07/22/2025
নিউকামারস ফ্যামিলি গেট টুগেদার এর আমন্ত্রন
ব্যবসা প্রতিষ্ঠানকে কেবল ব্যবসার মধ্যে সীমিত রাখলেই চলে না, সমাজের প্রতি তাদের কিছু দায়বদ্ধতা থাকে, অঙ্গীকার থাকে। পশ্চিমের বিজনেস ওয়ার্ল্ডে ‘কর্পোরেট রেসপনসিবিলিটি’কে তাই অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হয়।
টরন্টোর বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠানগুলোর অনেকেই সেই ধারাকে অনুসরণ করে নানা ধরনের সামাজিক আয়োজন করে থাকে। ক্লিফক্রেস্টের বাংলাদেশি মালিকানাধীন ফার্মেসী ‘সেন্ট ক্লেয়ার অ্যান্ড মিডল্যান্ড ফার্মেসী’।
ভেবেছিলাম ‘সেন্ট ক্লেয়ার অ্যান্ড মিডল্যান্ড ফার্মেসী’টাকেই আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবো। কিন্তু তাদের একটা ফ্লায়ার হাতে আসার পর মনে হলো- চমৎকার একটা আয়োজনের তথ্যই আগে আপনাদের জানাই।
কানাডায় যারা নতুন এসেছেন- তাদের জন্য ফ্যামিলি গেট টুগেদার এর আয়োজন করেছে ‘সেন্ট ক্লেয়ার অ্যান্ড মিডল্যান্ড ফার্মেসী’।বিভিন্ন বয়সীদের জন্য নানা রকেরম গেইম,নতুন জীবন সংগ্রামের গল্প শেয়ার করা, নতুন বন্ধুত্ব খোঁজা- এইসব লক্ষ্য এই আয়োজনের । আর স্ন্যাকস এর ব্যবস্থা তো থাকছেই।
‘সেন্ট ক্লেয়ার অ্যান্ড মিডল্যান্ড ফার্মেসী’র এই ‘নিউকামাসর ফ্যামিলি গেট টুগেদারটা হবে ১১০ নাটালি এভেনিউর নাটালি পার্কে। মিডল্যান্ড- সেন্ট ক্লেয়ার ইন্টারেকশন সংলগ্ন পার্কে।আগ্রহীরা পরিবারের সদস্যদের নিয়ে, বন্ধুদের নিয়ে যোগ দিতে পারেন এই গেট টুগেদারে।
বাই দ্যা ্ওয়ে, ফার্মেসীটা কিন্তু একেবারেই মিডল্যান্ড- সেন্ট ক্লেয়ার ইন্টারেকশনের কর্ণারেই 3655 St Clair Ave E, Scarborough, ON M1M 1T1.প্রয়োজনীয় ্ওষুধপত্রের জন্য তারা তো আছেনই।
ফার্মেসীটা নিয়ে পরে না হয় কথা বলবো, তার আগে ‘সেন্ট ক্লেয়ার অ্যান্ড মিডল্যান্ড ফার্মেসী’এর গেট টুগেদারটা এনজয় করি। কী বলেন!