BongoBani-বঙ্গবাণী

BongoBani-বঙ্গবাণী Online Bangla News Editorial Panel

M. R. Unit -1,
Toronto, Ontario, Canada M4C 1M7
Phone: 416 693 2223 Fax: 416 693 1055

Jahangir
Editor

Mahasin Ahmed Chowdhury
Publisher

Moksum Tarafder : Executive Editor

Syed Yousuf Taki: Editor, Montreal

Montreal Bureau
Phone : 514 994 4733 & 514 804 4757
Email: [email protected]

[email protected]
3000 Danforth Ave.

 াবেক_চেয়ারম্যান_সামছুল_ইসলাম_ইজ্জাই_সাহেব_আর_নেই – যুক্তরাজ্যে ইন্তেকালবঙ্গবাণী ডেস্কঃ- মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিজ...
07/20/2025

াবেক_চেয়ারম্যান_সামছুল_ইসলাম_ইজ্জাই_সাহেব_আর_নেই – যুক্তরাজ্যে ইন্তেকাল

বঙ্গবাণী ডেস্কঃ- মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বর্ষীয়ান রাজনীতিবিদ ও সমাজসেবক ইটাউরী (নওয়া বাড়ী) নিবাসী এবং বর্তমানে যুক্তরাজ্যের শেফিল্ড শহরে বসবাসরত প্রবীণ মুরব্বি ও সমাজসেবক জনাব সামছুল ইসলাম সাহেব আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

তিনি আজ শনিবার, ১৯ শ জুলাই ২০২৫ইং, ব্রিটেন সময় রাত ১০টায় শেফিল্ডের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি ছিলেন অত্যন্ত সজ্জন, জনপ্রিয় ও শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, যিনি তাঁর নেতৃত্বের মাধ্যমে এলাকাবাসীর হৃদয়ে স্থান করে নিয়েছিলেন।

জনাব সামছুল ইসলাম শুধু ইউনিয়নের সাবেক জনপ্রিয় চেয়ারম্যানই ছিলেন না, তিনি ছিলেন ইটাউরী হাজী ইউনুস মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং শিক্ষা ও সমাজ উন্নয়নে এক নিবেদিত প্রাণ। তাঁর মৃত্যুতে স্থানীয় ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

07/14/2025

প্রীতম হাসান ইন মন্ট্রিয়াল

দক্ষিণ আফ্রিকা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়ন!সেন্টার লর্ড’সে অনুষ্ঠিত ২০২৫ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাই...
06/14/2025

দক্ষিণ আফ্রিকা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়ন!

সেন্টার লর্ড’সে অনুষ্ঠিত ২০২৫ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল-এ অস্ট্রেলিয়া-কে ৫ উইকেটে পরাজিত করে ইতিহাস রচনা করেছে দক্ষিণ আফ্রিকা। এটি তাদের প্রথম আইসিসি ট্রফি জয়, যা ১৯৯৮ সালের সুপার ১২ (IPL এর সাথেই প্রথম ICC ট্রফি) জয়ের পর তাদের দ্বিতীয় আইসিসি শিরোপা ।

🏏 ফাইনাল ম্যাচে মুখ্য ঘটনা:
তাঁরা চা সেশন শেষে ২১৩/২ স্কোর থেকে শেষ পর্যন্ত ২৮২ রানের চেজ সফলভাবে শেষ করে ।

এইডেন মার্ক্রাম অপরাজিত ১৩৬ রানের ইনিংস খেলেন, যা দৃঢ় ভিত্তি ও জয় নিশ্চিত করে ।

দলের ক্যাপ্টেন টেম্বা বাভুমা ৬৬ রান যোগ করেন এবং মার্ক্রামের সঙ্গে ১৪৭ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন ।

কাইল ভেরেন শেষ উইকেটে গুরুত্বপূর্ণ ড্রাইভ করেন, যা লাগোজে জয়ের রানের চিহ্ন টেনে আনে ।

এছাড়া, প্রোটিয়াস বোলিং ইউনিট, বিশেষভাবে কাগিসো রাবাদা-এর স্পেল ছিল ম্যাচের অন্যতম মূল চাল ।

পিকারিং-এ সড়ক দূর্ঘটনায় বাংলাদেশি তরুণ নিহতনজরুল মিন্টুঃ তরুণটি উড়তে চেয়েছিল। প্রতিটি সকালে ঘুম ভাঙার পর সে আকাশের দিকে ...
06/11/2025

