Lithonia-লিথোনিয়া

Lithonia-লিথোনিয়া The lost days are better 🌻

09/25/2023

সেদিন একজন এর সাথে কথা হচ্ছিল। কথার একপর্যায়ে যেয়ে উনি বললেন , মেয়েরা এখন এতো বেশি বাইরে কাজ করে যে দিন দিন মেয়েদের মধ্য থেকে সফটনেস চলে যাচ্ছে।মেয়েরা ঘরে থাকলেই ভালো লাগে।

ভেবে দেখলাম, আরেহ, কথা তো ভুল বলেনি। তাই তো।ঘরে থাকা পুতুল পুতুল একটা মেয়ের সাথে একটা কর্মজীবি মেয়ের কি আসলেই তুলনা হয়? যে মেয়ে সকাল ৬ টায় ঘুম থেকে উঠে বাসার সব কাজ করে রাস্তায় ঘন্টার পর ঘন্টা দাড়িয়ে থেকে বাস এ ঝুলে অফিস যায়, সারাদিন অফিসে তার পুরুষ কলিগের সমান কাজ করেও "বাদ দেন মহিলা মানুষ" টাইপ কথা ডিল করে আবার বাসায় এসে ঘরের সব কাজ করে তার পক্ষে আর যাই হোক সফট হওয়া সম্ভব না। এই হাঁপিয়ে ওঠা মানুষটাকে দেখে যে প্রেম জেগে উঠবে না, এটাই খুব স্বাভাবিক না? তার মধ্যকার প্রেমিকা তো অলরেডি নাই হয়ে গেছে। মেয়েদের মধ্যে আজকাল কি যেন একটা জেদ, কি যেন ওরা জয় করতে চায়। ওরা সব পেতে চায়। সাফল্য, সম্মান সব। কিন্তু আদতেই কি এসব পাবার জন্য বাইরে যেতে হতো , যদি সে ঠিক এই জিনিসগুলো ঘরেই পেয়ে যেতো। পুরুষ ইসলামে নারীর ঘরে থাকার হাদিস জানে, জানেনা একজন নারীকে ঘরে কতটা সম্মান দিয়ে রাখতে হয়। জানেনা নিজের ঘরে কতটা সম্মান, কতটা প্রশংসায় মেয়েরা পাহাড় জয় করতে এতদূর যেতো না। এই যে আজকের মেয়েরা ঘর থেকে বাইরে ব্যাবসা করতে চায়, জয়ী হতে চায়, এর পেছনে আমার মনে হয় প্রজন্ম থেকে প্রজন্ম চলে আসা ভয়টাই মুল চালিকাশক্তি হিসেবে কাজ করে। যে মেয়ে নিজের মাকে ঘরে সবটুকু দেয়ার পরেও এবিউজড হতে দেখেছে, সে আর্থিকভাবে স্বচ্ছল হতে চাইবেই। পুরুষ দিতে চায়। নারী নিতে গেলেই হয়ে যায়, গোল্ড ডিগার, বিলাসী, লোভী,অলস । যে সমাজে ৯০% পুরুষ সম্মানের সাথে দিতেই জানে না, সে সমাজে নারীরা যে নেয়াটাকে ভয় পাবে তাই স্বাভাবিক না? অথচ আমাদের বিবর্তন কি বলে? পুরুষ শিকার করে আনবে, নারী সে খাবার প্রসেস করবে ।সন্তান পালন করবে। একটা সন্তানের মেধার বিকাশে সে আমরা যেভাবেই বলি না কেন, মায়ের উপস্থিতির বিকল্প নেই। অথচ আজকের মেয়েরা ৬ মাস এর ম্যাটারনিটি লিভ কাটিয়েই ছুটছে ব্যাগ কাঁধে, অফিসে। কি ভাবছেন অর্থ উপার্জনের জন্য? ভুল ভাবছেন, এই র‍্যাট রেস শুধু সম্মানের জন্য। নিজের ঘরে সবচেয়ে সম্মানিত মেয়েটাও ভাবে, কাল যদি আমাকে ঘর থেকে বের হয়ে যেতে বলে, কাল যদি আমাকে এমন কিছু বলে বসে যা আমার সম্মানহানি করে? এই যে অপমানিত হবার ভয়, এই যে নিগৃহীত হবার ভয় আমাদের মধ্য থেকে সফটনেস কেড়ে নি

