Bdtime

Bdtime নতুন পেইজ সকলে ফলো দিয়ে সাথে থাকবেন,, আপনাদের সহযোগিতা ছাড়া সফল হওয়া অসম্ভব।
BAHRAIN
SANAD
NUAWAIDRAT

নাহিদের ফেসবুক পোস্টের জবাবে সাদিক কায়েমইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক সাদিক কায়েমইসলামী ছাত্রশিব...
01/08/2025

নাহিদের ফেসবুক পোস্টের জবাবে সাদিক কায়েম

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম
ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম |
জুলাই বিপ্লবকে কেন্দ্র করে দেয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের ফেসবুক পোস্টের পরিপ্রেক্ষিতে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন আন্দোলনের আরেক মুখ ও ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক আবু সাদিক কায়েম। তিনি দাবি করেছেন, ইতিহাস বিকৃতির চেষ্টা হচ্ছে। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, জুলাই আন্দোলনে তার ভূমিকাকে খাটো করার অপচেষ্টা শুধু দুঃখজনকই নয়, বরং তা আন্দোলনের সৎ ইতিহাস রচনায় বড় অন্তরায় হয়ে দাঁড়াতে পারে। নিজেকে কোনো পদ-পদবি বা নেতৃত্বের দাবিদার না দাবি করলেও সাদিক উল্লেখ করেছেন, ইন্টারনেট বন্ধ, কারফিউ আর দমন-পীড়নের মধ্যেও আন্দোলনের ধারাবাহিকতা টিকিয়ে রাখার ক্ষেত্রে তার ও তার সহযোদ্ধাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

এখন টিভিকে এক প্রতিক্রিয়ায় সাদিক কায়েম বলেন, ‘আমি আমার যতগুলো বক্তব্য রেখেছি, আপনারা যদি ৫ আগস্টের পর সেগুলো দেখেন; তাহলে দেখবেন আমি সব জায়গায়ই বলেছি—জুলাই বিপ্লবের যদি কোনো মাস্টারমাইন্ড থাকে, যদি কোনো নায়ক থাকে—তাহলে তারা হলেন আমাদের শহিদরা এবং আমাদের গাজীরা। তাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা একটি ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ পেয়েছি।’

তিনি বলেন, ‘এ জুলাই বিপ্লব ছিল আপামর জনতার স্বতঃস্ফূর্ত বিস্ফোরণ। এখানে সব মতের মানুষ নিজেদের ব্যক্তিগত মতভেদ ভুলে গিয়ে একটি কমন লক্ষ্য—ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ বিনির্মাণের জন্য একত্রিত হয়েছিলেন। যখন খুনি হাসিনা দেশ থেকে পালিয়ে যায়, সেই সময় সরকার গঠন এবং পরবর্তী সময়ে, আমি কখনও ‘‘সমন্বয়ক’’ পরিচয়ে কোথাও গিয়ে কোনো কিছু দখল বা আত্মসাৎ করেছি—এমন একটি সিঙ্গেল ডকুমেন্টও কেউ দেখাতে পারবে না।’

শিবির নেতা বলেন, ‘জুলাই বিপ্লবে আমাদের মূল সারির যারা সমন্বয়ক ছিলেন, তারা যখন ১৯ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত অনুপস্থিত ছিলেন—তখন আমি কিছু কাজ করার সুযোগ পেয়েছিলাম। সেই সত্য কিছু ঘটনা আমি মাঝেমধ্যে আমার আলাপে এনেছি। যখন ইন্টারনেট ব্ল্যাকআউট হয়, কারফিউ জারি হয়—তখন সব কিছু বিচ্ছিন্ন ছিল। সেই সময় নয় দফা ফরমেশন, আমাদের দ্বিতীয় সারির সমন্বয়কদের সঙ্গে যোগাযোগ, তাদের সেফ হাউজে রাখার ব্যবস্থা, পাশাপাশি সব মিডিয়া হাউজে নয় দফা পৌঁছে দেয়া; ১৯ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত প্রতিদিনের কর্মসূচি প্রণয়ন এবং দেশি-বিদেশি অসংখ্য অংশীজনের সঙ্গে আলোচনা—এসব করেছি।’

