
04/07/2025
ছোটবেলায় বাবার হাতটা স্পর্শ করলে খুব শক্ত লাগত!
কিন্তু আজ বড় হয়ে বুঝি ওই শক্ত হাতেই লুকিয়ে ছিল যত্ন,
স্নেহ আর নিঃস্বার্থ ভালোবাসা।
বাবা, তোমার অভাবটা প্রতিদিন অনুভব করি,
তুমি ছিলে বলেই আমি আজ এতদূর আসতে পেরেছি।
#জীত