09/21/2023
রাত দুটো। ধরুন কোনো নারী জরুরী কাজ করছে ইন্টারনেটে।
ফেসবুকে, মেসেঞ্জারে লগ আউট করা নেই।
থাকেও না সচরাচর।
তো আসুন দেখি কী কী মেসেজ আসবে ইনবক্সে।
১/
"কী ব্যাপার? এখনো ঘুমাও নি যে? এত রাত জাগা তো ঠিক না। বাসায় জানে?"
--- মেসেজদাতা কোনো পাড়াতো/খালাতো/চাচাতো/দূর সম্পর্কের বড় ভাই গোছের কেউ।
২/
"জেগে আছেন নাকি?
রাতে ঘুমান না?
রিপ্লাই দিচ্ছেন না কেন?
খুব ভাব?
রিপ্লাই না দিলে আনফ্রেন্ড/ব্লক করে দিন।"
----মেসেজদাতা ফ্রেন্ডলিস্টের সাধারণ গোছের কেউ।
এমন প্রায় চার/পাঁচটা মেসেজ কমপক্ষে আসবে।
৩/
"hi,
hi,
hello,
acn?
kmn acn?
hello,
hai,
hai"
এভাবে রিপ্লাইবিহীন চলতেই থাকবে। চলতেই থাকবে।
এদের টাইমলাইনে ঢুকলে আবার দেখবেন নামকরা প্রতিষ্ঠানের ছাত্রই।
৪/
"আপা আছেন?
নীল শাড়ি পরা আপনার পিকটা না জোশ হইছে।
কাজল আপনাকে খুব মানায়।
আপনি এত সুন্দর কেন?
এত রাত জাগেন যে আপু?"
--এদের টাইমলাইনে ঢুকলে দেখবেন কমবয়সী ছেলেপেলে, হয়তো যাকে মেসেজ পাঠাচ্ছে তার চেয়েও বয়সে ছোট!
৫/
"আপনি দেখি প্রায় রাত জাগেন?
বফ আছে?
বফ কী করে?
রাত জেগে বফের সাথে কথা বলেন?
রিপ্লাই দেন না কেন?"
৬/
মেসেঞ্জারে কল দেয়া শুরু করবে প্রথমেই।
দিতেই থাকবে পরপর কয়েকবার।
কল রিসিভ করেন না কেন?
কী ব্যাপার?
রিপ্লাই দেন।"
৭/
ছোট-বড় কবিতা লিখে পাঠাবে।
বেশিরভাগই চুরি করা কবিতা।
কবিতা লিখে পাঠানো পাবলিকগুলা বেশিরভাগই বুড়াভ্যাবড়া, আংকেলসম বয়স।
এদের একই বয়সী মেয়েও থাকে। অথচ এসব লোক শিক্ষিতও।
৯/
"ঘুমান না যে?
পড়ালেখা করছেন?
কিসে পড়েন?
কোথায় থাকেন?
বাড়ি কই?
ভাইবোন কয়জন?
ফিউচার প্ল্যান কী?"
১০/
নানা রকম জিপ, ফটো, এটা শেয়ার করে সবাইকে জানিয়ে দিন, বিভিন্ন ইনবক্স স্প্যাম মেসেজ, বিভিন্ন লিংক শেয়ার করে পাঠাবে।
এই হলো মেয়েদের ইনবক্সের অবস্থা।
এসব যে অশিক্ষিত মানুষ করে তা নয়। শিক্ষিত, পরিচিত, অপরিচিত, ক্লাসমেট, সিনিয়র, জুনিয়র, কলিগ, বন্ধুর বন্ধু, সব শ্রেণীর লোকজনই থাকে এসব মেসেজদাতাদের মধ্যে।
এই তো ইনবক্সের অবস্থা।
আদার্স মেসেজ বা মেসেজ রিকোয়েস্ট যেখানে জমা থাকে, সেখানটায় তো মেয়েরা খুলে দেখবারও সাহস পায় না।
কত অদ্ভুত সব মেসেজ,
নানা অশ্লীল গালি, অশ্লীল কথা,
প্রেম প্রস্তাব, হাই হ্যালো, কবিতা-অকবিতা, তোষামোদ, কত কি!
দেশে যে কত বিকারগ্রস্ত মানুষ এখনো তা যেকোনো মে