BongoBani-বঙ্গবাণী- Canada

BongoBani-বঙ্গবাণী- Canada Online Bangla News

Editorial Panel

Syed Mahadi Rasel
Publisher and Editor:


Syed Yousuf Taki
Executive Editor:

Address: 4222 Rue de Bellechasse,
Montreal, Quebec, H1T 1Y1 Canada

Phone : +1514-804-4757,
BD WhatsApp: +8801612-144513,

Email : [email protected]

মন্ট্রিয়ল ট্রানজিট কর্তৃপক্ষ (এসটিএম)-এর রক্ষণাবেক্ষণ কর্মীদের ইউনিয়ন নভেম্বর মাসজুড়ে প্রায় প্রতিদিনই কর্মবিরতি পালনে...
10/29/2025

মন্ট্রিয়ল ট্রানজিট কর্তৃপক্ষ (এসটিএম)-এর রক্ষণাবেক্ষণ কর্মীদের ইউনিয়ন নভেম্বর মাসজুড়ে প্রায় প্রতিদিনই কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে। এই ধর্মঘটের মধ্যে রয়েছে ২ নভেম্বরের পৌর নির্বাচন দিবসও—সেদিন তারা শুধু সকাল ও বিকেলের রাশ আওয়ারে সীমিত জরুরি সেবা দেবে।

ইউনিয়ন Syndicat du transport de Montréal (STM) প্রায় ২,৪০০ রক্ষণাবেক্ষণ কর্মীর প্রতিনিধিত্ব করে। তারা জানিয়েছে, তৃতীয় দফার এই ধর্মঘট শুরু হবে ৩১ অক্টোবর রাত ১০টা থেকে এবং চলবে ২৮ নভেম্বর রাত ১০টা পর্যন্ত। এর আগের দুই দফার ধর্মঘটে মেট্রো ও বাস সেবায় বড় ধরনের বিঘ্ন ঘটেছিল।

এসটিএম শ্রম আদালতে জানিয়েছে, নির্বাচনের দিন ভোটকেন্দ্রগুলো সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। ফলে রাশ আওয়ারের বাইরে যদি পরিবহন বন্ধ থাকে, তাহলে সাধারণ নাগরিকদের ভোটকেন্দ্রে পৌঁছানো কঠিন হবে। এই কারণে এসটিএম আদালতের কাছে অনুরোধ করেছে, নির্বাচনের দিনে সকাল ও বিকালের জরুরি সেবার সময়সীমা দুই ঘণ্টা করে বাড়ানো হোক।

অন্যদিকে, ইউনিয়ন বলেছে, ভোটারদের বিকল্প পরিবহন ব্যবস্থা আছে—যেমন বিক্সি বাইক, নিজস্ব সাইকেল, গাড়ি, কার-শেয়ারিং বা হেঁটে যাওয়া। তারা আরও উল্লেখ করেছে যে, অগ্রিম ভোটের সুযোগ (advance voting) আগেই ছিল, তাই নির্বাচনের দিনে সেবা বাড়ানোর প্রয়োজন নেই।

এই বিষয়ে ট্রাইব্যুনালের বিচারক ফ্রাঁসোয়া ববিয়াঁ শুনানি শেষে সিদ্ধান্ত সংরক্ষণ করেছেন।

একই সঙ্গে এসটিএম জানিয়েছে, বাস ও মেট্রো চালকদের ইউনিয়ন (SCFP 1983)-ও ১, ১৫ ও ১৬ নভেম্বর ধর্মঘটের নোটিশ দিয়েছে। এতে শহরের গণপরিবহন আরও অচল হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। উভয় পক্ষই এখন আদালতের কাছে “essential service” বা ন্যূনতম প্রয়োজনীয় সেবার পরিধি নিয়ে আলোচনায় রয়েছে।

এসটিএম গত সপ্তাহে জানিয়েছে, তারা আগামী তিন বছরে ১০ কোটি ডলার সাশ্রয় করতে ৩০০টি পদ কমানোর পরিকল্পনা করছে। বেশিরভাগ ক্ষেত্রেই এসব পদ স্বাভাবিক অবসরের মাধ্যমে বা অভ্যন্তরীণ পুনর্বিন্যাসে বাদ যাবে। সংস্থাটি দাবি করেছে, ইউনিয়নের আর্থিক দাবি পূরণ করার মতো বাজেট তাদের নেই।

অন্যদিকে, রক্ষণাবেক্ষণ কর্মীদের ইউনিয়নের বক্তব্য—তাদের দাবি মূলত উন্নত কর্মঘণ্টা, কর্মক্ষেত্রে নিরাপত্তা বৃদ্ধি এবং বিনা বেতনের কাজ বাতিল। তারা আশা করছে, নভেম্বরের ধর্মঘট শুরুর আগেই আলোচনার মাধ্যমে একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে।

(তথ্যসূত্র: CBC, La Presse Canadienne)

ফ্রান্সে প্রবাসী সাংবাদিক মতিউর রহমান মুন্নাকে ইউরো বাংলা প্রেসক্লাবের সংবর্ধনাফ্রান্স প্রতিনিধি: ইউরোপে প্রবাসী সাংবাদি...
10/23/2025

