Dhampti Habibur Rahman High School Online Class

Dhampti Habibur Rahman High School Online Class This page is opened for broadcasting online class of Dhampti Habibur Rahman High School.We hope it will be helpful for students.

04/04/2025

আগামী ০৭/০৪/২০২৫খ্রি. তারিখে বিদ্যালয় খোলা, যাহারা এখনো সকল পাঠ্য বই এবং সিলেবাস পায় নি, খোলার প্রথম দিন সকল শ্রেণির নতুন পাঠ্য বই ও সিলেবাস প্রদান করা হইবে এবং আগামী ০৮/০৪/২০২৫খ্রি. তারিখ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ ও ২০২৫ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পর্কে আলোচনা করা হবে, তাই অত্র ধামতী হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয় এর সকল শিক্ষার্থীদের কে বিদ্যালয় খোলার প্রথম দিন থেকে অর্থাৎ ০৭/০৪/২০২৫ খ্রি. তারিখ রোজ সোমবার থেকে বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেয়া গেল।

25/03/2025

আগামী কাল ২৬/০৩/২০২৫খ্রি. মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথ মর্যাদায় পালন করার লক্ষ্যে ধামতী হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের কে সকাল নয় ঘটিকায় বিদ্যালয়ে উপস্থিত থাকার নির্দেশ দেয়া গেল।

25/11/2024

অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আবুল কালাম আজাদ স্যার এর ফেসবুক হ্যাক হয়ছে। কেউ কোন প্রকারের লেনদেন করবেন না।

23/11/2024
28/07/2024
নোটিশধামতী হাবিবুর রহমান  উচ্চ বিদ্যালয়ের উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের,(৬ষ্ঠ--১০ম,এস,এস,সি,/২০২৪খ্রি:) অবগতির জন্য জান...
24/04/2024

নোটিশ
ধামতী হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের,(৬ষ্ঠ--১০ম,এস,এস,সি,/২০২৪খ্রি:) অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিকাশের মাধ্যমে উপবৃত্তির টাকা প্রাপ্তদের বিকাশ একাউন্ট নম্বর পরিবর্তন করে নগদ একাউন্ট নম্বর করতে হবে। তাই ২৮/০৪/২০২৪ তারিখের মধ্যে নগদ একাউন্ট খোলে ২৮/০৪/২০২৪ তারিখে নগদ একাউন্ট নম্বর সহ পিতা/মাতার ( যার নামে নগদ একাউন্ট খোলা হয়েছে) এন আই ডি কার্ড ও শিক্ষার্থীর জন্ম নিবন্ধন সনদ নিয়ে বিদ্যালয়ের অফিসে যোগাযোগ করার জন্য নির্দেশনা দেওয়া হলো।
পরবর্তীতে কোনো সমস্যা হলে বিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
বিষয়টি অতীব জরুরী।
আদেশক্রমে:
প্রধান শিক্ষক, ধামতী হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয়, দেবিদ্বার,কুমিল্লা।

এতদ্বারা ধামতী হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, তীব্র তাপ...
20/04/2024

এতদ্বারা ধামতী হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, তীব্র তাপদাহের কারনে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২১/০৪/২০২৪ তারিখের পরিবর্তে আগামী ২৮/০৪/২০২৪ তারিখ রোজ রবিবার থেকে শ্রেণিকার্যক্রম চলবে।

ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বার্ষিক সামষ্টিক মূল্যায়ন বিষয়ে  সংশোধিত নির্দেশনা।
30/10/2023

ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বার্ষিক সামষ্টিক মূল্যায়ন বিষয়ে সংশোধিত নির্দেশনা।

ধামতী হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদেরকে শ্রেণি শিক্ষকের সাথে যোগাযোগ করে আগামী ১৮/১০/২০২৩ তারি...
15/10/2023

ধামতী হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদেরকে শ্রেণি শিক্ষকের সাথে যোগাযোগ করে আগামী ১৮/১০/২০২৩ তারিখের মধ্যে রেজিষ্ট্রেশনের কাজ সম্পন্ন করার জন্য নির্দেশ দেয়া গেল।
প্রয়োজনীয় কাগজপত্র :
১/ জ্ন্ম নিবন্ধন সনদের ফটোকপি বাংলা ও ইংরেজি।
২/ শিক্ষার্থীর রঙ্গিন ছবি ২কপি।
৩/ পিতার একাডেমিক সনদ বা জাতীয় পরিচয় পত্র। ৪/ মাতার একাডেমিক সনদ বা জাতীয় পরিচয় পত্র।

11/10/2023

অষ্টম শ্রেণি-২০২৩খ্রি. রেজিষ্ট্রেশন ১২/১০/২০২৩ তারিখ তেকে শুরু।

Adres

Cumilla

Meldingen

Wees de eerste die het weet en laat ons u een e-mail sturen wanneer Dhampti Habibur Rahman High School Online Class nieuws en promoties plaatst. Uw e-mailadres wordt niet voor andere doeleinden gebruikt en u kunt zich op elk gewenst moment afmelden.

Contact

Stuur een bericht naar Dhampti Habibur Rahman High School Online Class:

Delen