23/09/2025
সাভারে শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
এস,এ,রশিদ (ঢাকা) সাভার
সাভার, ২৩ সেপ্টেম্বর (মঙ্গলবার): আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে সাভার উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আজ সকালে উপজেলা পরিষদ হলরুমে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সাভার উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুবকর সরকারের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন সাভার উপজেলা ভূমি সহকারী অফিসার আব্দুল্ল্যাহ আল আমীন, আমীন বাজার ভূমি সহকারী অফিসার মো: শাহাদাৎ হোসেন খান, ক্যাপ্টেন হান্নান সাভার সেনানিবাস, সাভার থানা অফিসার্স ইনচার্জ মোঃ জুয়েল মিয়া, আশুলিয়া থানা অফিসার্স ইনচার্জ মোহাম্মদ হান্নানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সাভার উপজেলার সকল মন্দিরের প্রতিনিধিগণ।
সভায় বক্তারা দুর্গাপূজা চলাকালীন সময়ে মাদক মুক্ত পরিবেশ বজায় রাখা এবং সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য বিশেষ দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পূজা মণ্ডপগুলোতে নিরবচ্ছিন্ন নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। এছাড়াও, শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে পূজা উদযাপনের জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়।
উল্লেখ্য, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাভারের সকল মন্দিরে ৫০০ কেজি করে চাল প্রদান করা হয়, যা পূজা আয়োজনে সহায়ক হবে। এই সভার মাধ্যমে দুর্গাপূজা ২০২৫ নির্বিঘ্নে ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য একটি সুসংগঠিত প্রস্তুতির চিত্র ফুটে উঠেছে।