06/11/2025
পিকারিং-এ সড়ক দূর্ঘটনায় বাংলাদেশি তরুণ নিহত
নজরুল মিন্টুঃ তরুণটি উড়তে চেয়েছিল। প্রতিটি সকালে ঘুম ভাঙার পর সে আকাশের দিকে তাকিয়ে বলত, “আমি একদিন পাখি হবো!” তার চোখে ছিল এক অসম্ভব দীপ্তি—যা স্বপ্নকে বাস্তবতায় রূপ দেয়ার সাহস জোগায়।
গত ৪ জুন, অন্টারিওর পিকারিং শহরের সন্নিকটে, জারিফ ইবরাজ আহসান নামের ২১ বছর বয়সী এক বাংলাদেশি তরুণ সড়ক দুর্ঘটনার কবলে পড়ে। সঙ্গে সঙ্গে তাঁকে টরন্টোর সানিব্রুক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পাঁচ দিন, মৃত্যুর সাথে এক অদৃশ্য টানাপোড়েন চলতে থাকে লাইফ সাপোর্টে। অবশেষে আজ (১০ জুন) দুপুরে নিভে যায় সে উড়ন্ত আলোর দীপ্তি। বেলা সাড়ে বারোটায় জারিফ শেষ নিঃশ্বাস ত্যাগ করে।
জারিফের স্বপ্ন ছিল বিশাল, বিস্তীর্ণ। বিমান চালানোর শখটা শৈশব থেকেই। সেই স্বপ্নের টানে সে ফ্লোরিডার একটি ফ্লাইং স্কুলে ভর্তি হয়েছিল। প্রথম সেমিস্টার শেষে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছিল। আগস্টে আবারও ফিরবে বলে কথা ছিল। ফিরে গিয়ে লাইসেন্সের পথে আরেক ধাপ এগিয়ে যাবে, এমনই পরিকল্পনা ছিল। কিন্তু তার আগেই, এক অনিবার্য ছায়া তার আকাশকে গ্রাস করল।
ইবরাজের পরিবার পিকারিং শহরে বেশ কয়েক বছর ধরে বসবাস করছেন। তাদের শিকড় কুমিল্লায়। মা তাইফা জুবায়ের মৌরি প্রয়াত ব্রিগেডিয়ার জেনারেল ও শিক্ষাবিদ স্কলাস হোমের সাবেক অধ্যক্ষ জুবায়ের সিদ্দিকীর বড় কন্যা। বাবা কিবরিয়া আহসান, ইউএস বাংলার পাইলট। ছেলে যেন পিতার উত্তরসূরি হয়ে একদিন আরও বড় আকাশের অধিকারী হয়—এটাই ছিল সবার প্রার্থনা।
স্থানীয় পুলিশ ও স্বজনদের সাথে যোগাযোগ করে জানা যায়, দুর্ঘটনাটি পিকারিংয়ের একটি ব্যস্ত সড়কে ঘটে।
এই মর্মান্তিক ঘটনায় বাংলাদেশি ও স্থানীয় কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। ইবরাজের পরিবার ও বন্ধুরা তার অকালপ্রয়াণে গভীরভাবে শোকাহত। তার স্বপ্ন ও সম্ভাবনাময় জীবনের করুণ পরিণতি সকলকে নাড়া দিয়েছে।
আজ পিকারিংয়ের আকাশে কিছুক্ষণ নেমে এসেছিল এক ধরনের বিষণ্ণতা। বাতাস থমকে ছিল, পাখিরা উড়ে না গিয়ে গাছের ডালে চুপচাপ বসে ছিল। যেন প্রকৃতিও জানত—একজন স্বপ্নবাজ তরুণ পাখির ডানাগুলো ভেঙে পড়েছে এই মাটিতে।
এ জীবন ইবরাজের নিজের ছিল না শুধু—এ ছিল এক পরিবার, এক প্রজন্ম, এক জাতির স্বপ্নের প্রতীক। সে স্বপ্ন এখন নিভে গেছে, কিন্তু তার দীপ্তি রয়ে যাবে দীর্ঘশ্বাসে, দোয়ায়, আর অসংখ্য চোখের জলে।
আগামীকাল বুধবার(১২ জুন), বাদ জোহর (বেলা ১:৪৫), ইবরাজের জানাজা অনুষ্ঠিত হবে পিকারিং ইসলামিক সেন্টারে (2065 Brock Rod, Pickering)। এরপর তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে ডাফরিন মিডোজ সেমিটারিতে (2505 Brock Road, Pickering)।
ইবরাজের অকাল মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।