
12/07/2025
৬৪১ খ্রিস্টাব্দ, নীল নদ বয়ে চলেছে শান্তভাবে, আর মরুভূমির বুকে মুসলিম বাহিনীর একটি শিবির। খলিফা উমর (রা.)-এর নির্দেশে সেনাপতি হজরত আমর ইবনুল আস (রা.) এসেছেন মিসর জয়ের অভিযানে। তৎকালীন মিশরের রাজধানী আলেকজান্দ্রিয়া আক্রমণের আগে এক আশ্চর্য ঘটনা ঘটে। সেনা শিবিরে তাঁর তাবুতে একটি পাখি বাসা বাঁধে আর ডিম পাড়ে। আমর (রা.) সিদ্ধান্ত নেন— এই বাসা ভাঙা যাবে না। আল্লাহর এই ছোট্ট মেহমানের কারণে সেই তাবু আর সরানো হয়নি।
যুদ্ধ জয়ের পর যখন নতুন রাজধানী গড়ার প্রয়োজন হলো, তিনি বললেন: “আমাদের রাজধানী হবে ঠিক এখানেই, যেখানে তাবু ছিল।”
এভাবেই জন্ম নেয় নতুন শহর ফুসতাত— যার অর্থই “তাবুর শহর”!
এ শহরের হৃদয়ে তৈরি হয় এক ঐতিহাসিক স্থাপনা— আমর ইবনুল আস মসজিদ- আফ্রিকা মহাদেশের প্রথম মসজিদ।
আজ হয়তো মূল কাঠামো নেই আগের মতো। কিন্তু গল্পটি রয়ে গেছে। এক পাখির জন্য এক সেনাপতির দয়া,
আর তার থেকে জন্ম এক নতুন শহর ও আফ্রিকার প্রথম মসজিদের!
মিসর শুধু পিরামিড নয়, এ দেশ ইসলামের ইতিহাসেরও এক অমূল্য অধ্যায়।
#মিশর