20/10/2025
🕋 জান্নাতের সুসংবাদপ্রাপ্ত ১০ সাহাবী 🕋
🌿 যাঁদেরকে রাসূলুল্লাহ ﷺ দুনিয়াতে থাকতেই জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তাঁরা হলেন:
✨ আশারায়ে মুবাশশারা (عشرة المبشّرة) ✨
১️⃣ আবু বকর আস-সিদ্দীক (রাদিয়াল্লাহু তা’আলা আনহু)
২️⃣ উমর ইবনুল খাত্তাব (রাঃ)
৩️⃣ উসমান ইবনু আফফান (রাঃ)
৪️⃣ আলী ইবনু আবু তালিব (রাঃ)
৫️⃣ তালহা ইবনে উবাইদুল্লাহ (রাঃ)
৬️⃣ যুবাইর ইবনুল আওয়াম (রাঃ)
৭️⃣ আবদুর রহমান ইবনে আওফ (রাঃ)
৮️⃣ সা’দ ইবনে আবী ওয়াক্কাস (রাঃ)
৯️⃣ সাঈদ ইবনে যায়েদ (রাঃ)
🔟 আবু উবাইদা ইবনুল জাররাহ (রাঃ)
---
📖 হাদীসের সূত্র:
রাসূল ﷺ বলেন:
"আবু বকর জান্নাতি, উমর জান্নাতি, উসমান জান্নাতি, আলী জান্নাতি, তালহা জান্নাতি, যুবাইর জান্নাতি, আবদুর রহমান ইবনে আওফ জান্নাতি, সা’দ জান্নাতি, সাঈদ জান্নাতি এবং আবু উবাইদা জান্নাতি।"
📚 (তিরমিযী: ৩৭৪৭ – সহীহ হাদীস)
---
🌟 তাঁরা জান্নাতের গ্যারান্টিপ্রাপ্ত, কিন্তু তবুও ছিলেন নম্র, বিনয়ী, আল্লাহভীরু।
✅ আমরা কি তাঁদের মতো জীবন গড়তে পারছি?
🤲 আল্লাহ আমাদেরকে সাহাবীদের পথ অনুসরণ করে জান্নাতপ্রাপ্ত বানান – আমীন।
---
🔖 উম্মতে মোহাম্মদী | Ummate Muhammadi
📢 দ্বীনের দাওয়াহ ছড়িয়ে দিন, পোস্টটি শেয়ার করুন।