
05/04/2025
ঘাসফড়িং সাহিত্য আড্ডার কিছু ছবিঃ
আমাদের সহযোগী সংগঠন “ঘাসফড়িং” এর আয়োজনে টরন্টোতে আজ অনুষ্ঠিত হলো সাহিত্য আড্ডা। আড্ডায় অংশ নেন অধ্যাপক ড. সুজিত দত্ত, আকবর হোসেন, শওগাত আলী সাগর, ড. মাহতাব শাওন, ড. গোলাম রব্বানি শিহাব ও হাসান মাসুক।
রওশন মুন্নির সঞ্চালনায় এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঘাসফড়িং এর অন্যতম পরিচালক আমিনুর রহমান সোহেল। অনুষ্ঠানের শুরুতে কবিতা আবৃত্তি করে শোনান মানজু মান আরা, নুরুন্নাহার সুপ্তি, সাইমুম সাঈদ ও নাহিদ খান।
সার্বিক সহযোগিতায়ঃ বাংলা টেলিভিশন কানাডা ও বাংলা 24 কানাডা।
ছবি তুলেছেনঃ মানজু মান আরা