ফ্রান্সে প্রবাসী সাংবাদিক মতিউর রহমান মুন্নাকে ইউরো বাংলা প্রেসক্লাবের সংবর্ধনা

ফ্রান্স প্রতিনিধি: ইউরোপে প্রবাসী সাংবাদিকতা জগতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ ইউরো বাংলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ প্রতিদিন ও ডিবিসি নিউজ-এর গ্রিস প্রতিনিধি মতিউর রহমান মুন্নাকে এক অনাড়ম্বর সংবর্ধনা প্রদান করা হয়েছে।

গত ২১ অক্টোবর ২০২৫, মঙ্গলবার সন্ধ্যায় ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি স্থানীয় রেস্টুরেন্টে ইউরো বাংলা প্রেসক্লাব ফ্রান্স-এর উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি তাজ উদ্দিন, এবং পুরো অনুষ্ঠানটি দক্ষতার সঙ্গে পরিচালনা করেন সাধারণ সম্পাদক নাজমুল হক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফ্রান্স-এর সভাপতি সালেহ আহমদ চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন ইউরো বাংলা প্রেসক্লাবের কেন্দ্রীয় সভাপতি তাইজুল ফয়েজ, সংগঠনিক সম্পাদক জাবের আহমদ, জিয়াউর রহমান, আশরাফুল ইসলাম, এবং আরও অনেকে।

সংবর্ধনা উপলক্ষে আয়োজিত আলোচনা পর্বে বক্তারা বলেন, মতিউর রহমান মুন্না দীর্ঘদিন ধরে প্রবাস থেকে সাংবাদিকতা করছেন নিষ্ঠা, সততা ও দায়িত্ববোধের সঙ্গে। প্রবাসীদের অধিকার ও কল্যাণে তাঁর নিরলস প্রচেষ্টা এবং সংবাদমাধ্যমে তাঁর সক্রিয় ভূমিকা তাকে প্রবাসী সাংবাদিকতার এক উজ্জ্বল দৃষ্টান্তে পরিণত করেছে। তাঁরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি প্রবাসী বাংলাদেশিদের সমস্যাবলি তুলে ধরে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

অনুষ্ঠান শেষে অতিথিদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আড্ডা, ছবি তোলা এবং নৈশভোজের মধ্য দিয়ে সংবর্ধনার পরিসমাপ্তি ঘটে। সমগ্র অনুষ্ঠানজুড়ে উপস্থিত প্রবাসী সাংবাদিক ও অতিথিদের উচ্ছ্বাসে মুখর ছিল প্যারিসের সেই সন্ধ্যা।

 ্ট্রিয়েলের_গণপরিবহন_কর্মীদের_আবার_ধর্মঘটের_হুমকি!৩১ অক্টোবর থেকে শুরু হতে পারে এক মাসব্যাপী কর্মবিরতিমন্ট্রিয়ল নিউজ ডেস...
10/22/2025

্ট্রিয়েলের_গণপরিবহন_কর্মীদের_আবার_ধর্মঘটের_হুমকি!
৩১ অক্টোবর থেকে শুরু হতে পারে এক মাসব্যাপী কর্মবিরতি

মন্ট্রিয়ল নিউজ ডেস্ক, বঙ্গবাণী: মন্ট্রিয়েলের গণপরিবহন ব্যবস্থায় আবারও বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে। শহরের ট্রানজিট কর্তৃপক্ষ এসটিএম (Société de transport de Montréal)-এর রক্ষণাবেক্ষণ কর্মীরা এক মাসব্যাপী ধর্মঘটের ঘোষণা দিয়েছে।

ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধর্মঘট শুরু হবে ৩১ অক্টোবর রাত থেকে এবং চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। এর আগে এই বছর দুই দফায় ধর্মঘট হয়েছিল - ৯ থেকে ১৭ জুন এবং ২২ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত যার ফলে মেট্রো ও বাস সেবায় ব্যাপক ভোগান্তি পোহাতে হয় নাগরিকদের।

Syndicat du transport de Montréal - CSN অভিযোগ করেছে, ১১৫টিরও বেশি আলোচনার পরও এসটিএম প্রশাসন “অযৌক্তিকভাবে অনমনীয়” অবস্থান নিয়েছে। তাদের দাবি, প্রতিষ্ঠানটি কর্মঘণ্টা ও আউটসোর্সিং নিয়ে কোনো সমাধান দিচ্ছে না এবং যথেষ্ট প্রতিনিধি পাঠাচ্ছে না আলোচনায়।

এসটিএমের নির্বাহী পরিচালক মারি-ক্লদ লিওনার্ড বলেন, “আমরা হতাশ যে ইউনিয়ন নতুন মধ্যস্থতা প্রক্রিয়াকে যথেষ্ট সময় না দিয়েই ধর্মঘটের পথে যাচ্ছে।” তিনি জানান, সংস্থাটি আর্থিকভাবে কঠিন পরিস্থিতিতে রয়েছে, তবে সমঝোতার পথে অগ্রসর হওয়ার চেষ্টা করছে।