আরও পড়ুন

অন্তর্বর্তী সরকার গঠন, শিবিরের ভূমিকা ও বিএনপির অবস্থান নিয়ে নাহিদের ফেসবুক পোস্ট
২ ঘণ্টা আগে
অন্তর্বর্তী সরকার গঠন, শিবিরের ভূমিকা ও বিএনপির অবস্থান নিয়ে নাহিদের ফেসবুক পোস্ট
তিনি আরও বলেন, ‘এই ঘটনাগুলো যদি জাতির সামনে না আসে, তাহলে ঐতিহাসিক বিকৃতি তৈরি হবে। এমন হাজারো ঘটনা রয়েছে, যার মধ্যে কয়েকটি আমরা জানি। ইতিহাসের দায় থেকে আমরা আশা করবো—জাতি সবকিছু জানবে। ৫ আগস্টের পর দেখা গেছে, যারা ওই গুরুত্বপূর্ণ সময়—১৯ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত—অনেকে ‘‘গুমের নাটক’’ করেছে, কেউ আত্মগোপনে ছিল, আবার কেউ আন্দোলন ম্যানেজ করে ক্যাম্পাস খোলার আন্দোলন করেছিল, তারা ৫ আগস্টের পর মহাবিপ্লবী হয়ে উঠেছে।’

তার ভাষ্য, ‘৫ আগস্টের পর থেকে সেপ্টেম্বর-অক্টোবরজুড়ে আমরা আমাদের আহত ও শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছি, তাদের চিকিৎসার ব্যবস্থা করেছি। কিন্তু একই সময়ে যারা সমন্বয়ক পরিচয়ে ছিল, তাদের দেখেছি দখলদারিত্ব নিয়ে ব্যস্ত। ৫ আগস্ট যেটা বলা হচ্ছে—সেই সময় সকল অংশীজনের সঙ্গে আমরা আলোচনা করেছি। সায়ের ভাইও সেখানে ছিলেন। আমি মাহফুজ আলমকে বলেছিলাম, সরকার গঠনের রূপরেখা কী হবে, যখন হাসিনা পালাবে। আমরা নিজেরাও বলেছিলাম—এক দফার ঘোষণা মাঠ থেকেই আসবে; কোনো সেনাবাহিনীর দপ্তর বা অন্য কোনো জায়গা থেকে নয়। সরকার গঠনের বিষয়টি আমরা সবাই মিলে আলোচনা করে ঠিক করেছিলাম।’

তিনি বলেন, ‘এখন এইভাবে দোষারোপ করা, ভিত্তিহীন কথা বলা—যখন আমাদের মূলসারির কিছু যোদ্ধা তা করছেন, তখন তা আমাদের ব্যথিত করে। আমরা আশা করবো, তারা যেহেতু এখন দায়িত্বশীল অবস্থানে আছেন, তারা দায়িত্বশীল আচরণ করবেন। এখন যেসব বয়ান তুলে ধরা হচ্ছে, তা সবাইকে কষ্ট দিচ্ছে, বিভাজন তৈরি করছে। তবে কেউ যদি জুলাই নিয়ে ব্যবসা করতে চায়, চেতনার রাজনীতি করতে চায়—আমরা তাদের বিরুদ্ধেও আন্দোলন চালিয়ে যাবো...
আসলে আমার মনে হয় নাহিদরা বামদের খপ্পরে পড়তে যাচ্ছে.... ইতিহাস বিকৃতির অপচেষ্টা হলে আমরা প্রবাসিরা তার প্রতিবাদ করবো....

