SociDom Agency

SociDom Agency Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SociDom Agency, Social Media Agency, 60 feet, West Agargaon.

“ছোট উদ্যোক্তা মানেই ছোট স্বপ্ন না—সঠিক পথে চললে ছোট বাজেটেই বড় হতে পারেন।”
👉 Socidom Agency বিশ্বাস করে—
উদ্যোক্তা গড়তে টাকা নয়, দরকার হয় প্ল্যান আর স্টোরি।
📌 আমরা কাজ করি বিশেষভাবে:
✅ যারা নতুন বা ছোট উদ্যোক্তা
✅ যাদের বাজেট সীমিত কিন্তু স্বপ্ন বড়

20/08/2025

Website vs Message — কোনটা কবে, কেন, কীভাবে? 🚀

এক লাইনে কথা: Audience বুঝুন, তাদের buy করার অভ্যাস বুঝুন। তারপর Objective, Conversion Goal, Conversion Location—এই ৩টা ঠিক করলেই ads বেশি ফল দেবে।

Why this matters (BD context)
- সবাই 100% website-first না—বিশেষ করে 40+ এবং অনেক female audience chat/call পছন্দ করে।
- প্রাইস যত বাড়ে, decision তত delay হয়—চ্যাটে প্রশ্ন করে, trust নিয়ে নেয়, তারপর order করে।
- Messenger দেশে default; WhatsApp adoption দ্রুত বাড়ছে এবং অনেক সময় lead quality better হয় (কম spam, বেশি intent)।

Fresh insights (BD 2024–25)
- Facebook সক্রিয় ব্যবহারকারী ~45M+; Messenger usage খুব উচ্চ—চ্যাট response culture strong.
- E‑commerce এ COD এখনও dominant (industry estimates 70–90%+), তাই chat-first funnel কাজ দেয়।
- Mobile-first traffic 90%+; তাই chat shortcut দিলে drop কমে।
Note: সংখ্যা industry studies + local market observations থেকে—brand/vertical ভেদে ভ্যারিয়েশন হবে। Test করুন।

Audience → Behaviour → Objective: Tanlogy’s simple map
- 18–34 (website-savvy, fast checkout): Sales objective → Conversion goal: Purchase/Add to Cart → Conversion location: Website.
- 25–44 (mixed): Sales objective → Ad level-এ WhatsApp add-on + Website.
- 35–55, বিশেষত পুরুষ (call/chat-first): Engagement/Leads → Conversion location: WhatsApp/Messenger → Optional: Call Now.
- Female 22–40 (প্রশ্ন বেশি, size/fit/return জানতে চায়): Message objective → Conversion location: Only WhatsApp (বা Messenger) → Quick replies + Catalog.

Practical setup (do-this-now)
1) Message Ads
- Conversion Location: Only WhatsApp টেস্ট করুন (lead quality উন্নত হতে পারে)।
- Pre‑filled message: “Hi, আমি [পণ্য নাম] নিলে delivery/size/return কেমন?”
- Quick Replies:
• Price & Offer ✅
• Delivery Time 🚚
• Cash on Delivery? 💵
• Size Guide 📏
- Catalog Messages/Collections দিন—chat থেকে সরাসরি shortlist.

2) Sales Ads + WhatsApp Add‑on
- Sales objective রাখুন, Conversion goal = Purchase/Add to Cart.
- Ad level-এ WhatsApp button add করুন—যারা checkout-এ drop করত, তারা chat-এ order finalize করবে।
- Landing + Chat দুই দরজা খোলা রাখুন।

3) Objective as per behaviour (A/B test it)
- Website-first audience: Sales > Purchase.
- Page/chat-first audience: Engagement/Leads > Message/Calls.
- Location, age, interest type আলাদা করে 3–5 দিন টেস্ট চালান।

Benchmark ranges (guide, not promise)
- Messenger/WhatsApp cost per conversation: 20–60 BDT
- Conversation → Order: 8–20% (COD heavy niches)
- Website CVR (mobile): 0.8–2.5%
- CTR (prospecting): 1.2–2.8%
Improve by: faster replies ( InitiateCheckout > AddToCart > ViewContent.
- UTM naming fix করুন: utm_source=meta&utm_medium=cpc&utm_campaign=[funnel|aud|geo]&utm_content=[creative|hook].
Without this, optimization ঠিকমতো শিখবে না।

Creative tips (chat-first)
- Use people + product close-up, price + key benefit on visual.
- CTA স্পষ্ট: “DM to get today’s offer” / “WhatsApp now to size match”.
- Social proof: “5k+ orders”, “7-day easy exchange”.
- Story-style videos: 10–20s, first 3s hook, end-card with CTA + WhatsApp icon.

