Shakif

Shakif ক্রিকেট জগতে একজন'ই আমার বস..★রক্তে মিশানো ক্যাপ্টেইন..★..তামিম ইকবাল..★..28..★

মসজিদে নববীতে তামিম 🕌 মাশাল্লাহ ❤🤲
24/11/2025

মসজিদে নববীতে তামিম 🕌

মাশাল্লাহ ❤🤲

❝তামিম ইকবাল — বাংলাদেশ ও পৃথিবীর বেশির ভাগ অংশের মানুষ তাকে চেনে তার ক্রিকেট প্রতিভা ও দারুণ সব নায়কোচিত ইনিংসগুলোর। তব...
22/11/2025

❝তামিম ইকবাল — বাংলাদেশ ও পৃথিবীর বেশির ভাগ অংশের মানুষ তাকে চেনে তার ক্রিকেট প্রতিভা ও দারুণ সব নায়কোচিত ইনিংসগুলোর। তবে এর বাইরে এই মানুষরটার এমন কিছু গুণ আছে যা সকলের অজানা।❞

❝সে দারুণ একজন স্বামী, খুবই নরম মনের একজন মানুষ। ওই আমাদের পরিবারের মেরুদণ্ড। সবার জন্য ওর ভালবাসা ও ত্যাগ দেখে প্রায়ই আমি কথা বলার ভাষাই হারিয়ে ফেলি। কেউ যদি তার সাহায্য বা কোন বিষয়ে পরামর্শ চায়, তাহলে সে কখনই তাকে নিরাশ করে না।❞

❝আমি প্রতিটা দিন ওর সাথে থাকি আর অবাক হই যে, কিভাবে ও এত-শত কাজ এতটা যত্ন নিয়ে করে। একজন মায়ের জন্য ও সেরা সন্তান, স্ত্রীর জন্য একজন সেরা স্বামী, সন্তানের জন্য সেরা বাবা আর বন্ধুর জন্য একজন সেরা বন্ধু!❞

❝আশা করি তুমি কখনও বদলে যাবে না। আল্লাহ সব সময় তোমার পাশে থাকুন, পৃথিবীর সব সুখ তুমি পাও। তোমাকে ভালবাসি।❞ ❤️

— Tamim Iqbal কে নিয়ে একবার এভাবেই বলেছিলেন সহধর্মিণী আয়েশা সিদ্দিকা

বিপিএলের নিলাম থেকে নিজের নাম প্রত্যাহার করেছেন তামিম ইকবাল..!!বিসিবির ক্রিকেট অপারেশন শাহরিয়ার নাফিস কে অনুরোধ করেছেন য...
17/11/2025

বিপিএলের নিলাম থেকে নিজের নাম প্রত্যাহার করেছেন তামিম ইকবাল..!!

বিসিবির ক্রিকেট অপারেশন শাহরিয়ার নাফিস কে অনুরোধ করেছেন যেন ড্রাফটে তামিম নাম রাখা না হয়....🏏🇧🇩

03/10/2025

বুলবুল সরাসরি সরকারকে চাটা চাটি করে ও রাজনৈতিক নোংরামির আশ্রয় নিয়ে বিসিবির সভাপতি হলে সমস্যা নেই! কিন্তু, তামিম ইকবাল বিএনপি পন্থী প্যানেলের পক্ষে নির্বাচন করলেই সমস্যা। বাহ্! কি অসাধারণ নতুন বাংলাদেশ 👏

এই নোংরামির পার্ট আমরা হতে পারবো না, এই ইলেকশন বিসিবির জন্য একটা কালো দাগ হয়ে গেলো🗣️-তামিম
01/10/2025

এই নোংরামির পার্ট আমরা হতে পারবো না, এই ইলেকশন বিসিবির জন্য একটা কালো দাগ হয়ে গেলো
🗣️-তামিম

সবাই যখন তামিমের বিপক্ষে উঠেপড়ে লেগেছেন,  তার মানে তামিম ইকবাল রাইট ছিল। তামিম বিসিবি প্রধান হলে হয়তো অনেকেই উজান ঠেলে স...
30/09/2025

সবাই যখন তামিমের বিপক্ষে উঠেপড়ে লেগেছেন, তার মানে তামিম ইকবাল রাইট ছিল। তামিম বিসিবি প্রধান হলে হয়তো অনেকেই উজান ঠেলে সাঁতার কাটতে পারবেন না। এই ভয় থেকেই তামিমকে নিয়ে নানা ধরনের নোংরামি চলছে।

আপনি তামিমকে নাটকবাজ, সুবিধাবাদি, যা খুশি বলতে পারেন। আপনার আমার পছন্দ নয় বলে তামিমের বিসিবি নির্বাচন নিয়েও প্রশ্ন থাকতে পারে। আমি নিজোও তামিমের প্রক্রিয়া নিয়ে সমালোচনা করেছি, যেহেতু সে ইশরাক এর সাথে মিশে নির্বাচনের কার্যক্রম করতে ছিলেন। কিন্তু সে নির্বাচিত হবে কি হবে না, তা এখনো নিশ্চিত নয়। এর মাঝেই একদল উঠেপড়ে লেগেছে তাকে সরিয়ে দিতে। তার মানে তারা আগে থেকেই ভয় পাচ্ছে তামিম এলে তাদের অনিয়মের রাজত্বে বাঁধা হতে পারেন তামিম।

আপনারা মনে করছেন ঐ চেয়ার পেতে নোংরামি করছেন তামিম। এটা জাস্ট আপনাদের ইগো আর প্রতিহিংসা। একজন খেলোয়াড় তার কাউন্সিলশিপ আছে, একটা ক্লাবের পরিচালক পর্ষদে আছেন। ধাপে ধাপে এগিয়ে সঠিক প্রক্রিয়ায় ঐ চেয়ারের লোভ করেছেন। এখন একজন মানুষ ঐ চায়ারে বসতেই পারলো না, এর আগেই আপনারা বুঝে নিলেন সে নোংরামি করতে এসেছেন।