#বাংলাদেশ #

গনঅভ্যুত্থানের অন্যতম নেতা সাদিক কায়েম,,,, তার অবদানকে অস্বীকার করা মানে অভ্যুথানকে অস্বীকার করা। মানবতাবিরোধী সৈরাচার হ...
28/07/2025

গনঅভ্যুত্থানের অন্যতম নেতা সাদিক কায়েম,,,, তার অবদানকে অস্বীকার করা মানে অভ্যুথানকে অস্বীকার করা।
মানবতাবিরোধী সৈরাচার হাসিনার পতন ঘটানো এতটা
সহজ ছিলো না হাজারো মায়ের বুক খালি করে এই সফলতা অর্জন হয়েছে,,, সকল বীর সৈনিকদের যথাযথ সম্মান প্রদর্শন করে ইতিহাস বর্ননা করতে হবে...
#বাংলাদেশ

নিচে তাকদীর (নিয়তি) সম্পর্কে *সহীহ বুখারী* থেকে একটি হাদীস দেওয়া হলো:---🕋 *তাকদীর: বিশ্বাসের মূল স্তম্ভ* 🕊️  📖 *"তুমি যা...
26/07/2025

নিচে তাকদীর (নিয়তি) সম্পর্কে *সহীহ বুখারী* থেকে একটি হাদীস দেওয়া হলো:

---

🕋 *তাকদীর: বিশ্বাসের মূল স্তম্ভ* 🕊️
📖 *"তুমি যা হারিয়েছ, তা যেন তোমার দুঃখের কারণ না হয়, আর যা পেয়েছ, তা যেন অহংকারের কারণ না হয়।"* — (সূরা হাদীদ: ২৩)

---

📜 হাদীস (সহীহ বুখারী):
*রাসূলুল্লাহ ﷺ* বলেন:

*"প্রত্যেকটি মানুষের সৃষ্টি, তার রিজিক, আমল, এবং জান্নাতি না জাহান্নামী—তা মাতৃগর্ভে লেখা হয়।"*
— *সহীহ বুখারী, হাদীস: ৩২০৮*

---

🌙 শিক্ষা:

✅ তাকদীর মানে আল্লাহর পূর্ব নির্ধারিত পরিকল্পনা
✅ যা আমাদের নিয়ন্ত্রণে নেই, তা নিয়ে দুশ্চিন্তা নয়
✅ আমাদের করণীয় হল সৎ আমল ও আল্লাহর ওপর ভরসা

---

🤲 *আসুন, তাকদীরের উপর ঈমান রাখি, আমলকে দৃঢ় করি।*
কারণ তাকদীর মেনে নেওয়া হলো ঈমানের পূর্ণতা।

> #তাকদীর #হাদিস #সহীহ_বুখারী #ইসলামিকপোস্ট #নিয়তি #আল্লাহরউপরভরসা

নিচে ২১ জুলাই ২০২৫ তারিখে ঢাকার উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ও আহতদের নিয়ে কিছু অজান...
21/07/2025

নিচে ২১ জুলাই ২০২৫ তারিখে ঢাকার উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ও আহতদের নিয়ে কিছু অজানা খবর...

---

🖤 *উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় শোকাহত জাতি* 🖤

আজ, ২১ জুলাই ২০২৫, দুপুর ১টা ৬ মিনিটে বাংলাদেশ বিমান বাহিনীর একটি F-7 BGI প্রশিক্ষণ বিমান উড্ডয়নের shortly পর নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকার উত্তরা দিয়াবাড়ী এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিধ্বস্ত হয়।

📍 *দুর্ঘটনার সারাংশ:*

- *নিহত:* কমপক্ষে ১৯ জন, যার মধ্যে পাইলট, ১৬ জন শিক্ষার্থী ও ২ জন শিক্ষক রয়েছেন। [1]

- *আহত:* অন্তত ৫০ জন গুরুতর আহত হয়েছেন এবং বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। [2]

