Real Love Story

Real Love Story Layek Ahmed

তোমার  সাথে আমার আর দেখা হবে না।😭 এই কথাটার ওজন কতোটা একমাত্র এই লোকটাই জানে💔
24/07/2025

তোমার সাথে আমার আর দেখা হবে না।😭 এই কথাটার ওজন কতোটা একমাত্র এই লোকটাই জানে💔

প্রেম অনেক সুন্দর এক অনুভূতি কিন্তু অনেকেই সেই সৌন্দর্য্য পর্যন্ত পৌছাতে পারে না!
24/07/2025

প্রেম অনেক সুন্দর এক অনুভূতি কিন্তু অনেকেই সেই সৌন্দর্য্য পর্যন্ত পৌছাতে পারে না!

আলিয়া একবার এক টকশো🌻তে বলেছিলো যে রানবিরের সামনে সে একটা নির্দিষ্ট ডেসিবেলের উপরে কথা বলেনা কারণ রানবীর উঁচু গলায় কথা বল...
15/07/2025

আলিয়া একবার এক টকশো🌻তে বলেছিলো যে রানবিরের সামনে সে একটা নির্দিষ্ট ডেসিবেলের উপরে কথা বলেনা কারণ রানবীর উঁচু গলায় কথা বলা পছন্দ করেনা। ❤️

বক্তব্যটা শুনে রানবীরকে বেশ কন্ট্রোলিং ই মনে হয়েছিল। তবে রানবীরের এই নিয়মের কারণটা রিসেন্টলি একটা টকশো তেই রানবীর নিজে প্রকাশ করেছে ।

রানবীরের শৈশব থেকেই তার বাবা এতোই চিল্লাচিল্লি করতো ঘরে, যে রানবীর ছোটকাল থেকেই ট্রমাটাইজড ছিল।এবং বড় হয়েও সেই জোর গলায় কথা শুনে ভয় পাওয়াটা কাটিয়ে উঠতে পারেনি।
তাই আলিয়া নিজের উঁচু গলায় কথা বলার অভ্যাসটা ত্যাগ করেছে যাতে রানবীর তার সাথে সেইফ ফিল করে।

এই ব্যাপারে আমি দুইটা কথা বলবো-
প্রথমত, এইযে পার্টনারের ট্রমা বুঝে,পার্টনার কোন বিষয়ে ইকটু বেশি সেনসিটিভ এবং কেন এইভাবে অল্পতে রিয়েক্ট করে কোনো সামান্য কথায় কিংবা আচরণে- এই ব্যাপার গুলো বুঝা ইম্পর্ট্যান্ট। সবার ট্রমা রেসপন্স এক না, সবার কোপিং ম্যাকানিজম এক না।
তাই কোনো কিছুতে পার্টনার ট্রিগার্ড হলে সেই ব্যাপারটা থেকে দূরে থাকা, বা কম্প্রোমাইজ করাটা হেলদি রিলেশনশিপেরই লক্ষণ।কারণ রিলেশনশিপটাকে দুজনের জন্যই সেইফ স্পেস বানানো উচিত।

দ্বিতীয়ত এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে পার্টনারের এই কম্প্রোমাইজ গুলো বা ইফোর্ট গুলো বুঝা, সেটা একনলেজ করা এবং তার জন্য গ্রেটফুল থাকা।যেমনটা ইন্টার্ভিউ তে রানবির বলেছিল-"আলিয়া সারাজীবন লাউড ছিল, কিন্তু সে আমার জন্য নিজের এই পরিবর্তন টা এনেছে। এবং আমি জানি এটা সহজ ব্যাপার না।"

যেই রিলেশনশিপে পারস্পরিক কম্প্রোমাইজ এবং তার একনলেজমেন্ট থাকে- আমার চোখে সেটাই আইডিয়েল এবং হেলদি রিলেশনশিপ।

Copy

🥰🥺💔
05/07/2025

🥰🥺💔

ছবিতে যিনি একা বসে আছেন, তিনি একজন স্বামী, তাঁর প্রিয়তম স্ত্রী ঠিক সামনের গাড়িতে শায়িত, শেষ যাত্রার প্রস্তুতিতে। জানাজা ...
05/07/2025