পিকারিং-এ সড়ক দূর্ঘটনায় বাংলাদেশি তরুণ নিহত

নজরুল মিন্টুঃ তরুণটি উড়তে চেয়েছিল। প্রতিটি সকালে ঘুম ভাঙার পর সে আকাশের দিকে তাকিয়ে বলত, “আমি একদিন পাখি হবো!” তার চোখে ছিল এক অসম্ভব দীপ্তি—যা স্বপ্নকে বাস্তবতায় রূপ দেয়ার সাহস জোগায়।

গত ৪ জুন, অন্টারিওর পিকারিং শহরের সন্নিকটে, জারিফ ইবরাজ আহসান নামের ২১ বছর বয়সী এক বাংলাদেশি তরুণ সড়ক দুর্ঘটনার কবলে পড়ে। সঙ্গে সঙ্গে তাঁকে টরন্টোর সানিব্রুক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পাঁচ দিন, মৃত্যুর সাথে এক অদৃশ্য টানাপোড়েন চলতে থাকে লাইফ সাপোর্টে। অবশেষে আজ (১০ জুন) দুপুরে নিভে যায় সে উড়ন্ত আলোর দীপ্তি। বেলা সাড়ে বারোটায় জারিফ শেষ নিঃশ্বাস ত্যাগ করে।

জারিফের স্বপ্ন ছিল বিশাল, বিস্তীর্ণ। বিমান চালানোর শখটা শৈশব থেকেই। সেই স্বপ্নের টানে সে ফ্লোরিডার একটি ফ্লাইং স্কুলে ভর্তি হয়েছিল। প্রথম সেমিস্টার শেষে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছিল। আগস্টে আবারও ফিরবে বলে কথা ছিল। ফিরে গিয়ে লাইসেন্সের পথে আরেক ধাপ এগিয়ে যাবে, এমনই পরিকল্পনা ছিল। কিন্তু তার আগেই, এক অনিবার্য ছায়া তার আকাশকে গ্রাস করল।

ইবরাজের পরিবার পিকারিং শহরে বেশ কয়েক বছর ধরে বসবাস করছেন। তাদের শিকড় কুমিল্লায়। মা তাইফা জুবায়ের মৌরি প্রয়াত ব্রিগেডিয়ার জেনারেল ও শিক্ষাবিদ স্কলাস হোমের সাবেক অধ্যক্ষ জুবায়ের সিদ্দিকীর বড় কন্যা। বাবা কিবরিয়া আহসান, ইউএস বাংলার পাইলট। ছেলে যেন পিতার উত্তরসূরি হয়ে একদিন আরও বড় আকাশের অধিকারী হয়—এটাই ছিল সবার প্রার্থনা।

স্থানীয় পুলিশ ও স্বজনদের সাথে যোগাযোগ করে জানা যায়, দুর্ঘটনাটি পিকারিংয়ের একটি ব্যস্ত সড়কে ঘটে।

এই মর্মান্তিক ঘটনায় বাংলাদেশি ও স্থানীয় কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। ইবরাজের পরিবার ও বন্ধুরা তার অকালপ্রয়াণে গভীরভাবে শোকাহত। তার স্বপ্ন ও সম্ভাবনাময় জীবনের করুণ পরিণতি সকলকে নাড়া দিয়েছে।

আজ পিকারিংয়ের আকাশে কিছুক্ষণ নেমে এসেছিল এক ধরনের বিষণ্ণতা। বাতাস থমকে ছিল, পাখিরা উড়ে না গিয়ে গাছের ডালে চুপচাপ বসে ছিল। যেন প্রকৃতিও জানত—একজন স্বপ্নবাজ তরুণ পাখির ডানাগুলো ভেঙে পড়েছে এই মাটিতে।

এ জীবন ইবরাজের নিজের ছিল না শুধু—এ ছিল এক পরিবার, এক প্রজন্ম, এক জাতির স্বপ্নের প্রতীক। সে স্বপ্ন এখন নিভে গেছে, কিন্তু তার দীপ্তি রয়ে যাবে দীর্ঘশ্বাসে, দোয়ায়, আর অসংখ্য চোখের জলে।

