30/09/2025
আসসালামু আলাইকুম।
জনসচেতনতার জন্য কিছু বিষয় সবাইকে জানানো অত্যন্ত জরুরী -
গত বেশ কয়েক বছর ধরে আমাদের দেশে ডেন্টাল কোয়াক প্রাকটিস (হাতুড়ে দন্ত-চিকিৎসা) ভয়াবহ আকার ধারণ করেছে। এতে জনস্বাস্থ্য মারাত্মক হুমকির সম্মুখীন। সঠিকভাবে না জেনে যে কোন জায়গায় দন্ত-চিকিৎসা নিয়ে প্রতারণার শিকার হয়ে আর্থিক ক্ষতি, অঙ্গহানি এবং হেপাটাইটিস ও এইডস রোগের মত ভয়াবহ রোগের সংক্রমণের ঝুঁকি রয়েছে, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে।
এদেশে শুধুমাত্র 'বিডিএস' ডিগ্রীধারীগণই ডেন্টিস্ট বা ডেন্টাল সার্জন বা দাঁতের ডাক্তার।
সমস্যা হল কিছু 'ডিপ্লোমা টেকনোলজিস্ট' নিজেদেরকে 'ডিপ্লোমা ডেন্টিস্ট' বলে পরিচয় দেয়, আবার কিছু 'বিএসসি টেকনোলজিস্ট' নিজেদেরকে 'ডেন্টিস্ট' বলে পরিচয় দেয়। ডিপ্লোমা ও বিএসসি টেকনোলজিস্টরা নিজেদের প্রকৃত পরিচয় লুকিয়ে ডেন্টিস্ট সেজে মানুষের সাথে প্রতারণা করে অপচিকিৎসা দিচ্ছে। এরা প্রতারক ও ভয়ংকর অপরাধী। এদের কোর্সগুলোর মূল উদ্দেশ্য দক্ষ ডেন্টাল এসিস্ট্যান্ট ও ল্যাব টেকনোলজিস্ট তৈরী করা, এরা নিজের কাজ বাদ দিয়ে ডেন্টিস্ট সাজার চেষ্টায় ব্যস্ত। তাদের বোঝা উচিত - "কাক যতই ময়ূরের পাখা লাগিয়ে ময়ূর সাজার চেষ্টা করুক না কেন, কাক কাকই থাকবে।"
আবার কিছু বকলম, ক্লাস ফাইভ পাস, ক্লাস এইট পাস, এসএসসি পাস কিংবা এইচএসসি পাস ভুয়া ডেন্টিস্টও আছে।
কাজেই দন্ত-চিকিৎসা নেওয়ার আগে অবশ্যই ভালোভাবে জেনে নিবেন আপনি যার কাছে চিকিৎসা নিচ্ছেন উনি কি একজন বিডিএস ডিগ্রীধারী ডেন্টিস্ট বা ডেন্টাল সার্জন নাকি ডেন্টাল এসিস্ট্যান্ট বা সহকারী বা ল্যাব টেকনোলজিস্ট।
আপনাদের প্রতি অনুরোধ রইল - সাধারণ মানুষকে অপচিকিৎসা ও অপূরণীয় ক্ষতি থেকে বাঁচাতে, আপনার আশেপাশে কাউকে এভাবে ডেন্টিস্ট সেজে মানুষের সাথে প্রতারণা করতে দেখলেই ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনার জন্য তাদের ব্যাপারে নিজ নিজ উপজেলায় UHFPO & UNO, নিকটস্থ থানা ও আর্মি ক্যাম্প, জেলায় Civil Surgeon, DC & Executive Magistrates, RAB এর ইউনিটগুলোকে জানান। ডেন্টাল কোয়াক প্রাকটিস বন্ধ করুন এবং জনসাধারণকে অপচিকিৎসার হাত থেকে বাঁচান।