ছবিতে যিনি একা বসে আছেন, তিনি একজন স্বামী, তাঁর প্রিয়তম স্ত্রী ঠিক সামনের গাড়িতে শায়িত, শেষ যাত্রার প্রস্তুতিতে। জানাজা হওয়ার কথা ছিল রাত ৯টায়। কিন্তু ভদ্রলোক চাচ্ছিলেন না অন্ধকার রাতে বিদায় দিতে। কারো কাছে স্পষ্ট করে বলতেও পারছিলেন না, “ওকে আর একটু থাকতে দাও… সামনে থাকুক, আমি দেখছি!”

তাঁর ছোট ছেলে বুঝে নিয়েছিল বাবার মন। শেষ পর্যন্ত জানাজা হয় সকালে। কিন্তু রাতের পুরোটা সময়, যখন চারপাশের সবাই চলে গেছে, ভদ্রলোক ছিলেন গাড়ির সামনে একা বসে। স্ত্রীর পাশে, নিঃশব্দ প্রহর গুণে। যেন বলছিলেন, “তুমি একা না, আমি আছি। এখনো আছি।”

এ এক নিঃশব্দ ভালোবাসা, যার সাক্ষী হয়ে রইলো রাত, নীরবতা আর সেই একফালি আলো। মৃত্যু সবকিছুর শেষ নয়, যদি ভালোবাসা এমন হয়।

ভাগ্যবতী ছিলেন সেই স্ত্রী, যিনি এমন একজন জীবনসঙ্গী পেয়েছিলেন, যিনি তাঁকে মৃত্যুর পরেও একা ফেলে যাননি।

আমরা সবাই চাই, এমন একজনকে, যিনি শুধু জীবনে নয়, মৃত্যুর পরেও আমাদের ভালোবাসায় আগলে রাখবেন।

📷 ছবিঃ Mithun Click's

Collected post

🥺🥺
10/06/2025

🥺🥺

বোন, আমি একজন পুরুষ হিসেবে কিছু সত্য কথা বলতে চাই। ধরুন, আমি আপনার Just Friend বা Best Friend। আপনি ভাবেন, “সে ভালো ছেলে, আমার দিকে খা 'রা 'প দৃষ্টিতে তাকাবে না।” কিন্তু বাস্তবতা সব সময় এমন নয়।

আপনার পিঠের একটি তিল, একটি মুচকি হাসি, চলার ভঙ্গি বা হঠাৎ সরে যাওয়া ওড়নার দৃশ্য — এগুলো অ 'নি 'চ্ছা 'সত্ত্বেও আমাদের মনে গেঁথে যায়। তখন কল্পনায় আপনি চলে আসেন বারবার।

আমি হয়তো কখনোই আপনার ক্ষ 'তি করবো না। কিন্তু আপনার প্রতি কু 'প্র 'বৃ 'ত্তি জন্মাতে পারে — নীরবে, নিঃশব্দে।

তাই সিদ্ধান্ত আপনার, আমাকে পুরোপুরি বি 'শ্বা 'স করে ন' ফ' সে' র খোরাক হবেন, নাকি নিরাপদ দূরত্ব বজায় রাখবেন?

কখনোই কোনো নন-মা' হ 'রা 'ম পুরুষকে সম্পূর্ণ বি 'শ্বা 'স করবেন না। যে আপনাকে নীল শাড়িতে কল্পনা করতে পারে, সে আপনাকে পো 'শা 'ক 'হী' ন 'ও ভাবতে পারে।

বি 'শ্বা 'স না হলে আপনার সেই 'কলিজার ছেলে বন্ধু'কে জিজ্ঞেস করুন- যদি সে সত্যবাদী হয়, তবে সে ঠিক এই কথাগুলোই বলবে।

🥰🥰🥰
30/04/2025

🥰🥰🥰

Quality is not the same as quantity.কেননা একজন চরিএবান নারী হাজারো সস্তা নারী অপেক্ষা অধিকতর দামী ও উত্তম!
29/04/2025

Quality is not the same as quantity.
কেননা একজন চরিএবান নারী হাজারো সস্তা নারী অপেক্ষা অধিকতর দামী ও উত্তম!