আগামীকাল বুধবার(১২ জুন), বাদ জোহর (বেলা ১:৪৫), ইবরাজের জানাজা অনুষ্ঠিত হবে পিকারিং ইসলামিক সেন্টারে (2065 Brock Rod, Pickering)। এরপর তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে ডাফরিন মিডোজ সেমিটারিতে (2505 Brock Road, Pickering)।

ইবরাজের অকাল মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

কানাডার লেকে ডুবে ২ বাংলাদেশি বন্ধুর মৃত্যুঅনলাইন ডেস্ক, বঙ্গবাণী: কানাডায় অন্টারিওর লিনজির একটি কটেজসংলগ্ন হ্রদে ক্যান...
06/09/2025

কানাডার লেকে ডুবে ২ বাংলাদেশি বন্ধুর মৃত্যু

অনলাইন ডেস্ক, বঙ্গবাণী: কানাডায় অন্টারিওর লিনজির একটি কটেজসংলগ্ন হ্রদে ক্যানোইং করতে গিয়ে পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন বাংলাদেশ বিমানের বোয়িং ৭৮৭-এর অভিজ্ঞ ক্যাপ্টেন সাইফুজ্জামান গুড্ডু ও তার ঘনিষ্ঠ বন্ধু বিজিএমইএ’র সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহিল রাকিব।

জানা গেছে, সাইফুজ্জামান তার এক বন্ধু ও বন্ধুর ছেলেসহ একটি ক্যানো নিয়ে হ্রদে নামেন। শান্ত হ্রদের বুক চিরে এগিয়ে চলা ক্যানো হঠাৎ করেই উল্টে যায়। এতে বন্ধুর ছেলে সাঁতরে পাড়ে উঠে আসেন, কিন্তু সাইফুজ্জামান ও তার বন্ধু আর ফিরে আসেননি। পরে উদ্ধারকারীরা তাদের দু’জনকেই উদ্ধার করে, কিন্তু তখন তারা আর জীবিত ছিলেন না। ঘটনার সময় তীরেই ছিলেন সাইফুজ্জামানের স্ত্রী ও ছোট মেয়ে।

লিনজি অন্টারিওর একটি শান্তিপূর্ণ পর্যটন নগরী, যেখানে বোটিং, কায়াকিং, ক্যানোইং-এর মতো জলক্রীড়া জনপ্রিয়। তবে এমন দুর্ঘটনা সেখানে সচরাচর ঘটে না। হঠাৎ করে দিকভ্রান্ত বাতাস, লাইফ জ্যাকেটের অনুপস্থিতি, কিংবা ক্যানো চালনায় অপ্রশিক্ষিততা—এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণ হতে পারে বলে জানা গেছে।

অন্টারিও প্রাদেশিক পুলিশ জানিয়েছে, রবিবার বিকেলে কাওয়ার্থা লেইকস অঞ্চলের একটি হ্রদে ক্যানো উল্টে যাওয়ার ঘটনায় দুই ব্যক্তি মারা গেছেন। পুলিশ জানায়, বিকেল ৩টার কিছু পরে স্টার্জন লেকে একটি বোট দুর্ঘটনার খবর পেয়ে জরুরি সেবাদানকারীরা সেখানে ছুটে যান। ক্যানোটিতে তিনজন পুরুষ ছিলেন। তাদের মধ্যে একজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। কিন্তু বাকি দুজন পানিতে ভেসে থাকতে না পেরে প্রাণ হারান। নৌকায় থাকা তিনজনের কারো শরীরে তখন কোনো লাইফ-জ্যাকেট ছিল না বলে পুলিশ জানিয়েছে।

টরন্টোতে সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত বাংলাদেশি রুহুল আমিনবঙ্গবাণী ডেস্ক, টরন্টো:: কানাডার টরন্টো শহরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা...
05/23/2025

টরন্টোতে সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত বাংলাদেশি রুহুল আমিন

বঙ্গবাণী ডেস্ক, টরন্টো:: কানাডার টরন্টো শহরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন প্রবাসী বাংলাদেশি রুহুল আমিন। ২২শে মে বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে টরন্টোর ব্যস্ততম এলাকা এগলিনটন ও মিডল্যান্ড ইন্টারসেকশনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মাজদা গাড়ি ও একটি স্পোর্টস কারের মধ্যে সংঘর্ষের ফলে উভয় গাড়িই দুমড়ে-মুচড়ে যায়। বাংলাদেশি রুহুল আমিন মাজদা গাড়ির পেছনে নিজ গাড়ি চালাচ্ছিলেন। দুর্ঘটনার আকস্মিকতায় তিনি তাঁর গাড়ি নিয়ন্ত্রণে রাখলেও কিছুটা আঘাতপ্রাপ্ত হন।

