28/11/2025
আজকে তিনদিন বেগম জিয়া মৃত্যু পদযাত্রী। কিছুদিন আগে অসুস্থ শরীর নিয়ে নিজের ছেলের মুখখানা একটিবার দেখতে লন্ডনে ছুটে গিয়েছিলেন। দুঃখের বিষয় হলো! টাকার অভাব নেই, সিকিউরিটির কোন প্রবলেম নেই, বিমানের টিকেট কাটতেও কোন সমস্যায় পড়বে না- কিন্তু ৫ কোটি মায়ের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখা তারেক রহমান নিজের মা'কেই ইহকালের জন্য একবার দেখতে আসতেছে না। এমন সন্তান কোন মায়ের না হোক। এমন সন্তান দেশের ক্ষমতায় না আসুক।