04/07/2025
জীবনে যতো মানুষ হারিয়েছি, বন্ধু হারিয়েছি, সম্পর্ক হারিয়েছি, সবগুলোর মধ্যে একটা কমন ব্যাপার ছিলো।
They expired right at the moment I stopped investing.
যে মাত্র আমি নিজের কথা ভেবেছি, নিজ থেকে এগিয়ে গিয়ে জড়িয়ে ধরা বন্ধ করেছি, যেই মুহূর্তে আমি ভেবেছি, "এবার ওপাশ থেকেও একটু আন্তরিকতা আসুক, আমি অপেক্ষা করি।" আমার অপেক্ষা ফুরোয়নি।
মাঝে মাঝে বরঞ্চ আমাকেই শুনতে হয়েছে, " তুই বদলে গেছিস। আগের মতো নেই।"
আমিও হেসে মেনে নিয়েছি।
আমি আসলেই বদলে গিয়েছি, আগের মতো কৃত্রিম গাছে অনবরত পানি ঢালার অভ্যাস বাদ দিয়েছি।
তবে মিথ্যা বলবোনা।
ডীপ ডাউন আমি চেয়েছিলাম, দোটানায় পড়ে কেউ আমাকে বেছে নিক। আমার পাশে এসে বসুক।
আমার জন্যে পুড়ে যাক, আমার জন্যে কারো জ্বর আসুক, আমার জন্যে কারো ক্ষুধা মরে যাক।
আফসোস!
এসবের কিছুই হয়নি।
পিছন ফিরে কেউ তাকায়নি।
রিপ্লেসমেন্ট খুঁজতে দুইবেলা সময়ও নিতে হয়নি কারো।
বদলে যাওয়ার শাস্তি দেয়ার কথা সবার মনে ছিলো।
অথচ আমি ফিরবো নিশ্চিত জেনে আমার জায়গাটা একটু ধুয়েমুছে পরিপাটি করে রাখার কথা কারো মাথায় আসেনি।
_shamsun nahar priya