ক্যুবেকের শ্রমমন্ত্রী জ্যঁ বুলে বলেছেন, “এখনো আলোচনার সুযোগ আছে। আরেকটি ধর্মঘট হলে তা জনগণের জন্য বড় ক্ষতি বয়ে আনবে।” তিনি প্রয়োজনে নিরপেক্ষ সালিশকারী নিয়োগের ইঙ্গিত দিয়েছেন।

ধর্মঘট চলাকালে মেট্রো ও বাস পরিষেবায় বিলম্ব ও সীমিত সার্ভিস দেখা দিতে পারে। তবে পিক আওয়ারে সীমিত সেবা চালু রাখার পরিকল্পনা রয়েছে।

বিশেষ করে ২ নভেম্বরের পৌর নির্বাচন দিবসে সর্বাধিক গণপরিবহন সেবা নিশ্চিত করার চেষ্টা করবে এসটিএম।

ইউনিয়নের অভিযোগ, এসটিএম ইচ্ছাকৃতভাবে আলোচনায় সময় নিচ্ছে যাতে নতুন শ্রম আইন Bill 89 কার্যকর হয়। এই আইন কার্যকর হলে সরকার সরাসরি শ্রমবিরোধে হস্তক্ষেপ করতে পারবে এবং প্রয়োজনে ধর্মঘট বন্ধের নির্দেশ দিতে পারবে।

তৃতীয়বারের মতো ধর্মঘটের ঘোষণা দিয়েছে মন্ট্রিয়েল মন্ট্রিয়েলের গণপরিবহন (এসটিএম) রক্ষণাবেক্ষণ কর্মীরা। আলোচনায় অচলাবস্থা ও কর্মশর্ত নিয়ে বিরোধের কারণে নভেম্বর মাসজুড়ে গণপরিবহন ব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি হয়েছে।

যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফের স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিতবঙ্গবাণী ডেস্ক, লন্ডন প্রতিনিধি: যুক্তর...
10/08/2025

যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফের স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত

বঙ্গবাণী ডেস্ক, লন্ডন প্রতিনিধি: যুক্তরাজ্য আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, বর্ষীয়ান রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা জননেতা সুলতান মাহমুদ শরীফের প্রয়াণে গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে এক “নাগরিক শোকসভা” অনুষ্ঠিত হয়েছে।

লন্ডনের স্থানীয় সময় রবিবার বিকেলে যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত এই সভায় দলীয় নেতৃবৃন্দ, প্রবাসী রাজনীতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, সুলতান মাহমুদ শরীফ ছিলেন বঙ্গবন্ধুর আদর্শে গড়া এক নিবেদিতপ্রাণ সৈনিক, যিনি প্রবাসে থেকেও সারাজীবন বাংলাদেশ আওয়ামী লীগের আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা লালন করে গেছেন। তাঁর মৃত্যুর মধ্য দিয়ে প্রবাসী আওয়ামী পরিবার এক মহান নেতাকে হারালো, যার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।

শোকসভায় প্রয়াত নেতার রূহের মাগফিরাত কামনা করে দোয়া ও এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে যুক্তরাজ্য আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত থেকে প্রয়াত নেতার স্মৃতিচারণ করেন।

বক্তারা তাঁর দেশপ্রেম, নেতৃত্বগুণ এবং সাংগঠনিক দক্ষতার প্রশংসা করে বলেন, “সুলতান মাহমুদ শরীফ ছিলেন প্রবাসে আওয়ামী লীগের ঐক্যের প্রতীক।”

 িয়ানীবাজার_প্রেসক্লাবের_উদ্যোগে_সাংবাদিকদের_দিনব্যাপী_প্রশিক্ষণ_কর্মশালা_অনুষ্ঠিতপ্রযুক্তি ও দক্ষতা অর্জনে সাংবাদিকদের ...
10/04/2025

িয়ানীবাজার_প্রেসক্লাবের_উদ্যোগে_সাংবাদিকদের_দিনব্যাপী_প্রশিক্ষণ_কর্মশালা_অনুষ্ঠিত

প্রযুক্তি ও দক্ষতা অর্জনে সাংবাদিকদের আগ্রহী হওয়ার আহ্বান একরামুল হক সায়েমের

বঙ্গবাণী ডেস্ক: সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও আধুনিক সাংবাদিকতায় প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব দিয়ে বিয়ানীবাজার প্রেসক্লাবের উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৪ঠা অক্টোবর ২০২৫, শনিবার পৌর শহরের কলেজ রোডের একটি রেস্টুরেন্টে আয়োজিত কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন এটিএন বাংলার কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান ও চিফ রিপোর্টার একরামুল হক সায়েম।

🔹 “সাংবাদিকতায় তৃতীয় চক্ষু হতে হবে অনুসন্ধানী”- একরামুল হক সায়েম
প্রধান প্রশিক্ষক একরামুল হক সায়েম বলেন, “সাংবাদিকতার উর্বর জনপদ হিসেবে বিয়ানীবাজারের সুনাম রক্ষা করতে হলে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে। আধুনিক সাংবাদিকতার এই যুগে প্রযুক্তি ও দক্ষতার বিকল্প নেই। সাংবাদিকের চোখ শুধু দেখার নয়—এটি অনুসন্ধানী ‘তৃতীয় চক্ষু’। সাধারণ মানুষ যা দেখে, সাংবাদিকরা তার গভীরে গিয়ে নতুন কিছু খুঁজে বের করেন।”