হ্যাঁ তামিমের নির্বাচন প্রক্রিয়া যদি সঠিক না হয় তাহলে স্পষ্ট কারন উল্লেখ করা হোক। শুরু করার আগেই তামিমকে আটকে রাখা না হোক। আজ তামিম হেরে যাওয়া মানে বাংলাদেশ ক্রিকেট হেরে যাওয়া। বাংলাদেশ ক্রিকেট যে অন্দরমহলে আটকে আছে সেখান থেকে বের হতে হলে একজন তামিম ইকবাল অথবা অন্য কোনো সৎ, সাহসী, ক্রিকেটীয় সামর্থ্যে সামর্থ্যবান কাউকে লাগবে। যিনি অন্তত নির্ভয়ে, বুক ফুলিয়ে ক্রিকেটের স্বার্থে নিজের সিদ্ধান্ত গুলোর সহজভাবে বলতে পারবে।

তামিম ভাই... ❤️
29/09/2025

তামিম ভাই... ❤️

‘আপনি নির্বাচন করছেন, এ ব্যাপারে কি সাকিবের সঙ্গে কথা হয়েছে?’ — এমন প্রশ্নের জবাবে তামিম বলেন, “না, এ ব্যাপারে কথা হয়নি।...
27/09/2025

‘আপনি নির্বাচন করছেন, এ ব্যাপারে কি সাকিবের সঙ্গে কথা হয়েছে?’ — এমন প্রশ্নের জবাবে তামিম বলেন, “না, এ ব্যাপারে কথা হয়নি। তবে আমি নিশ্চিত, সে (সাকিব) আমার ভালই (বিসিবি নির্বাচনে) চাইবে!”


| |

ভাল কিছু হওয়ার আগে মানুষ ভুল বুঝবে, সমালোচনা করবে...এটাই স্বাভাবিক! কিন্তু যখন ওই ভালটা সামনে আসবে তখন ঠিকই সেই সমালোচনা...
23/09/2025

ভাল কিছু হওয়ার আগে মানুষ ভুল বুঝবে, সমালোচনা করবে...এটাই স্বাভাবিক! কিন্তু যখন ওই ভালটা সামনে আসবে তখন ঠিকই সেই সমালোচনা করা এবং ভুল বুঝা মানুষগুলো নিজেদের ভুল বুঝতে পেরে অনুশোচনা করবে! আপাতত সেটারই অপেক্ষায়...ইনশাআল্লাহ, সবাই খুব শিগগিরই সত্যটা জানতে বুঝতে পারবেন।

ইনশাআল্লাহ সকল ষড়যন্ত্র পাশ কাটিয়ে বোর্ড পরিচালক এবং তারপর বোর্ড সভাপতির চেয়ারেও বসবেন আমাদের তামিম ইকবাল। সেইসঙ্গে চলমান পরিস্থিতিতে নির্বাচনকে নিয়ে যা কিছু হচ্ছে সেটাও সবার সামনে আসবে...দয়া করে কিছুটা সময় সবাই অপেক্ষা করুন। সবকিছুই একে একে জানতে পারবেন যে, কি হচ্ছে বা হয়েছিল! 🙏🏻


|

আপনার সফলতার পথে অনেক বাঁধা বিপত্তি আসবে সব কিছু আপনার নিজের'ই পারি দিতে হবে....✌️আপনার একজন ক্ষুদে ফ্যান হিসেবে আমি আপন...
22/09/2025

আপনার সফলতার পথে অনেক বাঁধা বিপত্তি আসবে সব কিছু আপনার নিজের'ই পারি দিতে হবে....✌️

আপনার একজন ক্ষুদে ফ্যান হিসেবে আমি আপনাকে সমর্থন দিয়ে যাবো,,জয় আপনার হবে ইনশাআল্লাহ ✌️🏏

বর্তমান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের উপর অনাস্থা জানিয়ে সংবাদ সম্মেলনে তামিম ইকবাল...✌️
21/09/2025

বর্তমান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের উপর অনাস্থা জানিয়ে সংবাদ সম্মেলনে তামিম ইকবাল...✌️

৪ ম্যাচে ১২৭ রান নিয়ে এশিয়া কাপে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তাওহীদ হৃদয়,,💥গত কয়েক টা সিরিজে রান পাচ্ছিলেন না তাওহীদ হ...
21/09/2025

৪ ম্যাচে ১২৭ রান নিয়ে এশিয়া কাপে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তাওহীদ হৃদয়,,💥

গত কয়েক টা সিরিজে রান পাচ্ছিলেন না তাওহীদ হৃদয়,, বিডি ক্রিকেট ফ্যানদের কাছে ট্রলের স্বীকার,ও হয়েছেন বেশ,, এমনকি ভক্ত সমর্থন'রাও দল থেকে বাদ দিতে গলা ফাটিয়েছেন,,

আমিও বেশ ট্রল করেছি হৃদয় কে নিয়ে, বেশ কয়টা বাজে পোস্টও করেছি,, আজ সে আমাদের ম্যাচ জয়ের নায়ক,, ফাইনালে নিয়ে যাওয়ার অত্যন্ত কারিগর,, 💥

তার এই পারফরম্যান্স ধরে রাখুক সেই আশা করি,,,🏏 গর্জে উঠুক হৃদয়, গর্জে উঠুক বিডি ক্রিকেট,, বেস্ট অব লাক টাইগার্স 🇧🇩🏏

Address

Narsingdi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shakif posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shakif:

Share