Rupak Saha USA

Rupak Saha USA I will keep the hatred that has been born in my mind till death.

01/07/2025
শুধু কুমিল্লার মুরাদনগর নয়, গোটা বাংলাদেশটাই বিবস্ত্র হয়ে গেছে ৫ আগস্ট ২০২৪ এ।
29/06/2025

শুধু কুমিল্লার মুরাদনগর নয়, গোটা বাংলাদেশটাই বিবস্ত্র হয়ে গেছে ৫ আগস্ট ২০২৪ এ।

27/06/2025

‼️ইতিহাসের পাতায় লেখা থাক‌বে এই করুণ দৃশ‌্যটুকু!!😓 হিন্দু‌দের টে‌নে হিচ‌ড়ে বের ক‌রে ভে‌ঙ্গে ফেলা হ‌লো খিলক্ষেত শ্রী শ্রী দুর্গা মন্দির ও মা‌য়ের প্রতিমা।

স্বপ্নের দ্বারপ্রান্তে 🙏🫴
25/06/2025

স্বপ্নের দ্বারপ্রান্তে 🙏🫴

LoL
25/06/2025

LoL

স্বপ্ন পুরন করার জন্য উপযুক্ত  স্বয়ংভগবান 🙏
25/06/2025

স্বপ্ন পুরন করার জন্য উপযুক্ত স্বয়ংভগবান 🙏

সময় ও জীবন  বলতে না পারার আজ এবং কাল !!---------------------------প্রতীক জোশী গত ছ’টা বছর ধরে লন্ডনে একা একা দিন কাটাচ্ছ...
12/06/2025

সময় ও জীবন বলতে না পারার
আজ এবং কাল !!
---------------------------

প্রতীক জোশী গত ছ’টা বছর ধরে লন্ডনে একা একা দিন কাটাচ্ছিলেন। পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কিন্তু মনের ভিতরে সবসময় একটা স্বপ্ন বুনছিলেন — নিজের স্ত্রী আর তিনটে ছোট ছেলেমেয়েকে নিয়ে বিদেশে একটা ভাল জীবন গড়ে তুলবেন।
স্ত্রী কোমী ভ্যাস, পেশায় ডাক্তার, আর বাচ্চারা তখনও ভারতে। প্রতীক প্রতিদিন কাজের ফাঁকে শুধু এটাই ভাবতেন — “একদিন ওদের সবাইকে নিয়ে আসব এখানে, একসাথে একটা নতুন জীবন শুরু করব।”

অনেক কষ্টে, হাজারটা কাগজপত্র, বছরের পর বছর অপেক্ষা — সব পেরিয়ে অবশেষে সেই দিনটা এল। মাত্র দু’দিন আগে কোমী নিজের চাকরি ছেড়ে দিলেন। বাড়ির জিনিসপত্র গুছিয়ে রাখা হল, আত্মীয়দের বিদায় জানানো হল, আর সবার চোখে মুখে শুধুই নতুন জীবনের রঙিন স্বপ্ন।

আজ সকালে পাঁচজনের সেই ছোট্ট পরিবার, বুকভরা আনন্দ, আশায়-ভরপুর মন আর নতুন সূর্যকে বরণ করার উত্তেজনা নিয়ে উঠল এয়ার ইন্ডিয়া ১৭১ নম্বর ফ্লাইটে — লন্ডনের টিকিট কাটা, একমুখী পথ — ফেরার কথা নয়, এবার শুধু এগিয়ে চলা।
একটা সেলফি তুলল সকলে, হেসে, জড়িয়ে, যেন নতুন জীবনের দরজায় দাঁড়িয়ে। সেই ছবিটা পাঠাল আত্মীয়-পরিজনদের — "দেখো, আমরা যাচ্ছি নতুন জীবনের খোঁজে!"

কিন্তু ভাগ্য বড়ই নির্মম। সেই প্লেন আর পৌঁছল না। আকাশেই ভেঙে পড়ল। আর কেউ ফিরল না।

এক মুহূর্তে সব শেষ।
একটা গোটা পরিবারের শত স্বপ্ন, হাজার রঙ, সমস্ত হাসি কান্না — সব কিছু ছাই হয়ে গেল।

এই ঘটনা আমাদের একটা গভীর সত্যি মনে করিয়ে দেয় — জীবনটা ভীষণই নরম, ভীষণই অনিশ্চিত। কখন কোন মুহূর্তে সবকিছু বদলে যায়, কেউ জানে না।
যা কিছু ভালোবাসো, যাদের জন্য বাঁচো, যাদের নিয়ে স্বপ্ন দেখো — একটাও নিশ্চয়তা নেই যে তারা আগামীকাল থাকবে।

তাই যেদিনটা তোমার হাতে আছে, আজকের দিনটা — সেটাকেই ভালোবেসো।
মনের কথা বলো, প্রিয়জনকে জড়িয়ে ধরো, আর সুখের জন্য কালকের অপেক্ষা কোরো না।

কারণ কাল যে আদৌ আসবে কিনা, তার কোনও গ্যারান্টি নেই।
লিখেছেন :
✍️ ডাঃ সপ্তদ্বীপা সাহা।

কৃতজ্ঞতা :
Shalya khan Bonnya দিদির ফেসবুক পোস্ট
থেকে নেওয়া ।

জয় শ্রী তুলসী🙏🙏
28/05/2025

জয় শ্রী তুলসী🙏🙏

Endereço

São Paulo, SP

Notificações

Seja o primeiro recebendo as novidades e nos deixe lhe enviar um e-mail quando Rupak Saha USA posta notícias e promoções. Seu endereço de e-mail não será usado com qualquer outro objetivo, e pode cancelar a inscrição em qualquer momento.

Compartilhar