তিনি আরও বলেন, “মফস্বল সাংবাদিকদের নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। সমাজের প্রভাবশালীরা সবসময় সংবাদ অনুসন্ধানকে ভালোভাবে নেয় না। তবে সত্য ও সাহসিকতা সাংবাদিকের সবচেয়ে বড় শক্তি।”

🔹 কর্মশালার বিভিন্ন পর্ব
প্রায় অর্ধশত সাংবাদিকের অংশগ্রহণে আয়োজিত এ কর্মশালায় বাংলা বানানরীতি বিষয়ক পর্ব পরিচালনা করেন বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের সহকারী অধ্যাপক ফয়সল আহমদ।
সাংবাদিকতার ভূমিকা নিয়ে আলোচনা করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি, কলামিস্ট ও সিনিয়র সাংবাদিক আতাউর রহমান।

🔹 সনদ বিতরণ ও অতিথিদের বক্তব্য
কর্মশালা শেষে সনদ বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি সজীব ভট্টাচার্য এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মিলাদ মো. জয়নুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাগরিলিপি গবেষক ও সাহিত্যিক মোস্তফা সেলিম, প্যারিস-বাংলা প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেন সোহেল, প্রেসক্লাব সহ-সভাপতি ফয়জুল হক শিমুল, যুগ্ম সম্পাদক মাছুম আহমদ, কোষাধ্যক্ষ মুকিত মোহাম্মদ, পৌর জমিয়তের সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল্লাহ, সাহিত্য সংগঠক আজিজ ইবনে গণি ও প্রভাষক বিজিত আচার্য।

প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক সৈয়দ মুনজের হোসেন বাবু, দপ্তর সম্পাদক সামিয়ান হাসান, কার্যকরী সদস্য আবুল হাসান, এম এ ওমর, আমিনুল হক দিলু, সাকের আহমদ, জসীম উদ্দিন ও মিছবাহ উদ্দিন পুরো কর্মশালা সমন্বয় করেন।

🔹 প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণ
প্রশিক্ষণে অংশগ্রহণ করেন ইকবাল হোসেন, রুহেল আহমদ, ইমাম হাসনাত সাজু, সাদিক হোসেন এপলু, হাফিজুর রহমান তামিম, মাকসুদ মনি, ছরওয়ার খান, আব্দুল জব্বার, মিজানুর রহমান মুন্না, মাহমুদুর রহমান, শরীফ আহমদ, অরুণ বৈদ্য, অজয় দাস, সাহেলা বেগম, ইভা, বাবলু হোসেন, আলম শাওন, এহসানুল হক, মুশফাকুর রহমান, শোয়েব আহমদ, আব্দুল কাদির রাজু, ছালেহ আহমদ, জিবান, মুক্তা, আবু বক্কর সিদ্দীক সুমন, আবুল হাসান আহমদ, সানজু, মুমিনুর রহমান রিপন ও আব্দুল করিম প্রমুখ।

অংশগ্রহণকারীরা এমন আয়োজনের জন্য প্রেসক্লাব কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও নিয়মিত প্রশিক্ষণ কর্মশালার আয়োজনের দাবি জানান।

🔹 আয়োজনে সহযোগিতা
এই আয়োজনের সার্বিক সহযোগিতা করেন যুক্তরাজ্য প্রবাসী বিয়ানীবাজার প্রেসক্লাবের সদস্য আলী আহমদ বেবুল, সিলেট-৬ আসনে জমিয়তে উলামায়ে ইসলাম মনোনীত প্রার্থী হাফিজ ফখরুল ইসলাম, ক্যান্সার হাসপাতালের পরিচালক ফরহাদ হোসেন টিপু, সমাজকর্মী নুরুল ইসলাম লিমন, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডা. আবু ইসহাক আজাদ এবং কানাডা প্রবাসী ক্রীড়া সংগঠক এম এইচ মনসুর।

 াউরী_সরকারি_প্রাথমিক_বিদ্যালয়ে_নতুন_গেইট_উদ্বোধনদেশী ও প্রবাসী শুভানুধ্যায়ীদের অর্থায়নে নির্মাণ, দাতা পরিবারের পক্ষ থেক...
09/26/2025

াউরী_সরকারি_প্রাথমিক_বিদ্যালয়ে_নতুন_গেইট_উদ্বোধন

দেশী ও প্রবাসী শুভানুধ্যায়ীদের অর্থায়নে নির্মাণ, দাতা পরিবারের পক্ষ থেকে ফার্নিচার হস্তান্তর

বঙ্গবাণী ডেস্ক; ইটাউরী, বড়লেখা (মৌলভীবাজার): দেশী ও প্রবাসী শুভানুধ্যায়ীদের অর্থায়নে ইটাউরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত গেইটের আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়েছে। একই অনুষ্ঠানে ভূমিদাতা পরিবারগুলোর পক্ষ থেকে বিদ্যালয়ে প্রদত্ত অফিসিয়াল ফার্নিচার হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নং নিজ বাহাদুপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মো. ময়নুল হক। মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইটাউরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনাম উদ্দিন মাসন।