🤍🥰🌸
29/04/2025

🤍🥰🌸

ছোট্ট একটা জীবনে এটুকু বয়সে হাঁপিয়ে উঠা অসহ্য য'ন্ত্রনা। সুখের সন্ধানে গেলে সুখ নেই, ঘুমোতে গেলে ঘুম নিরুদ্দেশ, কাউকে আঁ...
29/03/2025

ছোট্ট একটা জীবনে এটুকু বয়সে হাঁপিয়ে উঠা অসহ্য য'ন্ত্রনা। সুখের সন্ধানে গেলে সুখ নেই, ঘুমোতে গেলে ঘুম নিরুদ্দেশ, কাউকে আঁকড়ে ধরে রাখতে না পারা, ভুল বুঝাবুঝি, কাউকে বুঝাতে না পারা।

আর দোয়া, সব এক পাত্রে গিয়ে ভরাট হচ্ছে। একদিন সব ঢেলে দিবে, ততদিনে হয়তো বেঁ'চে থাকার ইচ্ছায় হারিয়ে যাবে। সময় হারিয়ে গেলে অন্য সময়ে সুখ হয় অসুখ!

সম্ভবত ঈদের শপিং নিয়ে সবচেয়ে সুন্দর ভিডিও টা দেখে ফেললাম!''আমার বাজেট ২-৩ লাখ টাকা, আমার জামাই বিদেশ থাকে,আমি টাকা উড়াই।...
23/03/2025

সম্ভবত ঈদের শপিং নিয়ে সবচেয়ে সুন্দর ভিডিও টা দেখে ফেললাম!
''আমার বাজেট ২-৩ লাখ টাকা, আমার জামাই বিদেশ থাকে,আমি টাকা উড়াই। বয়ফ্রেন্ড বিদেশ থাকে,সে টাকা পাঠায়!' টাইপের বিরক্তিকর ভিডিও'র মধ্যে একটা ফ্যামিলির আসল অবস্থা তুলে ধরার মতো একটা ভিডিও দেখে ফেললাম!

মেয়েটা বাবাকে কখনো ভালোবাসার কথা বলতেই পারেনাই, বাবার স্যাক্রিফাইস দেখে সে ক্যামেরার সামনেই কান্না করা শুরু করলো! ক্যামেরার সামনেই বাবা কে জড়িয়ে ধরে ভালোবাসার কথা বলার সুযোগ ও পেলো! একটা মধ্যবিত্ত ফ্যামিলির ভেতরের গল্প টা ঠিক এমন ই!
বাবা ফ্যামিলির জন্য নিজের সব টা স্যাক্রিফাইস করে, সন্তান রা বাবা কে ভালোবাসার কথা বলতেও পারে না লজ্জায়!
এই ভিডিও তে সব দেখা হয়ে গেলো!

এই ঈদের শপিং নিয়ে বেষ্ট ভিডিও সম্ভবত এইটাই!
 🤍

পাকিস্তানি একজন লেখক বলেছিলেন;- আমার জানাজায় আসলে একটু সময় মত আসার চেষ্টা করবেন; দা`ফন যারা করে তারা "আমার" মত অপেক্ষা ক...
27/02/2025

পাকিস্তানি একজন লেখক বলেছিলেন;-

আমার জানাজায় আসলে একটু সময় মত আসার চেষ্টা করবেন; দা`ফন যারা করে তারা "আমার" মত অপেক্ষা করবেনা।

কত গভীর এই দুইটা লাইন। অপেক্ষা কি; সে কেবল ওই মানুষটা জানে, যে ফিরবেনা জেনেও অপেক্ষা করে গেছে একটা দীর্ঘ সময়।

সাগরের মাঝখানে ডুবে যাওয়ার আগমুহূর্ত পর্যন্ত চারদিকে তাকিয়ে একটু ঠাই পাওয়ার অপেক্ষায় যেমন মানুষ ছটফট করে। অপেক্ষার সময় টা হয়তো তেমনই।

Address

Manama

Alerts

Be the first to know and let us send you an email when Real Love Story posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share