
05/12/2024
Odd Signature আমার খুব পছন্দের একটা বাংলা ব্যান্ড। প্রথমবার হঠাৎ করেই spotify "ঘুম" গানটা সাজেস্ট করেছিল। কেমন যেন একটা ভালোলাগা কাজ করেছিলো গানটা নিয়ে। তারপর সেই দিনই বাড়ি ফিরে ব্যান্ডের সবকটা গান একসাথে শুনে নিয়েছিলাম। এখনো মনে আছে যে আমার দেহখান গানটা শুনতে শুনতে মনটা কেমন যেন ভারী হয়ে উঠেছিল।
"সেইদিনের সেই দিনে, এক গানে এক গল্পকারের গল্প খুঁজে পাবে খুঁজে পাবেনা সে গল্পকার।"
এই লাইনটা কোথাও যেন গিয়ে মনের গভীরে একটা দাগ ফেলেছিলো যে সত্যি আমরা চলে যাওয়ার পর, বিশেষ করে কোনো শিল্পী চলে যাওয়ার পর তার শিল্পের মধ্যে তার গল্প আমরা খুঁজে পাই। সেই শিল্পের জন্য আমরা শিল্পীকে নিয়ে আলোচনা করি, কিন্তু তাতে শিল্পীকে কি আমরা ফিরে পাই?
এই এপিসোডটা অনেকদিন ধরে করবো ভাবছিলাম। ফাইনালি আজ চেষ্টা করেছি। কেমন হয়েছে, তোমরা বলবে,
https://youtu.be/8bFTJmnfSBQ