এসময় এলাকার মুরুব্বিয়ান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, গ্রামীণ যুবসমাজ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এডহক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

বিদ্যালয়ের উন্নয়নমূলক এই উদ্যোগে সহযোগিতা প্রদানকারী দেশী-প্রবাসী শুভানুধ্যায়ী এবং দাতা পরিবারকে আয়োজকরা আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।

মন্ট্রিয়েলে আবারো ধর্মঘট, ভোগান্তিতে পড়বেন যাত্রীরামন্ট্রিয়েল ডেস্ক: মন্ট্রিয়েলের গণপরিবহন সংস্থা এসটিএম (STM)-এর রক্ষণা...
09/22/2025

মন্ট্রিয়েলে আবারো ধর্মঘট, ভোগান্তিতে পড়বেন যাত্রীরা

মন্ট্রিয়েল ডেস্ক: মন্ট্রিয়েলের গণপরিবহন সংস্থা এসটিএম (STM)-এর রক্ষণাবেক্ষণ কর্মীরা আবারো ধর্মঘটের ঘোষণা দিয়েছে। ২২ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত চলবে এ ধর্মঘট, যার ফলে নগরবাসীর যাতায়াতে বড় ধরনের প্রভাব পড়বে।

এসটিএম সূত্রে জানা গেছে, মোট ১৪ দিনের ধর্মঘটের মধ্যে ৬ দিনে সীমিত সেবা দেওয়া হবে। ওই দিনগুলোতে মেট্রো ও বাস শুধুমাত্র নির্দিষ্ট সময়ে চলবে।

সীমিত সেবার সময়সূচি: অ্যাডাপ্টেড ট্রান্সপোর্ট: সবসময় চালু থাকবে।
মেট্রো চলবে: সকাল ৬:৩০–৯:৩০, বিকেল ২:৪৫–৫:৪৫ এবং রাত ১১টা থেকে বন্ধ হওয়া পর্যন্ত।
বাস চলবে: সকাল ৬:১৫–৯:১৫, বিকেল ৩টা–৬টা এবং রাত ১১:১৫–১:১৫।

মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার ও রবিবার নিয়মিত সেবা দেওয়া হবে। তবে সোমবার, বুধবার ও শুক্রবার কেবল পিক-আওয়ারেই সেবা থাকবে।
এসটিএম জানিয়েছে, রক্ষণাবেক্ষণ কর্মীদের ছাড়া গণপরিবহন চালু রাখা সম্ভব নয়। কারণ এরা মেট্রো ও বাসের পরিদর্শন, পরিষ্কার-পরিচ্ছন্নতা, যান্ত্রিক মেরামত ও জরুরি সেবা প্রদান করে থাকে।

যাত্রীদের জন্য মাসিক বা সাপ্তাহিক পাসের টাকা ফেরত দেওয়া হবে না বলে জানিয়েছে এসটিএম। এছাড়া, বিকল্প পরিবহনের (যেমন ট্যাক্সি) খরচও তারা বহন করবে না।

এসটিএম যাত্রীদের অনুরোধ করেছে ওয়েবসাইট ব্যবহার করে আগেই যাত্রাপথ ঠিক করার জন্য। প্রয়োজনে কাজের সময়সূচি পরিবর্তনের কথাও বলা হয়েছে।

এদিকে, বর্তমানে এসটিএমের সঙ্গে চারটি ইউনিয়নের চুক্তি নবায়ন নিয়ে আলোচনা চলছে। সবচেয়ে বড় ইউনিয়নটি হলো বাস চালক ও মেট্রো অপারেটরদের সংগঠন, যেখানে প্রায় ৪,৬০০ সদস্য রয়েছেন। তাদের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে, সামনে আরও বড় পরিসরে অনির্দিষ্টকালের সাধারণ ধর্মঘট ডাকা হবে কি না।

নগরবাসীর আশঙ্কা, আগামী কয়েক সপ্তাহ মন্ট্রিয়েলের যাতায়াত ব্যবস্থায় ব্যাপক ভোগান্তি দেখা দিতে পারে।

কানাডার বাজেট সামনে: ‘প্রজন্মগত বিনিয়োগের জন্য প্রস্তুত হতে হবে’ – চ্যাম্পেইনঅর্থমন্ত্রী বলছেন, ১৯৪৫–এর মতো পুনর্গঠনের ...
09/22/2025

কানাডার বাজেট সামনে: ‘প্রজন্মগত বিনিয়োগের জন্য প্রস্তুত হতে হবে’ – চ্যাম্পেইন

অর্থমন্ত্রী বলছেন, ১৯৪৫–এর মতো পুনর্গঠনের সময়; কনজারভেটিভরা বাজেট দেখার অপেক্ষায়

বঙ্গবাণী ডেস্ক: অর্থমন্ত্রী ফ্রাঁসোয়া-ফিলিপ চ্যাম্পেইন বলেছেন, কানাডাকে আসন্ন ফেডারেল বাজেটে “প্রজন্মগত বিনিয়োগের জন্য প্রস্তুত থাকতে হবে”। তিনি তুলনা করেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ের সঙ্গে, যখন দেশটি নতুনভাবে নিজেকে গড়ে তুলেছিল।