Copy templates (steal these)
- Gen Z vibe (low-mid price):
“New drop just landed ⚡ Under ৳1490. Size confused? WhatsApp us—we’ll match your fit in 2 mins. COD | 48h delivery in Dhaka 🚚”
- Female 25–34:
“Color/size নিয়েই তো টেনশন! Screenshot পাঠান, আপনার জন্য perfect size সাজেস্ট করবো। COD, 7-day exchange, WhatsApp now 💬”
- Male 40+ (call/chat):
“অর্ডার দিতে চান? WhatsApp/কলেই দিন—ঝামেলাহীন ডেলিভারি, ক্যাশ অন ডেলিভারি আছে। Hotline: 01######### 📞”

Tanlogy Test Matrix (run 7–10 days)
- Campaign 1: Sales > Website Purchase; WA add-on ON.
- Campaign 2: Leads/Engagement > Messages; Conversion location: Only WhatsApp.
- Campaign 3: Sales > Add to Cart (if low conversions); WA add-on ON.
- Split by audience:
• 18–34 urban
• 35–55 mixed
• Female interest clusters (fashion/beauty/home)
- Optimize on: cost per purchase, cost per conversation, conversation→order%, AOV, reply time.

Budgeting for SMEs
- If monthly 30–80k BDT:
• 60% Sales (website + WA add‑on)
• 30% Messages (Only WA)
• 10% Retargeting (viewed/ATC + 30-day engagers)
- Need ≥50 conversions/week for stable Sales optimization; না হলে Add to Cart-এ optimize করুন।

Website + Chat combo (reduce drop-offs)
- Add WhatsApp/Messenger floating button on PDP/Cart.
- Show “Chat to order” near price.
- One‑page checkout, guest checkout ON.
- Delivery, return, size guide above the fold.

When to push WhatsApp over Messenger
- যদি spam/convo quality কম হয় Messenger‑এ → Only WhatsApp test করুন।
- High ASP, customization, B2B/bulk → WhatsApp works better (file/image/catalog).
- Keep both in rotation; let data decide.

Your next 48 hours checklist
- Install Pixel + CAPI, verify events.
- Set 2 parallel campaigns: Sales (WA add‑on) + Messages (Only WA).
- Build quick replies + pre‑filled WA template.
- Retarget: 30‑day engagers + VC/ATC site visitors.
- Set SLAs: reply within 5 minutes, 9am–11pm.
- Track sheet: daily CPA, CPC, CPR (cost per reply), conv→order%.

শেষ কথা
Right Objective ✅ Right Conversion Goal ✅ Right Conversion Location ✅ Right Audience Type ✅
এই চারটা ফিট হলে—ads নেক্সট লেভেলে যাবে। Tanlogy‑র কাছে data is the vibe, not guesswork.

আপনার business category, avg price (AOV), আর current website vs message % শেয়ার করুন—আপনার জন্য exact setup map করে দিই। 💬

Sources/notes: DataReportal (Bangladesh 2024), BTRC internet stats, local e‑commerce operator insights. Numbers vary by niche—always A/B test.

Follow SociDom Agency for more info..

আলহামদুলিল্লাহ। আপনাদের পন্য কিংবা সার্ভিস কিংবা ব্যসার যে কোনো প্রমোশন এর জন্য আমরা প্রস্তুত। প্রফেশনাল DJI mic and DJI...
02/08/2025

আলহামদুলিল্লাহ। আপনাদের পন্য কিংবা সার্ভিস কিংবা ব্যসার যে কোনো প্রমোশন এর জন্য আমরা প্রস্তুত।
প্রফেশনাল DJI mic and DJI Rs4 mini combo Gimbl and Canon 800D ক্যামেরা নিয়ে আমরা রেডি।

