
14/08/2025
আগারগাঁও তালতলায় গরীবের বুফে চালু করেন মিজান নামে এক ব্যক্তি। তার বাড়ি চাঁদপুরের হাইমচর উপজেলায়। গরুর মাংস দিয়ে আনলিমিটেড ভাত-তরকারি খাওয়া যায় মাত্র ১০০ টাকায়। ৮০ টাকায় মুরগী এবং ৬০ টাকায় ডিম দিয়ে খাওয়া যায়। সাথে সবজি, ডাল এবং ভাত আনলিমিটেড।
বেশ কিছুদিন ধরে লোকটি বেশ ভাইরাল।সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই তার ভিডিও দেখা যায়।তখনই মনে মনে ভাবছিলাম তার এই ভ্রাম্যমাণ দোকান এত ভাইরাল কখন জানি উচ্ছেদ করে দেয়।
আজ সকালে ঘুম থেকে উঠেই দেখি তার সেই গরীবের বুফে নামক দোকানটি পুলিশ উচ্ছেদ করে দিয়েছি।বেশ খারাপ লাগলো দেখে।
ফেসবুক এর কন্টেন্ট ক্রিয়েটরদের কাছে বিনীত অনুরোধ দয়া করে আপনাদের সামান্য ভিউ ব্যবসার জন্য এইভাবে দিন আনে দিন খায় লোকের পেটে লাথি দিয়েন না।এই লোকটি বারবার মানা করেছিলো তার ভাইরাল হওয়ার দরকার নাই তাও আপনাদের ভিউ ব্যবসার জন্য তার দোকানে গিয়ে জোরপূর্বক ভিডিও করতেন..
আশা করবো বিত্তবান কেউ আমার পোষ্ট দেখলে অবশ্যই মিজান ভাইয়ের পাশে দাড়াবেন..
কপি পোস্ট