রবিবার সিবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে চ্যাম্পেইন বলেন, “এটি ১৯৪৫ সালের মতো এক মুহূর্ত। আমাদের এখন নিজেদের পুনর্গঠন করতে হবে। এটি ভবিষ্যতের সমৃদ্ধির জন্য একটি অগ্রিম বিনিয়োগ।”

আগামী ৪ নভেম্বর লিবারেল সরকার তাদের প্রথম বাজেট পেশ করবে। প্রধানমন্ত্রী মার্ক কার্নি আগেই জানিয়েছিলেন বাজেট অক্টোবরে আসবে, তবে সংসদীয় ক্যালেন্ডারের কারণে তারিখ পিছিয়ে নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

ঘাটতি ও অর্থনৈতিক চ্যালেঞ্জ

সরকারের অতিরিক্ত ব্যয় সামলাতে এ বাজেটে “বড় ঘাটতি” থাকছে বলে ধারণা করা হচ্ছে। গত ডিসেম্বরে ঘাটতির পরিমাণ ছিল ৬১.৯ বিলিয়ন ডলার। প্রধানমন্ত্রী কার্নি স্বীকার করেছেন যে এ বছর ঘাটতি আরও বড় হবে।

চ্যাম্পেইন জানান, আগামী তিন বছরে সরকার পরিচালন ব্যয় ভারসাম্যপূর্ণ করবে এবং ঘাটতি-টু-জিডিপি অনুপাত ধীরে ধীরে কমানো হবে। লিবারেলরা ইতিমধ্যেই ঘোষণা করেছে, ২০২৬-২৭ সালে পরিচালন ব্যয় ৭.৫% কমানো হবে, এবং ২০২৮-২৯ সালে তা দাঁড়াবে ১৫%।

তবে অন্তর্বর্তীকালীন সংসদীয় বাজেট কর্মকর্তা জেসন জ্যাকস সতর্ক করেছেন, সরকারের “আর্থিক নোঙর বা নির্দিষ্ট নিয়ন্ত্রণ কাঠামোর অভাব” উদ্বেগ সৃষ্টি করছে।

কনজারভেটিভদের অবস্থান

কনজারভেটিভ হাউস লিডার অ্যান্ড্রু শিয়ার বলেন, তার দল বাজেটের সবকিছু পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে সমর্থন করবে কিনা। তিনি উল্লেখ করেন, লিবারেলদের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ২০২৫-২৬ অর্থবছরে ঘাটতি সর্বোচ্চ ৬২.৩ বিলিয়ন ডলার হওয়ার কথা।

শিয়ারের মন্তব্য, “কার্নি সেই প্রতিশ্রুতি নিজে দিয়েছিলেন। তাই তাকে তার নিজের মানদণ্ডে বিচার করা উচিত।”

সংসদে সমর্থনের প্রয়োজন

লিবারেল সরকারের বাজেট পাস করাতে অন্যান্য দলের সমর্থন প্রয়োজন হবে। চ্যাম্পেইন বলেন, “কানাডিয়ানরা চায় এ সংসদ একসঙ্গে কাজ করুক। দেশ এখন এমন এক সময়ে রয়েছে যখন ঐক্য, চরিত্র ও উচ্চাভিলাষ দেখানো জরুরি।”

মন্ট্রিয়লে নতুন মেয়র নির্বাচনের প্রস্তুতিভ্যালেরি প্লান্ত প্রার্থী নন, নতুন নেতৃত্বের প্রতিযোগিতা শুরুবঙ্গবাণী ডেস্ক: ...
09/22/2025

মন্ট্রিয়লে নতুন মেয়র নির্বাচনের প্রস্তুতি

ভ্যালেরি প্লান্ত প্রার্থী নন, নতুন নেতৃত্বের প্রতিযোগিতা শুরু

বঙ্গবাণী ডেস্ক: মন্ট্রিয়লবাসী এ বছরের নভেম্বর মাসে নতুন মেয়র নির্বাচন করবেন। ২০১৭ সালের পর এটাই প্রথমবার শহরে নতুন মেয়র নির্বাচনের সুযোগ তৈরি হয়েছে। বর্তমান মেয়র ভ্যালেরি প্লান্ত তৃতীয় মেয়াদের জন্য প্রার্থী না হওয়ায় রাজনৈতিক অঙ্গন নতুন নেতৃত্বের প্রতিদ্বন্দ্বিতায় মুখরিত।

প্রধান প্রতিদ্বন্দ্বীদের মধ্যে রয়েছেন লুক রাবোয়াঁ (Projet Montréal) এবং সোরায়া মার্টিনেজ ফেরাদা (Ensemble Montréal)।

লুক রাবোয়াঁ, ৫৬, ২০১৯ সাল থেকে প্লাতো-মঁ-রোয়াল বরো মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এ বছরের মার্চে ভ্যালেরি প্লান্তকে উত্তরসূরি হিসেবে দলে নেতৃত্ব গ্রহণ করেন। পরিবেশবান্ধব উদ্যোগ, আবাসন সংকট ও গৃহহীনতা সমস্যার সমাধানকে তিনি অগ্রাধিকার দিয়েছেন। তবে প্লান্তের কিছু বিতর্কিত পরিকল্পনা পরিবর্তনেরও ঘোষণা দিয়েছেন, যেমন মাউন্ট রয়ালের কামিলিয়েন-হুদ ওয়ে পুনর্গঠন প্রকল্প ও আবর্জনা সংগ্রহ ব্যবস্থা।

