Arman Khan official

Arman Khan official Life is beautiful if you can enjoy,Let's start with something new experience �

🕋 জান্নাতের সুসংবাদপ্রাপ্ত ১০ সাহাবী 🕋🌿 যাঁদেরকে রাসূলুল্লাহ ﷺ দুনিয়াতে থাকতেই জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তাঁরা হলেন:✨ আ...
20/10/2025

🕋 জান্নাতের সুসংবাদপ্রাপ্ত ১০ সাহাবী 🕋

🌿 যাঁদেরকে রাসূলুল্লাহ ﷺ দুনিয়াতে থাকতেই জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তাঁরা হলেন:

✨ আশারায়ে মুবাশশারা (عشرة المبشّرة) ✨

১️⃣ আবু বকর আস-সিদ্দীক (রাদিয়াল্লাহু তা’আলা আনহু)
২️⃣ উমর ইবনুল খাত্তাব (রাঃ)
৩️⃣ উসমান ইবনু আফফান (রাঃ)
৪️⃣ আলী ইবনু আবু তালিব (রাঃ)
৫️⃣ তালহা ইবনে উবাইদুল্লাহ (রাঃ)
৬️⃣ যুবাইর ইবনুল আওয়াম (রাঃ)
৭️⃣ আবদুর রহমান ইবনে আওফ (রাঃ)
৮️⃣ সা’দ ইবনে আবী ওয়াক্কাস (রাঃ)
৯️⃣ সাঈদ ইবনে যায়েদ (রাঃ)
🔟 আবু উবাইদা ইবনুল জাররাহ (রাঃ)

---

📖 হাদীসের সূত্র:
রাসূল ﷺ বলেন:
"আবু বকর জান্নাতি, উমর জান্নাতি, উসমান জান্নাতি, আলী জান্নাতি, তালহা জান্নাতি, যুবাইর জান্নাতি, আবদুর রহমান ইবনে আওফ জান্নাতি, সা’দ জান্নাতি, সাঈদ জান্নাতি এবং আবু উবাইদা জান্নাতি।"
📚 (তিরমিযী: ৩৭৪৭ – সহীহ হাদীস)

---

🌟 তাঁরা জান্নাতের গ্যারান্টিপ্রাপ্ত, কিন্তু তবুও ছিলেন নম্র, বিনয়ী, আল্লাহভীরু।
✅ আমরা কি তাঁদের মতো জীবন গড়তে পারছি?

🤲 আল্লাহ আমাদেরকে সাহাবীদের পথ অনুসরণ করে জান্নাতপ্রাপ্ত বানান – আমীন।

---

🔖 উম্মতে মোহাম্মদী | Ummate Muhammadi
📢 দ্বীনের দাওয়াহ ছড়িয়ে দিন, পোস্টটি শেয়ার করুন।

04/10/2025

“হে ঈমানদারগণ! ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাও। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন।”
(সূরা বাকারা: ১৫৩)

28/09/2025
08/09/2025

আমি কেয়ামত গোপন রাখতে চাই যাতে প্রত্যেকেই নিজ কর্মানুযায়ী ফল লাভ করতে পারে।
আল-কোরআন (২০:১৫)

15/08/2025

হে নবী! অবিশ্বাসী ও মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ কর এবং তাদের প্রতি কঠোর হও। তাদের আশ্রয়স্থল জাহান্নাম, আর তা কত নিকৃষ্ট প্রত্যাবর্তনস্থল!

15/08/2025

আর যারা তাদের প্রতিপালককে অস্বীকার করে, তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি, আর তা বড় নিকৃষ্ট প্রত্যাবর্তনস্থল!

15/08/2025

হে বিশ্বাসীগণ! তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার-পরিজনকে রক্ষা কর অগ্নি হতে, যার ইন্ধন হবে মানুষ ও পাথর, যাতে নিয়োজিত আছে নির্মম-হৃদয়, কঠোর-স্বভাব ফিরিশতাগণ, যারা আল্লাহ যা তাদেরকে আদেশ করেন, তা অমান্য করে না এবং তারা যা করতে আদিষ্ট হয়, তাই করে।

14/08/2025

আমি তোমাদেরকে যে রুযী দিয়েছি, তোমরা তা হতে ব্যয় কর[১] তোমাদের কারো মৃত্যু আসার পূর্বে (অন্যথা মৃত্যু আসলে সে বলবে,) ‘হে আমার প্রতিপালক! আমাকে আরো কিছু কালের জন্য অবকাশ দিলে না কেন? [২] তাহলে আমি সাদাকা করতাম এবং সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হতাম

10/08/2025

তিনিই আল্লাহ, যিনি ব্যতীত কোন (সত্য) উপাস্য নেই। তিনিই অধিপতি, পবিত্র, নিরবদ্য, নিরাপত্তা বিধায়ক, রক্ষক, পরাক্রমশালী, প্রবল, গর্বের অধিকারী। যারা তার শরীক স্থির করে, আল্লাহ তা হতে পবিত্র মহান।

08/08/2025

"তুমি তোমর রবের ইবাদত কারো, যতক্ষণ পর্যন্ত তোমার মৃত্যু না হয়"
সূরা হিজর -৯৯

اَللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبِيِّنَا مُحَمَّد (ﷺ)❝আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম আ'লা নাবিয়্যিনা মুহাম্মাদ❞ (ﷺ)...
08/08/2025

اَللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبِيِّنَا مُحَمَّد (ﷺ)
❝আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম আ'লা নাবিয়্যিনা মুহাম্মাদ❞ (ﷺ) 💕

Address

Bu Kuwara
Riffa
0000

Telephone

+97336257371

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arman Khan official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Arman Khan official:

Share