09/21/2023

রাত দুটো। ধরুন কোনো নারী জরুরী কাজ করছে ইন্টারনেটে।

ফেসবুকে, মেসেঞ্জারে লগ আউট করা নেই।
থাকেও না সচরাচর।

তো আসুন দেখি কী কী মেসেজ আসবে ইনবক্সে।

১/
"কী ব্যাপার? এখনো ঘুমাও নি যে? এত রাত জাগা তো ঠিক না। বাসায় জানে?"
--- মেসেজদাতা কোনো পাড়াতো/খালাতো/চাচাতো/দূর সম্পর্কের বড় ভাই গোছের কেউ।

২/
"জেগে আছেন নাকি?
রাতে ঘুমান না?
রিপ্লাই দিচ্ছেন না কেন?
খুব ভাব?
রিপ্লাই না দিলে আনফ্রেন্ড/ব্লক করে দিন।"

----মেসেজদাতা ফ্রেন্ডলিস্টের সাধারণ গোছের কেউ।

এমন প্রায় চার/পাঁচটা মেসেজ কমপক্ষে আসবে।

৩/
"hi,
hi,
hello,
acn?
kmn acn?
hello,
hai,
hai"

এভাবে রিপ্লাইবিহীন চলতেই থাকবে। চলতেই থাকবে।
এদের টাইমলাইনে ঢুকলে আবার দেখবেন নামকরা প্রতিষ্ঠানের ছাত্রই।

৪/
"আপা আছেন?
নীল শাড়ি পরা আপনার পিকটা না জোশ হইছে।
কাজল আপনাকে খুব মানায়।
আপনি এত সুন্দর কেন?
এত রাত জাগেন যে আপু?"
--এদের টাইমলাইনে ঢুকলে দেখবেন কমবয়সী ছেলেপেলে, হয়তো যাকে মেসেজ পাঠাচ্ছে তার চেয়েও বয়সে ছোট!

৫/
"আপনি দেখি প্রায় রাত জাগেন?
বফ আছে?
বফ কী করে?
রাত জেগে বফের সাথে কথা বলেন?
রিপ্লাই দেন না কেন?"

৬/
মেসেঞ্জারে কল দেয়া শুরু করবে প্রথমেই।
দিতেই থাকবে পরপর কয়েকবার।
কল রিসিভ করেন না কেন?
কী ব্যাপার?
রিপ্লাই দেন।"

৭/
ছোট-বড় কবিতা লিখে পাঠাবে।
বেশিরভাগই চুরি করা কবিতা।
কবিতা লিখে পাঠানো পাবলিকগুলা বেশিরভাগই বুড়াভ্যাবড়া, আংকেলসম বয়স।
এদের একই বয়সী মেয়েও থাকে। অথচ এসব লোক শিক্ষিতও।

৯/
"ঘুমান না যে?
পড়ালেখা করছেন?
কিসে পড়েন?
কোথায় থাকেন?
বাড়ি কই?
ভাইবোন কয়জন?
ফিউচার প্ল্যান কী?"

১০/
নানা রকম জিপ, ফটো, এটা শেয়ার করে সবাইকে জানিয়ে দিন, বিভিন্ন ইনবক্স স্প্যাম মেসেজ, বিভিন্ন লিংক শেয়ার করে পাঠাবে।

এই হলো মেয়েদের ইনবক্সের অবস্থা।
এসব যে অশিক্ষিত মানুষ করে তা নয়। শিক্ষিত, পরিচিত, অপরিচিত, ক্লাসমেট, সিনিয়র, জুনিয়র, কলিগ, বন্ধুর বন্ধু, সব শ্রেণীর লোকজনই থাকে এসব মেসেজদাতাদের মধ্যে।

এই তো ইনবক্সের অবস্থা।

আদার্স মেসেজ বা মেসেজ রিকোয়েস্ট যেখানে জমা থাকে, সেখানটায় তো মেয়েরা খুলে দেখবারও সাহস পায় না।
কত অদ্ভুত সব মেসেজ,
নানা অশ্লীল গালি, অশ্লীল কথা,
প্রেম প্রস্তাব, হাই হ্যালো, কবিতা-অকবিতা, তোষামোদ, কত কি!
দেশে যে কত বিকারগ্রস্ত মানুষ এখনো তা যেকোনো মে

09/21/2023

হুम नामটা চিना রাईখো লাইक कमॉন্ট দুটাई कরে बाশে ञाছি ञाশা कরি তুमिও बाশে थाकবে। এकটিव लाईकाव़ হলে এডদিत ञाর এकটিव लाইकाव़ ताহলে আमाव़ আईডি হईতে১০০ शত দূরে थाकूন।

09/19/2023

এক মহিলা কেনাকাটা করে ক্যাশ কাউন্টারের সামনে ব্যাগ খুলতেই ক্যাশিয়ারের নজরে এলো একটা টিভির রিমোট।
কৌতূহলবশত তিনি জানতে চাইলেন, ব্যাগে রিমোট কি সব সময় থাকে?

