Politics 59's

Politics 59's যে হৃদয় শাহাদাতের উচ্চাকাঙ্ক্ষা লালন করে,
সে হৃদয় কখনো হতাশ হয় নাহ।

28/11/2025

আজকে তিনদিন বেগম জিয়া মৃত্যু পদযাত্রী। কিছুদিন আগে অসুস্থ শরীর নিয়ে নিজের ছেলের মুখখানা একটিবার দেখতে লন্ডনে ছুটে গিয়েছিলেন। দুঃখের বিষয় হলো! টাকার অভাব নেই, সিকিউরিটির কোন প্রবলেম নেই, বিমানের টিকেট কাটতেও কোন সমস্যায় পড়বে না- কিন্তু ৫ কোটি মায়ের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখা তারেক রহমান নিজের মা'কেই ইহকালের জন্য একবার দেখতে আসতেছে না। এমন সন্তান কোন মায়ের না হোক। এমন সন্তান দেশের ক্ষমতায় না আসুক।

27/11/2025

জামায়াতে ইসলামী যে ক্ষমতায় আসতেছে! এটা স্বয়ং ভারতও সিউর হয়ে গেছে। আর জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে হিন্দুস্তানের বিরুদ্ধে যে গাজওয়া হবে, এটা ভারত ভালো করেই জানে। আর তাই বিএনপিকে ক্ষমতায় আনার জন্য ভারত বস্তায় বস্তায় অস্ত্র পাঠাবে। এটা কয়েকদিন আগে শাহজাহান চৌধুরী স্পষ্টও করেছেন। আজকে তা আরো স্পষ্ট হয়েছে।

এমনকি তারেক জিয়া দেশে আসবে না, এটাতেও সিউর থাকেন। বিএনপির অপকর্মগুলো তারেক জিয়াকে দেশে আসতে বাধা দিয়েছে। যদিও সব অপকর্মের একটা অংশ লন্ডন থেকেই আসে। বেগম জিয়া হাসপাতালে মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছে, আর তারেক জিয়া লন্ডনের বসে বসে রাজনৈতিক ইন্টারেস্ট হিসাব করতেছে। এর অন্যতম কারণ, জনগণ আগামীতে এসব সন্ত্রাসীদেরকে ভোট দিবে না। ভোট দিবে ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লাকে।

বাংলাদেশের নামকরা টেলিভিশন চ্যানেলগুলো আজকে পাবনার ঘটনা  নিরব ভূমিকা পালন করেছে,আবারও শুরু হয়েছে মিডিয়া সন্ত্রাস।  লজ্জা...
27/11/2025

বাংলাদেশের নামকরা টেলিভিশন চ্যানেলগুলো আজকে পাবনার ঘটনা নিরব ভূমিকা পালন করেছে,আবারও শুরু হয়েছে মিডিয়া সন্ত্রাস। লজ্জা থাকা উচিত বাংলাদেশের গণমাধ্যম নামের সাংবাদিক দালাল গুলোর, ইসলামি দলের উপর সন্ত্রাসী হামলার কারনেই আজ মিডিয়া নিরব 😒
বিএনপির নব্য সন্ত্রাসীদের এখনি রুখে দেওয়ার সময়।

01/11/2025

আমরা মদিনার ইসলামে বিশ্বাসী🤡

র‍্যাবের অভিযানে বিএনপি কর্মীর বাড়ি থেকে বিপুল অস্ত্রভাণ্ডার উদ্ধার—এর মানে কি? বিএনপি সন্ত্রাসী দল? না!এই অস্ত্র বিএনপি...
30/10/2025

র‍্যাবের অভিযানে বিএনপি কর্মীর বাড়ি থেকে বিপুল অস্ত্রভাণ্ডার উদ্ধার—

এর মানে কি? বিএনপি সন্ত্রাসী দল?

না!

এই অস্ত্র বিএনপি রেখেছে জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য, যাতে জনগণের টাকা লুট করে হেফাজতে রাখতে পারে!

কাপিস?

15/10/2025

চাকসু নির্বাচনে চারুকলাতে ছাত্রদল ও বামরা এগিয়ে আছে! এই অনুষদে ভোট কারচুপি হয়নি। এখানে ১০০% সুষ্ঠু ভোট হয়েছে। আলহামদুলিল্লাহ
আর সব জায়গায় শিবির জিতবে! কারণ সেখানে ভোট কারচুপি হয়েছে ✌️

ডাকসুর জগন্নাথ হল
চাকসুর চারুকলা!🙏

15/10/2025

নতুন আপডেট চলে আসছে! চাকসু নিয়ে #রাকিব ভাইয়ের কড়া হু'শিয়ারী। 😐

দেশের রাজনীতি উল্টে ফেলার হুমকি। 😌

চাকসুতে ছাত্রলীগ-ছাত্রদল মিলেমিশে একাকার।নিষিদ্ধ ছাত্রলীগ স'ন্ত্রা'সী হাকিবুল হাসান হিমু। যাকে তার ডিপার্টমেন্টের শিক্ষা...
15/10/2025

চাকসুতে ছাত্রলীগ-ছাত্রদল মিলেমিশে একাকার।

নিষিদ্ধ ছাত্রলীগ স'ন্ত্রা'সী হাকিবুল হাসান হিমু। যাকে তার ডিপার্টমেন্টের শিক্ষার্থীরাই জুলাই গণঅভ্যুত্থানের বিরোধিতার কারণে বয়কট করে এবং তাকে ক্যাম্পাস ছাড়া করে।

এখন সেই ছাত্রলীগ স'ন্ত্রা'সীকে নিয়ে এসে চাকসুর আইটি ফ্যাকাল্টিতে মব তৈরীর অপচেষ্টা চালাচ্ছে ছাত্রদল।

Address

Laksham

Alerts

Be the first to know and let us send you an email when Politics 59's posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share