Arfan Ahmed Riyaz

Arfan Ahmed Riyaz আমাকে রেখে দিও

যেভাবে মুখের উপর উড়ে আশা বিরক্তিকর চুলগুলোকে রেখে দাও

"কিছু কষ্ট শব্দ খুঁজে পায় না, শুধু নিঃশ্বাসে ভারী হয়ে ওঠে..."
11/02/2025

"কিছু কষ্ট শব্দ খুঁজে পায় না, শুধু নিঃশ্বাসে ভারী হয়ে ওঠে..."

11/02/2025

কিছু অনুভূতির কোনো ব্যাখ্যা হয় না। মাঝে মাঝে বুকের ভেতর একটা চাপা কষ্ট জমে থাকে, যেটা শব্দে প্রকাশ করা যায় না—শুধু একটা ভারী শ্বাস হয়ে বেরিয়ে আসে।

এটা এক ধরনের নীরব ব্যথা, যা হয়তো কোনো বিশেষ কারণ ছাড়াই আসে, অথবা এত পুরোনো যে তার শিকড় কোথায় সেটা খুঁজে পাওয়া কঠিন। তবে, সময়ের সঙ্গে সঙ্গে সব অনুভূতিই বদলায়, হয়তো একদিন এই অকারণ কষ্টও হালকা হয়ে যাবে।

Arfan Ahmed Riyaz
Arfan Ahmed Riaz

"অগণিত তারার মাঝে তুমি আমার একমাত্র জ্যোতিষ্ক!"
10/02/2025

"অগণিত তারার মাঝে তুমি আমার একমাত্র জ্যোতিষ্ক!"

10/02/2025

স্রোতের সম্মুখীন না হলে নৌকার ক্ষমতা বোজা জায় না!♡

প্রতিকূলতা না এলে আসল শক্তি ও সামর্থ্য কতটা. তা বোঝা যায় না। জীবনও অনেকটা তেমনই—চ্যালেঞ্জ আসলে তবেই আমাদের সাহস, ধৈর্য ও দক্ষতা প্রকাশ পায়।

Arfan Ahmed Riyaz
Arfan Ahmed Riaz

09/02/2025

আচ্ছা আপনেকি আমারে কইতে পারেন
"আপনার লগে এত কথা কইতে ক্যান ইচ্ছা করে…?"

ক্যান জানি না, আপনেই সবকিছু হয়ে গেছেন। সময় কাটে না, কিছু ভালো লাগে না—আপনি ছাড়া সবকিছু ফাঁকা লাগে।

অন্ধকারেও শুধু আপনাকেই খুঁজি, শত ভিড়ের মাঝেও মনে হয় একা আছি। ক্যান এমন হয়, জানেন…?

Arfan Ahmed Riaz

09/02/2025

আচ্ছা আপনি আমারে কইতে পারেন...?

আপনার লগে আমার এত কথা কইতে ক্যন ইচ্ছা করে-আপনি বিহীন আমার কোনো সময়ই ভাল্লাগেনা; ক্যান আমি অন্ধকারেও শুধু আপনারে খুইজা বেড়াই..?

09/02/2025

আমি আমার

সম্পর্কে যা জানি তোমরা যদি তা জানতে, তাহলে আমার প্রতি ঘৃণাবশত তোমরা

আমার মাথায় মাটি ছুঁড়ে মারতে!

08/02/2025

আপনার সৌন্দর্যের স্নিগ্ধতা আমাকে মোহাচ্ছন্ন করে ফেলেছে। বোধহয়, আপনার দিকে তাকিয়েই কাটিয়ে দেওয়া যাবে কয়েক শতাব্দী'কাল।

08/02/2025

শত সহস্র ফুলের মাঝে আপনিই আমার একান্ত ব্যক্তিগত ফুল!

08/02/2025

একদিন বাড়ি ছাড়লাম, তারপর আর বাড়ি ফেরা হয়নি, দীর্ঘদিন যাবো যাবো করে আর ঘরে ফেরা হয়নি, কর্মজীবন, শত ব্যস্ততা, দায়িত্ব, ফেলে রেখে আর বাড়ি ফেরা হয় না, বাড়ির কথা ভীষণ মনে পড়ে, ওই যে কারা জানি বলতো, একবার বাড়ি থেকে বের হলে, ওইভাবে আর কখনো বাড়িতে ফেরা হয় না, আমি সেটাই মনে হচ্ছে

07/02/2025

নিজের বলতে আমার কিছুই নেই!
এই দেহ, হাত-পা সবকিছুই তো সৃষ্টিকর্তার দেওয়া! আর হৃদয়'টা তো আপনিই নিয়ে গেছেন।

Address

Lakshmipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arfan Ahmed Riyaz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share