অন্যদিকে, সোরায়া মার্টিনেজ ফেরাদা, ৫৩, সাবেক ফেডারেল পর্যটনমন্ত্রী ও সেন্ট-মিশেল অঞ্চলের সাবেক সিটি কাউন্সিলর। চিলিতে জন্ম নেওয়া ফেরাদা কিশোর বয়সে পরিবারসহ মন্ট্রিয়লে আসেন। Ensemble Montréal–এর নেতা হিসেবে তিনি শহরের বরো মেয়রদের আরও বেশি ক্ষমতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়াও, তিনি সাইকেল লেন নেটওয়ার্কের পূর্ণাঙ্গ অডিট করার ঘোষণা দিয়েছেন এবং শহরের দীর্ঘমেয়াদী সড়ক সংস্কার পরিকল্পনাকে সমালোচনা করেছেন।

এছাড়া ক্রেইগ সোভে (Transition Montréal), শহরের দক্ষিণ-পশ্চিম বরোর কাউন্সিলর, নতুন একটি প্রগতিশীল দল গঠন করে প্রার্থী হয়েছেন। তার অঙ্গীকারের মধ্যে রয়েছে বিলাসবহুল একক বাড়ির ওপর বিশেষ কর আরোপ এবং স্বল্প আয়ের মানুষের জন্য পরিবহন ভাড়া কমানো।

আরও দুই প্রার্থী হলেন জ্যঁ-ফ্রাঁসোয়া কাকু (Futur Montréal) এবং গিলবার থিবোডো (Action Montréal)। থিবোডো গত দুই নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করলেও ভোটার সমর্থন সীমিত ছিল। কাকু উচ্চ ভাড়া, অতিরিক্ত সড়ককাজ এবং নিরাপত্তাহীনতাকে শহর ত্যাগের মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন।

প্রার্থীরা আগামী ৩ অক্টোবর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২ নভেম্বর ২০২৫ তারিখে।

মন্ট্রিয়েলে আবারো ধর্মঘট, ভোগান্তিতে পড়বেন যাত্রীরামন্ট্রিয়েল সংবাদদাতা: মন্ট্রিয়েলের গণপরিবহন সংস্থা এসটিএম (STM)-এর রক...
09/18/2025

মন্ট্রিয়েলে আবারো ধর্মঘট, ভোগান্তিতে পড়বেন যাত্রীরা

মন্ট্রিয়েল সংবাদদাতা: মন্ট্রিয়েলের গণপরিবহন সংস্থা এসটিএম (STM)-এর রক্ষণাবেক্ষণ কর্মীরা আবারো ধর্মঘটের ঘোষণা দিয়েছে। ২২ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত চলবে এ ধর্মঘট, যার ফলে নগরবাসীর যাতায়াতে বড় ধরনের প্রভাব পড়বে।

এসটিএম সূত্রে জানা গেছে, মোট ১৪ দিনের ধর্মঘটের মধ্যে ৬ দিনে সীমিত সেবা দেওয়া হবে। ওই দিনগুলোতে মেট্রো ও বাস শুধুমাত্র নির্দিষ্ট সময়ে চলবে।

সীমিত সেবার সময়সূচি: অ্যাডাপ্টেড ট্রান্সপোর্ট: সবসময় চালু থাকবে।
মেট্রো চলবে: সকাল ৬:৩০–৯:৩০, বিকেল ২:৪৫–৫:৪৫ এবং রাত ১১টা থেকে বন্ধ হওয়া পর্যন্ত।
বাস চলবে: সকাল ৬:১৫–৯:১৫, বিকেল ৩টা–৬টা এবং রাত ১১:১৫–১:১৫।

মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার ও রবিবার নিয়মিত সেবা দেওয়া হবে। তবে সোমবার, বুধবার ও শুক্রবার কেবল পিক-আওয়ারেই সেবা থাকবে।

এসটিএম জানিয়েছে, রক্ষণাবেক্ষণ কর্মীদের ছাড়া গণপরিবহন চালু রাখা সম্ভব নয়। কারণ এরা মেট্রো ও বাসের পরিদর্শন, পরিষ্কার-পরিচ্ছন্নতা, যান্ত্রিক মেরামত ও জরুরি সেবা প্রদান করে থাকে।

যাত্রীদের জন্য মাসিক বা সাপ্তাহিক পাসের টাকা ফেরত দেওয়া হবে না বলে জানিয়েছে এসটিএম। এছাড়া, বিকল্প পরিবহনের (যেমন ট্যাক্সি) খরচও তারা বহন করবে না।

এসটিএম যাত্রীদের অনুরোধ করেছে ওয়েবসাইট ব্যবহার করে আগেই যাত্রাপথ ঠিক করার জন্য। প্রয়োজনে কাজের সময়সূচি পরিবর্তনের কথাও বলা হয়েছে।