রুহুল আমিন স্থানীয় প্রবাসী টিভিকে জানান, “আমি নিজের গাড়ি নিয়ন্ত্রণে রাখলেও দুর্ঘটনাস্থলে থাকা দুই ব্যক্তির অবস্থা খুবই আশঙ্কাজনক বলে মনে হয়েছে। আমি নিজেও ব্যথা পেয়েছি, সবাই আমার জন্য দোয়া করবেন।”

দুর্ঘটনার পরপরই পুলিশ ও জরুরি সেবা দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে নিয়ে যায়। স্থানীয় হাসপাতাল সূত্রে জানা গেছে, অন্তত দুজনের অবস্থা সংকটাপন্ন।

এই ঘটনায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে। প্রবাসীরা রুহুল আমিনসহ সকল আহতের দ্রুত সুস্থতা কামনা করছেন।

টরন্টো পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে।

সৈয়দ মেহেদী রাসেল ফাউন্ডেশন সুধীপ্ত দেবনাথকে বাল্যবিয়ে প্রতিরোধে “সাহসী সম্মাননা স্মারক” প্রদানবঙ্গবাণী ডেস্ক: ২০২৫ সালে...
05/23/2025

সৈয়দ মেহেদী রাসেল ফাউন্ডেশন সুধীপ্ত দেবনাথকে বাল্যবিয়ে প্রতিরোধে “সাহসী সম্মাননা স্মারক” প্রদান

বঙ্গবাণী ডেস্ক: ২০২৫ সালে বাল্যবিয়ে প্রতিরোধে সাহসিকতা ও অগ্রণী ভূমিকার স্বীকৃতিস্বরূপ ACMO খুলনা বিভাগের পরিচালক সুধীপ্ত দেবনাথ-কে "সাহসী সম্মাননা স্মারক" প্রদান করেছে সৈয়দ মেহেদী রাসেল ফাউন্ডেশন।

শিশু অধিকার রক্ষা, সমাজে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক পরিবর্তনে জনাব দেবনাথের অবদান নিঃসন্দেহে প্রশংসনীয়। তিনি তার দক্ষ নেতৃত্ব ও সাহসিকতায় সমাজে ইতিবাচক প্রভাব রেখেছেন, বিশেষ করে বাল্যবিয়ের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে।

ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, "এমন সাহসী নেতৃত্বই আমাদের সমাজকে একটি নিরাপদ, মানবিক ও বাল্যবিয়েমুক্ত ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে পারে। জনাব সুধীপ্ত দেবনাথের মতো ব্যক্তিত্বরা আমাদের অনুপ্রাণিত করেন এবং সামাজিক উন্নয়নে দৃঢ় আশার প্রতীক হয়ে উঠেন।"

গত ২১ মে সম্মাননা প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ফাউন্ডেশন ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং তাঁর কর্মকাণ্ডের প্রশংসা করেন।

সাতক্ষীরায় সৈয়দ মেহেদী রাসেল ফাউন্ডেশন ও একমো’র যৌথ আয়োজনে শিশু অধিকার ও বাল্যবিয়ে প্রতিরোধবিষয়ক কর্মশালা অনুষ্ঠিতবঙ্গবা...
05/23/2025

সাতক্ষীরায় সৈয়দ মেহেদী রাসেল ফাউন্ডেশন ও একমো’র যৌথ আয়োজনে শিশু অধিকার ও বাল্যবিয়ে প্রতিরোধবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বঙ্গবাণী ডেস্ক, সাতক্ষীরা: "বাল্যবিয়ে রুখব, সম্ভাবনার আগামী গড়ব" — এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার মাহমুদপুর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে শিশু অধিকার এবং বাল্যবিয়ে প্রতিরোধবিষয়ক এক কর্মশালা ও কুইজ প্রতিযোগিতা। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে সৈয়দ মেহেদী রাসেল ফাউন্ডেশন ও একমো (ACMO)।

