Mahedi Hasan

Mahedi Hasan A hodophile

08/08/2024

অভিনন্দন মিঃ ইউনুস এবং এই ছাত্র সমাজ কে যারা দেশের জন্য ১টা শেষ সুযোগ নিয়ে এসেছে।

আরো ১৮ বছর আগেই আমরা চেয়েছিলাম মিঃ ইউনুস ১টা রজনৈতিক দল গঠন করুক সুশীল সমাজ কে নিয়ে। কিন্তু "ন্যাড়া বারবার বেলতলায় যায় না" এই কথা বলে আপিনি পিছিয়ে গিয়েছিলেন। সেদিন যদি আজকের মত দায়িত্ত নিতেন তবে মনে হয় এই গত ১৫-১৬ বছর আমাদের দেখতে হত না।

তখন আমাদের যে চাওয়া ছিল, তা ছিল সুস্পষ্ট,
১। ২ দলের প্রধানকে সরিয়ে দিয়ে রাজনীতিতে শৃক্ষলা আনা, রাজনৈতিক দলের মাঝে সত্যিকার গণতন্ত্র আনা, কারন দলের মাঝে রাজতন্ত্র রেখে দেশে গণতন্ত্র আসতে পারে না।
২। এমন একটি সুস্থ রাজনৈতিক দল তৈরি করা যা দেখে বা এর সাথে প্রতিযোগিতায় অন্যদল গুলো পরিবর্তনে বাধ্য হয়। রাজনীতিবিদিদের অবসর এর বয়স নিরদ্ধারন করা। প্রতিটি দল এরপর তাদের উপদেস্টা কমিটিতে নিয়ে যাবে এবং তারা আর সক্রিয় রাজনীতিতে থাকবে না।
২। যে কোন পদে কেউ ২ মেয়াদের বেশি থাকতে না পারা, সেটি রাজনৈতিক দলের পদেও। কেউ ৫ বারের বেশি নির্বাচন করতে না পারা।
৩। একদলের লোক অন্য রাজনোতিক দলে যোগ দিলে, তাকে সাথে সাথে নির্বাচন এর নিমিনেশন না দেওয়া বা কোন পদে না দিয়ে সাধারন সদস্য করা । সেখেত্র কমপক্ষে ৩-৫ বছর পর নমিনেশন দেওয়া।
৪। শিক্ষাঙ্গনে সকল ধরেনের রাজনীতি নিষিদ্ধ করন, হোক তা ছাত্র বা শিক্ষক এর। কেউ করার চেস্টা করলে তাকে বহিষ্কার করা।
৫। শাষন ব্যাবস্থার বিকেন্দ্রীকরন করা, ঢাকার মত সুযোগ সুবিধা সব বড় শহরে তৈরি করা । পারলে ঢাকা থেকে রাজধানী অন্যত্র সরিয়ে নেওয়া।

কিন্তু কিছুই হয়নি এগুলোর, এমঙ্শনকি আর আলোচনাও হয়নি এ নিয়ে। দেশ নিয়ে আমি ছিলাম সম্পুর্ন হতাশস, কোন প্রতাশা ছিল না আর।
এবার যদি আপনি আবারো ব্যার্থ হন বা গিভ আপ করেন তবে নির্ঘাত আমার মত আরো কোটি কোটি মানুষ হতাশায় নিমজ্জিত হবে।

আশা করি এবার আপনি সফল হবেন, আমি হতাশ হলেও দেশের মানুষ যেন আশায় বুখ বাধতে পারে।

07/22/2024

আগামী প্রেসিডেন্ট নির্বাচন এ যাচ্ছেন না জো বাইডেন।

শুভ কামন মিঃ ট্রাম্প

AssalamualaikumRamadan Kareem
03/11/2024

Assalamualaikum

Ramadan Kareem

বাংলাদেশী রেস্টুরেন্টের উদ্ভোদন উপলক্ষে খেতে আসছিলাম। কিন্তু বিধিবাম বিরিয়ানি শেষ। চিকেন কাবাব আর নান খেয়েই ফিরতে হচ্ছে।...
02/25/2024

বাংলাদেশী রেস্টুরেন্টের উদ্ভোদন উপলক্ষে খেতে আসছিলাম। কিন্তু বিধিবাম বিরিয়ানি শেষ। চিকেন কাবাব আর নান খেয়েই ফিরতে হচ্ছে। টেস্ট ১০/১০
Royal kitchen

Wishing you a wonderful evening!
02/22/2024

Wishing you a wonderful evening!

Montreal for the first tine
01/28/2024

Montreal for the first tine

Off to east coast of Canada,  Grandfalls, Newbrunchwick  fora business trip.Two of my best buddy working so hard for 2 m...
01/27/2024

Off to east coast of Canada, Grandfalls, Newbrunchwick fora business trip.
Two of my best buddy working so hard for 2 months to make it happen . Joce Said Kevin O'Coin
There you go, i am coming...

Address

3228 25 Avenue NW
Edmonton, AB
T6T0C7

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mahedi Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mahedi Hasan:

Share