যেকোনো প্রমোশন এর জন্য মেসেজ করুন আমাদের ইনবক্সে

22/07/2025

স্কুল ছুটির আগে যেন হলো জীবনের ছুটি। মৃত্যু এক অনিবার্য সত্য। মৃত্যুর কিছুক্ষণ আগেও আমরা জানিনা ঠিক কখন আমাদের নিঃশ্বাস থেমে যাবে। জানিনা কোন অবস্থায় কোন পরিস্থিতির মধ্য দিয়ে আমাদেরকে মৃত্যবরণ করতে হবে। বাচ্চাগুলোও তো আশায় ছিলো একটু পর বাড়ি চলে যাবে। তাদের বাড়ি ফেরার আশায় তাদের মায়েরা হয়তো বসে ছিলো। কিন্তু কিছু ফুলের আর বাড়ি ফেরা হলোনা। মায়ের মুখটা আর দেখা হলোনা।

২৪ এর জুলাই হয়তো ছিলো ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর জুলাই।
এবছর জুলাই এর শুরু থেকেই না খুব আতঙ্ক লাগতো। খালি দু'আ করতাম এবারের জুলাইটা যেন সুন্দর ভাবে কেটে যায়। কিন্তু এবারও কেন যেন ভয়ঙ্কর রূপেই ফিরে এলো। ভিন্ন এক কারনে ভয়ঙ্কর হয়ে গেল।

জুলাইয়ের শেষের দিকে আবারও সেই ভয়ঙ্কর মুহুর্তগুলো ধরা দিচ্ছে। সন্তান হারা মায়ের আহাজারি, বেনামি লাশ,
র|ক্ত|র জন্য হাহাকার, প্রাণ বাঁচানোর জন্য ছুটে চলা, এতো এতো মানুষের কান্না আরও কত কি। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা সবাইকে হেফাজত করুক।

ওই ছোট্ট ছোট্ট প্রাণগুলো, আহ না জানি কতটুকু যন্ত্রনা সহ্য করতে হয়েছে। চোখের সামনে এতো আগুন দেখে না জানি কতটা আতঙ্কিত হয়েছিলো বাচ্চাগুলো। যেখানে আমাদের গায়ে সামান্য একটু গরম তেলের ছিটা লাগলেই আমরা যন্ত্রনায় ছটফট করতে থাকি, সেখানে না জানি ওই ফুলগুলোর কতটা কষ্ট হয়েছে যখন তাদের শরীর একটু একটু করে ঝলসে যাচ্ছিলো। না জানি একটু নিরাপদ আশ্রয়ের আশায় ওই অবস্থাতেও কিভাবে ছটফট করে ছুটে যাচ্ছিলো এদিকে থেকে ওদিক। আর তাদের বাবা মা! তাদের অবস্থা কেমন?

নাহ আর ভাবতে পারছি না। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা তাদেরকে সবর করার তৌফিক দান করুক। সবরের বিনিময়ে তাদের সন্তানদের সাথে রব্ব তাদেকে জান্নাতে মিলিত করুক ইনশাআল্লাহ।

ইয়া রব্ব ওই নিষ্পাপ ফুলগুলোকে জান্নাতের বাগিচায় ঠায় দিয়েন মালিক। ঠিক যতখানি কষ্ট পেতে হয়েছে বিনিময়ে তার চেয়েও কয়েকগুণ আরামে রাখিয়েন মালিক। ওই ফুলগুলোর বাবা মা কে ধৈর্য্য ধারণ করার তৌফিক দান করুন। (আমীন)

08/05/2025

"ভিডিও এডিটররা কেন নিজের ব্র্যান্ড বানাতে পারে না—কারণটা জানলে চমকে যাবেন!"
(Spoiler: এটা Adobe Premiere-এর দোষ না!)

🎬 Picture this:
আপনি রাত ২টায় ক্লায়েন্টের WhatsApp মেসেজে ঘুম ভাঙেন।
তিনি জিজ্ঞেস করছেন—“ভাই, সেই ট্রানজিশনটা একটু বেশি না হল?”
আপনি চোখ ডলে জবাব দেন, “ভাই, এখনি ঠিক করে দিচ্ছি…”
আর সেখানেই শেষ!
👉 আপনি ক্লায়েন্ট প্লিজার, কিন্তু ব্র্যান্ড নয়!

