10/02/2025
আগেকার বাংলা ছায়াছবির কিছু চিরচেনা সংলাপ। কার কেমন লাগতো জানি না, তবে আমার ভাল্লাগতো; আর লাগেও এখনো।
১। মনে রাখিস, আমি আবার ফিরে আসবো...
২। ছেড়ে দে শয়তান ছেড়ে দে, কে আছো বাঁচাও...
৩। শয়তান তুই আমার দেহ পাবি, কিন্তু মন পাবি না।
৪। সাগর, ওরা তোর প্রেমিকাকে তুলে নিয়ে গেছে।
৫। পৃথিবীতে এমন কোনো শক্তি নেই তোমার থেকে আমাকে আলাদা করতে পারে।
৬। মা, মা, তোমার রাজু ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে।
৭। আজ যদি তোর বাবা বেঁচে থাকতো...
৮। সেকি আপনার হাত দিয়ে তো রক্ত বের হচ্ছে!
৯। আজ যদি আপনি সঠিক সময়ে এসে গুণ্ডাদের হাত থেকে না বাঁচাতেন, তবে কিযে হতো! আসুন না আমাদের বাড়িতে এক কাপ চা খেয়ে যাবেন।
১০। আমি ঠিক করেছি আমার বন্ধুর ছেলে ডেনির সাথেই তোর বিয়ে দেবো।
১১। তুমি বড় লোকের মেয়ে, আর আমি সামান্য কৃষকের ছেলে; সমাজ আমাদের মেনে নেবে না নদী।
১২।বছোটলোকের বাচ্চা, বামন হয়ে আকাশের চাঁদ ছুঁতে চাস!
১৩। চৌধুরী সাহেব আমরা গরীব হতে পারি, কিন্তু ছোটলোক না।
১৪। ওরা আমাকে মেরে ফেলুক বাবা, তবু তুই দলিলে সই করবি না।
১৫। মনে আছে, আজ থেকে ২০ বছর আগে তুই আমার বাবাকে মেরেছিলি, ভাইকে মেরেছিলি, আমি তোকে ছাড়বোনা কুত্তার বাচ্চা...
১৬। মার খোকা, এই শয়তানটাকে মার, তোকে তোর মায়ের কসম।
১৭। হ্যান্ডস আপ, আইন নিজের হাতে তুলে নিবেন না।
১৮। ওগো শুনছো, আমি তোমার সন্তানের মা হতে চলেছি...
১৯। আহ ভাতিজা আহো... ডিপজল
২০। চাচা, হেনা কোথায়? বাপ্পারাজ
২১। আমি বিস্বাস করি নাআআ...
২২। আপনে আমার আম্মাজান। মান্না
২৩। যে বাগানেই থাকো বসন্ত হয়ে থাকো। সোহেল রানা
২৪। বল্, কত টাকা হলে তুই আমার মেয়ের জীবন থেকে চলে যাবি?
২৫। আমার কথা না শুনলে তুই আমার মরা মুখ দেখবি।
২৬। আইন নিজের হাতে তুলে নেবেন না।
২৭। তোমাকে আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না।
২৮। হ্যালো! আমি চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রী থেকে বলছি।
২৯। আমি তোকে ছারবো না...
৩০। আমাকে তুমি চিনতে পারছো না প্রিয়া?
৩১। চৌধুরী সাহেব একটা কথা মনে রাখবেন, আমরা গরীব হলেও মানুষ।
বাকীগুলো আপনারা লিখে যান।