিস্টেমটা পচে গেছে। একটু সময় দেন। যদি না পারি, তখন বইলেন।

৪ মিনিটের বক্তব্য। কোন উসকানি নাই। ইমোশনাল ড্রামা নাই। কান্নাকাটি নাই। দোষ চাপানোর চেষ্টা নাই। স্যরি বলার দায় নাই। কোন অপপ্রচারের জবাব দেওয়ার চেষ্টাও নাই।

জাস্ট যে খেলাটা ভারতের মিডিয়া গত ১০ দিন খেলতেসে, ঐ খেলাটা উনি ধ্বংস করলেন ৪ মিনিটে। কীভাবে? ঐ খেলাতেই এটেন্ড না করে।

দেশের সবচে মেধাবী সন্তানকে চোখের সামনে রাজনৈতিক হইতে দেখাটা এনাদার লেভেল অব ব্লেসিংস!!

Sadiqur Rahman Khan

ছাত্ররা শুধু কোটা নয় পুরো দেশকেই সংস্কার করছে। ভরসা রাখুন তরুণদের উপর❤️
07/08/2024

ছাত্ররা শুধু কোটা নয় পুরো দেশকেই সংস্কার করছে। ভরসা রাখুন তরুণদের উপর❤️

Address

Rk Mission Road
Wari
1203

Website

Alerts

Be the first to know and let us send you an email when Anik posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share