এদিকে, বর্তমানে এসটিএমের সঙ্গে চারটি ইউনিয়নের চুক্তি নবায়ন নিয়ে আলোচনা চলছে। সবচেয়ে বড় ইউনিয়নটি হলো বাস চালক ও মেট্রো অপারেটরদের সংগঠন, যেখানে প্রায় ৪,৬০০ সদস্য রয়েছেন। তাদের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে, সামনে আরও বড় পরিসরে অনির্দিষ্টকালের সাধারণ ধর্মঘট ডাকা হবে কি না।

নগরবাসীর আশঙ্কা, আগামী কয়েক সপ্তাহ মন্ট্রিয়েলের যাতায়াত ব্যবস্থায় ব্যাপক ভোগান্তি দেখা দিতে পারে।

শিক্ষা ও সমাজসেবায় অনন্য সাবেক চেয়ারম্যান প্রয়াত শামসুল ইসলামকে স্মরণ করলো বড়লেখাবাসীইটাউরী হাজী ইউনুচ মিয়া উচ্চ বিদ্যাল...
08/15/2025

শিক্ষা ও সমাজসেবায় অনন্য সাবেক চেয়ারম্যান প্রয়াত শামসুল ইসলামকে স্মরণ করলো বড়লেখাবাসী

ইটাউরী হাজী ইউনুচ মিয়া উচ্চ বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা ও প্রাক্তন চেয়ারম্যানের কর্মময় জীবনের স্মৃতিচারণ, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

বঙ্গবাণী ডেস্কঃ মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ইটাউরী হাজী ইউনুছ মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা ও নিজবাহাদুরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ্ব শামসুল ইসলাম (ইজ্জাই মিয়া) এর স্মরণে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার (১৪ই আগস্ট ২০২৫ইং) দুপুরে বিদ্যালয়ের উদ্যোগে হলরুমে আয়োজিত এ শোকসভায় এলাকাবাসী, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আব্দুর রহিম।
সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনাম উদ্দিন মাসন এবং সঞ্চালনা করেন শিক্ষক মিফতা উদ্দিন লিটন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিজবাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ময়নুল হক।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মাওলানা আব্দুল মাজেদ, ইটাউরী মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ, পরগনাহী দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা ওয়াসিক উদ্দিন, শাহবাজপুর স্কুল অ্যান্ড কলেজের সাবেক সহকারী প্রধান শিক্ষক আক্তারুজ্জান সাদেক, স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মিছবাহুল হক মিনু, বড়লেখা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কাজী রমিজ উদ্দিন, ইউপি সদস্য এমরানুল হক বাবু, বিহাইডর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন, দৌলতপুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাবলু মিয়া, ম্যানেজিং কমিটির সদস্য, বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য ও উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ওয়াহিদুল হক এপলু প্রমুখ।

বক্তারা মরহুম আলহাজ্ব শামসুল ইসলামের কর্মময় ও বর্ণাঢ্য জীবন, শিক্ষাক্ষেত্রে তাঁর অবদান এবং এলাকার সামাজিক উন্নয়নে তাঁর অসামান্য ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
উল্লেখ্য, আলহাজ্ব শামসুল ইসলাম (ইজ্জাই মিয়া) গত ১৯ জুলাই যুক্তরাজ্যের শেফিল্ডে ইন্তেকাল করেন। জানাজা শেষে তাকে সেখানেই দাফন করা হয়।

 াবেক_চেয়ারম্যান_সামছুল_ইসলাম_ইজ্জাই_সাহেব_আর_নেই – যুক্তরাজ্যে ইন্তেকালবঙ্গবাণী ডেস্কঃ- মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিজ...
07/20/2025

াবেক_চেয়ারম্যান_সামছুল_ইসলাম_ইজ্জাই_সাহেব_আর_নেই – যুক্তরাজ্যে ইন্তেকাল

বঙ্গবাণী ডেস্কঃ- মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বর্ষীয়ান রাজনীতিবিদ ও সমাজসেবক ইটাউরী (নওয়া বাড়ী) নিবাসী এবং বর্তমানে যুক্তরাজ্যের শেফিল্ড শহরে বসবাসরত প্রবীণ মুরব্বি ও সমাজসেবক জনাব সামছুল ইসলাম সাহেব আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

তিনি আজ শনিবার, ১৯ শ জুলাই ২০২৫ইং, ব্রিটেন সময় রাত ১০টায় শেফিল্ডের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি ছিলেন অত্যন্ত সজ্জন, জনপ্রিয় ও শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, যিনি তাঁর নেতৃত্বের মাধ্যমে এলাকাবাসীর হৃদয়ে স্থান করে নিয়েছিলেন।

জনাব সামছুল ইসলাম শুধু ইউনিয়নের সাবেক জনপ্রিয় চেয়ারম্যানই ছিলেন না, তিনি ছিলেন ইটাউরী হাজী ইউনুস মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং শিক্ষা ও সমাজ উন্নয়নে এক নিবেদিত প্রাণ। তাঁর মৃত্যুতে স্থানীয় ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

Address

4222 Rue De Bellechasse
Montreal, QC
H1T1Y1

Alerts

Be the first to know and let us send you an email when BongoBani-বঙ্গবাণী- Canada posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BongoBani-বঙ্গবাণী- Canada:

Share