দিনব্যাপী এ আয়োজনে অংশগ্রহণ করেন কেন্দ্রীয় ও বিভাগীয় পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় শিক্ষক এবং শতাধিক শিক্ষার্থী। কর্মশালায় শিশু অধিকার, বাল্যবিয়ের ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি কুইজ প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়, যেখানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল বিশিষ্ট অতিথিদের সম্মাননা প্রদান এবং শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক আলোচনা সভা। আয়োজকরা জানান, "শিশুদের জন্য একটি সহিংসতামুক্ত, নিরাপদ ও সম্ভাবনাময় ভবিষ্যৎ নিশ্চিত করতেই আমাদের এই প্রয়াস।"

অনুষ্ঠান শেষে উপস্থিত সকলে বাল্যবিয়ে প্রতিরোধে নিজ নিজ অবস্থান থেকে সচেতনতা ছড়িয়ে দেওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

গ্রিস প্রবাসীর কাছে চাঁদা দাবি, খাবার নষ্ট ও ভাঙচুরের অভিযোগে বিএনপি নেতাকে শোকজনীরব আহমদ, গ্রিস প্রতিনিধি, বঙ্গবাণী : গ...
05/23/2025

গ্রিস প্রবাসীর কাছে চাঁদা দাবি, খাবার নষ্ট ও ভাঙচুরের অভিযোগে বিএনপি নেতাকে শোকজ

নীরব আহমদ, গ্রিস প্রতিনিধি, বঙ্গবাণী : গ্রিস প্রবাসী এইচ এম জাহিদ ইসলামের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কাজী খায়রুজ্জামান শিপনের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, চাঁদা না পেয়ে প্রবাসীর বাড়িতে আয়োজিত দোয়া মাহফিলের রান্না করা খাবার নষ্ট করে দেন অভিযুক্তদের লোকজন।

ঘটনাটি ঘটে গত শুক্রবার (১৭ মে) বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার ব্যাবোইখালী ইউনিয়নের উত্তর সুতালড়ি গ্রামে। প্রবাসী জাহিদের অসুস্থ পিতা-মাতার রোগমুক্তি কামনায় তার পরিবার ওই দোয়া মাহফিলের আয়োজন করেন।

জানা যায়, চাঁদার দাবিতে ব্যর্থ হয়ে কাজী শিপনের চাচাতো ভাই কাজী সাইফুজ্জামান রাসেল ও তার অনুসারীরা মাহফিলের রান্না করা খাবার নষ্ট করেন এবং বাড়িতে ভাঙচুর চালান। এ সময় উপস্থিত ছিলেন লোকমান হোসেন খান, মহিউদ্দিন জিলান, মাসুদ খান (চুন্নু), নজরুল ইসলাম ব্যাপারীসহ ১০-১২ জন।

এ বিষয়ে গ্রিস প্রবাসী জাহিদ ইসলাম জানান, তিনি দুই দশকের বেশি সময় ধরে গ্রিসে অবস্থান করছেন এবং কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নন। তবে বাংলাদেশি কমিউনিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তার নিজ নামে একটি ফাউন্ডেশনের মাধ্যমে দেশে সামাজিক কাজ করে যাচ্ছেন।

তিনি বলেন, “২০ লাখ টাকা চাঁদা না দেয়ায় আমাকে ও আমার ভাইকে হত্যার হুমকি দেয়া হচ্ছে। আমার বৃদ্ধ পিতা-মাতাকে দেখতেও গ্রামে যেতে পারছি না। বাগেরহাটের পুলিশ সুপারকে জানানো হলেও প্রতিকার পাইনি।”

অন্যদিকে অভিযুক্ত বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন গণমাধ্যমকে জানান, এ ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। তিনি বলেন, “যাকে আমি চিনি না সেও বলে আমি তার নেতা। জাহিদ আওয়ামী লীগের ঘনিষ্ঠ ছিল—সে কারণে হয়তো কেউ এই কাজ করে থাকতে পারে।”

এ ঘটনায় বিএনপির কেন্দ্রীয় কমিটি কাজী খায়রুজ্জামান শিপনকে শোকজ নোটিশ প্রদান করেছে। গত ২১ মে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

স্থানীয়রা জানান, প্রবাসীরা দেশে এসে সামাজিক বা ধর্মীয় কোনো আয়োজন করলে কিছু চিহ্নিত ব্যক্তি তাদের কাছ থেকে চাঁদা দাবি করেন, যা একটি উদ্বেগজনক সামাজিক প্রবণতা হয়ে দাঁড়িয়েছে। তারা এ ঘটনার দ্রুত বিচার ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

