JJ Montreal Blogs

JJ Montreal Blogs মন্ট্রিয়াল ক্যানাডার জীবনযাত্রা 🇧🇩
Life in Montreal Canada 🇨🇦
(8)

দেখতে দেখতে ছয় দিন হয়ে গেল! 🕌
03/06/2025

দেখতে দেখতে ছয় দিন হয়ে গেল! 🕌


This was hanging from our roof 😅
03/05/2025

This was hanging from our roof 😅

"If you miss the train I'm onYou will know that I am gone..."             ~ Justin Timberlake               📌 Exporail S...
03/02/2025

"If you miss the train I'm on
You will know that I am gone..."
~ Justin Timberlake

📌 Exporail St Constant, Montreal South Shore

"এবং সেহেরিতে– ডেকে দেবার প্রতিশ্রুতি পেলেআমিও ঘুমিয়ে যেতাম।" 🥱          ~ সালমান হাবীব - কবিতায় গল্প বলা মানুষDowntown ...
03/01/2025

"এবং সেহেরিতে–
ডেকে দেবার প্রতিশ্রুতি পেলে
আমিও ঘুমিয়ে যেতাম।" 🥱
~ সালমান হাবীব - কবিতায় গল্প বলা মানুষ

Downtown Montreal at dusk!

Get prepared to visit Montreal! You are gonna fall in love! 💙
03/01/2025

Get prepared to visit Montreal! You are gonna fall in love! 💙

Good morning! / Good evening!Dumplings for you! 😊
02/28/2025

Good morning! / Good evening!
Dumplings for you! 😊

02/27/2025

Sugar shack vegetarian menu


02/26/2025

Here! Enjoy the tractor ride in sugar shack! 🍁🚜


02/25/2025

মনিটাইজেশনের জন্যই পেইজ খুলেছি।
কিন্তু ভাল লাগছে না পেইজ চালাতে! হঠাৎ একদিন উধাও হয়ে যেতে মন চাইছে!
খুব বেশী ক্ষতি কি হয়ে যাবে পেইজ ডিএক্টিভেট করে দিলে?
যদি কখনো ফিরে আসি ...

প্রকৃতির বিশালতার কাছে আমি খুবই ক্ষুদ্র একটা কিছু! 😔
02/24/2025

প্রকৃতির বিশালতার কাছে আমি খুবই ক্ষুদ্র একটা কিছু! 😔

Grab this opportunity before they melt down! Hurry up! 🫶
02/24/2025

Grab this opportunity before they melt down! Hurry up! 🫶

02/24/2025

February the 23rd
ম্যাপল বনে ... 🍁

#কানাডা

02/23/2025

Live from sugar shack

02/23/2025

প্রতিদিন কমেন্ট করতে গিয়ে আর কমেন্টের রিপ্লাই দিতে গিয়ে অজস্রবার আপু শব্দটা লিখতে হয়। অনেকদিন ধরে খেয়াল করছিলাম, তাড়াহুড়া করে আপু লিখতে গিয়ে প্রায় সময়ই কপু হয়ে যাচ্ছে। অনেকবার এমন হয়েছে যে কমেন্ট লিখে সেন্ড বাটনে প্রেস করার সাথে সাথে চোখে পড়েছে যে হায় হায়, আমি তো কপু লিখে ফেলেছি। কতবার যে আমাকে কমেন্ট এডিট করতে হয়েছে! এডিট করলে নোটিফিকেশন যাওয়ার কথা। আমার সম্মানিত কপুরা সরি আপুরা কি ভেবেছেন কে জানে? হয়তো আমি কি না কি লিখে ফেলেছি, পরে সেটা এডিট করেছি।
একদিন চিন্তা করলাম যে আচ্ছা, আপু তো তপু হতে পারে, খাপু হতে পারে, সবসময় কপুই কেন হবে?
রহস্যটা কি? নেমে পড়লাম রহস্যের সমাধানে।

সমাধান যে একেবারে হাতের কাছে আছে তা কল্পনাও করিনি। ভুল বললাম, হাতের কাছে, এত দূরেও না। একেবারে আঙুলের কাছে।
আমার ফোনের বাংলা কিবোর্ডে 'আ' আর 'ক' এর পাশাপাশি সহাবস্হান। আঙুল বারবারই 'আ' লিখতে গিয়ে 'ক' তে চলে যায়।
সামান্য ব্যাপার, এতদিন বিরাট রহস্য হয়ে ছিল!

অন এ সাইড নোট, ভাবছি এই মায়াভরা শব্দ 'আপু' 'আপি' লেখা একটু কমিয়ে দিব। কেন কমাবো সেটা নিয়ে এখনও ভাবছি! 🤔

©️Jj_Mtl
JJ Montreal Blogs

একটু foodography করতে চেয়েছিলাম! গ্যালারির খাবারের ছবিগুলো রামাদানের আগে সব পোস্ট করে দিব।    #রোজা
02/22/2025

একটু foodography করতে চেয়েছিলাম! গ্যালারির খাবারের ছবিগুলো রামাদানের আগে সব পোস্ট করে দিব।

#রোজা

02/21/2025

Happy International Mother Language Day! 💬

তিনটি ভাষায় ভালই পড়তে, লিখতে এবং বলতে পারি। বাংলা, ইংরেজী আর ফরাসী। যদিও এর মধ্যে একটি দুইটির চর্চা তেমন একটা নেই।
বাংলাদেশে জন্ম আর বেড়ে উঠা, হিন্দি আর উর্দু তো কিছু বুঝিই, সামান্য বলতেও পারি।

আমার মা খুব সুন্দর আরবী পড়তে পারেন। বড় ছেলে হাই স্কুলে আন্তর্জাতিক প্রোগ্রামে পড়ার সুবাদে বাধ্যতামুলক স্পেনিশ ভাষা শিখে, third language হিসেবে। (ফরাসী ওদের প্রাথমিক ভাষা, ইংরেজী দ্বিতীয়)

এই সবগুলো ভাষার মধ্যে বাংলা ভাষাটা আমার সবচেয়ে বেশী কঠিন মনে হয়। ছোটবেলায় পড়া সেই তৎসম তদ্ভব ইত্যাদি শব্দের কথা মনে পড়লে এখনো দাত শির শির করে।

আমার কাছে সবচেয়ে সহজ ভাষা হচ্ছে ইংরেজী। আর সবচেয়ে সুন্দর ভাষা, সেটা হচ্ছে ফরাসী।
নিজে জানি বলে বলছি না, এটা মোটামোটি অনেকের কাছেই স্বীকৃত।

তবে সর্বপ্রথম মায়ের মুখের ভাষাটাই সবচেয়ে বেশী সুন্দর। প্রাণের বাংলা ভাষা!
সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা! 💕

©️Jj_Mtl

02/20/2025

এক কাপ চা বানাই ... কার জন্য?

#চা #ভাইরাল

02/19/2025

Montreal now temp feels -22

Address

Montreal
Montreal, QC

Website

Alerts

Be the first to know and let us send you an email when JJ Montreal Blogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share