12/02/2025
কুয়াশা মাখা ভোরে গরম ধোঁয়া ওঠা ভাপা,
শীতের চাদরে আজ সব দুঃখ থাক চাপা।
দুধপুলি আর রসে ডোবা চিতই পিঠের হাড়ি,
শীত মানেই পিঠেপুলি আর নলেন গুড়ের আড়ি।
বাঙালির এই ঐতিহ্য থাকুক চিরকাল অটুট,
মিষ্টি স্বাদের পিঠে উৎসবে সবাই মেতে উঠুক।