Rakeb Bhuiyan

Rakeb Bhuiyan Be good Be fine Be safe

08/29/2024

এস আলমের মাধ্যমে দেশ থেকে পাচার হওয়া দেড় লাখ কোটি টাকার অর্ধেকই শেখ রেহানা এবং সজীব ওয়াজেদ জয়কে দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর আবদুর রউফ তালুকদারের সরাসরি তত্ত্বাবধানে এসব অনিয়ম হয়।---সালমান এফ রহমান

08/29/2024

নতুন নতুন প্রকল্প বের করার তাগাদা দিতেন শেখ হাসিনার পরিবারের সদস্যরা। নতুন প্রকল্প মানেই বড় অঙ্কের কমিশন।
--হায়রে উন্নয়ন আর উন্নয়ন

08/29/2024

লুটের সবকিছু জানতেন হাসিনা, ভাগ পেতেন রেহানা-জয়:
---সালমান এফ রহমান

08/24/2024

মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম
মোরা ঝর্ণার মতো চঞ্চল
মোরা বিধাতার মতো নির্ভয়
মোরা প্রকৃতির মতো স্বচ্ছল

08/22/2024

৩০ লক্ষ শহীদের বিনিময়ে ১৯৭১ এ অর্জিত হয় স্বাধীন বাংলাদেশ
আর এই স্বাধীন বাংলাদেশকে স্বৈরাচার এর হাত থেকে আর একবার
স্বাধীন করতে ২০২৪ ৫ই আগস্ট এ পর্যন্ত শহীদ ৬৫০+,
আহত ৩৩,০০০+, গ্রেফতার ও নিখোঁজ ১১,০০০+

08/09/2024

১৬ কোটি মানুষকে ভাত খাওয়াও আরও ১০/১২ লক্ষ মানুষকে (রোহিঙ্গা) খাওয়াইতে পারবানা--রেহানা আপা
বেশ বুবু আমাদের খাওয়ানো শুরু করে দিলো। কিন্তু বুবু ঘটনা তো ঘটলো এখন আজকে ৪/৫ দিন ধইরা বুবুও নাই রান্নাও নাই খানাও নাই। হাউন আঙ্কেল এর হোটেল ও বন্ধ। তাইলে এখন। ...............

08/09/2024

আমি চাইনা আবার বাকস্বাধীনতা হারাতে
আমি চাইনা আবার ভোটাধিকার হারাতে
আমি চাইনা আবার গুম খুনের সম্রাজ্যে ফিরে যেতে

08/07/2024

জরুরী একটা খবর :
মিরপুর-১২,৬,১,২, উত্তরা, গুলশান, বারিধারা, বসিলা, বাড্ডা, এক যোগে কি হছে ??
সবাই বলছে ডাকাতি তাই বলে এত জায়গায় এক সাথে। এত ডাকাত বাংলাদেশে আছে নাকি। বুঝতে পারছেন কি ঘটতে যাছে। মনে হয় তাঁদের প্ল্যান-বি কাজ শুরু করে দিয়েছে। দেশটাকে একটা অস্থিশীল অবস্থায় নিয়ে যাওয়ার কর্মযোগ্য শুরু হয় গেছে।
ছাত্র জনতা মারার জন্য RAB ,BGB, Police, Ansar মাঠে ছিলো এখন তাঁরা কৈ. এই মাত্র আমার এক ছোট ভাই ঢাকা থেকে ফোন করে জানালো বিষয়টা। আপনারও খোঁজ নিন আপনার পরিচিতদের কাছে। ঘটনার সতত্যা নিশ্চিত করুন। বাংলাদেশ সেনাবাহিনী এবং BGB তাদের আইন শৃঙ্খলা , জান মাল রক্ষার স্বার্থে যে পর্যন্ত সরকার গঠিত না হয় সে পর্যন্ত মাঠে থাকা প্রয়োজন। কারণ পরাজিত শক্তি কখনোই এত সহজে ছেড়ে দেবে না। এরকম চিন্তা করলে চরম ভুল করবে। মনে হয় তারা তাদের কর্মকান্ড শুরু করে দিয়েছে।

08/07/2024

আমার ভোট আমি দেবো
যাঁকে খুশী তাকে দিবো।
@রাকিব ভূইয়াঁ

Address

Montreal, QC

Telephone

+15149674250

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rakeb Bhuiyan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rakeb Bhuiyan:

Share