মহিলাঃ না, মাঝেমাঝে। আজ আমার হাজবেন্ড খেলা দেখবে বলে শপিং-এ এলোনা, তাই জব্দ করতে রিমোট ব্যাগে করে নিয়ে আসলাম।
শিক্ষাঃ ১. বউ তুচ্ছ হলেও তাচ্ছিল‍্যে বিপদ !

ক্যাশিয়ার এরপর হাসতে হাসতে কার্ডটি মহিলাকে ফেরত দিতেই -
মহিলাঃ এটা কি হলো ?
ক্যাশিয়ারঃ আপনার হাজবেন্ড কার্ড ব্লক করে দিয়েছেন।
শিক্ষাঃ ২. স্বামীর শখও সম্মানযোগ‍্য।

মহিলা ব্যাগ থেকে স্বামীর আরেকটি কার্ড বের করে সোয়াইপ করলেন।
শিক্ষাঃ ৩. বউ এর লম্বা হাতের সঠিক ধারণা থাকা দরকার।

সোয়াইপ মেশিন জানালো ENTER THE PIN. OTP CODE SENT TO YOUR MOBILE
শিক্ষাঃ ৪. বেচারা স্বামীকে বাঁচাতে মেশিনও চেষ্টা করে।

মহিলা মুচকি হেসে ব্যাগ থেকে স্বামীর মোবাইল টা বার করলো। এটা সে এনেছিল যাতে শপিং-এর মাঝে স্বামী বিরক্ত না করে। অবশেষে সব কেনাকাটা করে তৃপ্তি নিয়ে মহিলা ঘরে ফিরলো।
শিক্ষাঃ ৫. স্মার্ট মহিলাদের সাথে টক্কর দিতে যাবেন না।

এবার গল্পের শেষ...
মহিলা দেখলো গ‍্যারেজে গাড়ি নেই, দরজায় স্টিকারে লেখা -
"বন্ধুর বাড়িতে খেলা দেখতে যাচ্ছি, ফিরতে রাত হবে, কোনো দরকার থাকলে কল দিও।"

এবার শেষে...
মহিলা ডুপ্লিকেট দিয়ে দরজা খুলে ঢুকে, ডিনার করে শুয়ে পড়লো। মাঝ রাতে বাড়ি ফিরে দরজায় স্বামী দেখলো স্টিকারে লেখা আছে - "গাড়িতেই ঘুমিয়ে পড়ো, বেল বাজিও না তার খোলা আছে, আর দরজায় ধাক্কা দিওনা। এটা ভদ্রলোকের পাড়া।"

শেষ শিক্ষাঃ
নারীশক্তি হইতে সাবধান...!!😁😁😁😁

নতুন নতুন মজার গল্প যাতে পোস্ট করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়, তাই আমার আইডি ফলো দিয়ে রাখতে পারেন🥰

09/19/2023

মাঝেমধ্যে আমার মনে হয় মানুষকে না। আমার বিয়ে করা উচিত গুগলকে। স্বামী হিসেবে সবদিক থেকে গুগল আদর্শ একটা সাইট। আমি যা শুনতে চাইছি সে আমাকে তাই শোনাবে।

সেদিন তাকে আমি প্রশ্ন করেছি,"মেকআপ করার ক্ষেত্রে ব্লাশ দেয়া কি নিতান্তই জরুরী?" গুগল বলেছে,"হ্যাঁ মেকআপে ব্লাশ একটা ইসেনশিয়াল আইটেম।"

তারপর আমি লিখলাম,"কিন্তু আমার ব্লাশ দিতে ভালো লাগে না। না দিলে হবে না?" গুগল বললো,"হ্যাঁ যদি এটাই তুমি প্রেফার করো না দিলেও হবে।"

তারপর আমি লিখেছি,"কন্টোর আর ব্রোনজার কি এক‌ই না আলাদা?" সে বলেছে,"একদম আলাদা। দুইটার কাজ সম্পূর্ণ দুইরকম।"

আমি লিখেছি,"কিন্তু আমি চাই কন্টোরের বদলে ব্রোনজার ইউজ করতে।‌ করা যাবে না?" সে বলেছে,"ওয়েল তুমি যদি এটাই প্রেফার করো ব্রোনজার কন্টোর হিসেবে ইউজ করা যাবে।"