🤯 মূল কারণটা কী?
১. স্কিল ≠ ব্র্যান্ড
আপনি জানেন কীভাবে color grade করতে হয়।
কিন্তু audience জানে না—কেন আপনাকে follow করবে?
২. নিজের ভিডিও নাই, শুধু অন্যের প্রজেক্ট
যে নিজের কনটেন্ট বানায় না, তাকে কেউ লিডার ভাববে না।
ভিডিও এডিটর হয়ে, নিজের একটা রিল নেই? 😅
৩. “আমি তো Influencer না…” mindset
ভুল!
আপনি স্ক্রিনের পেছনে থেকেও audience বানাতে পারেন।
Nas Daily, Yes Theory—ওরাও এডিটর ছিল।

🧪 Reality Check:
👉 আপনে যদি শুধুই "Video Editor" হিসেবে থাকেন,
তাহলে ১k-২k টাকার ক্লায়েন্টই খুঁজবেন আপনাকে।
কিন্তু
👉 যদি আপনি হন "Visual Storyteller" বা "Brand Editor",
তাহলে মানুষ budget বাড়িয়ে বলবে—"এই লোকটাকেই লাগবে!" 🔥

🧠 তাহলে করণীয়?
✅ নিজস্ব Niche নির্বাচন করুন
✅ নিজের জন্য Weekly 1 টা Reel বানান
✅ Signature style বানান (লেখার ফ্লো, ট্রানজিশন, হুক)
✅ কাজের ভেতরে CTA দিন—“Don’t just watch, work with me!”
✅ আর mindset বদলান—“আমি চাকর না, আমি Creator!”

🎯 উদাহরণঃ
Dan Mace: এডিটর থেকে পুরো Storytelling Brand
Peter McKinnon: ক্যামেরার পিছনে থেকে YouTube সেলেব
Brandon Li: শুধু তার স্টাইল দেখেই লোকজন hire করে
তারা পারলে, আপনি কেন না?

কমেন্টে লিখুন “🎥 I’m building my brand!”
আমি আপনাকে ৩টা কিলার ভিডিও আইডিয়া দেবো,
যা দিয়ে আপনি আজ থেকেই ব্র্যান্ডিং শুরু করতে পারেন।
Because ভিডিও বানানোই যথেষ্ট না, নিজেই একটা ভিডিও ব্র্যান্ড হন! 🎬✨

Jobs won't make you rich.You won't get rich by renting out your time.Invest or build your own brand.Disconnect your time...
07/05/2025

Jobs won't make you rich.

You won't get rich by renting out your time.

Invest or build your own brand.

Disconnect your time from your income.

06/05/2025

শোনো 👂!
যদি ইলোন মাস্ক বিলিয়ন ডলার আয় করতে পারে, তুমি ট্রিলিয়ন আয় করতে পারবে।
যদি মিস্টার বিস্টের লাখ লাখ ফলোয়ার হয়, তোমার বিলিয়ন ফলোয়ার হতে পারে।
..মানে, অন্যেরা যদি ভালো কিছু করে এত বড় হতে পারে, তোমার সম্ভাবনা তাদের থেকেও অনেক বড় হওয়ার!
☝️ কিন্তু এই সম্ভাবনাকে কাজে লাগাতে হবে শুধু ভালো কাজে আর ভালো উদ্দেশ্যের জন্য! 🧬

আর শোনো জরুরি কথাটা 👇
'আমি এটা করতে পারি' - এই কথাটা আজ থেকে বাদ!
এখন থেকে শুধু বলবে - 'আমি এটা করবো'! 💪.. আর দেখবে তুমি ঠিকই করে ফেলেছো! 😉❤️

30/04/2025

অনলাইনে নতুন ব্যবসায়ীরা যেই ভুলগুলা করে, বারবার করে!
শুরুতেই বলি, আমরা কেউ এক দিনে ব্যবসায়ী হই না। তবে অনেকেই ফেসবুকে একটা পেইজ খুলেই ভাবি—"এখন অর্ডারের বন্যা আসবে!"
আসলে এই জায়গায়ই ভুল। নতুন অনলাইন ব্যবসায়ীরা সাধারণত নিচের কয়েকটা ভুল একদম রুটিনের মতো করে ফেলেন। চলেন দেখি:

১. শুধু দাম পোস্ট করা, প্রডাক্টের মান বা গল্প নাই
“ড্রেস ৯৫০ টাকা, ইনবক্স করুন” – এই টাইপের পোস্ট এখন মানুষ স্কিপ মারে। কাস্টমার চায় পণ্যের উপকারিতা, ইউজ করার ভাবনা, আর একটু ভরসার জায়গা।
সমাধান: ক্যাপশনে বলুন, কাস্টমার এই ড্রেস কবে পরতে পারে, কেন কমফোর্টেবল, আপনার পেইজে কেন কিনবে—এই সব।

২. ইনবক্সে ঢুকে কাস্টমার দেখতেছে, রিপ্লাই নাই
কাস্টমার কিন্তু ১০টা পেইজে একসাথে লিখে। আপনি যদি ১ ঘণ্টা পর রিপ্লাই দেন, ততক্ষণে সে অর্ডার দিয়ে দিছে অন্য কোথাও।
সমাধান: ফেসবুকের auto-reply চালু করুন। আর ইনবক্সে active থাকেন, তাও দিনে ৩ বেলা তো খাবেনই—সেই সময় বাদে।

৩. নিজের পরিচয় না দেওয়া—লোকজন ভাবে এটা স্ক্যাম
নতুন পেইজ হলে, কাস্টমার আপনাকে খুঁজে দেখে—পেইজের এডমিন কে? ছবি আছে? লাইভ আসে?
সমাধান: মাঝে মাঝে নিজের ছবি বা ভিডিও পোস্ট করুন। কাস্টমার দেখুক, "ওকে, এইটা রিয়েল মানুষ, স্ক্যাম না"।

৪. পণ্যের ছবি গুগল থেকে তুলে, নিজের কিছু নাই
কাস্টমার এখন বোঝে কোনটা আসল ছবি, কোনটা গুগলের। গুগল থেকে তোলা চকচকে ছবিতে সে বিশ্বাস করে না।
সমাধান: নিজের মোবাইলে লাইটিং-সহ একটা সৎ ছবি তুলুন। ছবিতে একটু খুঁত থাকলে সমস্যা নাই, বরং মানুষ বিশ্বাস করে বেশি।

৫. "ফলোয়ার নাই, তাই অর্ডার নাই" —এই ভাবনা একদম ভুল
অনেকেই ভাবে আগে ১০K ফলোয়ার হোক, তারপর বিক্রি হবে। বাস্তবতা হলো, ২০০ জনের মধ্য থেকেও আপনি অর্ডার পেতে পারেন।
সমাধান: প্রতিদিন ১টা ভালো কনটেন্ট দিন, মানুষের প্রশ্নের উত্তর দিন। এতে মানুষ আস্তে আস্তে বিশ্বাস করতে শুরু করবে।

অনলাইন বিজনেস একটা রাস্তা, যেখানে ভুল করে শিখতেই হবে। কিন্তু যদি আপনি একটু সচেতন হন, তাহলে সেই ভুলগুলো থেকে খুব দ্রুত বের হয়ে আসতে পারবেন।

তাই শুরুতেই নিজের পেইজটাকে একটা “বিশ্বাসের জায়গা” বানান। সেল আপনেই আসবে।

একেই বলে মিমস মার্কেটিং। ✊আমাদের সম্মানিত এক কাস্টমার এর পাঞ্জাবির পেইজের কাজ করছি আমরা এখন৷ আজকের বিজিবি ও বিএসএফ ইস্যু...
29/04/2025

একেই বলে মিমস মার্কেটিং। ✊
আমাদের সম্মানিত এক কাস্টমার এর পাঞ্জাবির পেইজের কাজ করছি আমরা এখন৷

আজকের বিজিবি ও বিএসএফ ইস্যু টাকে নিয়ে একটা মিমস বানালাম hayawear পাঞ্জাবি ব্রান্ড এ জুড়ে দিয়ে।
memes পোস্টের ১ ঘন্টার মধ্যই রিয়েকশন দেয়া শুরু হয়ে গেছে দর্শকদের।

আলহামদুলিল্লাহ বাংলাদেশের সব ব্যবসায়ীরাই এগিয়ে যাক।
দোয়া প্রার্থী 🤲

29/04/2025

How to create infographics in seconds with AI!