টরন্টোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: তিন শিশুর মৃত্যু, ১৯ বছর বয়সী চালক গ্রেপ্তারবঙ্গবাণী অনলাইন ডেস্ক: টরন্টোর পশ্চিমাঞ্চলে হা...
05/19/2025

টরন্টোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: তিন শিশুর মৃত্যু, ১৯ বছর বয়সী চালক গ্রেপ্তার

বঙ্গবাণী অনলাইন ডেস্ক: টরন্টোর পশ্চিমাঞ্চলে হাইওয়ে ৪০১-এ ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় তিন শিশু নিহত হয়েছে। দুর্ঘটনার সময় তারা একটি মিনিভ্যানে ছিল, যা একটি লালবাতিতে থামানো অবস্থায় ছিল। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ১৯ বছর বয়সী এক যুবকের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে মৃত্যুর কারণ হওয়ার অভিযোগ আনা হয়েছে।

রবিবার ভোররাতে (রাত ১২:৩০ নাগাদ) ইটোবিকোকে রেনফোর্থ ড্রাইভ এবং হাইওয়ে ৪০১-এর পূর্বমুখী অফ-র্যাম্পে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

অভিযুক্ত ইথান লেহুইলিয়ার, অন্টারিওর জর্জটাউন এলাকার বাসিন্দা, একটি ডজ ক্যারাভান চালাচ্ছিলেন। পুলিশের তথ্যমতে, দ্রুতগতিতে চলতে থাকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে র‌্যাম্পের ওপরের মিডিয়ান পার হয়ে সিগন্যালে থেমে থাকা একটি ক্রাইসলার প্যাসিফিকা মিনিভ্যানে ধাক্কা দেয়।

মিনিভ্যানে ছিলেন এক মা, তাঁর চার সন্তান ও পরিবারের এক পরিচিত ব্যক্তি, যিনি গাড়িটি চালাচ্ছিলেন।

ঘটনাস্থলেই ১৫ বছর এবং ১৩ বছর বয়সী দুই কিশোর-কিশোরীর মৃত্যু ঘটে। ৬ বছর বয়সী এক কন্যাশিশু হাসপাতালে নেয়ার পর মারা যায়। ৩৫ বছর বয়সী এক নারী, ৪০ বছর বয়সী এক পুরুষ ও ১০ বছর বয়সী অপর এক শিশু আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হন। তাদের অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, ইথান লেহুইলিয়ারের বিরুদ্ধে মোট ছয়টি অভিযোগ আনা হয়েছে — যার মধ্যে রয়েছে তিনটি করে মদ্যপ অবস্থায় যানবাহন চালিয়ে মৃত্যু ও শারীরিক ক্ষতির কারণ হওয়া, এবং তিনটি করে বেপরোয়া গাড়ি চালিয়ে মৃত্যু ও শারীরিক ক্ষতির কারণ হওয়া।

লেহুইলিয়ার ছিলেন ডজ ক্যারাভানের একমাত্র আরোহী। পুলিশ প্রত্যক্ষদর্শীদের ও হাইওয়ে ৪০১-এ চলমান গাড়ির ড্যাশক্যাম ফুটেজ খুঁজছে, যাতে দুর্ঘটনার সময় গাড়িটির গতিবিধি সম্পর্কে আরও তথ্য পাওয়া যায়।

“একটি পরিবার ধ্বংস হয়ে গেছে,” — সংবাদ সম্মেলনে বলেন অ্যাক্টিং ইনস্পেক্টর বাহীর সারবানন্দান। রেনফোর্থ ড্রাইভ বর্তমানে পুলিশ তদন্তের জন্য বন্ধ রয়েছে। যে কেউ এই ঘটনার সম্পর্কে তথ্য জানেন বা ড্যাশক্যাম ফুটেজ রয়েছে, তাদেরকে টরন্টো পুলিশ বা ক্রাইম স্টপার্সে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

মুড়িয়া সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ, ইনক-এর প্রথম কার্যকরী পরিষদ গঠিত নিউইয়র্কেবঙ্গবাণী ডেস্ক, নিউইয়র্ক: নিউইয়র...
05/14/2025

মুড়িয়া সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ, ইনক-এর প্রথম কার্যকরী পরিষদ গঠিত নিউইয়র্কে

