05/09/2025
মেসির ভক্ত হয়েছিলাম তার নাম টা শুনে, খেলা দেখে নয়,, কারণ ২০১৪ সালে বয়স টা ১৪ হলেও রাত ২:০০ টা কিংবা ভোরে উঠে গিয়ে খেলা দেখার পরিবারের অনুমতি ছিল না কিংবা মা-বাবার কাছ থেকে অনুমতি নেওয়ার'ও সাহস ছিল না,,
তবে ফাইনাল খেলা টা দেখার অনুমতি ছিল সেটাও আমার বন্ধুর বাসায় মা কে নিয়ে গিয়ে সবাই এক সাথে,, আর সেই ম্যাচ টা'ই হার দেখতে হয়েছিল...🥲 বিশ্বকাপ ফাইনাল ম্যাচ জার্মানির সাথে ১-০ গোলে পরাজয়
আর্জেন্টিনার খেলার পরের দিন সকালে সমবয়সী বন্ধু কিংবা বড় ভাইদের কাছ থেকে মেসির প্রশংসা কিংবা আর্জেন্টিনা জয়ের উল্লাস দেখে'ই মেসির ভক্ত হয়েছিলাম।
আর আজ সকালে'ই ঘরের মাঠে দেশের মাটিতে শেষ ম্যাচ খেলতে যাচ্ছেন এই ফুটবল কিংবদন্তি ফুটবল জাদুকর লিওনেল আন্দ্রেস মেসি...🥲
একজন কিংবদন্তিকে আমরা হারাতে যাচ্ছি,,
আমরাই হয়তো শেষ সৌভাগ্যবান ফুটবল ফ্যান ছিলাম,যারা একসাথে অনেকগুলো কিংবদন্তিকে মাঠে দেখছি..🥲
আর তাদের সবার মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলো লিওনেল মেসি__🇦🇷
আমরা মাঠে মেসিকে মিস করবো.. আমাদের মেসি ফ্যান এবং আর্জেন্টাইন সাপোর্টার'দের বেদনাদায়ক দিন..🇦🇷