(Follow these 7 steps 👇)

ইনবক্সের মেসেজে সঠিক রিপ্লাই দিয়ে সেল কিভাবে কনভার্ট করবেন?জাদুর কাঠি হাতে! ইনবক্সেই বাজিমাত, হাসিতে সেলসের তুফান! 😂💰ফেস...
22/04/2025

ইনবক্সের মেসেজে সঠিক রিপ্লাই দিয়ে সেল কিভাবে কনভার্ট করবেন?
জাদুর কাঠি হাতে! ইনবক্সেই বাজিমাত, হাসিতে সেলসের তুফান! 😂💰
ফেসবুকে অ্যাড দিয়ে হাঁকডাক করছেন, ইনবক্সে মেসেজের বন্যা! কিন্তু সেই বন্যার জল কি শুকনো বালির মতোই শুষে যাচ্ছে? আগ্রহ দেখানো কাস্টমারও হাওয়া হয়ে ! 💨 চিন্তা নেই বস, আপনার মেসেজগুলোই হয়ে উঠবে সেলসের সোনার ডিম! 🥚 শুধু জানতে হবে সেই জাদুকাঠি ঘোরানোর মন্ত্র!
আসুন জেনে নেই, ইনবক্সে সঠিক রিপ্লাই দিয়ে সেল কনভার্ট করার কৌশল! 🤑
১. হ্যালো ভাই, কী চাই? এভাবে না বলে বুঝুন মনের ভাষা: 🤔 গ্রাহকের প্রয়োজন অনুযায়ী সাহায্য করুন।
উদাহরণ: কেমন আছেন? 😊 কোন পণ্য বা সার্ভিস সম্পর্কে জানতে চান? আমরা আপনাকে সাহায্য করতে পারলে খুশি হব।
২. আমাদের পণ্যই সেরা! – এভাবে না বলে বিশ্বাসযোগ্যতা গড়ুন: 💪 কাজের প্রমাণ ও ভালো রিভিউ দেখান।
উদাহরণ: আমরা ৫ বছর ধরে সুনামের সাথে ব্যবসা করছি। আমাদের গ্রাহকরা খুশি।
৩. এটা কিনুন – না বলে অফার স্পষ্ট করুন: 🎯 সহজে আপনার অফার বুঝিয়ে বলুন।
উদাহরণ: আমাদের পণ্য আপনার সমস্যা-এর সহজ সমাধান। এটি ব্যবহার এ তার কি কি সমস্যা দূর হবে সেটা বলুন।
৪. ক্রেতার সমস্যা সমাধানে ঝাঁপিয়ে পড়ুন: 🦸 পণ্য কিভাবে জীবন সহজ করবে, বলুন।
উদাহরণ: আপনার সময় বাঁচাতে আমাদের এই সেবা।
৫. কীভাবে হবে - সহজে বুঝিয়ে বলুন: 💧 সমাধান কতটা সহজ, তা বলুন।
উদাহরণ: সমাধান খুব সহজ! আমাদের সাপোর্ট টিম আপনাকে সবসময় সাহায্য করবে।
৬. কিনলে লাভ - স্মার্টলি লোভ দেখান: 😉 আকর্ষণীয় অফার দিন।
উদাহরণ: আজই সার্ভিস/ পণ্য নিন, ২০% ছাড়ে !
৭. ভাবার টাইম নাই! - কৌশলে তাড়া লাগান: ⏳ সীমিত সময়ের অফার দিন।
উদাহরণ: এই অফারটি মাত্র ২৪ ঘণ্টার জন্য!
মনে রাখবেন: ইনবক্স সম্পর্ক তৈরির জায়গা। বন্ধুর মতো কথা বলুন, প্রয়োজন বুঝুন, সেরা সমাধান দিন। Humor যোগ করুন! 😉
এই কৌশলে আপনার ইনবক্সের ম্যাসেজে হবে দারুণ সেল! তো শুরু হোক সেলসের ঝড়! 🌪️

10/03/2025

তুমি কে! আমি কে!
আছিয়া - আছিয়া।
💪🇧🇩💪

Address

60 Feet
West Agargaon
1207

Opening Hours

Monday 14:00 - 23:00
Tuesday 14:00 - 23:00
Wednesday 14:00 - 23:00
Thursday 14:00 - 23:00
Friday 10:00 - 00:00
Saturday 10:00 - 00:00
Sunday 14:00 - 23:00

Telephone

+8801515637732

Website

Alerts

Be the first to know and let us send you an email when SociDom Agency posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SociDom Agency:

Share