Anowar Hossain Bhuiyan

  • Home
  • Anowar Hossain Bhuiyan

Anowar Hossain Bhuiyan I'm Anower Hossain Bhuiyan.Owner of Hidd cold store.
(1)

31/10/2025

"শ্রোতাগণ, সুসংবাদ!*
হিদ সুপার মার্কেটে এখন পাওয়া যাচ্ছে দেশি তাজা মাছের বিশাল সংগ্রহ!

অত্যন্ত দুঃখজনক সংবাদএকটি নিখোঁজ সংবাদের সূত্রে জানানো যাচ্ছে যে, শাহ আলী রাকিব নামের এক যুবক গতকাল ঢাকা গিয়েছিলেন ইতাল...
31/10/2025

অত্যন্ত দুঃখজনক সংবাদ

একটি নিখোঁজ সংবাদের সূত্রে জানানো যাচ্ছে যে, শাহ আলী রাকিব নামের এক যুবক গতকাল ঢাকা গিয়েছিলেন ইতালির হাইকমিশনে তার ভিসা সংগ্রহ করতে। আল্লাহর অশেষ কৃপায় তিনি তার পাসপোর্টে ভিসা পান।

কিন্তু দুঃখজনকভাবে, ঢাকা থেকে বাড়ি ফেরার পথে মাধবপুর বা ওলিপুর এলাকায় কেউ তাকে অজ্ঞান করে তার পাসপোর্ট ও ব্যাগসহ সবকিছু নিয়ে যায়। পরবর্তীতে আউশকান্দি নামক স্থানে বাস থেকে অচেতন অবস্থায় তাকে নামিয়ে দেওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি আছেন এবং এখনো জ্ঞান ফেরেনি।

তার বাড়ি হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের শম্ভপুর গ্রামে। তার পিতার নাম সাদ্দেক আলী।

যদি কোনো হৃদয়বান ব্যক্তি তার পাসপোর্টটি খুঁজে পান বা ফেরত দিতে পারেন, তবে তাকে ২০,০০০ টাকা পুরস্কার প্রদান করা হবে।

সবাই তার দ্রুত আরোগ্য ও সুস্থতার জন্য দোয়া করবেন।

তার আপন বড় ভাই বাপ্পি
যোগাযোগ: - 01605-515203
#হবিগঞ্জসদর
কপি পোস্ট
সবাই শেয়ার করে তার এই বিপদে পাশে থাকুন 🤲

মালয়েশিয়া পাময়েল গাছে ফল কা টার সময়, এইরকম সাপ গাছে বসে থাকে, যেমন বেতন তেমন সাপ।🐍🌴
31/10/2025

মালয়েশিয়া পাময়েল গাছে ফল কা টার সময়, এইরকম সাপ গাছে বসে থাকে, যেমন বেতন তেমন সাপ।🐍🌴

😎😎😎
31/10/2025

😎😎😎

এই কুয়াশা ভেজা ভোরে তোমার নামটাই সবচেয়ে উষ্ণ লাগে ❤️
31/10/2025

এই কুয়াশা ভেজা ভোরে তোমার নামটাই সবচেয়ে উষ্ণ লাগে ❤️

30/10/2025

ফুলে ভরা পথে হাঁটলে মনে হয়, তুমি থাকলেই পৃথিবী এত সুন্দর হতো। 🌷


🤣🤣😎😎
30/10/2025

🤣🤣😎😎

30/10/2025

Mas Allah

29/10/2025

একেকটা ট্রে ১টাকা যা আপনি পেলে দেন তার মুল্য বাংলা ৩০টাকা।

গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী চৌদ্দগ্রাম ক্যাম্পের সদস্যরা বুধবার রাতে অভিযানে চালিয়ে উপজেলার কনকাপৈত ইউনিয়নের করপাটি...
29/10/2025

গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী চৌদ্দগ্রাম ক্যাম্পের সদস্যরা বুধবার রাতে অভিযানে চালিয়ে উপজেলার কনকাপৈত ইউনিয়নের করপাটি গ্রামের মাদক ব্যবসায়ী আবদুর রহিম চো দ না কে ২৬৬৪ পিচ ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ২ লাখ ২১ হাজার ৬২০ টাকাসহ আটক করে।

27/10/2025

পৃথিবীর বহু দেশে মেট্রোরেল আছে।আপনি কখনো শুনেছেন যে মেট্রোরেল এর যন্ত্রাংশ খুলে পরে মানুষের মৃ*ত্যু হয়েছে?
এটা এই দেশেই সম্ভব।
এই দেশের ফ্লাইওভার এর গাডার পরে গাড়ী চাপায় পুরো পরিবার পরপারে চলে যায়।বিমান আছ্রে পরে স্কুলের বাচ্চা পুড়ে ম*রে যায়।এয়ারপোর্টের মত একটা রেস্ট্রেকশন এরিয়া পু*ড়ে হাজার হাজার কোটি টাকা শেষ হয়ে যায়।মেট্রোরেলের যন্ত্রাংশ খুলে মানুষ মরে যায়।

কোথাও কোন জবাবদিহিতা নেই।

এই দেশে সব কিছুর উন্নতি হয়েছে শুধু মানুষের জীবনের দাম ছাড়া।এই দেশে আপনি বেঁচে আছেন এটাই একটা সারপ্রাইজ।

আমার সামর্থ্য থাকলে পুরো বংশ সহ দেশ ত্যাগ করতাম....!

বাংলাদেশে আসলে বেঁচে থাকাটাই অবাক করা এক ব্যাপার। বাংলাদেশে একটা বাণিজ্যিক ভবনের দোতলা বা তিন তলায় রেস্টুরেন্ট হয়। যাতে ...
26/10/2025

বাংলাদেশে আসলে বেঁচে থাকাটাই অবাক করা এক ব্যাপার। বাংলাদেশে একটা বাণিজ্যিক ভবনের দোতলা বা তিন তলায় রেস্টুরেন্ট হয়। যাতে আবার আগুনের ঝুঁকি থাকে। বাংলাদেশে চলন্ত বিমানের চাকা খুলে পড়ে। বাংলাদেশে স্কুলের ওপর বিমান আঁচড়ে পড়ে। এসব ঘটনা থেকে বাঁচতে আমি কোন দোতলা রেস্টুরেন্টে পারতপক্ষে যাই না। কোনদিন বোয়িং এর তৈরি বিমানে উঠবো না। কোনদিন মাইলস্টোনে কাউকে পড়াবো না বলে সিদ্ধান্ত নিয়েছিলাম। সর্বশেষ ছিলো মেট্রোরেল। ঢাকায় যাতায়াতের জন্য এটা প্রচুর পরিমাণে ব্যবহার করি। সেটাতেও একজন নিরীহ মানুষের প্রাণ গেল। এখন থেকে মেট্রোরেলও সাবধানে ব্যবহার করতে হবে। দেখি কতদিন বেঁচে থাকতে পারি।

Address


Telephone

+97332163877

Website

Alerts

Be the first to know and let us send you an email when Anowar Hossain Bhuiyan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Anowar Hossain Bhuiyan:

  • Want your business to be the top-listed Media Company?

Share