- *দগ্ধ:* ৮৩ জনের শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়েছে। [1]

- *পাইলট:* ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। [1]

- *শিক্ষার্থী:* তৃতীয় শ্রেণির শিক্ষার্থী জুনায়েদ হাসান নিহতদের মধ্যে অন্যতম। [3]

🕯️ *জাতীয় শোক ঘোষণা:*

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস জাতীয় শোক ঘোষণা করেছেন এবং দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন। [1]

-বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ আহতদের অবস্থা জানতে হাসপাতালে ছুটেযান।

এই মর্মান্তিক ঘটনায় আমরা গভীর শোক প্রকাশ করছি এবং নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

> #উত্তরা_বিমান_দুর্ঘটনা #মাইলস্টোন_স্কুল #জাতীয়_শোক #বাংলাদেশ

---

ফেনীবাসী তাদেরকে মেহমান হিসাবে গ্রহণ করো। আপনার আমার রাজনৈতিক মতপার্থক্য থাকবে এটা স্বাভাবিক বিষয়। দিনশেষে তারা জুলাই অগ...
20/07/2025

ফেনীবাসী তাদেরকে মেহমান হিসাবে গ্রহণ করো। আপনার আমার রাজনৈতিক মতপার্থক্য থাকবে এটা স্বাভাবিক বিষয়। দিনশেষে তারা জুলাই অগ্রভাগের যু'দ্ধা।
সকল শ্রেনীর মানুষ তাদের সমর্থন করা প্রয়োজন।

নিচে ১৯ জুলাই ২০২৫ তারিখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় মহাসমাবেশ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হলোফজরের পূর্বে...
19/07/2025

নিচে ১৯ জুলাই ২০২৫ তারিখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় মহাসমাবেশ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হলো

ফজরের পূর্বেই সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে,,, এখনো লোক আসা বন্ধ হয়নি জনস্রোত এসে.. জাতীয় সমাবেশ কে সফল করার প্রস্তুতি চলমান...

🟢 *ঐতিহাসিক জাতীয় মহাসমাবেশ ২০২৫* 🟢
📍 *স্থান:* সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা
📅 *তারিখ:* শনিবার, ১৯ জুলাই ২০২৫
🕙 *সময়:* সকাল ১০টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান, দুপুর ২টায় মূল সমাবেশ শুরু

---

🎯 *৭ দফা দাবি:*

1️⃣ ২০২৪ সালের ৫ আগস্ট ও অন্যান্য সময় সংঘটিত সকল গণহত্যার বিচার
2️⃣ রাষ্ট্রের সব স্তরে প্রয়োজনীয় মৌলিক সংস্কার
3️⃣ ঐতিহাসিক জুলাই সনদ ও ঘোষণাপত্রের পূর্ণ বাস্তবায়ন
4️⃣ জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন
5️⃣ জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটাতে পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন
6️⃣ প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ
7️⃣ রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য সমান সুযোগ ও ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিতকরণ [1]

---

🚍 *সমাবেশে অংশগ্রহণের প্রস্তুতি:*

- *পরিবহন:* দেশজুড়ে প্রায় ১০ হাজার বাস ভাড়া করে অংশগ্রহণকারীদের আনা হবে
- *নিরাপত্তা:* ৬ হাজার স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন
- *সুবিধা:* ১৫টি মেডিকেল বুথ ও ১৫টি পার্কিং স্পট প্রস্তুত রাখা হয়েছে [2]

---

🤝 *আপনার অংশগ্রহণ কাম্য:*

এই মহাসমাবেশে অংশগ্রহণ করে ইসলামী আন্দোলনের শক্তি প্রদর্শন করুন এবং ন্যায়ের পক্ষে কণ্ঠস্বর হোন।

> #জামায়াত_সমাবেশ২০২৫ #সোহরাওয়ার্দী_উদ্যান #৭দফা_দাবি #ইসলামী_আন্দোলন #ন্যায়ের_পক্ষে

---

প্রবাসিদের নিয়ে কটুবাক্য দেয়া পাপিয়াকে ক্ষমা চাইতে হবে সকল প্রবাসিদের কাছে....
18/07/2025

প্রবাসিদের নিয়ে কটুবাক্য দেয়া পাপিয়াকে ক্ষমা চাইতে হবে
সকল প্রবাসিদের কাছে....

