09/07/2025
শুধু থেকে যাওয়াটাকেই ভালোবাসা বলে না। থাকার মতো করেই থাকতে হয়। কারও জীবনে থেকেও যদি আপনি তাকে অবহেলা করেন, গুরুত্ব না দেন, যথার্থ সম্মান না করেন তবে এরকম থাকার চেয়ে না থাকাটাই ভালো। শুধু থেকে গেলেই হয় না থাকার পর মানিয়ে নিয়ে সুন্দরভাবে পথচলাটাও শিখতে হয়। শুধু ভালোবাসলেই হয় না ভালোবাসার মানুষটাকে যথার্থ সম্মান করতেও জানতে হয়। তবেই সম্পর্কটা সুন্দর হয়।💖🌸💁♂️সাইফুল