কিছুদিন আগে ইউটিউবে দেখলাম, কিছু কিছু এসিড আছে মিক্স করে ইউজ করা যায় না। যেমন নিয়াসিনামাইড আর ভিটামিন সি। তারপর রেটিনল আর আলফা হাইড্রক্সি একসাথে ইউজ করলে উপকারের থেকে ক্ষতি বেশী।

গুগলকে জিজ্ঞেস করলাম,"আমি কি এই দুইটা একসাথে ইউজ করতে পারবো?" গুগল বলছে,"নিশ্চয়ই পারবে। ইনফ্যাক্ট এই দুইটা এসিড একদম বন্ধুভাবাপন্ন, মিলেমিশে কাজ করে।"

মাঝেমধ্যে আমি সিরিজ দেখার জন্য গুগল থেকে সাজেশন নিই। আমি জিজ্ঞেস করি,"অমুক সিরিজটা কেমন?" গুগল বলে,"ওয়ান অব দ্য বেস্ট সিরিজ ইন সেঞ্চুরি।"

আরেকটা সিনেমা বের করে জিজ্ঞেস করি,"কেমন?"

গুগল বলে,"এই জনরায় ওয়ান অব দ্য বেস্ট।"

আমার মাঝেমধ্যে অসুখ করে। বুকে ব্যাথা,মাথায় ব্যাথা। আমি তিলকে তাল করতে ভালোবাসি। বুকে ব্যাথা হলে ভাবি হার্ট অ্যাটাক,মাথায় ব্যাথা হলে ভাবি ব্রেইন টিউমার,হাঁটুতে ব্যাথা হলে ভাবি পা কেটে বাদ দিতে হবে। বাসায় এইজন্য আমার এসব সমস্যা কেউ পাত্তা দেয় না। হেসে উড়িয়ে দেয়। তখন আমি গুগলের কাছে যাই।

গুগলকে বলি,"আমার জ্বর হয়েছে।"

গুগল বলে,"জ্বর? ও মাই গড। ক্যান্সার,টিউমার এসব অসুখের প্রাথমিক লক্ষন শুরুই হয় জ্বর দিয়ে।"

গুগলকে বলি,"আমার ইদানিং কিছু ভালো লাগে না। গুগল বলে, মানসিক অসুখের প্রথম ধাপ ই হচ্ছে কিছু ভালো না লাগা। এরপর তুমি ধীরে ধীরে আরো অসুস্থ হতে হতে একপর্যায়ে দেখা যাবে রাস্তায় ট্রাফিক কন্ট্রোল করছো...."

আমার ভালো লাগে। আমি যা শুনতে চাই গুগল আমাকে তাই শোনায়। টিপিক্যাল হাজবেন্ড বা বয়ফ্রেন্ডের মতো রিয়েলিটি চেক দিতে আসে না। বলে না," সারাদি

08/24/2023

তুমিও গোপনে কারো না কারো কাছে 'প্রিয়!' সে তোমার ছবি প্রতিদিন একবার হলেও দেখে,তোমার আইডি তে একবার হলেও আসে,তোমার সাথে কথা বলতে চায় আর ভাবে 'আহা! এই মানুষ টা যদি আমার হতো!' ❤️

08/19/2023

Me when sad : 😔
Khaleda Zia when sad : 😞

08/19/2023

কাউকে 'অনলাইনে' দেখলে অস্থির লাগে? অভিনন্দন! আপনি গেছেন!
কাউকে 'অফলাইনে' দেখলে অস্থির লাগে?
অভিনন্দন! আপনি গেছেন!
কারো সাথে 'রাগ' করার পর তার মেসেজ দেখলেই সব রাগ চলে যায়?
অভিনন্দন! আপনি গেছেন!
ইনবক্স,গ্যলারি,হোয়াটসঅ্যাপ,ড্রাইভে একজনের ছবি ই বারবার দেখতে ভাল্লাগে?
অভিনন্দন! আপনি গেছেন! 🙂

08/19/2023

কেমিস্ট্রি সাবজেক্ট টা খুবই সহজ হইতো, যদি কার্বন টা একটু লয়াল থাকতো

08/16/2023

Tumi ki parte na tumar bhalobasha diye amake porte boshate.🙂

08/14/2023

সেলুনের মেঝেতে চুল পড়ে থাকে, গ্যারেজে তেল পড়ে থাকে, ব্যাংকে কি সমস্যা?

Address

Edmonton, AB

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lithonia-লিথোনিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share