গোপালগঞ্জে হামলার ঘটনার তিব্রনিন্দা ও প্রতিবাদ জানান বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির।
16/07/2025

গোপালগঞ্জে হামলার ঘটনার তিব্রনিন্দা ও প্রতিবাদ জানান
বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির।

সারাদেশে চাঁদাবাজি, হত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ইসলামী ছাত্রশিবির, ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে বিক্ষোভ মিছি...
11/07/2025

সারাদেশে চাঁদাবাজি, হত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ইসলামী ছাত্রশিবির, ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

তারিখ: ১২ জুলাই ২০২৫
সময়: সকাল ১১টা
স্থান: জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে মিডফোর্ড হাসপাতাল।

11/07/2025
বন্য আপডেট আজ, ৯ জুলাই ২০২৫, ফেনী জেলার বন্যা পরিস্থিতি এখনও সংকটাপন্ন। ফুলগাজী ও পরশুরাম উপজেলায় মুহুরী, কহুয়া ও সেলোনি...
09/07/2025

বন্য আপডেট আজ, ৯ জুলাই ২০২৫, ফেনী জেলার বন্যা পরিস্থিতি এখনও সংকটাপন্ন। ফুলগাজী ও পরশুরাম উপজেলায় মুহুরী, কহুয়া ও সেলোনিয়া নদীর বাঁধ ১৫টি স্থানে ভেঙে অন্তত ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে [1] । মুহুরী নদীর পানি বিপদসীমার ১.৫৭ মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যা গত ১৫ ঘণ্টায় ৬.৯২ মিটার বৃদ্ধি পেয়েছে [2] ।

অতিবৃষ্টির কারণে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে; অনেক এলাকায় সাবস্টেশন ও মিটার পানির নিচে তলিয়ে গেছে, ফলে হাজারো মানুষ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে [3] । তবে ফেনী শহরে পানি কিছুটা কমলেও নিম্নাঞ্চলগুলো এখনও জলাবদ্ধ।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, মুহুরী ও সেলোনিয়া নদীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হলেও পরিস্থিতি আপাতত স্থিতিশীল। আগামী ২৪ ঘণ্টায় বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে [4] ।

জেলা প্রশাসন ফুলগাজী উপজেলায় ৯৯টি ও পরশুরাম উপজেলায় ৩২টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রেখেছে। ইতোমধ্যে কয়েকটি আশ্রয়কেন্দ্রে দুর্গত পরিবারগুলো আশ্রয় নিয়েছে [5] ।

*📌 জরুরি অনুরোধ:* বন্যাকবলিত এলাকার মানুষদের পাশে দাঁড়াতে মানবিক সহায়তা প্রয়োজন। খাদ্য, বিশুদ্ধ পানি, ওষুধ ও আশ্রয়ের জন্য স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ করুন।

> #ফেনীবন্যা #মানবিকসহায়তা #দুর্যোগপ্রস্তুতি #বাংলাদেশ

---

প্রতি বছর ১ দিন ছুটি পাই... মহররম মাসের ১০ তারিখ,, ছুটির দিন আমরা সবাই ঘুরতে বের হই,,স্থান : মানামা H TOWER
06/07/2025

প্রতি বছর ১ দিন ছুটি পাই... মহররম মাসের ১০ তারিখ,,
ছুটির দিন আমরা সবাই ঘুরতে বের হই,,

স্থান : মানামা H TOWER

Address

646
Sanad

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Bdtime posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share