08/08/2024
অভিনন্দন মিঃ ইউনুস এবং এই ছাত্র সমাজ কে যারা দেশের জন্য ১টা শেষ সুযোগ নিয়ে এসেছে।
আরো ১৮ বছর আগেই আমরা চেয়েছিলাম মিঃ ইউনুস ১টা রজনৈতিক দল গঠন করুক সুশীল সমাজ কে নিয়ে। কিন্তু "ন্যাড়া বারবার বেলতলায় যায় না" এই কথা বলে আপিনি পিছিয়ে গিয়েছিলেন। সেদিন যদি আজকের মত দায়িত্ত নিতেন তবে মনে হয় এই গত ১৫-১৬ বছর আমাদের দেখতে হত না।
তখন আমাদের যে চাওয়া ছিল, তা ছিল সুস্পষ্ট,
১। ২ দলের প্রধানকে সরিয়ে দিয়ে রাজনীতিতে শৃক্ষলা আনা, রাজনৈতিক দলের মাঝে সত্যিকার গণতন্ত্র আনা, কারন দলের মাঝে রাজতন্ত্র রেখে দেশে গণতন্ত্র আসতে পারে না।
২। এমন একটি সুস্থ রাজনৈতিক দল তৈরি করা যা দেখে বা এর সাথে প্রতিযোগিতায় অন্যদল গুলো পরিবর্তনে বাধ্য হয়। রাজনীতিবিদিদের অবসর এর বয়স নিরদ্ধারন করা। প্রতিটি দল এরপর তাদের উপদেস্টা কমিটিতে নিয়ে যাবে এবং তারা আর সক্রিয় রাজনীতিতে থাকবে না।
২। যে কোন পদে কেউ ২ মেয়াদের বেশি থাকতে না পারা, সেটি রাজনৈতিক দলের পদেও। কেউ ৫ বারের বেশি নির্বাচন করতে না পারা।
৩। একদলের লোক অন্য রাজনোতিক দলে যোগ দিলে, তাকে সাথে সাথে নির্বাচন এর নিমিনেশন না দেওয়া বা কোন পদে না দিয়ে সাধারন সদস্য করা । সেখেত্র কমপক্ষে ৩-৫ বছর পর নমিনেশন দেওয়া।
৪। শিক্ষাঙ্গনে সকল ধরেনের রাজনীতি নিষিদ্ধ করন, হোক তা ছাত্র বা শিক্ষক এর। কেউ করার চেস্টা করলে তাকে বহিষ্কার করা।
৫। শাষন ব্যাবস্থার বিকেন্দ্রীকরন করা, ঢাকার মত সুযোগ সুবিধা সব বড় শহরে তৈরি করা । পারলে ঢাকা থেকে রাজধানী অন্যত্র সরিয়ে নেওয়া।
কিন্তু কিছুই হয়নি এগুলোর, এমঙ্শনকি আর আলোচনাও হয়নি এ নিয়ে। দেশ নিয়ে আমি ছিলাম সম্পুর্ন হতাশস, কোন প্রতাশা ছিল না আর।
এবার যদি আপনি আবারো ব্যার্থ হন বা গিভ আপ করেন তবে নির্ঘাত আমার মত আরো কোটি কোটি মানুষ হতাশায় নিমজ্জিত হবে।
আশা করি এবার আপনি সফল হবেন, আমি হতাশ হলেও দেশের মানুষ যেন আশায় বুখ বাধতে পারে।