বঙ্গবাণী ডেস্ক, নিউইয়র্ক: নিউইয়র্কে প্রথমবারের মতো গঠিত হলো বিয়ানিবাজার উপজেলার মুড়িয়া সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ, ইনক-এর কার্যকরী পরিষদ। এ উপলক্ষে গত ১২ই মে ২০২৫ রোববার সন্ধ্যায় কুইন্সের আল-মদিনা পার্টি হলে এক জমকালো অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবনির্বাচিত নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করানো হয়।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, প্রবাসে বসবাসকারী মুড়িয়া প্রবাসীদের মধ্যে ঐক্য, সহযোগিতা এবং নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখার লক্ষ্যে এই সংগঠন প্রতিষ্ঠা করা হয়েছে।

নতুন গঠিত কার্যকরী পরিষদে স্থান পাওয়া নেতৃবৃন্দ হলেন:
• সভাপতি: ইফজাল আহমেদ
• সহ-সভাপতি: আব্দুর নুর হারুন ও আব্দুল হামিদ
• সাধারণ সম্পাদক: খলকুর রহমান
• সহ-সাধারণ সম্পাদক: ফয়ছল আলম
• কোষাধ্যক্ষ: আব্দুল বাছিত
• সাংগঠনিক সম্পাদক: বিলাল উদ্দিন
• সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: রেদোয়ান হোসেন
• প্রচার সম্পাদক: জুবের আহমদ
• ক্রীড়া সম্পাদক: আবেদ আহমদ মিষ্টু

কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন:
গোলাম মর্তুজা, নাজমুল চৌধুরী, আলতাফ চৌধুরী, আব্দুল গফফার, ছাইফুল ইসলাম, আবু তাহের আছাদ, সাব্বির উদ্দিন, আলমগীর শাহ জেবুল ও জামিল আহমেদ।

অনুষ্ঠানে বক্তারা সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা ও কার্যক্রম নিয়ে আলোচনা করেন এবং প্রবাসে নতুন প্রজন্মের মাঝে বাঙালি সংস্কৃতি ছড়িয়ে দিতে এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

আওয়ামী লীগ নিষিদ্ধের ষড়যন্ত্রের বিরুদ্ধে টরেন্টোতে প্রবাসীদের প্রতিবাদ-বিক্ষোভবঙ্গবাণী ডেস্ক, টরেন্টো: আওয়ামী লীগকে ন...
05/14/2025

আওয়ামী লীগ নিষিদ্ধের ষড়যন্ত্রের বিরুদ্ধে টরেন্টোতে প্রবাসীদের প্রতিবাদ-বিক্ষোভ

বঙ্গবাণী ডেস্ক, টরেন্টো: আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ষড়যন্ত্রের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে কানাডার টরেন্টোতে। স্থানীয় সময় গত ১১ই মে ও ১২ই মে ২০২৫ইং দুই দিনব্যাপী এই কর্মসূচিতে প্রবাসী আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

বিক্ষোভকারীরা বলেন, আওয়ামী লীগ এই দেশের জন্মদাতা দল। এই দলকে নিষিদ্ধ করার যেকোনো ষড়যন্ত্র দেশের স্বাধীনতা, গণতন্ত্র এবং মুক্তিযুদ্ধের চেতনার ওপর সরাসরি আঘাত। বাংলাদেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবেই এই ধরণের চক্রান্ত করা হচ্ছে।

সমাবেশ থেকে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কোনো অশুভ শক্তি আওয়ামী লীগকে দমন করতে পারবে না। বঙ্গবন্ধুর রক্তের উত্তরসূরিরা প্রবাস থেকে শুরু করে দেশের মাটিতেও এই ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত। তাঁরা আরও বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার হুমকি দিয়ে কেউ পার পাবে না—বাংলার জনগণ তা কখনও মেনে নেবে না।

এই ঐতিহাসিক কর্মসূচিতে প্রবাসী নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং দৃপ্ত অবস্থান প্রমাণ করে, আওয়ামী লীগ শুধু একটি রাজনৈতিক দল নয়—এটি একটি আদর্শ, একটি চেতনা, একটি বিজয়মুখী ইতিহাসের নাম।

Address

Montreal, QC

Alerts

Be the first to know and let us send you an email when BongoBani-বঙ্গবাণী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BongoBani-বঙ্গবাণী:

Share